অ্যান্ড্রয়েড কথনের হ্যাক হওয়াকে নিন্দা জানাচ্ছি

কিছুক্ষণ আগে এখান থেকে জানতে পারলাম, যে আমার খুব প্রিয় "অ্যান্ড্রয়েড কথন " হ্যাক হয়েছে। আমি নিশ্চিত যে অ্যান্ড্রয়েড নিয়ে  "অ্যান্ড্রয়েড কথন" এর মত এত সুন্দর ব্লগ দ্বিতীয়টি নেই। এখানে যারা ভিজিট করেছেন তারাই কেবল বলতে পারবেন কি দারুন একটা ব্লগ ছিল এটা। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি ও সজীব ভাইয়ের এক হাতে পরিচালনা করা এই ব্লগ যে ভাবে এগিয়ে যাচ্ছিল তা নিঃসন্দেহে বিপুল প্রশংসার দাবী রাখে।

সুন্দর এই ব্লগটির হ্যাক হওয়া দুঃখজনক। একজন অ্যান্ড্রয়েডপ্রেমী অ্যান্ড্রয়েড কথন অনুসারী হিসেবে আমি বাংলা ভাষায় আমার দেখা বেস্ট অ্যান্ড্রয়েড ব্লগের হ্যাক হবার নিন্দা জানাচ্ছি।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নিঃসন্দেহে গর্হিত ও নিন্দনীয় কাজ । আশা করি খুব তারাতারি অনলাইনে ফিরবে এন্ডয়েড কথন শুভ কামনা রইল ।

@Enemy: apne akbar addsence paya nen…dekhen kemne apnar account ban kori……protita post a spaming korar mani ki???

সহমত!!

Level 0

এই লোককে এখনও ব্যান করা হচ্ছেনা কেন ?
স্পেমিংবাজ !

Level 0

নিঃসন্দেহে গর্হিত ও নিন্দনীয় কাজ । আশা করি খুব তারাতারি অনলাইনে ফিরবে এন্ডয়েড কথন শুভ কামনা রইল ।

অ্যানড্রয়েড কথন আমার একটি প্রিয় সাইট — এটা তাড়াতাড়ি ফিরে আসুক, নিরাপদ ও গতিশীল থাকুক। সজীব, কষ্ট পেয় না — আমরা তোমার পাশেই আছি।

সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, কিছু দিন আর মধ্যেই আমি Android Apps BD নামে একটি সাইট খুলতে যাচ্ছি। যেখান থেকে আপনারা পেইড অ্যাপস, পেইড গেমস আরও অনেক কিছু ডাউনলোড করতে পারবেন। ( Android Guru )

একটি সাইট তৈরী এবং maintenance করা যে কত কঠিন একটি কাজ তা শুধু সাইট বিল্ডার এবং admin ই বলতে পারবে। বিনে পয়সায় তারা আমাদের যেই সুবিধা দিয়ে আসছে তা অনস্বীকার্য। হ্যাক করতে পারাটা ব্যক্তিগত যোগ্যতা হতে পারে কিন্তু তাই বলে এইভাবে এইরকম প্রয়োজনীয় সাইটসমূহকে হ্যাক করতে হবে তা কোথায় লেখা আছে। ব্যক্তিগতভাবে হয়ত কোন কথা বা লেখা খারাপ লাগতে পারে কিন্তু তাই বলে তো আর সবার প্রয়োজনকে ছোট মনে করে শুধু নিজের জন্য প্রতিশোধ নিতে এই ধরনের কাজ কারো করা উচিৎ না।