SYMPHONY W5 এর ক্ষেত্রে Clockworkmod Recovery ইন্সটলের ক্ষেত্রে প্রথমে আমরা এই লিঙ্ক থেকে "ROM-RECOVERY.7z” এবং “SP_Flash_Tool_v3.1224.01.7z” ফাইল দুটি নামিয়ে নিন । এক্ষেত্রে আপনি যদি পূর্বের ROOT করুন আপনার Symphony W5 ! পোষ্টটি পড়ে থাকেন তবে আপনি অলরেডি “SP_Flash_Tool_v3.1224.01.7z” নামিয়ে ফেলেছেন (উল্লেখ্য, আপনি যদি ইতিমদ্ধ্যেই ROOT করুন আপনার Symphony W5 ! পড়ে সব গুলো ফাইল নামিয়ে থাকেন তবে আপনার আলাদা করে ইন্সটল করবার দরকার নেই )। এখন এই দুটি ফাইল এক্সট্র্যাক্ট করে রাখি । এখন চলুন শুরু করে দেই ।
কেন Clockworkmod Recovery?
Clockworkmod Recovery এর সাহায্যে আপনি আপনার স্টক এসডি কার্ডে রম ব্যাক-আপ এবং এসডি কার্ড থেকে রিস্টোর করতে পারবেন ।
ধাপঃ
* Download & extract “ROM-RECOVERY.7z” from the site above.
* আপনার ফোনের চার্জের মাত্রা চেক করুন । ফুল চার্জ করে নিন ।
* এরপর আপনার ফোনটি বন্ধ করে ব্যাটারী খুলে ৪-৫ সেকেন্ড অপেক্ষা করে ব্যাটারীটি লাগিয়ে ফেলুন । এরপর মোবাইলটি চালু না করেই এর সাথে OTG ক্যাবল কানেক্ট করুন । (OTG ক্যাবল সম্পর্কে জানতে এই লিঙ্কে যান । এখানে OTG ক্যাবল সম্পর্কে বলা আছে এবং নিজেই কীভাবে বানিয়ে নিতে পারবেন তাও দেয়া আছে ।)
* এবার এক্সট্র্যাক্ট করা SP_Flash_Tool_v3.1224.01 ফোল্ডার থেকে “Flash_tool.exe” রান করান । “Scatter-loading” বাটনটিতে ক্লিক করুন এবং এক্সট্র্যাক্ট করা ROM-RECOVERY ফোল্ডারে যান । এই ফোল্ডারে মাঝে "Modified-ROM-CWMR" ফোল্ডারটি পাবেন । ফোল্ডারটি খুলে এর মাঝে রাখা “MT6575_Android_scatter.txt” সিলেক্ট করুন ।
* PRELOADER টি থেকে টিক চিহ্ন তুলে দিন । এবং RECOVERY তে টিক চিহ্ন দিন । লক্ষ্য করুন RECOVERY অপশনটিতে “recovery_un_pt.img” সিলেক্ট করা আছে কিনা । না থাকলে ডাবল ক্লিক করে ব্রাউজ করে ফাইলটি যোগ করে দিন । নিচের চিত্রটি লক্ষ্য করুনঃ
* সব কিছু ঠিক থাকলে আপনি একটি OK মেসেজ পাবেন ।
* এবার আপনি OTG ক্যাবলটি খুলে ব্যাটারী খুলে আবার লাগিয়ে নিন । এবার ভলিউম আপ + পাওয়ার বাটন চেপে ধরে রাখুন । স্ক্রিনে সিম্ফোনি লেখা উঠলে ছেড়ে দিন । দেখবেন CMWR ইন্সটল হয়ে গেছে । এই উইন্ডোতে টাচ কাজ করবে না । এখানে আপ ডাউনের জন্য ভলিউম আপ, ভলিউম ডাউন, অপশন এবং হোম বাটন কাজ করবে এবং সিলেক্ট করতে চাইলে সার্চ বা ফাইন্ড বাটনটি । আর ব্যাকে যেতে চাইলে তো ব্যাক বাটন রয়েছেই ।
* এখন আপনি যদি আপনার আগের রিকভারী স্ক্রিনে ফিরে যেতে চান তবে অরজিনাল ইমেজ দেয়াই আছে । শুধু আপনাকে Modified-ROM-CWMR এর পরিবর্তে Original-Rom-CWMR এর মাঝে রাখা “MT6575_Android_scatter.txt” ফাইলটি সিলেক্ট করতে হবে ।
এভাবেই শেষ হল আপনার SYMPHONY-তে CWMR ইন্সটল করা ।
টিউটোরিয়ালটি রবিউল ভাইয়ের ব্লগ ফলো করে তৈরী করা হয়েছে । বলা চলে এটি রবিউল ভাইয়ের পোষ্টটির বাংলা ভার্সন । আবারও ধন্যবাদ আপনাকে রবিউল ভাই ...।
আরও দেখুন, ROOT করুন আপনার Symphony W5 !
আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)
বাহ দারুন!