আসসালামু-আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । অনেক দিন ধরে লিখব ভাবছি, কিন্ত আমার বাংলা লেখা খুব খারাপ তাই লিখি নাই।আজ লিখতে বস্লাম।ভুল হলে কষ্ট করে পডে নিবেন।
প্রথমে আমি দিহান ভাই এর ব্লগে একটা পোস্ট(http://bangla.nahidanwar.com/2012/116/) আনুসরন করে আমার মোবাইল এর বুট লোডার আনলক করার চেষ্টা করলাম,কিন্ত সফটওয়ারটা কাজ করে না।তাই সনি ওয়েব সাইট এর নিয়ম আনসরন করে কাজ করে সফল হলাম।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
(লিখা গুলা দিহান ভাই এর ব্লগ থেকে নেয়া http://bangla.nahidanwar.com )
চলুন এবার স্টার্ট করা যাক ।
প্রথমে আপনার পিসিতে java আর android sdk ডাউনলোড করা থাকতে হবে।না থাকলে ডাউনলোড করে নিন ।
java http://javadl.sun.com/webapps/download/AutoDL?BundleId=69461 ( 40 mb )
android sdk http://developer.android.com/sdk/index.html
ডাউনলোড করার পর ইন্সটল করে নিন। তার পর http://unlockbootloader.sonymobile.com/ এই লিঙ্কে যান । তার পর নীচের ছবি গুলা অনুসরন করুন
Start unlocking the boot loader বাটনে ক্লিক করুন
লিখা গুলা ভাল করে পরে continue বাটনে ক্লিক করুন। তার পর এই ফাইলটা ডাউনলোড করুন ( http://dl-developer.sonymobile.com/drivers/downloadinf.zip )
তার পর পরবর্তী পেজে গিয়ে yes i am sure বাটনে ক্লিক করুন
পরবর্তী পেজে গিয়ে সব গুলাতে ঠিক মার্ক দিয়ে i accept বাটনে ক্লিক করুন
তার পর আপনার নাম imei number (IMEI জানতে চাপুন *#06#)। প্রথম ১৪টা লিখুন আপনার ইমেইল দিন। তার পর submit বাটনে ক্লিক করুন। আপনার কাছে একটা মেইল যাবে উকানে একটা আনলক কোড দিবে উটা কপি করে নোটপ্যাডে রাখুন।
তার পর android sdk ওপেন করুন
ছবির মত extras এ গিয়ে google usb driver এ ঠিক মার্ক দিয়ে install package এ ক্লিক করুন
accept all এ ঠিক মার্ক দিয়ে install বাটনে ক্লিক করুন
ইন্সটল শেষ না হওয়া পরজন্ত অপেক্ষা করুন
তার পর যে ফাইল ( http://dl-developer.sonymobile.com/drivers/downloadinf.zip ) টা ডাউনলোড করছেন ওটা unzip করে কপি করুন তার পর C:\...................\AppData\Local\Android\android-sdk\extras\google\usb_driver ( মানে আপনি যে জায়গায় ইন্সটল করছেন জেমন আমার টা {C:\Program Files\AppData\Local\Android\android-sdk\extras\google\usb_driver} বুজলেন ?
গিয়ে paste করুন
তার পর এই রকম একটা উইন্ডো আসবে continue বাটনে ক্লিক করুন
তার পর driver টা ডাউনলোড করুন ( https://www.dropbox.com/s/7qudr88hbdi1itu/Flashtool-drivers.exe )
এই বার ছবির মত ইন্সটল করুন
ইন্সটল করার সময় এই রকম একটা উইন্ডো আসতে পারে
install this driver softwear anyway তে ক্লিক করুন যত বার এটা আসবে
আপনার মোবাইল তা অফ করুন পিসির সাথে Volume UP বাটনটিতে চেপে ধরে Data Cable যুক্ত করুন। দেখবেন নীল লাইট জ্বলে উঠেছে।
একন C:\..................\AppData\Local\Android\android-sdk\platform-tools ( মানে আপনি যে জায়গায় ইন্সটল করছেন যেমন আমার টা {C:\Program Files\AppData\Local\Android\android-sdk\platform-tools} বুজলেন ?
ওকানে জান
তার পর shift +mouse right button ক্লিক করুন। তার পর open command window here এ ক্লিক করুন
তার পর এই কোড টা fastboot.exe -i 0x0fce getvar version ওকানে কপি করে পেস্ট করুন।তার পর enter চাপুন
এই রকম দেকবেন।তার পর এই কোড টা কপি করুন fastboot.exe -i 0x0fce oem unlock 0xKEY ( key তা খেটে আপনাকে যে আনলক কোড দিছে ওটা বসান।তার পর পেস্ট করে enter চাপুন
আমারটা phone is already unlocked দেখাছে। কারন আমি আগে আনলক করে ফেলেছি। আনলক না করলে দেখাবে phone is successfully unlocked
ধন্যবাদ সবাইকে।অনেক কষ্ট করে লিকলাম।ভুল হলে ক্ষমা করে দিবেন ।
আমি skobir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Er por root korvo kibave?