আগামী এপ্রিল / ২০১৩ মাসে আন্ড্রয়েড অ্যাপস তৈরির প্রতিযোগিতা হবে ঢাকায় ।
* বিজয়ী পাবে ৫ লক্ষ টাকা, সাথে একটি আন্ড্রয়েড স্মার্ট ফোন ।
* যিনি দ্বিতীয় হবেন, পাবেন ২ লক্ষ টাকা , সাথে একটি আন্ড্রয়েড স্মার্ট ফোন ।
* যিনি তৃতীয় হবেন, পাবেন ১ লক্ষ টাকা , সাথে একটি আন্ড্রয়েড স্মার্ট ফোন ।
** টপ ১০ পাবেন, একটি করে আন্ড্রয়েড স্মার্ট ফোন ।( বিক্রিত অ্যাপস থেকে ৫০% রিনিউ পাবেন, সারা জীবন । ফ্রীল্যান্সিং মার্কেট এর কথা না হয় এখন বাদ দিলাম । তবে সম্ভাবনার কথা ভুলে যাবেন না )
শিগ্রি বিস্তারিত জানানো হবে, সাথেই থাকুন । নিজে শিখুন অন্যকে শিখতে উৎসাহিত করুন ।
জাভা শিখুন আগে
[ হাতে আছে ৫ মাস সময়, নিজেকে ইচ্ছে করলেই তৈরি করা সম্ভব - এই সময়ের ভিতরে । চেষ্টা করে দেখুন না, পারেন কি না । জয়ী না হতে পারলেও কিন্তু এক জন অ্যাপস ডেভেলপার'র সম্মানী অনেক । এটা দেখুন (
http://jobs.bdjobs.com/JobDetails.asp?ID=467730&cid=8) :: (Salary Range - TK.25000 - 55000)] .
আন্ড্রয়েড অ্যাপস তৈরি করতে সাহায্য করার জন্য তৈরি হয়ে ফেইসবুক গ্রুপ ।
Android Apps Developer Help ফেইসবুক গ্রুপ নতুনদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত । কোন ধরনের টাকা বা ফি নেয়া হবে না গ্রুপে । যারা এক্সপার্ট আছেন গ্রুপে তারা নতুনদের হেল্প করবেন ।
সুতরাং https://www.facebook.com/groups/aamar.apps/ গ্রুপে আপনাদের স্বাগতম ।
সময় স্বল্পতার কারনে বিস্তারিত লিখতে পারলাম না । আপনারা যদি আগ্রহী হন, মন্তব্ব্যে জানাবেন, পরবর্তী পোস্ট এ বিস্তারিত জানানো হবে, প্রতিযোগিতা সম্পর্কে । আপনার এছাড়াও যদি কোন প্রশ্ন থাকে মন্তব্ব্যে বা গ্রুপে জিজ্ঞেস করতে পারেন ।
কোন প্রতিষ্ঠান পুরস্কার দিবে, কোন ধরনের এপ্লিকেশন তৈরী করতে হবে, কারা আয়োজক কিছুইতো দিলেন না…..