১ মিনিটে আনলক করুন সনি/এরিকসন এন্ড্রয়েড মোবাইলের বুট লোডার !!!

আসসালামু-আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । অনেক দিন ধরে লিখব ভাবছি, কিন্ত আমার বাংলা লেখা খুব খারাপ তাই লিখি নাই।আজ লিখতে বস্লাম।ভুল হলে কষ্ট করে পডে নিবেন।

প্রথমে আমি দিহান ভাই এর ব্লগে একটা পোস্ট(http://bangla.nahidanwar.com/2012/116/) আনুসরন করে আমার মোবাইল এর বুট লোডার আনলক করার চেষ্টা করলাম,কিন্ত সফটওয়ারটা কাজ করে না।তাই সনি ওয়েব সাইট এর নিয়ম আনসরন করে কাজ করে সফল হলাম।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

বুটলোডার হল কিছু কোড যা এন্ড্রয়েড চালিত ফোন স্টার্ট-আপ হবার আগে ইনিশিয়েট হয়। লক করা বুটলোডার নিশ্চিত করে আপনার মোবাইল তৈরিকারক কোম্পানি তাদের দেয়া স্টক রম ছাড়া আর ভিন্ন কোন রম যেন ইন্সটল করতে না পারেন।

বুটলোডার আনলক করার সুবিধাগুলো নিম্নরূপ:

  • এন্ড্রয়েডের স্টক রম চেঞ্জ করা যাবে, ফলে আপনি ভাল পারফর্মেন্স দেয় এমন কাস্টম রম ইন্সটল করতে পারবেন।
  • কাস্টম কার্নেল ইন্সটল করতে পারবেন।

বুটলোডার আনলক করতে চাইলে প্রথমে কথাগুলো জেনে নিন :

  • মোবাইলের ওয়ারেন্টি থাকবে না।
  • আপনার মোবাইলের যাবতীয় তথ্য মুছে যাবে।
  • মোবাইলে ব্রিকড হয়ে যেতে পারে ঠিকমত ইন্সট্রাকশন ফলো না করলে বা আনলক করার সময় বিদ্যুৎ চলে গেলে
  • স্টক রমের মত আর আপনার ফোন নির্মাতা কোম্পানির কাছ থেকে আপডেট পাবেন না।
  • সনি পিসি কম্প্যানিয়ন দিয়ে পিসির সাথে আর কানেক্ট করা যাবে না। DRM লাগে এমন কোন সফটওয়্যার চলবে না। যেমন- ট্র্যাক আইডি।
  • আপনার ফোন নষ্ট হলে আমি দায়ী থাকব না।

এগুলো দেখে ভয় পেয়েছেন? জেনে নিন:

  • এন্ড্রয়েড মোবাইল ফিজিক্যাল ড্যামেজ না হলে নষ্ট হতে শুনিনি।
  • মোবাইলের কন্টাক্ট গুগলে ব্যাকাপ রেখে কিংবা sd card এ ব্যাকাপ রাখা যায়। এছাড়াও sms backup and restore দিয়ে এস.এম.এস ও সিকিউরড রাখা যায়।
  • ব্রিকড হয়ে যাওয়া খুবই রেয়ার। আমি যখন এন্ড্রয়েডে কাস্টম রম নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করি তখন বেশি কিছু জানতাম না। তবুও আমার ফোন ব্রিকড হয় নি।
  • মোবাইল ফোন নির্মাতা আপডেট না দিলেও কাস্টম রম যে তৈরি করেছে সে নিয়মিত আপডেট দেয়। আর রম ম্যানেজার এবং সায়ানোজেন মড ব্যবহার করলে তো ওভার দ্যা এয়ার আপডেট করতে পারবেন সব সময়।
  • সনি পিসি কম্প্যানিয়ন একটা বাজে সফটওয়্যার। ড্রাইভার যোগান দেয়া ছাড়া এটি কোন ভাল কাজে আসে না।

(লিখা গুলা দিহান ভাই এর ব্লগ থেকে নেয়া  http://bangla.nahidanwar.com )

চলুন এবার স্টার্ট করা যাক ।

প্রথমে আপনার পিসিতে java আর android sdk ডাউনলোড করা থাকতে হবে।না থাকলে ডাউনলোড করে নিন ।

java    http://javadl.sun.com/webapps/download/AutoDL?BundleId=69461      ( 40 mb )

android sdk   http://developer.android.com/sdk/index.html

ডাউনলোড করার পর ইন্সটল করে নিন। তার পর http://unlockbootloader.sonymobile.com/ এই লিঙ্কে যান । তার পর নীচের ছবি গুলা অনুসরন করুন

Start unlocking the boot loader  বাটনে ক্লিক করুন

লিখা গুলা ভাল করে পরে continue বাটনে ক্লিক করুন। তার পর এই ফাইলটা ডাউনলোড করুন ( http://dl-developer.sonymobile.com/drivers/downloadinf.zip )

তার পর পরবর্তী পেজে গিয়ে  yes i am sure বাটনে ক্লিক করুন

পরবর্তী পেজে গিয়ে  সব গুলাতে  ঠিক মার্ক দিয়ে  i accept বাটনে ক্লিক করুন

তার পর আপনার নাম imei number (IMEI জানতে চাপুন *#06#)। প্রথম ১৪টা লিখুন আপনার ইমেইল দিন। তার পর submit বাটনে ক্লিক করুন। আপনার কাছে একটা মেইল যাবে উকানে একটা আনলক কোড দিবে উটা কপি করে নোটপ্যাডে রাখুন।

তার পর android sdk ওপেন করুন

ছবির মত extras এ গিয়ে  google usb driver এ ঠিক মার্ক দিয়ে install package এ ক্লিক করুন

accept all এ ঠিক মার্ক দিয়ে install বাটনে ক্লিক করুন

ইন্সটল শেষ না হওয়া পরজন্ত অপেক্ষা করুন

তার পর যে ফাইল ( http://dl-developer.sonymobile.com/drivers/downloadinf.zip ) টা ডাউনলোড করছেন ওটা unzip করে কপি করুন তার পর  C:\...................\AppData\Local\Android\android-sdk\extras\google\usb_driver ( মানে আপনি যে জায়গায় ইন্সটল করছেন জেমন আমার টা {C:\Program Files\AppData\Local\Android\android-sdk\extras\google\usb_driver} বুজলেন ?

গিয়ে paste করুন

তার পর এই রকম  একটা উইন্ডো আসবে continue বাটনে ক্লিক করুন

তার পর  driver টা ডাউনলোড করুন ( https://www.dropbox.com/s/7qudr88hbdi1itu/Flashtool-drivers.exe )

এই বার ছবির মত ইন্সটল করুন

ইন্সটল করার সময় এই রকম একটা উইন্ডো আসতে পারে

install this driver softwear anyway তে ক্লিক করুন যত বার এটা আসবে

আপনার মোবাইল তা অফ করুন পিসির সাথে Volume UP বাটনটিতে চেপে ধরে Data Cable যুক্ত করুন। দেখবেন নীল লাইট জ্বলে উঠেছে।

একন C:\..................\AppData\Local\Android\android-sdk\platform-tools ( মানে আপনি যে জায়গায় ইন্সটল করছেন যেমন  আমার টা {C:\Program Files\AppData\Local\Android\android-sdk\platform-tools} বুজলেন ?

ওকানে  জান

তার পর shift +mouse right button ক্লিক করুন। তার পর open command window here এ ক্লিক করুন

তার পর এই কোড টা  fastboot.exe -i 0x0fce getvar version ওকানে কপি করে পেস্ট করুন।তার পর enter চাপুন

এই রকম দেকবেন।তার পর এই কোড টা কপি করুন fastboot.exe -i 0x0fce oem unlock 0xKEY ( key তা খেটে আপনাকে যে আনলক কোড দিছে ওটা বসান।তার পর পেস্ট করে enter চাপুন

আমারটা phone is already unlocked দেখাছে। কারন আমি আগে আনলক করে ফেলেছি। আনলক না করলে দেখাবে phone is successfully unlocked

ধন্যবাদ সবাইকে।অনেক কষ্ট করে লিকলাম।ভুল হলে ক্ষমা করে দিবেন ।

Level 0

আমি skobir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Er por root korvo kibave?

osonkho dhonnobad.sony er site theke gotokal korte gea cilam.android sdk er j site dilo tar theke 92mb er 1ta file namalam.but kaj hoy nai.ebar bootloader lock koraro ekta tutorial dea den.

android sdk er link ta update koren.kaj kore na

Level 0

@আল ইমরান আপনার মোবাইল এর মডেল কত? যদি ( 2.3 gb ) হয় তাহলে আপনি one click root সফটওয়ারটা http://depositfiles.com/files/n0dcxce3t ডাউনলোড করুন তারপর ইন্সটল করুন।সফটওয়ারটা ওপেন করে আপনার মোবাইলের Settings>Applications>Development এ গিয়ে USB Debugging এর বক্সটিতে টিক দিয়ে Enable করে নিন।একদম ডানপাশ থেকে zergRUSH সিলেক্ট করে root বাটনে ক্লিক করলে হয়ে যাবে। ics 4 হলে এই লিংক ২ টা দেকুন কাজ হবে
http://talk.sonymobile.com/thread/41119?start=0&tstart=0
http://forum.xda-developers.com/showthread.php?t=1695514

Level 0

@Tanvir104310 একানে গিয়া android sdk ডাউনলোড করেন http://developer.android.com/sdk/index.html
একানে গিয়া bootloader lock করেন
http://relockbootlockerwt19i.blogspot.com/2012/06/relock-bootlocker-sony-ericsson-live.html

Level 0

রুট করার জন্য সবাই লিংক দুটা আনুসরন করেন
http://talk.sonymobile.com/thread/41119?start=0&tstart=0
http://forum.xda-developers.com/showthread.php?t=1695514

আথবা আপনার মোবাইল যদি ( 2.3 gb ) হয় তাহলে আপনি one click root সফটওয়ারটা http://depositfiles.com/files/n0dcxce3t ডাউনলোড করুন তারপর ইন্সটল করুন।সফটওয়ারটা ওপেন করে আপনার মোবাইলের Settings>Applications>Development এ গিয়ে USB Debugging এর বক্সটিতে টিক দিয়ে Enable করে নিন।একদম ডানপাশ থেকে zergRUSH সিলেক্ট করে root বাটনে ক্লিক করলে হয়ে যাবে।

boot loader unlock korci.but boot menu te jabo ki vabe?volume down buton dhore set chalu korle safe mode e chalu hoy.amar set xperia mini pro

বুটলোডার আনলক করে যদি কাস্টম রম (সায়ানোজেন মড) ইনস্টল করি, তবে কি রুট অ্যাকসেস করতে পারবো? মানে সেট কি রুট হবে? ? ?

Level 0

সাগর হা 100% হবে।
তানভির আপনি clockworkmod ডাউনলোড করে ইন্সটল করুন(গুগোল এ খোজ়ে ডাউনলোড করে নিন)। তারপর মোবাইল অপ করে ভলিওম আপ অথবা ডাউন বাটন চেপে boot menu তে প্রবেশ করুন।

খুবই ভাল করে ব্যাখ্যা দিয়ে লিখেছেন। আপনার লেখাটা আমি অবশ্যই এখন থেকে সকল সনি ইউজারদের রেকমেন্ড করব। ধন্যবাদ।

আর আমার লেখার ঐ সফটওয়্যারটির কাজ না করার কারন হচ্ছে ঐ সফটওয়্যার এর যিনি ডেভেলপার তিনি এই সফটওয়্যারকে আর সাপোর্ট করছেন না। ফলে নতুন নতুন যেসব প্রবলেম বের হচ্ছে তার বাগফিক্স করছেন না তিনি।

আপনি অফিসিয়াল পদ্ধতি ব্যাখ্যা করেছেন এবং অবশ্যই এটাই বেস্ট পদ্ধতি।

অভিনন্দন।

আপনার দেয়া winusb.inf ফাইল কোথায় পেস্ট করতে হবে সেই ঠিকানাটা মনে হয় একটু ভুল হয়েছে দেখেন তো…
আমার মনে হয় C:\Users\nahid\AppData\Local \… … … এরকম হবার কথা

Level 0

আমার কাছে একটি sony ericsson xperia X10i (android/) ফোন আছে। ওটির সমস্যা হল অন করার সময় শুধু কম্পন হয় কিন্তু কোন ছবি বা কোন আলো জ্বলে না। কি করে বুট লোডার নতুন করে ভরা যায়?

Level 0

দিহান ভাই আপনার মন্ত্যবর জন্য আপনাকে ধন্যবাদ।আপনি ঠিক বলছেন. C:\Users\nahid\AppData\Local\… হবে। কিন্তু ইন্সটল করার সময় আমি লোকেশন চেনজ করে দিয়েছি।
আর Android sdk তে একদম উপরের দিকে লোকেশন লিখা আছে,মানে কোথায় ইন্সটল হয়ছে।সবায় ওকান থেকে দেখে পেস্ট করবে আর কি।

জয় আপনি sony flash tool আর x10i এর রম ডাউনলোড করে flash করে দেখুন(rom আর flash tool গুগোল এ খুজলে পাবেন) আথবা দিহান ভাইর সাহায্য নিন।

ভাই Xperia S এবং Xperia Ion এর ভেতর কোনটা ভাল হবে? এদের সুবিধা ও
অসুবিধা গুলো জানালে খুশি হতাম । এদের দামটা বলবেন? ধন্যবাদ।

অত্যন্ত সুন্দর উপস্থাপনা ৷ খুব সাজিয়ে গুছিয়ে লেখা ৷ আশাকরি সকলের উপকারে আসবে ৷ ধন্যবাদ ভাই ৷

Level 0

vai bootlooder unlock koreci…….bt root korte parci na . apnar deoa soft e zergRush name kono option ii nai . akhon ki korbo r vai amar xperia sola er jonno kon custom rom use korle better survice pabo ?
vai set ICS update kivabe dibo ????