অ্যান্ড্রয়েড সেট এ ইন্টারনাল মেমরি কম?? ইন্টারনাল মেমরি ফুল???? এদিকে আসুন সমাধান দিচ্ছি (রুট লাগবে না)

আসসালামু আলাইকুম। সুপ্রিয় টেকটিউনসবাসী আশা করি সবাই ভাল আছেন। বর্তমানে অ্যান্ড্রয়েড একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড বিহীন স্মার্টফোন ব্যাবহার করে এরকম মানুষ পাওয়া দুর্লভ। এমনকি অ্যান্ড্রয়েড সেট কিনতে গেলে যে আপনার ব্যাংক ভেঙ্গে ফেলতে হবে তাও কিন্তু নয়। বর্তমানে খুবই কম দামে ভাল মানের বিশেষ করে সিম্ফনি ছাড়াও অরিজিনাল কম্পানিগুলো অর্থাৎ স্যামসাং, এইচটিসি (আমি নিজে ব্যাবহার করি), সনি, মটোরোলা এরাও সাধারন মানুষের হাতের নাগালের বাজেটে স্মার্টফোন বাজারে ছেড়েছে। তাই সাধারন ফোন এর চেয়ে এখন স্মার্টফোনের ব্যাবহারই বোধহয় বেশি। তো যাই হোক কথা আর বাড়াবো না। আপনাদের অনেকের অ্যান্ড্রয়েড সেটেরই ইন্টারনাল মেমোরি খুব কম, ২০০ কিংবা ২৫০ মেগাবাইট আবার অনেকের ৫১২ মেগাবাইট। তাই এক্সটারনাল মেমোরি (মেমরি কার্ড) বেশি হওয়ার পরও আপনাদের ইন্টারনাল মেমোরি অনেক সময় ফুল হয়ে যায় কিংবা খুবই অল্প পরিমান জায়গা ফাকা থাকে। ফলস্বরূপ আপনারা নতুন অ্যাপ ইন্সটল করতে পারেন না এবং অ্যান্ড্রয়েড এর অনেক ফিচারও বন্ধ হয়ে যায়। আরও একটা কথা বলে রাখি যে, যে সব অ্যাপ উইজেট ব্যাবহার করে সেগুলোকে কখনও মেমরি কার্ড এ মুভ করা যায় না।  তাই বলা যেতে পারে এটি একটি বিরাট সমস্যা। আবার আপনাদের অনেকেই রুট করতে ভয় পান। তাই রুট করা ছাড়াই সমস্যার সমাধান পেতে হলে আপনি আমার এই টিউন টি ফলো করতে পারেন। এই টিউন টি পুরোপুরি ফলো করতে পারলে ইনশা আল্লাহ্‌ আপনার ইন্টারনাল মেমরিগত সমস্যা থেকে মুক্তি পাবেন। এমনকি নতুন অ্যাপও ইন্সটল করতে পারবেন।

#প্রথমে Settings>Applications>Development এ যেয়ে USB debugging এনাবল করুন বা টিক চিহ্ন দিন।

#এরপর আপনার পিসিতে Oracle's Java JDK (http://www.oracle.com/technetwork/java/javase/downloads/index.html)

এবং    Google's Android SDK (http://developer.android.com/sdk/index.html) এই দুইটা ডাইউনলোড করে ইন্সটল করুন। যদি আগে থেকেই ইন্সটল থাকে তবে দরকার নেই। ( বিঃদ্রঃ  জাভা আগে ইন্সটল করে নিবেন নাহলে Android SDK ইন্সটল হবে না )

Java JDK ডাউনলোড করতে হলে উপরে প্রদত্ত  লিঙ্ক (http://www.oracle.com/technetwork/java/javase/downloads/index.html) এ যেয়ে নিচের স্ক্রিনশট গুলো ফলো করুনঃ

আর Android SDK Tools Download করতে হলে উপরে প্রদত্ত লিঙ্ক (http://developer.android.com/sdk/index.html) এ যেয়ে নিচের স্ক্রিনশট গুলো ফলো করুনঃ   (বিঃদ্রঃ আপনারা অনেকেই ভুলে ADT Bundle Download করে ফেলেছেন। অবশ্য দোষটা আমারই ছিল। আমি আপনাদের বিস্তারিত বলে দিতে পারি নি। তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আপনারা ভুলেও এত মেগাবাইট নষ্ট করবেন না। অর্থাৎ ADT Bundle Download করবেন না। আর যারা ইতোমধ্যে করে ফেলেছেন তাদের সমাধান আমি কমেন্ট এ দিচ্ছি। আর যারা নতুন কিংবা এখনও Download করেন নি তারা নিচের স্ক্রিনশট ফলো করলেই হয়ে যাবে। আরও একবার বলে নিচ্ছি পূর্বে আপনাদের Confusion সৃষ্টির জন্য I Apologize. )

#Android SDK ইন্সটল হওয়ার পর  SDK Manager ওপেন করুন

#এখন আপনার ADB Utility প্রয়োজন হবে। ADB Utility আগে থেকেই ইন্সটল করা থাকে না। এটি Android SDK Platform Tools প্যাকেজ এর মধ্যে থাকে। তাই SDK Manager ওপেন করার পর Android SDK Platform Tools প্যাকেজটি সিলেক্ট করুন এবং ডাউনলোড করুন।

#এখন কিছুক্ষন অপেক্ষা করুন এবং Android SDK Platform Tools প্যাকেজটি ইন্সটল হয়ে যাবে। SDK Platform Tools ইন্সটল হওয়ার পর আপনি যে ফোল্ডার এ Android SDK ইন্সটল করেছিলেন (সবার প্রথমে) সেই ফোল্ডার এর মধ্যে Platform Tools নামে একটি ফোল্ডার পাবেন। সেটি ওপেন করুন। অর্থাৎ,

C:\Program Files\Android\android-sdk\platform-tools   এই  লোকেশনে যান।

#এরপর আপনার অ্যান্ড্রয়েড সেটটি আপনার পিসির সাথে  USB Cable দিয়ে কানেক্ট করুন।

এবার Platform Tools ফোল্ডার এ ঢোকার পর ফাকা জায়গায়  SHIFT চেপে ধরে রেখে Right Click করুন। এরপর Open command window here এ ক্লিক করুন।

command window ওপেন হওয়ার পর নিচের কমান্ডটি লিখুনঃ

adb devices

ENTER টিপুন।

এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটটি দেখতে পাবেন। ( বিঃদ্রঃ আপনার ডিভাইস এর ড্রাইভার এবং সফটওয়্যার অবশ্যই ইন্সটল করা থাকতে হবে। আপনার ডিভাইসের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আপনি আপনার ডিভাইসের সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এটি ইন্সটল না থাকলে কিন্তু আপনার ডিভাইস List of attached devices এ দেখাবে না)

# এখন কমান্ড উইন্ডোটি এক্সিট না করে নিচের কমান্ডটি টাইপ করুন অথবা কপি পেস্ট করুনঃ

adb shell pm setInstallLocation 2

#Enter টিপুন।

#ব্যাস কাজ শেষ। এখন আপনি যেকোনো অ্যাপ আপনার মেমোরি কার্ড এ মুভ করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না??  চেষ্টা করে দেখুন...........................।

এমনকি এখন থেকে কোন অ্যাপ ইন্সটল করলে ডাইরেক্ট আপনার মেমরি কার্ড এই ইন্সটল হবে...

এভাবে আপনি আপনার সব গুলো অ্যাপ মুভ করে মেমরি কার্ড এ নিয়ে যেতে পারেন। কিন্তু অ্যান্ড্রয়েড এর ডিফল্ট অ্যাপ গুলো কে মুভ করা যাবে না। অর্থাৎ ,   Maps, Messages, Clock, Internet, Play Store এগুলো কে মুভ করা যাবে না.....................।

আশা করি আপনারা উপরের স্টেপ গুলোর মাধ্যমে সব অ্যাপ মেমোরি কার্ড এ মুভ করতে পারবেন। এবং এতে করে আপনার ইন্টারনাল মেমরিও অনেক খালি হয়ে যাবে........................।

ধন্যবাদ সবাই কে।

কোন সমস্যা হলে কমেন্ট এ জানাবেন...

আর কেমন লাগল তা বলবেন.........।।

আর পরবর্তীতে যেন ইন্টারনাল মেমোরি ফুল না হয়ে যায় সেজন্য এই অ্যাপ টিঃ  1Tap Cleaner  (https://play.google.com/store/apps/details?id=com.a0soft.gphone.acc.free&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5hMHNvZnQuZ3Bob25lLmFjYy5mcmVlIl0.)

ইন্সটল করে নিবেন এবং নিয়মিত সব ক্লিন করবেন........................

ধন্যবাদ

Level 0

আমি তাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Facebook id: https://www.facebook.com/tahidul.saimon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। তবে ADB এর প্রয়োজন ছিলনা। ফ্রোয়ো 2.2 এর পরের সবগুলো এনড্রয়েডেই মেমরীকার্ডে এপস ট্রান্সফার করা যায়। এজন্য App2SD নামের একটি সফল মিলবে মার্কেটে। সবচেয়ে আধুনিক পদ্ধতি হল মেমরীকার্ডে পার্টিশন করে ext ফরমেটে ইন্টারনাল মেমরী বানানো। এতে করে মেমরীকার্ডেই ইন্টারনার মেমরী তৈরী হয়। আমি আমার 4 GB কার্ডের 1 GB ইন্টারনাল মেমরী হিসাবে নিয়ে ইচ্ছেমত এপস ঢুকিয়েছে। এজন্য রুট প্রয়োজন হবে আর লাগবে Link2SD এপস। মেমরীকার্ড পার্টিশন করা যাবে ক্লকওয়াইস রিকোভারী দিয়ে।

    @নেট মাস্টার: নেট মাস্টার ভাই আপনার সঙ্গে আমি একমত। আমিও আপনার পদ্ধতিতেও করেছি। কিন্তু সমস্যা হল অনেকেই Root করতে চায় না। Root এর নাম শুনলেই ভয় পায়। তাদের জন্য…… এই পোস্টটি । আর আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান টিপস এর জন্য।

    @নেট মাস্টার: আর ভাই 1Tap Cleaner অ্যাপ এর মাধ্যমেও আপনি আপনার মেমরি ক্লিয়ার করতে পারবেন। অত্যন্ত কার্যকারী অ্যাপ। আমি ইউজ করছি…।

    @নেট মাস্টার: কিন্তু সবগুলো অ্যাপ ট্রান্সফার করা যায় না। আপনি কোন লাইভ ওয়ালপেপার করে দেখেন ট্রান্সফার করা যাবে না

      @তাহিদুল ইসলাম: Link2SD দিয়ে সিস্টেম অ্যাপস কেও SD কার্ডে নিতে পারবেন, রুট করার পর। App2SD দিয়ে সব এপস SD কার্ডে নেয়া যাবেনা কারণ এটা কোর ডেভলোপারদের বানানো। তারা সবকিছুকে মুভ করার সুযোগ দেবেনা এটাই স্বাভাবিক। Live ওয়ালপেপার ও widget গুলো ফোন মেমরীতে রাখলেই ভাল পরফরমেন্স মিলবে। 1Tap Cleaner এর তথ্যের জন্য ধন্যবাদ। Cash ক্লিয়ার করার জন্য বুটের সময় ক্লকওয়াইস থেকে করে নেয়া যায়। এতে পুরো সেটের সব ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। আমি অবশ্য ডেডিকেটেড কোন ক্লিনার ব্যবহার করিনা। ব্যবহারকরি গ্যালাক্সী মিনি। জিঞ্জারব্রেড ফেলে একটি কাস্টমরম ব্যবহার করছি। চকোব্রেড নামের এই রমটির পারফর্মেন্স খুব ভাল। চার্জ ব্যাকআপ ভাল পাচ্ছি। ব্লিল্টইন ফিচার বহু।

        @নেট মাস্টার: জি কাস্টম রোম খুবই ভাল এবং পারফরমেন্স ও ভাল। কিন্তু এটা করলে আপনি আপনার সেটের ওয়ারেন্টি ভয়েড করছেন। এই বিষয়টিও মাথায় রাখা উচিত।
        তাছাড়া Root করা টা সব সেটের জন্যই যে ভাল তা কিন্তু না। তাছাড়া সব সেটে রুট করা সহজ না। তাই সবার কথা মাথায় রেখেই ADB এর পদ্ধতি তা শেয়ার করলাম……………………………।।

        @নেট মাস্টার: আর সিস্টেম অ্যাপ গুলো কে সিস্টেম এই রাখা উচিত।।

    @নেট মাস্টার: ভাই আমার মনে হয় আপনার পদ্ধতিটাই সহজ হবে তবে বিস্তারিত একটি পোস্ট করলে ভাল হত।

নেট মাস্টার ভাই আপনার মত আমিও সিম্বিয়ান ছাইরা আন্ড্রইড নিসি। এক্সপিরিয়া রে নিসি আমি। রুট করি নাই এখনো। কিছু হেল্প করেন।

Level New

khob sondor post vai share korar jonno dhonnobad

vai amr symphony explorer w5 handset.ata 2.3.6 gingerbread. atate ki ai poddhoti lagbe naki app2sd use korle hobe? app2sd te onek file install korar por o mmc te transfer kora jayna. jemon ttpod music player.plz amk aktu somadhan ta diben.

r apnar bistarito post er jonno dhonnonad.apnake onurodh korbo 30-40 mb er moddhe kisu racing game er link jodi diten khub upokar hoto.obosshoi 2.3 er jonne.

@ তাহিদুল ইসলাম। আমার সেট রুট, বুটলোডার আনলক, মেমোরি কারড কে কিভাবে রেম হিসেবে ব্যবহার করা জায় এই সব গুলো হেল্প দরকার

ভাই অনেক ধন্যবাদ । জটিল টিউন । আমার Symphony w 5 আছে । Symphony অফিসিয়াল সাইট থেকে pc suite নামাইছি কিন্তু driver কোথাও পাইনাই । pc suite instal দিছি কিন্তু mobile connection পায় না। Connect করতে চাইলে দেখায় যে your driver instal is unsuccessful. আমার সেটের জন্য ভাল pc suite, driver কোথায় পাব কিনবা কি ভাবে pc সাথে আমার mobile connect করব ?

    @কামরুল: জি আপনার ব্যাপারটা বুঝলাম। Symphony W5 এর জন্য আলাদা ড্রাইভার এবং সফটওয়্যার ইন্সটল করা লাগে না। PC Suite হলেই হবে। আপনি এক কাজ করুন, PC Suite Uninstall করে আপনার ডিভাইস টি পিসির সাথে কানেক্ট করার পর আবার সেটআপ দিন। রিস্টার্ট করুন। আর “Your driver install was unsuccessful” এটা হয়তবা আপনি উইন্ডোজ এর নোটিফিকেশন বার এ দেখেছেন। এতে দুশ্চিন্তার কোন কারন নেই। কেননা উইন্ডোজ এসব আজাইরা জিনিস মাঝেমধ্যেই লেখে। আপনি PC Suite টা ইন্সটল করুন তারপর উপরের পোস্ট অনুযায়ী করে দেখেন। ইনশা আল্লাহ্‌ হয়ে যাবে। সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।

vi ami samsung galaxy w use kori. atar system storage 1.07 gb, usb storage 1.70 gb and sd card 4 gb. ami apps,games install dile system storage e install hoy. app2sd usd kore move korle usb storage e move hoy but sd card (memory card) e move hoy na. onek bar try koresi hoy na. (N.B: device not rooted.) plz help me IF POSSIBLE

    @ওয়াদুদ: আপনার জন্যই তো উপরের পোস্ট টা একেবারে পারফেক্ট …। ইনশা আল্লাহ্‌ প্রব্লেম সল্ভ হয়ে যাবে।। আর এটা করতে আপনার Root করা লাগবে না………………।
    ধন্যবাদ

Level 0

vai maximus max901 othoba symphony w5 root korar kono system bolen

    @sunny624: আসলে রুট করার সিস্টেম তো সব সেটের একই না। আর আমি তো আসলে আপনার সেট ইউজ করি নি। আপনি সাধারণত গুগল করলেই আপনার সেটের রুট করার সিস্টেম পেয়ে যাবেন। তবুও আমি খুঁজে দেখব। যদি পাই আপনাকে লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ

    @sunny624: Root Maximus max901 লিখে অথবা Root Symphony W5 লিখে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন……।।

Level 0

@তাহিদুল ইসলাম ভাই, দারুন টিউন! যারা অ্যান্ড্রয়েড সেট রুট করতে চাই না তাদের জন্য অনেক কাজের হবে। আমার টা অনেক আগেই রুট করে ফেলছি!

এই নিয়া 2 pc চেস্টা করছি , আপনি যে ভাবে বলছেন এই ভাবেই করছি কিন্তু কাজ হয় নাই । আর windows যে notification দেখায় তা ঠিকই দেখায় কারন আমি Computer > manage > device manager > Symphony driver icon হলুদ হয়ে থাকে । scan for hardware change করছি কিন্তু কোন কাজ হয় নাই ।

    @কামরুল: আচ্ছা ভাই আপনার সমস্যাটা আমি দেখছি। আসলে সিম্ফোনি ইউজ করি নি তো…… তাই আসলে বেশি একটা জানি না। আমি চেষ্টা করব ভাই।

Level 2

vai apnar tune ta khub sundor hoise but amar problem hosse ami amar htc wildfire a3333 er driver ta kono vabei passi na apni ki kosto kore amake driver manage kore diben plz khub upokar hoy na hole apnar deya tune er kaj ta korte parsi na

Level 2

vai lots of thnx respons korar jonno but prblm hosse install to disi but no device found bole cell theka jokhon cable connect kori tokhon sync e dile cell eo show kore not found ki kori bolen to vai……………
r valo laglo apnaro wildfire,taholeto apnar theke onek help pawa jabe………plz ans diyen

    @Ni: জি বুঝতে পারছি…।। আপনি প্রথমে আপনার পিসিতে HTC Sync ওপেন করবেন। এরপর আপনার মোবাইল এ Menu>Settings>Connect to pc তে যেয়ে Default Connection Type এ HTC Sync সিলেক্ট করবেন। এরপর আপনার মোবাইল HTC Sync ফাইন্ড করবে। এবং কম্পিউটার এও শো করবে। কিন্তু উইন্ডোজ ৮ হলে একটু প্রব্লেম হতে পারে। উইন্ডোজ ৮ হলে রাইট ক্লিক করে Properties>Compatibility তে যেয়ে Run this program in compatibility for windows 7 দিন। এবার ডিভাইস শো করবে। আর উপরের পোস্ট টি অনুযায়ী কাজ করতে হলে শুধু HTC Sync ইন্সটল থাকলেই হবে। আপনি করে দেখতে পারেন। HTC Sync আসলে আমিও ইউজ করি না। ড্রাইভার গুলো পাওয়ার জন্যই ইন্সটল করছি…।।
    তাছাড়া HTC Sync তেমন একটা কাজের না…। এটা দিয়ে সাধারণত গান, ছবি, বিভিন্ন ফাইল Sync করা যায়। অনেকটা Apple iTunes এর মত। আর আপনি তো সরাসরি মেমোরি কার্ড এই গান, ছবি ইত্যাদি কপি করতে পারছেন………
    আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন
    ধন্যবাদ

    @Ni: সরি বলতে ভুলে গেছি পিসিতে HTC Sync ওপেন করার আগেই মোবাইল পিসির সাথে USB দিয়ে কানেক্ট করে নিবেন……।।

Level 2

vai r kivabe ki kori?j vabe bolsen sei vabei korlam but mobile connect korar por finding sync howar por bole “unable to find htc sync on your pc.please make sure that htc sync is installed and opened on your computer.you can install htc sync from the sd card by mounting it to your pc or you can download from http://www.htc.com/www/support.aspx.note:for widows only”
vai mathata kharap hoya jasse ki kori kono solution dite paren plz…………….

    @Ni: জি ভাই। এখন আপনি যদি টিউন টি অনুযায়ী কাজ করতে চান তাহলে HTC sync চালানো লাগবে না। আমার টিউন টি শুধু এখন ফলো করে দেখেন কাজ হয়ে যাবে।

    @Ni: শুধু HTC sync ইন্সটল করা থাকলেই হবে। তবুও আমি দেখছি কিভাবে এই সমস্যাটা ঠিক করা যায়………।।

THANKS BRO. Friday te ai mission e hat debo.

Level 0

ভাই আপনারে একটা চুম্বা দেওয়ার মন চাইতাসে 😀
আমার সিম্পনী ডব্লিও ৫ এ কাজ হইসে

    @Noor Khan: শুনে মজা পেলাম… কিন্তু ভাই এই চুম্বা টা কি জিনিস??? 😀 এইটা দিয়ে কি করে?? 😀 😀 😀

নুর ভাই কি একটু কস্ট করে বলবেন কি ভাবে আপনার symphony w5 pc সাথে connect করছেন ? আমি শত চেস্টা করেও পারিনাই ।

Level 2

vai apnar deya link theke “Android SDK bundle-x-86″file ta namaisi but akhane 2ta folder asche akta eclips r arekta sdk .sdk er moddhe kon file ta install dibo ekhane to onek file janaben?plz

    @Ni: same here

      @মুকুট: আমি খুব ই দুঃখিত ভাই যে আপনার সমস্যার সমাধান দিতে দেরি হল। আসলে ভাই আমি তো একজন Student. তাছাড়া আমি বাংলালায়ন প্রিপেইড ইউজ করি। একজন স্টুডেন্ট হিসেবে নিয়মিত ৪০০ টাকার কার্ড কেনা তো আমার পক্ষে সম্ভব না। তাই এতদিন বসতে পারি নি। I am sorry for that. তো যাই হোক সমস্যার কথায় আসি। আসলে ADT Bundle Download করার দরকার ছিল না। আমি ক্ষমা চাচ্ছি আপনাকে সমস্যায় ফেলার জন্য। শুধু Android SDK Tools Download করলেই হত। আমি আমার পোস্টটা আপডেট করেছি। আচ্ছা আপনি তো ADT Bundle Download করেছেন… ঠিক না?? এখন আপনার Download করা Zip File টা Extract করার পর ভেতরে দুইটা ফোল্ডার আছে। SDK Tools ফোল্ডার এর ভেতরে কি কি File আছে সেটা আমাকে দয়া করে একটু জানান। তারপর আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধন্যবাদ।

      @মুকুট: প্রথমে java jdk ইন্সটল করে নিন। এরপর C:\program files এ Android নামে নতুন একটা ফোল্ডার খুলুন। এরপর Android ফোল্ডার এ ওই SDK Tools ফোল্ডার টা কপি করেন। এরপর C:\Program Files\Android\SDK Tools\Platform tools ফোল্ডার এ যেয়ে আমার উপরের টিউন টি ফলো করুন।। তাহলেই হয়ে যাবে…………

      @মুকুট: কোন সমস্যা হলে পোস্ট টি দেখে নিবেন। আপডেট করেছি।

    @Ni: আমি খুব ই দুঃখিত ভাই যে আপনার সমস্যার সমাধান দিতে দেরি হল। আসলে ভাই আমি তো একজন Student. তাছাড়া আমি বাংলালায়ন প্রিপেইড ইউজ করি। একজন স্টুডেন্ট হিসেবে নিয়মিত ৪০০ টাকার কার্ড কেনা তো আমার পক্ষে সম্ভব না। তাই এতদিন বসতে পারি নি। I am sorry for that. তো যাই হোক সমস্যার কথায় আসি। আসলে ADT Bundle Download করার দরকার ছিল না। আমি ক্ষমা চাচ্ছি আপনাকে সমস্যায় ফেলার জন্য। শুধু Android SDK Tools Download করলেই হত। আমি আমার পোস্টটা আপডেট করেছি। আচ্ছা আপনি তো ADT Bundle Download করেছেন… ঠিক না?? এখন আপনার Download করা Zip File টা Extract করার পর ভেতরে দুইটা ফোল্ডার আছে। SDK Tools ফোল্ডার এর ভেতরে কি কি File আছে সেটা আমাকে দয়া করে একটু জানান। তারপর আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধন্যবাদ।

      Level 2

      @তাহিদুল ইসলাম: vai “sdk” folder e “extras”,”platforms”,”platform-tools”,”system-images”,”tools” ei folder gula ache……….
      so now………

        @Ni: প্রথমে java jdk ইন্সটল করে নিন। এরপর C:\program files এ Android নামে নতুন একটা ফোল্ডার খুলুন। এরপর Android ফোল্ডার এ ওই SDK Tools ফোল্ডার টা কপি করেন। এরপর C:\Program Files\Android\SDK Tools\Platform tools ফোল্ডার এ যেয়ে আমার উপরের টিউন টি ফলো করুন।। তাহলেই হয়ে যাবে…………

        @Ni: করেছেন ভাই??? সমস্যা হলে বলবেন।।

      Level 2

      @তাহিদুল ইসলাম: vai so many thanx ato khone parsi but akhono apps move kore dekhi nai but i think ai porjonto jehetu hoise baki tao hobe…….again many many thnx….i hope recent apnar new amon kono tune pabo…….

Level 0

ভাই আমি উইন্ডোজ এক্সপি ইউজার । আমি আমার মোবাইল কে ডাটা কেব্‌ল দিয়ে কানেক্ট করেছি । এরপর তো দেখলাম ড্রাইভার ইন্সটল এর একটি মেসেজ আসলোএবং অটোমেটিক ড্রাইভার ইন্সটল হল ।

    @Noor Khan: জি ভাই Autometic Driver ইন্সটল হয় সেটা তো জানি। কিন্তু খালি Autometic Driver ইন্সটল হলেই তো হবে না। আমার টিউন অনুসারে কাজ করতে হলে আপনার মোবাইল এর Official Homepage এ গিয়ে USB Driver Download করে নিতে হবে।

Level 0

Bro, ame ai tricks ta amr Samsung Galaxy Note 2 er sathe try korsi. but hoi ni. Jelly Bean er sathe ki hobe na?

    @mindhunter: আপনার কি সমস্যা হয়েছে টা জানালে হেল্প করতে পারতাম। আর Galaxy Note 2 এর তো ইন্টারনাল মেমরি বিশাল!!!!! তাই আমার মনে হয় আপনার এই ট্রিক এর প্রয়োজন নেই। তারপরেও আপনি করতে চাইলে আমি হেল্প করব। আর এই ট্রিক 2.3 এর পর থেকে বাকি সবগুলোর জন্য।

Level New

ভাই আমি আমার symphony w50 root করতে অনেক try করলাম، but driver পাইনা। help please.

    @riponku: ভাই আমি দুঃখিত যে আপনার সমস্যার সমাধান দিতে পারছি না। আসলে আমি সিম্ফনি ইউজ করি নি তো। তাই Driver কোত্থেকে Download করতে হয় সেটা আপাতত জানি না। সিম্ফনি ইউজ করে আপনি কাউকে কিংবা কাস্টোমার কেয়ার থেকে জেনে নিতে পারেন।

android sdk ডাউনলোড করতে পারতাসিনা।ওয়েবসাইট লোড হয়না

আপনি সব কিছু পরিস্কার করে বলেন নাই দেখে ভেজাল এ পরে গেলাম।
SDK & Java এর সাইয কত? জাভা নামালাম ৮৮মেগাবাইট।আর SDK নামালাম ৪০০মেগাবাইট।আগে জাভা ইন্সটল করলাম কিন্তু SDK ইন্সটল করতে পারছিনা।

    @মুকুট: আমি খুবই দুঃখিত আমার ভুলের জন্য। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার পোস্ট আপডেট করে দিয়েছি। আর আপনার আগের কমেন্ট এ আমি লিখেছি। সেটার উত্তর দয়া করে দিলে আমি বলে দিচ্ছি কিভাবে ইন্সটল করতে হবে। আসলে আমি ADT Bundle কখনও Download করি নি তো তাই। যাই হোক আর একবার বলছি Sorry.

      @তাহিদুল ইসলাম: ওটা এক্সট্রাক্ট করার পর eclips & SDK এই ২টা ফোল্ডার আসছে।SDK er ভিতর ৫টা ফোল্ডার আছে.আমি platform-tools folder এ আপনার কথা মতই কাজ করলাম।কিন্তু DOS মুড এ আমার ডিভাইস দেখায়না।আমি সেভেন চালাই।এক্সপি আমার বাসার একটা পিসি তেও নাই।

        @মুকুট: adb devices কমান্ডটি দিয়েছিলেন?? তারপর ও আসে না??? আপনার ডিভাইসের USB Driver ইন্সটল করা আছে তো?? C:\program Files\SDK tools\platform tools ফোল্ডার গুলো কি এইভাবে রেখেছিলেন?? Open Command windows here দিয়েছিলেন?? আমি নিজেই তো আমার HTC Wildfire এ windows 7 থাকা অবস্থায় করেছি। তবে HTC USB Driver official website থেকে ডাউনলোড করেছি। আপনার যদি না দেখায় আমি আগেই বলেছি আপনার সেটের Official Website এ গিয়ে ড্রাইভার ডাউনলোড করে নিবেন…

I will Try

Thank u

Level 2

vai avabe haraya gelen keno help to korben………………….

Level 2

it’s ok vai…….plz solution ta den……………………

    @Ni: আমি তো বললাম।। আগের কমেন্ট এ। আগের কমেন্ট টা দেখেন। আপনার আগের কমেন্ট এ রিপ্লাই দিয়েছি। আর SDK Tools ফোল্ডার এর মধ্যে কি কি ফাইল এবং ফোল্ডার আছে সেগুলো একটু জানান। আর আমি তো পোস্ট ও আপডেট করেছি। দেখে নিন। আর আপনার আগের কমেন্ট টা দেখেন।।

Level 0

AMI SOBKISUI THIKVABE KORLAM, KIN2 TARPORO KAJ KORSENA. AMAR WALTON ANDROID PRIMO MOBILE. PLEASE SOLVE THIS IMMIADIATLY.

Level 0

konokisuito memory card -a move korte parsina. r protibar -e ki konokisu move korte hole, apnar dea process protibar obolombon korte hobe. please details janaben.

    @sufee: নারে ভাই একবার করলেই হবে। প্রত্যেকবার এই প্রসেস করা লাগবে না। আপনি আমার টিউন টা আরেকবার ভালমত পড়ে আরেকবার চেষ্টা করুন। হয়ে যাবে।

adb shell pm setInstallLocation 2 command ta debar pre command promt e ki dakhabe
ami max901 use kori. list of device tao attach dakhay. but adb shell pm setInstallLocation 2 command likhe enter dile pore abar ooi command chay. pls help me

Level 0

apnar kothamoto ami sobisui thik vabe korlam, tarporo kaj korsena. accha sobkisu complete korar por ki usb disconnect korte hobe. cmd porjonto sobkisu thik ache, erpor ki korte hobe. usb debugging ki mark korai thakbe. mobiler settings ki kono change korte hobe. asoke ami onek chesta korsi, tarporo parsina. please ektu help koren. parle apnar skype id den.

ভাই এই বিষয়ে আপনার সাহায্য
খুবি দরকার । JDK 100 % ইন্সটল
হইছে , আমি Control Panel
গিয়ে দেখেছি । C – Windowes –
system 32 – JAVA. exe পাইছি। JAVA_
HOME environmern variable করেও
দেখেছি কিন্তু কোন ভাবেই SDK সেটআপ
দিতে পারি নাই। তবে JDK
dowenload সময় দুইটা অপশন
দেখেছিলাম একটি রেজিস্টেশন
করে আর একটি রেজিস্টেশন না করে।
আমি রেজিস্টেশন না করেই dowenload
করেছিলাম এবং setup দেয়ার পর
রেজিস্টেশন চেয়েছিল তখন করেছিলাম
। ভাই আপনার fb walle এই বিষয়ে একটি pictures uploal করে দিয়েছি।

ami link2sd er maddome app gula mmc te nei but purapuri move hy na…kichu theke jay internal memory te..for eample : facebook install howar por link jokhon hy tokhon 5mb set memory te theke jay…kivabe purapuri vabe app move korbo ?? ami symphony w10 use kori (rooted)

Level 0

ভাই @https://www.techtunes.io/tuner/tahidul_saimon , ‍আমি Symphony W25 ব্যবহার করি। ‍আমি আপনার কথা মতো কাজ করতে চেয়েছি, কিন্ত কিছুতেই ‍আমার ফোন পিসি তে List of attached devices এর পর কোনো ডিভাইস attached দেখাচ্ছে না। তাছাড়া SDK এবং JDK Instle করার পরও C:\Program Files\Android\android-sdk\ লোকেশনে platform-tools নামের কোনো Folder ও নাই! তবে platforms এবং tools নামে দুটি Folder আছে। এছাড়া SDK Mnager open করলেও আপনার মতো কোনো window open হয় না। Nokia PC Suite diye connect করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। দয়া করে দ্রুত কোনো সমাধান দিবেন আশা করি।

    @shaheen213: ভাই আপনি প্রথমে Symphony W25 ড্রাইভার এর ড্রাইভার টা ডাউনলোড করে নিন এখান থেকেঃ http://www.mediafire.com/?25slld940jy5ah6 (xda থেকে নেওয়া)।
    আর আপনি বলেছেন C:\Program Files\Android\android-sdk লোকেশনে কোন platform-tools ফোল্ডার থাকে না। জি আমিও একমত। platform tools আগে থেকে দেওয়া থাকে না। Download করে নিতে হয়। C:\Program Files\Android\android-sdk\ তে যেয়ে SDK Manager ওপেন করুন (নেট কানেক্ট থাকা অবস্থায়)। এবার একটি pop-up window আসবে। সেটি ওকে দিলে আমার দেওয়া Screen Shot No.9 এর মত পাবেন। এবার Show এর ডান পাশে Updates এবং Installed এ টিক চিহ্ন দিবেন। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করার পর Platform Tools show করবে… এখন Platform-tools এ টিক চিহ্ন দিয়ে Install 1 package এ ক্লিক করলেই ডাউনলোড এবং ইন্সটল হয়ে যাবে। এবার আশা করি C:\Program Files\Android\android-sdk\ লোকেশনে platform-tools নামে ফোল্ডার পাবেন। এখন নিয়ম অনুযায়ী বাকি কাজ গুলো করুন। ইনশা আল্লাহ হয়ে যাবে…।।
    ধন্যবাদ।।

    @shaheen213: কিংবা ড্রাইভার এখান থেকেও করতে পারেনঃ http://www.mediafire.com/?wjhalczqtg7k1c1

Level 0

ভাইয়া হেল্প মি ::: আমার সেমসাং গেলাক্সি মিনি GT-S5570i এর ইউএসবি ড্রাইভার গুলার ডাউনলোড লিংক দিতে পারবেন প্লিজ !!!!!!!

Level 0

@তহিদুল ইসলাম ভাই। আমি আপনার দেয়া সব অপশনই ঠিক ঠাক মত করেছি। শেষে কোড লিখে ইন্টার দেয়ার পর অনেক লেখা আসল। তাতে দেখে মনে হল কাজ হয়েছে। তারপর আমি কমান্ড প্রম্ট ক্লোজ করে দেই। এরপর কেবল খুলে ফোনের ফোন মেমরিতে থাকা Free MKV Player কে মেমরি কার্ডে ট্রান্সফার করার চেষ্টা করি কিন্তু কাজ হয় না। উল্লেখ্য যে আমি ওয়াল প্রিমো তে কাষ্টমার কেয়ার থেকে ICS 4 ব্যবহার করি। রুট করা নেই। এতে অ্যান্ড্রয়েড এসিস্ট্যান্সে গিয়ে App2SD তে গিয়ে মুভ করার চেষ্টা করি। কিন্তু এই প্লেয়ারে মুভ টু মেমরিকার্ড অপশন কাজ করে না। এছাড়া রিদমিক কিবোর্ড ইত্যাদি সহ আরো কিছু মুভ করা যায়না। অনুগ্রহ করে আমাকে একটু বলবেন কি সমস্যাটি কি হতে পারে?

Level 0

https://www.techtunes.io/tuner/tahidul_saimon আমি আপনার দেয়া সব অপশনই ঠিক ঠাক মত করেছি। শেষে কোড লিখে ইন্টার দেয়ার পর অনেক লেখা আসল। তাতে দেখে মনে হল কাজ হয়েছে। তারপর আমি কমান্ড প্রম্ট ক্লোজ করে দেই। এরপর কেবল খুলে ফোনের ফোন মেমরিতে থাকা Free MKV Player কে মেমরি কার্ডে ট্রান্সফার করার চেষ্টা করি কিন্তু কাজ হয় না। উল্লেখ্য যে আমি ওয়াল প্রিমো তে কাষ্টমার কেয়ার থেকে ICS 4 ব্যবহার করি। রুট করা নেই। এতে অ্যান্ড্রয়েড এসিস্ট্যান্সে গিয়ে App2SD তে গিয়ে মুভ করার চেষ্টা করি। কিন্তু এই প্লেয়ারে মুভ টু মেমরিকার্ড অপশন কাজ করে না। এছাড়া রিদমিক কিবোর্ড ইত্যাদি সহ আরো কিছু মুভ করা যায়না। অনুগ্রহ করে আমাকে একটু বলবেন কি সমস্যাটি কি হতে পারে?

please help about root my chines tablet pc

Model M702VM 7 Inch Tablet PC
CPU All Winner A13, 1.0GHz, Cortex-A8; GPU: Mali-400
Operation System Android 4.0.4
RAM 512MB
ROM(Memory) 4GB Nand Flash

Level 0

সবাই দেখি রুট কইরা ফালাইছে. পরিক্ষাটা শেস হোক আমিও রুট করব.

ভাই, আমি সিম্ফনী w 20 ব্যাবহার করতেসি, এখানে device driver কিভাবে ইন্সটল করব এবং এর device driver কোথায় পাওয়া যায় দয়া করে বলবেন। আমি সিম্ফনীর অফিসিয়াল সাইটে ড্রাইভার পাচ্ছি না

ভাই, আমি সবকিছুই ঠিকভাবে করেছি, কোন প্রব্লেম হয়নি। কিন্তু আমার ফোন এ এটা কাজ করছে না। কিছুতেই SD Card এ Apps মুভ করতে পারছি না। আমার ফোন Walton Primo c2. প্লিজ একটু হেল্প করুন…

vai kemon asen .. apnar kotha moto sob step complete korsi but ……..adb device likhe enter dile device offline bole ki korbo ?