সর্ব প্রথম সবায় আমার সালাম নিবেন আমি টেকটিউনস এর নিয়মিত ভিজিটর ব্যাস্ততার কারনে অন্যদের মত টিউন করা হয় না। আজ ১৬ ই ডিসেম্বর ছুটির দিন তাই টিউন করতে বসলাম। যা হোক এখন কাজের কথায় আসি অনেক দিন যাবত একটি টিপস খুজছিলাম যে কিভাবে আমার স্র্মাট ফোনে ডেস্কটপ থেকে নেট কানেকশন শেয়ার করা যায়। google সার্চ দিয়ে মোবাইল টু পিসি পাচ্ছিলাম কিন্তু পিসি টু মোবাইল পাচ্ছিলাম না। অবশেষে অনেক খুজাখুজির পর একটি পেয়ে গেলাম যা আপনাদের সাথে শেয়ার করলাম। যা হক এবার আসুন দেখি এ জন্য কিকি করতে হবে।
(১) প্রথমে আপনার স্র্মাট মোবাইলটাকে রুট করে নিতে হবে আর যাদের রুট করা আছে তাদের জন্যে তো কোন কথায় নেই।
(২) এর পর মোবাইলের Settings>Applications>Development>USB Debugging বক্স এ টিক দেন।
(৩) এখন এখান থেকে usb_driver টি ডাউনলোড করে সেটআপ দিন।
(৪) এখন এখান থেকে ReverseTethering 2.30 ডাউনলোড করেনিন।
(৫) ফাইলটি Extract করেন এর ভিতরের installed বা Tracetool service ফাইলটি মোবাইলে নিয়ে Setup দিন।
(৬) এখন USB cable দিয়ে মোবাই পিসির সাথে Connect করুন এবং AndroidTool নামের ফাইলটি পিসিতে রান করেন।
(৭) ডিভাইস থেকে আপনার মোবাইল ডিভাইস টি সিলেক্ট করে Connect button এ click করুন।
(৮) Connect হওয়ার সময় আপনার স্র্মাট মোবাইলে Superuser Request এর জন্য একটি ম্যাসেজ আসবে এটি কে allow করে দিন।
(৯) এখন Connect হওয়া শুরু করবে।
(১০) Connect হয়ে গেলে নিছের ছবির মত দেখতে পারবেন।
(১১) এখন আপনার মোবাইলে নেট ব্যবহার করতে পারবেন।
বিঃদ্রঃ - রুট করা স্র্মাট মোবাইলে ছাড়া এটি করা যাবে না।
টিউনটি কারও ভালো লাগলে কমেন্ট করতে ভুল করবেন না আর কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লহ হাফেজ।
আমি ফারুক হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হয়েছে। ধন্যবাদ আপনাকে।