সালাম ও শুভেচ্ছা। আশা করি ১২/১২/১২ তে সবাই ভাল সময় কাটিয়েছেন। আজ আমি আপনাদের সাথে খুব ছোট্ট একটা ট্রিক শেয়ার করব। অনেকেরই হয়তবা জানা। তারপরও নতুনদের খুব ভাল লাগবে। বিশেষ করে তাদের যারা Android Tablet কিংবা এমন কোন Device ব্যাবহার করছেন যেটাতে নেট কানেক্ট করতে পারেন না অর্থাৎ আপনার WIFI কানেকশন নেই। কিন্তু Application ইন্সটল করতে চান। যাই হোক আর কথা না বাড়িয়ে সফটওয়্যার কিংবা Tool টি সম্বন্ধে বিস্তারিত বলছি। এর নাম হচ্ছে Apk Installer. এর মাধ্যমে আপনি আপনার পিসির সাথে Android সেটটি কানেক্ট করে সরাসরি সব Application অর্থাৎ apk file আপনার Android Device এ ডাইরেক্ট ইন্সটল করে নিতে পারবেন। এর জন্য আপনার সেটটি Root করা কিংবা অন্য কোন ঝামেলা করা লাগবে না। পিসি থেকে ইন্সটল করেই সরাসরি আপনার ডিভাইস এ অ্যাপ চালাতে পারবেন। এ জন্য File manager কিংবা আপনার সেট এ ইন্টারনেট কানেকশন লাগবে না। ইন্সটল করার নিয়ম পানির মত সোজা।
স্ক্রিনশট দেখে নিনঃ
এই সফটওয়্যার টি মাত্র ১.১৮ মেগাবাইট।
apk installer ডাউনলোড করুন এখান থেকে।
এছাড়া আপনারা অনেকেই আপনাদের সেট এর USB Driver খুঁজে পান না। আপনার সেটের USB Driver ডাউনলোড করতে পারেন এখান থেকে।
apk installer এর ওয়েবসাইটঃ http://apkinstaller.com/
কেমন লাগলো তা দয়া করে কমেন্ট এ জানাবেন।
আর আপনাদের যদি কোন apk file অর্থাৎ Android app দরকার হয় তাহলে তাহলে আমাকে কমেন্ট এ জানাবেন। আমি দেয়ার চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে।
ফেবুতে আমি।
আমি তাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Facebook id: https://www.facebook.com/tahidul.saimon
ভাই কি বললেন বুঝলাম না। যদি বুঝে থাকি তা হলে তো apk ফাইল pc থেকে Android Device এ ইন্সটল করার কথা বলেছেন। সেটার কি দরকার? আপনার কাছে যদি apk ফরম্যাট এর ফাইল থাকেই তাহলে তো Android Device এ ট্রান্সফার করে তার পর সেখান থেকেই ইন্সটল করতে পারবেন। এটা দিয়ে কি google play থেকে ইন্সটল করা যাবে? না গেলে অর্থহীন।