এন্ড্রয়েড সেট কেনার আগে কি কি দেখবেন(নতুনদের জন্য)

বর্তমান যুগটাই এডভান্স হয়ে গেছে সবাই যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে তবে আপনি কেন পিছনে
পড়ে থাকবেন  যা হোক জাভা,সিম্বিয়ান মোবাইলের যুগ চলে গেছে সবাই এখন  এন্ড্রয়েড দিকে ঝুঁকছে
কিন্ত প্রথমেই এন্ড্রয়েড সেট সম্পর্কে বিস্তারিত না  জেনেই আজাবাজে কনফিগারেশনের সেট কিনে
ভাল গেমগুলো খেলতে না পেরে আফসোস করেন অনেকেই__

এন্ড্রয়েড সেট কেনার আগে সেটের যে জিনিসগুলো সম্পর্কে বেশি গুরুত্ব দিবেনঃ
PROCESSOR
CHIPSET
GPU
RAM
ROM

PROCESSOR: মিনিমাম 1Ghz ARMv7 এ রকম প্রসেসর  আছে এমন সেট বাচাই করবেন তা না হলে স্যামসাং
 গ্যালাক্সি ওয়াই এর মত 830 MHz ARMv6 প্রসেসর  আছে এরকম সেট আপনি ভাল গ্রাফিক্স গেমগুলো খেলতে
 পারবেন না এং  830 MHz ARMv6  হলে স্কাইপে তে ভিডিও চ্যাট করতে পারবেন না আপনি যদি
 grand theft auto vice cityএর মত HD গেমগুলো খেলতে চান তবে অবশ্যই Dual-core নির্বাচন করবেন_

CHIPSET:Qualcomm চিপসেট আছে এরকম সেট বাচাই করুন নয়ত ভাল গ্রাফিক্স এর গেম খেলতে পারবেন না ।

GPU : GPU ছাড়া আপনি উন্নত গ্রাফিক্স এর গেম খেলতে পারবে না বর্তমানে Adreno 200,Adreno 205  চলছে HD  গেম খেলার ইচ্ছা থাকলে Mali-400 নির্বাচন করবেন ।

RAM :মিনিমাম 512MB Ram আছে এ রকম সেট নির্বাচন করুন অন্যথায় এর চেয়ে কম র‍্যাম থাকলে গেম খেলার সময় গেম হঠাৎ করে বন্ধ হয়ে যাবে।

ROM: এন্ড্রয়েড এ অ্যাপ্লিকেশন যতই কাহিনি করে SD Card MOve করেন না কেন তবুও অ্যাপস গুলো ফোন
মেমরির কিছু জায়গা নিবে তাই  ROM>1GB দেখে নিন।

এছাড়া ক্যামেরা,ডিসপ্লে এগুলো ত আপনি দেখবেন তাই এসব লিখে টিউন লম্বা করলাম না আসলে আমি টেকটিউন এ আমি এখনো কাঁচা টিউনে ভুল হলে ক্ষমাপ্রার্থী ।

Level 0

আমি Arman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব কাজের টিউন। xperia p কিনতে চাই এর সুবিধা ও
অসুবিধা গুলো জানালে খুশি হতাম । ধন্যবাদ

    Level 0

    @rajmeherab: ধন্যবাদ____
    Xperia p সবদিক থেকে ভালো ___ নিচের কনফিগারেশন দেখুন বেশিরভাগ HD গেইম চলবে_
    Android OS, v4.0, planned upgrade to v4.1
    Chipset NovaThor U8500
    CPU Dual-core 1 GHz Cortex-A9
    GPU Mali-400MP
    1080p এর ভিডিও চলবে__

    xpera p এর অসুবিধা___
    মেমরি কার্ড সল্ট নেই
    মাইক্রো সিম
    মাত্র Li-Ion 1305 mAh ব্যাটারি ____

Level 0

জেনে খুব ভাল লাগল । xperia p কিনতে চাই এর সুবিধা ও
অসুবিধা গুলো জানালে খুশি হতাম । ধন্যবাদ

Xperia p এর দামটা এক্তু বলবেন? ১৭-১৮ হাজারের মধ্যে কোনটা ভালো হবে?

    Level 0

    @Crazy_SOPNIL: Xperia p ২৪-২৫ হাজার টাকা দোকানভেদে দাম কমবেশি হতে পারে _____ ১৮ হাজার বাজেট হলে xperia Sola নিতে পারেন____

Level 2

দরদামের কথা কিছুই বললেন না, কারণটা কী…? আশাকরি বিষয়টা ভেবে দেখবেন।

Level 0

আমার টিউন এর উদ্দেশ্য ভাল এন্ড্রয়েড সেট এর বৈশিষ্ট্য তুলে ধরা ____ তবে আপনি যদি ১৭-১৮ হাজার বাজেটের মধ্যে ভাল কোন এন্ড্রয়েড সেট সাজেস্ট করতে বললে Xperia Sola কিনতে পারেন ____বাজেট ৭ হাজার হলে Walton primo____

Level 0

ভাই এ রা আপনারা সিম্ফনি w60 কিনতে পারেন

Level 0

সিম্ফনি w60 প্রসেসর 1ghz বললে chipset কি উল্লেখ করেনি GPS নাই GPU কি তা অফিসিয়াল সাইট এ উল্লেখ নেই তবে যাই নেন দেখেশুনে নিবেন ।

have been using Xperia P since last month….nyc set….13 gb user availabe…its enough….bt d prblm is bttwry charge…

    Level 0

    @dhrubonil2002: মাত্র Li-Ion 1305 mAh ব্যাটারি বিরাট সমস্যা ___

Level New

valo laglo

Level 0

ধন্যবাদ টিউমেন্ট করার জন্য___

এক কথায় মোক্ষম টিউন। আজাইরা অ্যাপ নিয়া টিউন থেকে এটা অনেক ভাল কাজে দিবে সবার

এই পেইজ আপনার লাইক এর অপেক্কা করছে http://www.fb.com/nischintapur

Level 0

Good information

Level 0

সিম্ফোনি w10 এর Ram,Rom,CPU,processor সম্পর্কে জান্তে ছাই, প্লিজ জানান @এডমিন

Level 0

symphony w10_____
processor>800MHz
Chipset>অফিসিয়াল সাইটে উল্লেখ নেই।
GPU>অফিসিয়াল সাইটে উল্লেখ নেই।
RAM>(Total 256MB)User available RAM 180MB
ROM>(Total 512MB), user available ROM 180MB

আপনি যদি এই সেটটি কেনার প্রস্ততি নিয়ে থাকেন তবে বলব এটা না কিনে এই বাজেটের ওই সেট Walton primo কিনেন____

ভাই Xperia S এবং Xperia Ion এর ভেতর কোনটা ভাল হবে? এদের সুবিধা ও
অসুবিধা গুলো জানালে খুশি হতাম । এদের দামটা বলবেন? ধন্যবাদ।

Level 0

Xperia S এবং Xperia Ion সেট ২ দুটো ভালই যে কোন একটা পছন্দ করে কিনতে পারেন গতকাল মার্কেটে Xperia S ৩২০০০ টাকা বলল _____ Xperia Ion এর সঠিক দাম জানি না তবে ৫১-৫২ হাজার টাকার মধ্যে হতে পারে _____

Level 0

samsung er kom damer moddhay kun set ta naile valo hoy

Level 0

স্যামসাং এর কমদামের সেট গুলোর প্রসেসর কম ,র‍্যাম কম ইত্যাদি ইত্যাদি কম দামে যদি সেট নিতে চান তবে সনি এক্সপেরিয়া সোলা নিতে পারেন দাম ১৬৫০০টাকা বাজেট যদি আরো কম থাকে তবে Walton G1 নিতে পারেন ১২৪৫০টাকা কম দামের সেরা একটি সেট।