আপনার ওয়াল্টন প্রিমো (Walton Primo) হ্যান্ডসেট এবার আপডেট করুন ICS v.4.0.4 (আইসক্রিম স্যান্ডউইচে)!! সাথে থাকছে জিঞ্জারব্রেডে ফেরত আসার পদ্ধতি!! তাহলে আর দেরী কেন?? সরাসরি ঢুকে পড়ুন এখানে!!

ওয়াল্টন প্রিমো ব্যবহারকারীরা কেমন আছেন?? আশা করি আমার আগের টিউন দেখে সেট ইতিমধ্যে রুট করে ফেলেছেন?? তবে অল্পে আমাদের মন ভরে না, তাইনা?? তাই যখন থেকে সেট রুট করার টিউন করেছিলাম, তখন থেকেই অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল আইসক্রিম স্যান্ডউইচে সেট আপগ্রেড করা নিয়ে টিউন করতে। কিন্তু পরীক্ষা এবং টেকনিক্যাল কিছু ঝামেলা থাকার কারণে এতদিন টিউন করা হয়ে উঠেনি। আজ সময় পেয়েই বসে গেলাম। প্রথমেই ধন্যবাদ দিতে চাই অভি সিফ ভাই, মাহমুব ভাই, রনি, মুকুল, XDA'র The Droid Master, এমরানসহ আরও অনেককে। যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগীতায় এতদূর আসা সম্ভব হয়েছে।

তবে আইসক্রিম স্যান্ডউইচে যাওয়ার আগে আপনাদের কিছু কথা/সুবিধা/অসুবিধা জানা থাকা ভাল। এগুলো এড়িয়ে না গেলে নিজেরই ভাল করবেন-

  • ** প্রথমত- যাই করেন না কেন, আপনার সেটের স্টক রম ব্যাকাপ করে নিবেন। এক্ষেত্রে ফ্রেশ রম সহ রুট করা রমও ব্যাকাপ রাখবেন। তবে ফ্রেশ আন-রুটেড রম অবশ্যই ব্যাকাপ রাখবেন। আর ব্যাকাপ করার আগে ফ্যাক্টরী রিসেট/পার্টিশন ক্যাশ/ডেলভিক ক্যাশ ক্লিয়ার করে নিলে ভাল।
  • ** একদম নতুনরা চেস্টা না করলেই ভাল করবেন। কারণ পুরো পদ্ধতিটা কিছুটা ঝামেলাপুর্ন। তাই কোথাও ভুল করলে সেট ব্রিক হওয়ার সম্ভাবনা আছে। তবে একই সাথে যাদের পর্যাপ্ত সাহস আছে, তাদের জন্যই এই টিউন। মানুষ তো ভুল থেকেই শেখে তাইনা?? তাই যথেষ্ট সাহসী হলে কাজে লেগে পড়ুন 😉
  • ** আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেড করতে হলে আপনার সেটের Baseband একই সাথে আপডেট করতে হবে। যেহেতু এখন পর্যন্ত আমরা এই সেটের স্টক বেসব্যান্ড খুজে পাইনি, তাই জিঞ্জারব্রেডে ব্যাক করা গেলেও সেটের ওয়ারেন্টি হারানোর সম্ভাবনা ৯৯%। তবে কাস্টমার কেয়ারের লোকজন যদি বেসব্যান্ড চেক না করে তাহলে আলাদা কথা। আর স্টক বেসব্যান্ড পাওয়া গেলেই আপনাদের সাথে শেয়ার করা হবে। মূলত বেসব্যান্ড ডাউনগ্রেড সমস্যার জন্যই টিউন করতে এত দেরী হচ্ছিল।
  • ** সবচাইতে বড় যে সমস্যা, সেটি হচ্ছে- আপনি যখন জিঞ্জারব্রেডে ব্যাক করবেন, তখন আর স্টক রম দিয়ে সেট রুট করতে পারবেন না!! সেক্ষেত্রে অন্য রম দিয়ে রুট করতে হবে। আমরা চেস্টা করছি এই প্রবলেম সলভ করার। সফল হওয়ার সাথে সাথে আপনাদের জানানো হবে।
  • ** ICS এর যে রমটা আমরা শেয়ার করব- সেটিতে তেমন কোন বাগ নেই। তবে মেমোরীকার্ড খোলা থাকা অবস্থায় ক্যামেরা মাঝে মধ্যে ঝামেলা করতে পারে। আর বাংলা লিখতে গিয়ে ঝামেলায় পরবেন।
  • **এই ICS রমটা রুট করাই আছে। তাই নতুন করে আবার রুট করতে হবে না।
  • ** তবে ওভারঅল পারফরমেন্স জিঞ্জারব্রেডের চাইতে ভাল। এটা আমি বলছি না। আপনাদের যাদের এখন জিঞ্জারব্রেড আছে তারা আনটুটূ বেঞ্চমার্ক ব্যবহার করে দেখুন। আমি GB তে থাকা অবস্থায় স্কোর পেয়েছিলাম ৩০৩৭ এর আশেপাশে। আর আইসিএস এ স্কোর পেলাম ৩৩১৭! যা GB থেকে প্রায় ৩০০ বেশী!!


** সবশেয কথা হল- আপনার সেট ব্রিক হয়ে গেলে বা অন্য কোন সমস্যা হলে আমি দায়ী থাকব না। তাহলে আসুন শুরু করি-

প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নিন-

** ভাল কথা- আপনার পিসিতে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করা থাকতে হবে। যারা রুট করেছেন, তাদের ড্রাইভার ইন্সটল করাই আছে। যারা নতুন, তারা এখানে দেখুন।
**এখান থেকে (AP+BP)_ICS_S01.rar ডাউনলোড করুন। (১৭৭ মেগা)
** FastbootV1.0.2.4(BP+AP).rar (৫মেগা) **fastboot1.0.2.4 মিডিয়াফায়ার লিঙ্ক (ধন্যবাদ Rasseel ভাইকে)
** NPRG7627A.zip (২০০ কিলোবাইট +/- )
**F8-ICS-ver3.rar (১০৪মেগা)

ডাউনলোডের কাজ শেষ হলে আপগ্রেড করা শুরু করতে পারেন-

  • ** প্রথমেই ডাউনলোড করা ফাইল গুলো আলাদা আলাদা ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
  • ** NPRG7627A ফোল্ডার থেকে NPRG7627A.hex ফাইলটা কপি করে (AP+BP)_ICS_S01 ফোল্ডারের ভিতর 591357_8376_WCDMA_V0005 ফোল্ডারে পেস্ট করুন।
  • ** এবার আপনার হ্যান্ডসেট বন্ধ করে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন- যতক্ষন পর্যন্তনা ENTRY QPST DOWNLOAD মোড আসে। ডাউনলোড স্ক্রীন আসলে বাটন ছেড়ে দিন এবং ডাটা কেবল দিয়ে মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।

  • ** এবার FastbootV1.0.2.4(BP+AP) ফোল্ডার থেকে fastboot1.0.2.4.exe ফাইলটি ওপেন করুন। পিসির My Computer এ রাইট ক্লিক করে Device Manager এ ক্লিক করুন। এবার Ports (COM & LPT) এক্সপ্লোর করে দেখুন Tianyu HS-USB Diagnostics 900E (COM11) বা এইধরনের কিছু আছেকিনা। থাকলে দেখুন লাস্টে কত নম্বর পোর্ট দেখাচ্ছে। সেটি মনে রাখুন এবং নিচের মত BB Port বক্সে লিখুন। আমার ১১ দেখাচ্ছে। তাই ১১ লিখলাম। আপনার যেটি দেখাচ্ছে, সেটিই লিখুন-
  • **BP Browse বাটনে ক্লিক করে 591357_8376_WCDMA_V0005 ফোল্ডারটি দেখিয়ে দিন এবং ওকে দিন।
  • ** এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন। কোন ওয়ার্নিং মেসেজ আসলে ওকে দিন, তাহলে নিচের মত বেসব্যান্ড আপডেট হওয়া শুরু হবে। শেষ হলে সফটওয়্যারটি একাই বন্ধ হয়ে যেতে পারে বা আপনার সেট রিস্টার্ট নিতে পারে।

  • ** বেসব্যান্ড আপডেট করা শেষ হল। এবার আমরা রম আপডেট করব। সেজন্য সেট অফ করে ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন যতক্ষন না সবুজ স্ক্রীন আসে। সবুজ স্ক্রীন আসার পর বাটন ছেড়ে দিন এবং ডাটা কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করুন।
  • ** EMMC_AP ফোল্ডারের QUALFAST2.0.4(Factory).exe ফাইলটি ওপেন করুন   এবং SEL PATH এ ক্লিক করে F8-ICS-ver3 ফোল্ডারটি দেখিয়ে দিন এবং ওকে দিন।

  • নিচের মত স্ক্রীন পেলে OK বাটনে ক্লিক করুন।

  • ** সবকিছু ঠিক থাকলে নিচের মত দেখতে পাবেন।

  • ** রম সেটাপ দেয়া শেষ হলে নিচের মত দেখতে পাবেন। এবার সফটওয়্যার বন্ধ করে দিন।

ব্যাস কাজ মুটামুটি শেষ। এবার সেট চালু করুন। নতুন রম ইন্সটল দিয়েছেন। তাই ডেস্কটপ আসতে কিছু সময় লাগতে পারে। ডেস্কটপ আসলে  নিচের মত মাঝখানের বাটনে ক্লিক করে ইংলিশ সিলেক্ট করে দিন। তাহলে সেটের ভাষা ইংলিশ হয়ে যাবে। এছাড়া অন্যান্য সেটিং নিজে নিজেই পারবেন আশা করি।


এই রমে ইন্টারনেট সেটিং ম্যানুয়েলী করে নিতে হবে। এজন্য Settings থেকে Mobile network setting এ Access Point Names এ New APN নিন Name এ gpinternet এবং APN এ internet দিন। তাহলে আশা করি জিপি ইউজাররা নেট চালাতে পারবেন। অন্যান্য অপারেটরের সেটিং আপনারা নিজেরাই করে নিন।

আর মনে রাখবেন- CWM Recovery ব্যবহার করতে চাইলে  নতুন করে ইন্সটল দিতে হবে

আমার ICS দেখুন-

সব কাজ শেষ। এবার আপনি আনকরা ICS দেয়া সেটের মালিক। ধুমাইয়া ইউজ করেন 😉

এবার আসি জিঞ্জারব্রেডে ব্যাক করার প্রসেস নিয়ে-

** এখান থেকে ১ম Baseband ডাউনলোড করে নিন।
** এখান থেকে ২য় Baseband ডাউনলোড করে নিন।
** আগের মতই সেট অফ করে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে ডাউনলোড মোডে যান। fastboot1.0.2.4.exe ওপেন করে ডিভাইস ম্যানেজার থেকে পোর্ট দেখে বসান এবং BP Browse বাটনে ক্লিক করে 591316_8376_WCDMA_V3025 ফোল্ডারটি দেখিয়ে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করুন। কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

কাজ শেষ হলে এবার সেটের ব্যাটারী খুলে আবার লাগান এবং আবার ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে ডাউনলোড মোডে যান। fastboot1.0.2.4.exe ওপেন করে আবার ডিভাইস ম্যানেজার থেকে পোর্ট দেখে বসান এবং 591316_8376_WCDMA_V3047 ফোল্ডারটি দেখিয়ে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলে বেসব্যান্ড ডাউনগ্রেড হয়ে যাবে। যদি ডাউনলোড ফেইল দেখায়, তাহলে একই প্রসেস কয়েকবার করুন। আশা করি কাজ হবে।
** এবার CWM Recovery নতুন করে ইন্সটল দিতে হবে। CWM Recovery ইন্সটল দেবার পর আপনার আন-রুটেড ফ্রেশ স্টক রম রিস্টোর করে নিন। তাহলেই পেয়ে গেলেন আপনার আগের জিঞ্জারব্রেড। রম ব্যাকাপ /রিস্টোর করার প্রসেস দেখতে আমার এই টিউনটি দেখতে পারেন।

ব্যাস.....সব কাজ শেষ!! আশা করি সবাই ঠিকভাবে সব কাজ করতে পেরেছেন।

কোন সমস্যায় মনে হলে এখানে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আমাকে ফেসবুকে জানাতে পারেন। ভাল থাকবেন।

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

দারুন হইছে ভাই। মেমোরি কতটুকু খালি থাকে? আর সব মিডিয়া ফাইল গুলো কি smoothly চলবে ? র‍্যাম কতটুকু usable থাকে? জানাবেন?

    @Rasseel: ধন্যবাদ। এখন পর্যন্ত মুটামুটি সব স্মুথলী চলছে। রম ১০৬মেগা+ খালী থাকে। আর র‍্যাম ১৬০+মেগা সিস্টেম ইউজ করে যা অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে। আর ফ্রী থাকে ২৫০মেগা+

W10 nea keso lakhen bai

Level 0

Error (509)
This account’s public links are generating too much traffic and have been temporarily disabled!

FastbootV1.0.2.4(BP+AP) download hoi na kn????

    @xShohagh: লিঙ্ক আপডেট করে দিয়েছি।

      Level 0

      @হিমু: baseband downgrade korar por oi basceband a ki stock rom chalano jabe??? oita ki stock baseband??? r stock baseband er backup kora jai na????

        @xShohagh: হ্যা, ডাউনগ্রেড করার পর ব্যাকাপ করা স্টক রম চালানো যাবে। তবে সেই রম আর রুট করা যাচ্ছে না। এটা নিয়ে এখনো কাজ করা হচ্ছে। আশা করি সমাধান পাব। তবে অন্য রম চালাতে পারেন। যেটি রুট করতে পারবেন। আর এটি স্টক বেসব্যান্ড না। কিছুটা লোয়ার ভার্সন। বেসব্যান্ড ব্যাকাপ করার কোন প্রসেস আমার জানা নাই।

          Level 0

          @হিমু: vai apni ki janen kivabe boot image (not animation) change kora jai???? janle help koren

          Level 0

          @হিমু: ” তবে অন্য রম চালাতে পারেন।”

          হিমু ভাই অন্য রম কোথাই পাব?

        @হিমু: @xShohagh: ROM Toolbox use kore boot animation change korte paren.

Level 0

Vai Jodi Symphony W25 e Android 4.0.4 install otoba 4.1 update kora jai tahole please janaben R jodi rom barano jae taholeo janaben

Level 0

thnx, willl try next day…..

বেসব্যান্ড এবং রম আপডেট করতে কত মেগাবাইট লাগে । মোটামুটি ধারনা দিন । ধন্যবাদ টিউনের জন্য ।

    @তুহিন: মানে কত মেগা ইন্টারনেট খরচ হবে?? ২০০-২৫০মেগা।

Level 0

হিমু ভাই, Abhi Saif ভাইএর gb 2.3.6 এর যে pre-rooted rom টা আছে সেটা কি ব্যবহার করা যাবে। সেটা restore করলে root access পাব কি???
আমার ভাই ওয়ারেন্টির দরকার নাই।

সিফ ভাইয়ের কাছে কোন রম আছে, জানি না ভাই। উনাকে একটা মেসেজ দেন। আমি এই রমটা ইউজ করেছি- http://www.mediafire.com/?l73h722qf3glof9। রুটও করেছি। অবশ্য তখন বেসব্যান্ডের এই ভার্সনটা ইউজ করছিলাম-http://www.mediafire.com/?m4bd7hiosi69kdn আমাকে Mahamudul Hasan ভাই লিঙ্ক দিয়েছিল।
এই বেসব্যান্ডেও কাজ হবার কথা। ট্রাই করতে পারেন।

ভাই এই টিঊন এর অপেক্ষায় ছিলাম । আমার আগের ICS টা মাঝে মাঝে hang করত । দেখি এইটা কি করে ? আর problem হলে stock rom তো আছেই । ধন্যবাদ ।

সুন্দর সুন্দর… 🙂

donnobad deyar vasa khuje paccina.
keu sofol hole janan

অনেক ধন্যবাদ।আমার এতো সাহস নাই।কারন আমি সেভেন চালাই।সেভেন এ আমার মোবাইল এর ড্রাইভার কাজ করেনা।

আমি Go Launcher Theme এর সাথে ICS Theme ইন্সটল করে নিয়েছি।তাই দেখতেও সেইরকম লাগে।আপনি যেমন দেখালেন তেমন।

    @মুকুট: হে হে………… মুকুট ভাই এক্সপিতে সেভেনের থিম দিলেই কি এক্সপি সেভেন হয়ে যায়?? তাছাড়া এইসব লাঞ্চার প্রচুর র‍্যাম ইউজ করে। যাই হোক, সেভেনের জন্য এই ড্রাইভারটা ইউজ করেন- http://www.mediafire.com/?25slld940jy5ah6
    নিচে Sujan ভাইয়ের কমেন্ট কপি করে দিলাম। কাজ হলে জানাবেন-

    যারা windows 7 ব্যবহার করেন তার এই লিংক {{ http://205.196.123.49/nqm36bo6fc0g/25slld940jy5ah6/Driver.rar }} থেকে windows 7 এর Driver নামাতে পারেন । যেটা দিয়ে আমি এই মাত্র root করলাম । তবে Driver টা মেনুয়লি সেটআপ করতে হবে ।প্রথমে ডাটা ক্যাবল দিয়ে PC তে কানেক্ট করবেন । তারপর my computer –> right click–> manage–>Device manager–>ports(com&lpt)–>Tianyu HSUSB Device–> right click–> install/update driver–> তার পর নিচের অপশনটা সিলেক্ট করে আপনার পিসির যেখানে Driver টা Download করে রেখেছেন সেটা চিনিয়ে দিন ।
    প্রথমে ডাটা ক্যাবল দিয়ে আপনার Walton Primo টাকে PC তে কানেক্ট করবেন

দারুন টিউন। যারা ওয়ালটন প্রিমো ব্যবহার করে নিঃসন্দেহে তাদের কাজে লাগবে। ধন্যবাদ।

Level 0

ভাই কোন CWM Recovery কাজ করতেছে না । আবার ICS 4 ও open হচ্ছে না শুধু K-Touch লেখা এসে ১ ঘণ্টা বেশি বসে আছে
স্টক রমে যে back করব তা ও সম্ভব হচ্ছে না । কারন ৮-১০ বার চেষ্টা করেও CWM recovery কাজ হচ্ছে না । Recovery scren আসার পরে আর কোন option আসে না। সেট টা ভাই কাল রাত থেকে বন্ধ আছে কারও সাথে কোন contact করতে পারছি না খুব বিপদে আছি একটু help করুন please…..N.B-সেটে এর আগেও আমি কাস্টম রম Install করেছি এবং রুট ও করেছি সুতরাং Problem টা কি বুঝতে ছিনা । আর এই অবস্হায় কাজ করবে এমন কোন CWM Recovery থাকলে লিংকটা Share করবেন দয়া করে ।

    @sayeedku:cwm নতুন করে ইন্সটল দিছেন?? আপনি কোন রম ইউজ করছেন?? আপনার সম্ভবত বেসব্যান্ড প্রবলেম হচ্ছে। এই টিউন দেখে বেসব্যান্ড আপডেট দিয়ে আইসিএস দেন অথবা ডাউনগ্রেড করে জিবি দেন। ঠিক হয়ে যাবে আশা করি।

      Level 0

      @হিমু: ভাই ডাউনগ্রেড ও হচ্ছে না কি করব please
      একটু help করেন ।

        @sayeedku: apni er age ki korechilen seta to bollen na? r ki dhoroner error pacchen?

        @sayeedku: আর বেসব্যান্ড আগে আপগ্রেড করে সেট অন-অফ করে তারপর ডাউনগ্রেড করেন।

    Level 0

    @sayeedku: boot screen a bedhe thakle aita dekhen https://www.techtunes.io/android/tune-id/168685

      Level 0

      @xShohagh: Vi ai Tune ar attach file ta ar ak bar upload korban please……..khub problem a asi

        Level 0

        @sayeedku:ভাই Custom kernel বা Boot Fixer এই software টা কারও কাছে থাকলে link টা একটু শেয়ার করেন অথবা আমার একটু mail করে দেবেন please খুব বিপদে আছি ভাই ।আমার mail–([email protected])

Level 0

শুনলাম মার্কেটে নতুন আসা প্রিমোতে ics প্রি-ইনস্টল আছে । কেউ কি জানেন এই ব্যাপারে ?

Level 2

Vai Walton primo valo hoe na walton er nuton product gulo valo hobe(Walton R1 or Walton G1 )? Aktu bolben

Level 0

ভাই Custom kernel বা Boot Fixer এই software টা কারও কাছে থাকলে link টা একটু শেয়ার করেন অথবা আমার একটু mail করে দেবেন please খুব বিপদে আছি ভাই ।আমার mail–([email protected])

    Level 0

    @Rasseel: ভাই এই Link টা কাজ করে না নতুন কোন link থাকলে দিবেন please বা যদি file টা থাকে তবে link টা একটু শেয়ার করেন অথবা আমার একটু mail করে দেবেন please খুব বিপদে আছি ভাই ।আমার mail–([email protected])

Level 2

Vai Walton primo valo hobe na walton er nuton product gulo valo hobe(Walton R1 or Walton G1 )? Aktu bolben, janan vai pls…

Level 0

আমার ল্যপ্টপে device manager এ ports অপশন নেই । কি করব ????????????

    @sumonhk76: If win7, see bellow-

    1) Check to see if the device is hidden. For this, click show hidden devices under View, then expand all the nodes under device manager. Uninstall any entries which appear grayed out, then restart. Then try plugging your external device to the computer and see if it works.
    2) Make sure that in the BIOS the ports are enabled and set to ‘auto’.
    3) If that does not work, try installing the drivers for your device manually.

    or,

    You may need to add the ports manually. Go into “add/remove hardware”, then choose the option that says “let me choose what hardware to install”, then go to “choose hardware from a list”. Scroll down the list and find the “com ports”. Then choose to “add com port”.

Level 0

ভাই বাংলা ফন্ট অ্যাড করা আছে ?

Level 0

@হিমু bhaya apnake onek onek thnxxxx…………. onek din jabot apnake ice er jonno kno post koren bole assilam, ar apnar post paoar sathe sathe amr primo GB theke ICE kore fellam…….. ami akhon onek khosi……bhaya apna ke ki bole je thnxx jana bo bolar moto na…….. Allah apnar mongol korok..AMIN…..

    Level 0

    @Fahim Ch: kono bug peyecen naki ai rom a???

    @Fahim Ch: আপনি সফল হয়েছেন শুনে ভাল লাগল। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

আমি Walton Primo সেট ব্যবহার করি কিন্তু ২ দিন আগে আমি হিমু ভাই এর এই পোস্ট দেখে Baseband Upgrade করে ICS 4 Install দিতে গেলে সেটা Success হইনি শুধুমাএ আমার আগের রম এর স্টার্ট আপ scren এসে বসে আছে । কোন CWM Recovery তে ও কাজ করতেছে না ।৮-১০ বার চেষ্টা করেও CWM recovery কাজ হচ্ছে না । Recovery scren আসার পরে আর কোন option আসে না। আথচ এই CWM Recovery ব্যবহার করে আমি আগেও কাস্টম রম Install করেছি এবং রুট ও করেছি সুতরাং Problem টা কি বুঝতে ছিনা । Baseband Downgrade করতে গেলেও হচ্চে না Failed দেখাচ্ছে । সেট টা ভাই ২ দিন থেকে বন্ধ আছে কারও সাথে কোন contact করতে পারছি না খুব বিপদে আছি একটু help করুন please….please…………………..please.

    @sayeedku: আপনি কোথাও কোন ভুল করে ফেইল করলে আমার কি করার আছে?? শুধু আমি না অ-নে-কেই এই প্রসেস এ আপগ্রেড করছে। অনেকদিন এক্সপেরিমেন্ট করার পরেই এখানে পোস্ট করা হইছে। একটু উপরের কমেন্টে দেখেন ফাহিম ভাই আপগ্রেড করছে। cwm দিয়ে রম ইন্সটল দেয়া আর এটার মধ্যে বিস্তর ফারাক!! পোস্টের প্রথমেই বলেছি নতুনদের ট্রাই না করতে।
    যাই হোক, আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে আপনার বেসব্যান্ডই আপডেট হয়নাই!! বেসব্যান্ড এবং রম আপডেট শেষ হবার পর যে স্ক্রীন আসে সেই দুইটার স্ক্রীনশট এখানে দিন। আর বারবার বলছি বেসব্যান্ড আপডেট দিলে নতুন করে cwm ইন্সটল দিতে হবে। দিছেন কিনা সেটাও তো ক্লিয়ার করতাছেন না?? ডিটেইল না বললে বুঝব কিভাবে?? স্ক্রীনশট দিলে সমস্যা বুঝতে পারব।

Level 0

ভাই আপনার ফোন নম্বর টা যদি দয়া করে আমাকে মেইল করতেন তাহলে ফোনে কথা বললে clear হতো ।আমার mail–([email protected])

    @sayeedku: নম্বর দেয়া যাবে। সেটা সমস্যা না। কিন্তু ভাই আপনাকে স্ক্রীনশট দিতে হবে এখানে। তা না হলে আপনার কমেন্টের জন্য টিউনে খারাপ প্রভাব পড়বে। স্ক্রীনশট না দিলে আপনার আগের কমেন্ট মুছে দিতে বাধ্য হব।

Level 0

vi স্ক্রীনশট asa bt ki vaba dabo.

Level 0

vi amar skype id—sayeedku aktu add kora nan.

Level 0

baseband upgrade korte cwm recovery’r ki kono proyojon ase..????
mane ejonno ki cwm recovery install kora thakte hobe…..??????????

    @sumonhk76: @sumonhk76: না কোন প্রয়োজন নাই। তবে বেসব্যান্ড আপডেট করলে আপনার আগের cwm মুছে যাবে। তাই cwm ব্যবহার করতে চাইলে নতুন করে ইন্সটল দিতে হবে।

ভাই আমি প্রায় 15-17 বার রম ইনস্টল করসি । ১ বার ও প্রবলেম হয় নাই । আপনার baseband এ প্রবলেম মনে হয়

    @নীল অরন্য: উনি বেসব্যান্ড আপডেট করতে পারেননাই। পারলে cwm নতুন করে ফ্লাশ দেয়নাই। কোথাও তো ওনার ভুল হচ্ছে। সমস্যা হচ্ছে উনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কমেন্টের ধুম্রজাল তৈরী করছেন।

Level 0

@xShohagh na bhai ami kono bug painai… kinto bangla font e kicho problem ache……..
bhai ami akhon moha annode achi, onek fast, onek josh.
tobe হিমু bhai er post ta valo kore pore thn ICE Update koiren………….
ar sob che mojar bisoy holo ata te 2 sim sondor bhabe use kora jay. balance chake korar somoy kno problem hoy na………

Level 0

@হিমু ice e cwm ব্যবহার করতে চাইলে নতুন করে ইন্সটল দিতে হবে?

    @Fahim Ch: বেসব্যান্ড আপগ্রেড/ডাউনগ্রেড করলে আগের cwm মুছে যাবে। তাই cwm ব্যবহার করতে চাইলে নতুন করে ইন্সটল দিতে হবে

Level 0

@হিমু: thanks… noton kore cwm install disi……… acha bhaya ice er fb e bangla font ta kmn jenoo dekhay ota ki dhik kora jabe………??

Level 0

amar baseband upgrade hocche na. download failed dekacche.. ki korte pari…..?????????

Level 0

Vi স্ক্রীনশট এর লিঙ্ক দিলাম……http://www.mediafire.com/?258b78dt7189b

    @sayeedku: ভাই আপনার প্রবলেম হলো আপনি windows 8 use করছেন. Windows 7 or XP থেকে try করেন, হয়ে যাবে.

    @sayeedku: ভাই, উইন্ডোস ৮ কিনা বুঝলাম না। যদি ৮ হয়, তাহলে সেভেন/এক্সপি ইউজ করেন।
    আর ডাউনলোড ফেইল দেখালেও অন্তত কিছু লেখা দেখাবে। আপনার দেখলাম না কেন বুঝলাম না। এর আগে কি ডাউনলোড সাকসেস হইছিল?? যদি হয়, তাহলে বেসব্যান্ড ডাউনগ্রেড করে তারপর আবার আপগ্রেড করতে হবে। তাছাড়া কাজ নাও হতে পারে। আর বেসব্যান্ড আপগ্রেড করার পর আমার দেয়া সফট দিয়ে রম ফ্লাশ দিছেন কিনা, সেটা তো বললেন না??

Level 0

ami sofol hoisi & duidin jabot use korsi

    @abuilla: আপনি সফল হয়েছেন জেনে ভাল লাগল।

Level 0

বেসব্যান্ড ব্যাকাপ করার প্রসেস কি ? কেউ টক বেসব্যান্ড share koren Please Please Please !!!

আমি এখন গর্বিত ICS এর মালিক।ধন্যবাদ হিমু ভাইকে।
তবে র‍্যাম বেশি টানে,আর র‍্যাম আগে ছিল ৪৩০মেগা।এখন ২১৯ মেগা,।এমন হলো কেনো?

    mukut vai ami apnar ager comment er jonno ics dayer sahos paini.r apni ics dilan!!!himu vai jvabe bolce sob thik aca?ami amar walton primota ics dita parbo?@মুকুট:

      @পলাশ: হুম।সব ঠিক আছে।সাহস করে দিয়ে ফেল্লাম।এখন ধুমায়া ব্যবহার করছি।আর এক্টু আগে মেমরি কার্ড পার্টিশন দিয়ে লিঙ্ক২এসডি ব্যবহার করছি।

      তবে আমি কিন্তু CWM রিকভারি করিনি।কারন হচ্ছিলোনা।তাই আমি আর আগের অবস্থায় ফিরে যেতে চাইলে বিপদে পরতে হবে।

        thaks bro upore onekei bolca
        hoya.apni soho matro 3jon bolca
        success.amar jonno kono uopodes ace
        ki?walton primo er age ami kono
        android dore dekhini.obosso himu vai
        er post dekhe ak bare root korte
        parci.ami win7 use kori,usb debeng
        mode sd card dakhaina.debeng mode
        off korle dekhi.ami sd card partition
        kore link2sd o use kori ami ki parbo
        ics install dite.sobai amk help korun.

        @মুকুট: CWM নতুন করে ফ্লাশ দিছেন তো?? নাকি ফ্লাশ দেয়ার পরেও কাজ হচ্ছে না??

    @মুকুট: কই ভাই?? র‍্যাম তো ঠিকি আছে। আপনি কি বলতে চাচ্ছেন- আগে র‍্যাম ৪৩০মেগা ফ্রী থাকত??

thaks bro upore onekei bolca hoya.apni soho matro 3jon bolca success.amar jonno kono uopodes ace ki?walton primo er age ami kono android dore dekhini.obosso himu vai er post dekhe ak bare root korte parci.ami win7 use kori,usb debeng mode sd card dakhaina.debeng mode off korle dekhi.ami sd card partition kore link2sd o use kori ami ki parbo ics install dite.sobai amk help korun.

Level 2

Vai W25 ki ICS e upgrade kora jabe na?

    @Jahirs: দেয়া যাবে, যতদূর শুনেছি।

Level 0

@হিমু ভাই ধন্যবাদ । আচ্ছা স্যামসাঙ গালাক্সি y duos এ কি আমি ইচস দিতে পারব?? কোন উপায় আসে??

Level 0

ভাই jelly bean কবে দিবেন ? ICS এ আপডেট করে USSD COOD এর সমাধান হয়েছে

Level 0

ICS এ আপডেট করে USSD COOD এর Problem সমাধান হয়েছে

    @abuilla: স্ট্যাবল জেলীবিন রম পেলেই দিব। আর হ্যা, USSD COOD Problem আইসিএস এ সল্ভড 🙂

Level 0

Baseband version successfully updated but when trying to flash it showed writing ‘boot’—Download Fail: flash write failure —2013-01-05. any one can help please

    @drdmmg: এখন কি অবস্থা??

      Level 0

      @হিমু: eki abastha kono kaj hoy nai, rom install dile download fail dekhay, walton e jeye dekhi ki bole

Level 0

হিমু ভাই অভিনন্দন আপনাকে। ভাই আমার প্রিম সেট এ ২টা সিম চালালে এয়ারটেল এর নেটওয়ার্ক এ ঝামেলা করে কিন্তু বাংলালিঙ্ক এ কোন ঝামেলা করেনা। স্লট পাল্টালেও একই সমস্যা থাকে। কিন্তু শুধু এয়ারটেল সিম এ। ICS দিলে কি এই ঝামেলা দূর হবে এই বাপারে কিছু বলতে পারবেন।

    @crazydew: দুই সিম চালালে যদি একটাতে নেট চালান, তাহলে আরেকটাতে ঝামেলা করা স্বাভাবিক। তবে নেট না চালালেই যদি ঝামেলা করে, তাহলে আইসিএস এ প্রবলেম সল্ভ হবে বলেই আশা করি।

      Level 0

      @হিমু: ICS দিলাম কিন্তু এয়ারটেল নেটওয়ার্ক এর ঝামেলা থেকেই গেল। তবে আগের থেকে কম। ধন্যবাদ হিমু ভাই।

Level 0

ভাই সালাম নিবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি নতুন হিসেবে |আমি আপনাদের দেওয়া CS v.4.0.4 দেখে আমার প্রিমো সেট আপডেট করতে গিয়ে বেসব্যান্ড আপডেট করা পযন্ত সাকসেস হয়।কিন্তু রম আপডেট করতে গিয়ে “writing system” পরিবতে” waiting decices”দেখায়।।এ অবস্থায় সেট অন করলে সেট নীল হয়ে থেকে যায় আর কিছু আসে না। | আমি এর আগে রুট করতে গিয়ে Walton Primo CWM Recovery লাল পেজ এসে waiting devices থেকে যেত আর কোন কাজ করত না । ভায় কিসের সমস্যা বুযতে পারছি না।সাহায্য করূন|

    @imtius: waiting decices দেখলে অকে বাটনে চাপ দিতে হয়। আপনি দিয়েছিলেন??

Level 0

খুব বিপেদ আছি কেও সাহায্য করূন আমি CS v.4.0.4 আপদেট করতে চায় “সাহায্য করূন” “সাহায্য করূন”

Level 0

সাইফ ভাই সাহায্য করার যন্য অনেক ধন্যবাদ।ভাই আপনার আপলোড করা ফাইল গুলো ডাউন লোড করেছি।ভাই যদি বিস্তারিত জানাতেন ফাইন গুলো কিভাবে কি করব আমার জন্য খুব উপকার হত ?

Level 0

সাইপ ভাই যদি বিস্তারিত জানাতেন ফাইন গুলো কিভাবে কি করব আমার জন্য খুব উপকার হত ?

    @imtius: @imtius: cwm flash দেয়ার পর, রম ফ্লাশ দিতে হবে। আপনি জানেন না কিভাবে করে??

Level 0

I want to sell my walton primo with this ICS 4.0.4 rom at 6,500tk. 2 months use. with all accessories & warrenty card.

    @Adoorkhan: ICS দিসেন তো ওয়ারেন্টি কার্ড দিয়ে কি করবো?

ভাইজান কি মহা ব্যাস্ত?টেকটিউনস এ রিপ্লাই দিচ্ছেন না কেনো?

ICS তো দিলাম।কিন্তু এর কিছু সমস্যা
১ঃ লাইভ ওয়ালপেপার সাপোর্ট করেনা।
২ঃক্যামেরা জাতীয় এপস গুলো কাজ করেনা।হ্যাং করে।যেমনঃ কিউয়ার কোড রিডার।
৩ঃসেট স্লো হয়ে যায়।র‍্যাম বেশি ইউজ না হলেও।

নতুন ICS পেলে জানাবেন।

    @মুকুট: দুঃখিত ……ফেসবুকে রিপ্লাই পেয়েছেন আশা করি।

Level 0

@Himu : Bhai ICS installed well. and set is fast enough but kisu problem face kortesi. Charge thakei na bolte gele and set hang kore. Ajke hang korlo kono button kaj kore na, missed call aschilo thik oibhabei hang hoye chilo 3 hour, light jola obosthay. ami ghum theke ute ei obostha dekhi. Solution den plz bhai.

Level 0

@Himu : Bro my set is running fine now, Ics is doing great :). Accha bhai Apex launcher ta ki jinish? eta uninstall korle kono problem hobe?

বেসব্যান্ড কি জিনিস? বেসব্যান্ড আপডেট না দিয়ে cwm flash দিয়ে ics রম আপডেট দেয়া জাবে? দিলে ফলাফল কি হবে? জানাবেন প্লিজ. আমি আপনার টিউন দেখে আমার প্রিমি রুট করেছি .

    @এম.এইচ.রিয়াদ: বেসব্যান্ড সেটের নেটওয়ার্ক মেইন্টেইন করে। সাধারণত জিঞ্জারব্রেড এবং ICS এর বেসব্যান্ড আলাদা হয়। বেসব্যান্ড আপডেট না দিয়েও ICS রম ফ্লাশ দিতে পারবেন। তবে সেটে কোন নেটওয়ার্ক পাবেন না। অর্থাৎ মোবাইল আপনার সিমকার্ড ডিটেক্ট করবে না।

Level 0

ভাল লাগলে ঘুরে আসুন http://mobilebazer.com

Plz 1ta caston basbend ar link dan
Gb joonno

mukut vai walton naki primote akhon ICS free diya dicce.a bapare kicu janle taratari janale khub upokrito hobo

Level 0

Hi. My primo says nill baseband. no card showing(no network). what should i do. My email [email protected]

Level 0

please ‘ g1 root korar process den…..

Level 0

vai bangla font to dekha jai na nd bangla thikmoto lekha o jai na ics dewar por.. help koren

হিমু ভাই বিপদে পরে গেছি । আমার ভুলের কারনে আমার ওয়ালটন প্রিমোতে প্রবলেম হয়েছে । ০১৯২৫১৮৪২০৩ আমার নাম্বার । আপনার নাম্বার পাইনি তাই আমার টাই দিলাম । ভাই একটু কষ্ট করে আমাকে মনে করলে চরম ভাবে কৃতঙ্গ থাকবো ।