Walton তাদের প্রথম স্মার্টফোন Android Primo আনার পর ভালো সারা পেয়েছে।যদিও ফোনটিতে সামান্য সম্যসা বিদ্যমান আছে। তার রেশ না কাটতেই Walton নতুন ফোন Android Primo R1 আনার ঘোষনা দিল।গতকাল Walton তাদের Facebook page এ Android Primo R1 এর সম্পর্কে বিস্তারিত জানালো।
Walton Primo R1 এ থাকবে ডুয়েল স্ট্যান্ডবাই সিম সুবিধা যা একই সঙ্গে 3G সংযোগ সাপোর্ট করবে।
Walton Primo R1 এ থাকবে ডুয়েল স্ট্যান্ডবাই সিম সুবিধা যা একই সঙ্গে 3G সংযোগ সাপোর্ট করবে।
4 ইঞ্চি আকারের টাচস্ক্রিনে দেয়া হয়েছে WVGA প্রযুক্তি।রেজুলেশন হলো 480×800 pixels।মাল্টিটাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রিনে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তি।
প্রসেসর হিসেবে রয়েছে 1.21GHz ডুয়েল কোর।
GPU -এর জন্য দেয়া হয়েছে PowerVR SGX531।
Operating system এর ক্ষেত্রে রয়েছে Android OS 4 (Ice Cream Sandwich)।
Walton Primo R1 এ থাকবে 4gb ইন্টারনাল মেমোরি।এছাড়াও মেমোরি 32gb পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে। এতে র্যাম দেয়া হয়েছে মাত্র ৫১২ মেগাবাইট।কেনার সময় এর সাথে 8gb মেমোরি কার্ড ফ্রি থাকবে।
আগের ফোনে ফ্রন্ট ক্যামেরা না থাকায় Walton Primo এর জনপ্রিয়তায় ভাটা পরে।তাই এবার ফ্রন্ট ক্যামেরা দিতে ভুল করেনি Walton।এর সামনে থাকবে VGA ক্যামেরা।আর পেছনে দেয়া হয়েছে 8 mega pixels ক্যামেরা সাথে দেয়া হয়েছে অটো-ফোকাস প্রযুক্তি।আর এই ক্যামেরা দিয়ে 720p HD ভিডিও ধারন করা যাবে বলেও বলা হয়েছে।
এতে Compass, Accelerometer, Light Sensor, Orientation Sensor, Proximity ইত্যাদি Sensor দেয়া হয়েছে।নির্দেশোনার জন্য রয়েছে GPS with A-GPS network-assisted GPS navigation function
Connectivity এর ক্ষেত্রে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪ এবং মাইক্রো ইউএসবি ২-এর পোর্ট।
এর ব্যাটারির ক্ষমতা বলা হয়েছে 1500mAh
13990TK
আমি M4hFuJuR R4Hm4N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চার না আট ইন্চি? স্ক্রীন