শেয়ার করুন ডেস্কটপের নেট কানেকশন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে।

সর্ব প্রথম সবায় আমার সালাম নিবেন আমি টেকটিউনস এর নিয়মিত ভিজিটর ব্যাস্ততার কারনে অন্যদের মত টিউন করা হয় না। আজ ১৬ ই ডিসেম্বর ছুটির দিন তাই টিউন করতে বসলাম। যা হোক এখন কাজের কথায় আসি অনেক দিন যাবত একটি টিপস খুজছিলাম যে কিভাবে আমার স্র্মাট ফোনে ডেস্কটপ থেকে নেট কানেকশন শেয়ার করা যায়। google সার্চ দিয়ে মোবাইল টু পিসি পাচ্ছিলাম কিন্তু পিসি টু মোবাইল পাচ্ছিলাম না। অবশেষে অনেক খুজাখুজির পর একটি পেয়ে গেলাম যা আপনাদের সাথে শেয়ার করলাম। যা হক এবার আসুন দেখি এ জন্য কিকি করতে হবে।

(১) প্রথমে আপনার স্র্মাট মোবাইলটাকে রুট করে নিতে হবে আর যাদের রুট করা আছে তাদের জন্যে তো কোন কথায় নেই।

(২) এর পর মোবাইলের Settings>Applications>Development>USB Debugging বক্স এ টিক দেন।

(৩) এখন এখান থেকে usb_driver টি ডাউনলোড করে সেটআপ দিন।

(৪) এখন এখান থেকে   ReverseTethering 2.30 ডাউনলোড করেনিন।

(৫) ফাইলটি Extract করেন এর ভিতরের  installed বা Tracetool service ফাইলটি মোবাইলে ‍নিয়ে Setup দিন।

(৬) এখন USB cable দিয়ে মোবাই পিসির সাথে Connect করুন এবং AndroidTool নামের ফাইলটি পিসিতে রান করেন।

(৭) ডিভাইস থেকে আপনার মোবাইল ডিভাইস টি সিলেক্ট করে Connect button এ click করুন।

(৮) Connect হওয়ার সময় আপনার স্র্মাট মোবাইলে Superuser Request এর জন্য একটি ম্যাসেজ আসবে এটি কে allow করে দিন।

(৯) এখন Connect হওয়া শুরু করবে।

(১০) Connect হয়ে গেলে নিছের ছবির মত দেখতে পারবেন।

(১১) এখন আপনার মোবাইলে নেট ব্যবহার করতে পারবেন।

বিঃদ্রঃ - রুট করা স্র্মাট মোবাইলে ছাড়া এটি করা যাবে না।

টিউনটি কারও ভালো লাগলে কমেন্ট করতে ভুল করবেন না আর কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লহ হাফেজ।

Level 0

আমি ফারুক হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Level 0

বড়ই প্যাচাইল্লা… আর কোনো সহজ উপায় আছে?

ai vai ki vava স্র্মাট মোবাইলটাকে রুট korbo ta aktu details bolban.

এটা দিয়ে আপনি কিছু ডাউনলোড করতে পারবেন নাহ প্লে স্টোর থেকে । sync ও করা যায়না । তবে জিনিস তা ভাল 🙂

Level 2

Root jinish tai buji na ..ki jalae porsi jakhanae jai khali root korte bola hoe..

Faruk Vai apnake onek dhonnobad tune tir jonne…..eta diye default browser e shudhu matro bebohar kora jai….Play Store or onno application a log in kora jaina….er ki kono shomadhan ache? or onno kono upai ache ja diye PC er net android phone a share kore play store n Onno application a log in korte parbo (Wifi Chara).

Level 0

অনেক ধন্যবাদ…..:)

Level 0

অনেক ধন্যবাদ। আমার মনে হয় এত ঝামেলায় না গিয়ে আর রুট না করে যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে নেট কানেকশন করুন পিসি বা ল্যাপটপ এ । আমার নিজের লেখা পোস্ট টি দেখুন https://www.techtunes.io/android/tune-id/172833 শিরোনাম – কম্পিউটার ও অ্যান্ড্রয়েড এখন একসাথে, আর তুমি এখন কোথায় ??????… এর 4 নাম্বার পার্ট এর লেখাটি দেখতে পারও– তোমার Android ফোনকে এবার মোডেম বানিয়ে নাও ।

রুট ছাড়া কি কোন পদ্ধতি আছে? খুব দরকার

Level 0

কেউ কি আমাকে বলতে পারেন কিভাবে আমি আমার Symphony w10 ফোনকে মডেম হিসাবে ব্যাবহার করব ? আমি PC SUITE দিয়ে পারিনি।

ami xperia x10 mini pro use kori. amar phone ti root korty shahajjo chi. plz……………. help me.

    Riaz Rahman vai আমি আমার xperia x10a super user এর মাধ্যমে রুট করেছি। আপনারটাও এই পদ্ধতিতে রুট হওয়ার কথা। আপনি এই লিঙ্ক থেকে সহজ নির্দেশনাগুলো অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ আপনিও রুট করতে পারবেন। কোন কিছু জানার থাকলে বলবেন।

      Riaz Rahman vai আমি আমার xperia x10a super user এর মাধ্যমে রুট করেছি। আপনারটাও এই পদ্ধতিতে রুট হওয়ার কথা। আপনি এই লিঙ্ক থেকে সহজ নির্দেশনাগুলো অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ আপনিও রুট করতে পারবেন। কোন কিছু জানার থাকলে বলবেন।
      http://trick-android.blogspot.in/2012/01/root-xperia-x10-mini-with-wifi.html

Level 2

vai kono vabei net connect hoy na amr walton primo te ki korte pari aktu bolben ki??????

Level New

Ekta android kinbo but eta niye khub tension a asi, konta kinbo. Budget 10,000tk othoba er theke ektu beshi.

    Level 0

    @saif_precio: আমি স্টার্ন প্লাজা থেকে Samsung Galaxy y Dous কিনেছি ১২৬০০ টাকা নিয়েছিলো কোন সমস্যা নাই আমি অবশ্য শো-রুম থেকে কিনি নাই এজন্য সেটের কোন ওরেন্টিও নাই। শো-রুম এ এর দাম এখন 13500 টাকা সম্ভাবত।

Level 0

@faruk-h ভাই আপনি উপরের কোন প্রশ্রের উত্তর দেন নি কেন? কোন পোস্ট দিলে তার সমাধান দিবেন তো? যাই হোক আমরা Default Browser or Google play থেকে কোন Download হয় না । কোন সমাধান আছে কি?