ওয়াল্টন প্রিমো ব্যবহারকারীরা কেমন আছেন?? আশা করি আমার আগের টিউন দেখে সেট ইতিমধ্যে রুট করে ফেলেছেন?? তবে অল্পে আমাদের মন ভরে না, তাইনা?? তাই যখন থেকে সেট রুট করার টিউন করেছিলাম, তখন থেকেই অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল আইসক্রিম স্যান্ডউইচে সেট আপগ্রেড করা নিয়ে টিউন করতে। কিন্তু পরীক্ষা এবং টেকনিক্যাল কিছু ঝামেলা থাকার কারণে এতদিন টিউন করা হয়ে উঠেনি। আজ সময় পেয়েই বসে গেলাম। প্রথমেই ধন্যবাদ দিতে চাই অভি সিফ ভাই, মাহমুব ভাই, রনি, মুকুল, XDA'র The Droid Master, এমরানসহ আরও অনেককে। যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগীতায় এতদূর আসা সম্ভব হয়েছে।
তবে আইসক্রিম স্যান্ডউইচে যাওয়ার আগে আপনাদের কিছু কথা/সুবিধা/অসুবিধা জানা থাকা ভাল। এগুলো এড়িয়ে না গেলে নিজেরই ভাল করবেন-
** সবশেয কথা হল- আপনার সেট ব্রিক হয়ে গেলে বা অন্য কোন সমস্যা হলে আমি দায়ী থাকব না। তাহলে আসুন শুরু করি-
** ভাল কথা- আপনার পিসিতে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করা থাকতে হবে। যারা রুট করেছেন, তাদের ড্রাইভার ইন্সটল করাই আছে। যারা নতুন, তারা এখানে দেখুন।
**এখান থেকে (AP+BP)_ICS_S01.rar ডাউনলোড করুন। (১৭৭ মেগা)
** FastbootV1.0.2.4(BP+AP).rar (৫মেগা) **fastboot1.0.2.4 মিডিয়াফায়ার লিঙ্ক (ধন্যবাদ Rasseel ভাইকে)
** NPRG7627A.zip (২০০ কিলোবাইট +/- )
**F8-ICS-ver3.rar (১০৪মেগা)
ব্যাস কাজ মুটামুটি শেষ। এবার সেট চালু করুন। নতুন রম ইন্সটল দিয়েছেন। তাই ডেস্কটপ আসতে কিছু সময় লাগতে পারে। ডেস্কটপ আসলে নিচের মত মাঝখানের বাটনে ক্লিক করে ইংলিশ সিলেক্ট করে দিন। তাহলে সেটের ভাষা ইংলিশ হয়ে যাবে। এছাড়া অন্যান্য সেটিং নিজে নিজেই পারবেন আশা করি।
এই রমে ইন্টারনেট সেটিং ম্যানুয়েলী করে নিতে হবে। এজন্য Settings থেকে Mobile network setting এ Access Point Names এ New APN নিন Name এ gpinternet এবং APN এ internet দিন। তাহলে আশা করি জিপি ইউজাররা নেট চালাতে পারবেন। অন্যান্য অপারেটরের সেটিং আপনারা নিজেরাই করে নিন।
আর মনে রাখবেন- CWM Recovery ব্যবহার করতে চাইলে নতুন করে ইন্সটল দিতে হবে।
আমার ICS দেখুন-
সব কাজ শেষ। এবার আপনি আনকরা ICS দেয়া সেটের মালিক। ধুমাইয়া ইউজ করেন 😉
** এখান থেকে ১ম Baseband ডাউনলোড করে নিন।
** এখান থেকে ২য় Baseband ডাউনলোড করে নিন।
** আগের মতই সেট অফ করে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে ডাউনলোড মোডে যান। fastboot1.0.2.4.exe ওপেন করে ডিভাইস ম্যানেজার থেকে পোর্ট দেখে বসান এবং BP Browse বাটনে ক্লিক করে 591316_8376_WCDMA_V3025 ফোল্ডারটি দেখিয়ে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করুন। কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
কাজ শেষ হলে এবার সেটের ব্যাটারী খুলে আবার লাগান এবং আবার ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে ডাউনলোড মোডে যান। fastboot1.0.2.4.exe ওপেন করে আবার ডিভাইস ম্যানেজার থেকে পোর্ট দেখে বসান এবং 591316_8376_WCDMA_V3047 ফোল্ডারটি দেখিয়ে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলে বেসব্যান্ড ডাউনগ্রেড হয়ে যাবে। যদি ডাউনলোড ফেইল দেখায়, তাহলে একই প্রসেস কয়েকবার করুন। আশা করি কাজ হবে।
** এবার CWM Recovery নতুন করে ইন্সটল দিতে হবে। CWM Recovery ইন্সটল দেবার পর আপনার আন-রুটেড ফ্রেশ স্টক রম রিস্টোর করে নিন। তাহলেই পেয়ে গেলেন আপনার আগের জিঞ্জারব্রেড। রম ব্যাকাপ /রিস্টোর করার প্রসেস দেখতে আমার এই টিউনটি দেখতে পারেন।
ব্যাস.....সব কাজ শেষ!! আশা করি সবাই ঠিকভাবে সব কাজ করতে পেরেছেন।
কোন সমস্যায় মনে হলে এখানে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আমাকে ফেসবুকে জানাতে পারেন। ভাল থাকবেন।
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
দারুন হইছে ভাই। মেমোরি কতটুকু খালি থাকে? আর সব মিডিয়া ফাইল গুলো কি smoothly চলবে ? র্যাম কতটুকু usable থাকে? জানাবেন?