অনেক দিন পর আবার টিউন করতে বসলাম।আজ আমি এন্ড্রয়েড ফোনের কলিং স্ক্রীন পরিবর্তন করার একটা পদ্ধতি নিয়ে এসেছি আপনাদের জন্য। একটা কথা বলে রাখা ভাল এই পদ্ধতিতে আপনি শুধু মাত্র cm7 অথবা কাস্টম রম এর কলিং স্ক্রীন পরিবর্তন করতে পারবেন। তাই স্টক রমে চেষ্টা না করাই ভাল।আর একটি কথা এটা ldpi,mdpi এর জন্য প্রযোজ্য। hdpi ইউজাররা rom backup না করে চেষ্টা করবেন না।
পদ্ধতিঃ
১)cmw recovery তে গিয়ে আপনার রম টি ব্যাকআপ করুন।
২)এই ফাইল টি ডাউনলোড করুন।
৩)ফোনে অফ লাইন মোড অ্যাক্টিভ করুন।
8)ফোন রিস্টার্ট করুন।
৫)root explorer অন করুন ।
৬)Phone - Xperia.apk অ্যাপ টা কপি করুন। read/wr সিলেক্ট করুন
৭)system/app তে পেস্ট করুন।
৮)এবার phone.apk কপি করে এস ডি কার্ডএ ব্যাকআপ দিন।
৯)আবার system/app এ গিয়ে phone.apk ডিলিট করে দিন। Phone - Xperia.apk কে রিনেম করে phone.apk করে দিন।
১০) ব্যাস আপনার কাজ শেষ। রিস্টার্ট করে উপভোগ করুন।
১১) cm7 rom যারা ইউস করেন তারা rom এর জিপ ফাইল এর system/app থেকে phone.apk ডিলিট করে দিন। Phone - Xperia.apk কে রিনেম করে phone.apk করে নিন এবং পেস্ট করে system/app এ। এবার রম ইন্সটল করুন ।
আর দেখুন মজা।ভাল লাগলে মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন সবাই
আমি sawankumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
largest android users group
https://www.facebook.com/groups/AndroidApplicationBD/