কিভাবে সত্যিকার অর্থে আপনার এন্ড্রয়েডের ইন্টারনাল মেমরি খালি করবেন?

App2SD মেথড এখন অনেক পুরনো টপিক। একসময় এই পদ্ধতিতে এন্ড্রয়েডের ইন্টারনাল মেমরি খালি করা গেলেও সমস্যা দেখা দেয় যে এই মেথডে একটি অ্যাপ পুরোপুরি মেমরি কার্ডে ট্রান্সফার হয় না। অ্যাপটির ডাটা/ডালভিক ক্যাস ইত্যাদি সিস্টেম মেমরিতে থেকে যায় যার কারনে দেখা যায় ৫০মেগাবাইটের একটি গেইম sd কার্ড-এ পুরোপুরি ট্রান্সফার করার পরেও ৩-৪ মেগাবাইট ফোন মেমরিতে রয়ে যায়। চিন্তা করে দেখুন মোট ২০টা অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে, তার মধ্যে প্রত্যেকটি যদি ৩ মেগাবাইট করে সিস্টেম স্পেস নষ্ট করে, তাহলে ৬০ মেগাবাইট এমনিতেই চলে গেল, app2sd করে খুব একটা লাভ হলো কই?

তাছাড়া ওয়ালটন প্রিমো/সিম্ফোনি w5 জাতীয় কম মূল্যের এন্ড্রয়েডে তো ফোন মেমরিই খালি থাকে খুব কম । অ্যাপ সাইজ এখানে একটি বড় সমস্যা। সেই ক্ষেত্রে যদি অ্যাপটি মোবাইলে ইন্সটল করে পরে আবার ট্রান্সফার করতে যে ঝামেলা সম্মুখীন হতে হয় তার তুলনায় এমন যদি হত যে ইন্সটলের সাথে সাথে সরাসরি sd কার্ডে চলে যাবে, তাহলে কি ভাল হত না?
LINK 2 SD দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এটি ডাটা/ক্যাশ সবকিছু sdcard এ ট্রান্সফার করে একটি সিম্বলিক লিঙ্ক (শর্টকাটের মত) রেখে দেয়। ফলে ফোন মেমরি চাপমুক্ত থাকে।

কাজ শুরু হবার আগে নিশ্চিত হোন:

১. আপনার ফোন রুটেড
২. sdcard পার্টিশন করার মত সাহস  আছে। 😉 কেননা কারেন্ট চলে গেলে কিংবা ডাটা কেবল খুলে sdcard নষ্ট হবার ঝুকি থাকে।

ডিসক্লেইমার:

আপনার এন্ড্রয়েডের কোন প্রকার ক্ষয়ক্ষতির জন্যে আমি দায়ী থাকব না। কোন সমস্যা হলে সমাধান দেবার চেষ্টা করতে পারি মাত্র।

Link2sd দিয়ে এন্ড্রয়েডের অ্যাপ sdcard এ ট্রান্সফার করার প্রক্রিয়ার ধাপ:

১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে link2sd অ্যাপটি ডাউনলোড করে নিন।
২. SD Speed Increase অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ্ডাউনলোড করে নিন।
৩. EASUSMiniToolAOMEI ইত্যাদি যেকোন একটি পার্টিশন ম্যানেজার দিয়ে আপনার sdcard টি পার্টিশন করে ৫১২মেগা/১গিগা/২গিগা স্পেস খালি(unallocated) করুন। এবার ঐ unallocated স্পেস দিয়ে একটি সেকেন্ড পার্টিশন তৈরি করুন।
এটি করার সময় যা যা করতে হবে- 
          ধাপ-(ক) মোবাইল ডাটা কেবল প্রবেশ করান। MSC মোড সিলেক্ট করুন। দরকার হলে Auto connect in MSC Mode দিয়ে রাখুন আগে থেকে।
          ধাপ-(খ) আপনার download করা পার্টিশন সফটওয়্যার এ ঢুকুন। মেমরি কার্ডটা দেখাবে।
          ধাপ-(গ) মেমরি কার্ডের আইকনের উপর রাইট ক্লিক করে Resize এ ক্লিক করে সাইজ কমিয়ে দিন যাতে ২য় পার্টিশন করার জন্যে আপনার যত unallocated স্পেস দরকার তা পেয়ে যান। এপ্লাই/ওকে করুন। কিছু সময় লাগতে পারে, চিন্তা করবেন না।
http://bangla.NahidAnwar.com
http://bangla.NahidAnwar.com
ধাপ-(ঘ) পরের ধাপে আনপার্টিশনড স্পেসে রাইট ক্লিক করে Create new partition দিন। Format দিন FAT32 বা ext2 বা ext3। এপ্লাই/ওকে করুন।
http://bangla.NahidAnwar.com
http://bangla.NahidAnwar.com
http://bangla.NahidAnwar.com
http://bangla.NahidAnwar.com
          ধাপ-(ঙ) মোবাইল থেকে ডাটা কেবল খুলে রিস্টার্ট দিন। (screenshot গুলো spicy gadgematics থেকে নেয়া।)
৪. SD Speed Increase (sd booster অ্যাপটি দিয়েও একই কাজ করা যায়) অ্যাপটি ওপেন করুন ক্যাশ সাইজ দিন ২০৪৮ কেবি। Set on every boot যেন সিলেক্ট করা থাকে। সুপারইউজার পারমিশন চাইলে ইয়েস দিন।
http://bangla.NahidAnwar.com
৫. এবার Link2SD ওপেন করে যে অ্যাপ মেমরি কার্ডে পুরো ট্রান্সফার করতে চান তাতে টাচ করুন।
৬. সবার নিচে লেখা Create Symbolic Link এ টাচ করুন।
http://bangla.NahidAnwar.com
৭. এভাবে প্রতিটি অ্যাপ sdcard এ ট্রান্সফার করতে থাকুন।
৮. খেয়াল রাখবেন এসব অপশন যেন সিলেক্ট করা থাকে
https://www.techtunes.io/tuner/dihan91http://techspate.com/spater/dihan91
৯. আমাদের কাজ শেষ। ভাল থাকুন
আপডেট !
পাঠকদের কমেন্ট-
আমার ব্লগ পড়ার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব শীঘ্রি এটি প্রকাশ পাবে বাংলা ইনোভেটিভ টেক-ব্লগ টেকস্পেট এ। সাথেই থাকুন
টেকটিউনসে আমাকে পাবেন- https://www.techtunes.io/tuner/dihan91
টেকস্পেটে আমাকে পাবেন- http://techspate.com/spater/dihan91
ফেসবুকে আমাকে সাবস্ক্রাইব করতে- http://facebook.com/dihan91
টুইটারে আমি- http://twitter.com/dihan91
ফেসবুকে আমাদের একটি পেইজ আছে ১০০০ এর উপরে বাংলাদেশি সেখানে এন্ড্রয়েড নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে যাছে- https://www.facebook.com/Android.Somogro
শুভ রাত্রি!

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ami symphony w25 use kori. root kora thakle apner tune ta amr onek kaje asto . vai apni ki w25 root korer process janen. janle plz help. [email protected]

    @jabad bd: না। জানি না। তবে এই সাইটেই আগে কেউ একজন দিয়েছিল। সার্চ করলে পাবেন

ভাই পার্টিশন জিনিশ টা কি? আর মেমরি পারটিশন করলে ফাইল কি সব মুছে জাবে? আমি xperia ray ব্যবহার করি।

    @জাহিদুল কবির রিশাদ: না একদমই না। পার্টিশন মানে হচ্ছে আপনার মেমরি কার্ডের পুরো স্পেসকে আলাদা আলাদা ভাগে ভাগ করা। কম্পিউটারে যে একেকটা ড্রাইভ দেখেন না? ঐযে সি, ডি, ই ড্রাইভ? এগুলার মত।
    এতে ডাটা হারাবে না যদি আপনার মেমরি কার্ডের নতুন পার্টিশন যতটুকু স্পেস নিয়ে করবেন ততটুকু খালি জায়গা আপনার কার্ডে থেকে থাকে।

ভাল টিউন,ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

Bhaya Onek Onek thanks…

Level 0

Bhaya kaj hoy na to…….. 1. move to sd card e clik korbo. tar por ki create lnk e like korbo… clik korle abr ph memory te apps ti chole ase..

    @Fahim Ch: না, মুভ টু এসডি না। জাস্ট create link দিবেন। আর দেয়ার পর ব্যাক করে দেখবেন link 2 sd তে ঐ app টার নিচে দেখাচ্ছে moved>linked to sd
    বাস কাজ শেষ

অনেক কাজের টিউন। প্রিয়তে। সময়ের অভাবে ডিটেইলস পড়তে পারলাম না, পরে দেখব। ধন্যবাদ আপনাকে।

Level 0

its best option to create a FAT32 partition rather than ext2/3/4 cause spme rom doesn’t support ext2/3/4 partitions

Level 0

Mount script cannot be created. লেখা দেথায় কেন?

    @Sujan: ফরম্যাট করা হয় নি। পিসিতে লাগিয়ে fat32 করে আবার ফরম্যাট করুন ।

pc–theke partition korte gele sd card nosto hote pare. amr 3 ta nosto hoiche. socheye valo hoy jodi cwm use koren. cwm dia parttion kora panir ceyeo sohoj. r ha partition korte geley sd card formate hoye jai. so back up rekhe niben. ami 1 year dhore evabe use kori. xda -forum ba vibinno android forume valo vabe dewa ache. valo thakben.

    @bdferdousbd: আমি আমার sdcard এর একটা সিঙ্গেল ডাটা না হারিয়ে পার্টিশন করেছি। ডাটা হারাবে কেন? আপনার যুক্তি কি?

Level 0

হ্যা ভাই আমি সফল ভাবে করতে পারছি । আপনাকে ধন্যবাদ । আমি আমার Instal করা apps গুলোকে লক করে রাকতে চাই একটু হেল্পাইন ।

    @Sujan: এগুলোকে সিস্টেম অ্যাপ এ কনভার্ট করে নিলে লক করা যাবে। তাও যদি /সিস্টেম/অ্যাপ এ গিয়ে ডিলিট করে দেয়া হয় তাহলে আর হবে না। তার মানে কি দাড়াল? সেই রকম লক করা আসলে সম্ভব না।

Level 0

Bhaya … sob apps e ki linked to sd te debo… thn ph memory full hoye jay……….

    @Fahim Ch: আরে ভাই ফোন মেমরি ফুল হবে না। লিঙ্ক টু এসডি দিচ্ছেন, এসডি কার্ডে চলে যাচ্ছে তাহলে ফোন মেমরি ফুল হবে কেন?

Level 0

bhaya…. apna ke onek onek thanks……….
Pls apnar fb id ta amk akto debin ………
ata holo amr profile link.. https://www.facebook.com/shopno.chowa

ও ভাই……আপনার সব টিউনেই দেখছি রুট করা মোবাইল এর জন্য। আনরুটেড মোবাইলের জন্য কিছু দিন।

    @মুকুট: আনরুটেড এ আসলে অনেক কিছুই করা যায় না। কি আর করা। চোখ রাখুন। পাবেন ভবিষ্যতে

Level 0

Amar wife er android diye experiment korar por ekhon dekhi sob contact gayeb.Somossa hoto na,but baccha dekhe felese ki jeno korsi.Kal sokale ki jani ki hoy…

    @yousuf4707: ফোনে যদি ফ্যাক্টরি রিসেট করেন, তাহলে তো এম হবেই। আপনি গুগল আইডি লগিন করে পরে settings>account and sync এ গিয়ে গুগলের সাথে কন্টাক্ট synchronise করে নিতে পারেন। ব্যাকাপ থাকবে

bhya ami apnar deya niyome minitool diya partition korar por usb mode a sd card dalhai but mobile restart korar por mobile a kono sd card paccena.a bapere aro screenshort dia tune ti update kore dile amra jara new user tara sobai upkrito hobe.asa kori tune ti upder or amar comment ar answer korben plz.

    @পলাশ: আপনার সমস্যাটা আসলে আর কারো কখনো হয় নি, এক কাজ করেন। এসডি কার্ডটাকে মিনিটুল দিয়েই আবার ফরম্যাট করুন। আর যদি দেখেন একেয়ারেই আসছে না, তাহলে একটা কার্ড রিডারে লাগিয়ে ফরম্যাট করুন। যদি সেখানেও না আসে, তবে বুঝতে হবে এসডি কার্ডই নষ্ট হয়ে গেছে। ভাল ব্র্যান্ডের এসডি কার্ড ব্যবহার করবেন। দাম কিছু বেশি হলেও sandisk/samsung ইত্যাদি ব্যবহার করবেন

bhya ami apnar deya niyome minitool diya partition korar por usb mode a sd card dalhai but mobile restart korar por mobile a kono sd card paccena.a bapere aro screenshort dia tune ti update kore dile amra jara new user tara sobai upkrito hobe.asa kori tune ti upder or amar comment ar answer korben plz.

bhya apnar kotha mot abar korci.drive hoica and mobile pacce but link2sd open korar por lekha ase mount script cannot be created.abar minitool dea formet fat32 korlam.sai ake lelha asce mount scrept cannot be created.plz birokto hobenna.ami new user.apner help amak android use a utsahito korbe.druto answer korben plz.

    @পলাশ: আপনি ২য় পার্টিশনটা কত স্পেস নিয়ে করেছিলেন?
    আমাকে মেইল করতে পারেন প্রতিদিন এখানে আসা হয় না। আমার মেইল হল dihan91[এট]gmail[ডট]com

ami second partition 1gb kore cilam.amar phoner total sd card space 4gb.use korci only 684mb.apnar phone number ki kindly deya jabe.ami only a subject nea kotha nolbo,disturb korbona.amar email id: [email protected] apnak mail korar casta korbo.akhon.net nai.

    @পলাশ: আপনি ফারুক ভাইর পরামর্শ নিন নিচের কমেন্টে উনি যা বলেছেন তা করুণ।

      Level 0

      @দিহান: জাহাপানা তুচ্ছি গ্রেট হো !! :p

Level 0

Thank you DIHAN bhai. Techtunes is going larger because of your contribution. I am able to partition my walton primo by your supreme instructions. One thing I want to share that is related to Mr. Palash. At first I also failed to partition in this way. After that I tried to do it by EASY US PARTITION and convert the logical part (2nd partition) to primary (write click on the partition and convert to primary) and it works. I thing you can try like this way. Thanks and wish you success…

Airomkomi kichu khujchilam.. Thanks bro.. Good Tune..

4gb memory akebare ses.

    @পলাশ: ঠিকমত করতে হয় আজেবাজে সফটওয়্যার দিয়ে না করাই উচিত ছিল। PAssist partition magic_Home খুব ভাল সফটওয়্যার। পার্টিশন করার আগে ফরম্যাট করাই উচিত

amar phone taky root korty chi. plz help…..
Model- xperia x10 mini pro

Plz help me
Ami foxfi deya laptop a net connect kortam but aj thake eta r kaj korce na.Pc te android phone deya net connect korar kono way ase.Ami samsung galaxy pop use kori(s5570).Foxfi er full verson hobe karo kase?

Ame W10 use kore pls help me for Root [email protected]

    @এস,এম,সুমন নেট: টেক্টটিউন্সেই আছে। খুজে দেখেন টেক্টিউন্সের সার্চে আপনার w10 লিখে সার্চ দেন

Level 0

Faruk ভাই এবং Dihan ভাই এর কাছে সাহায্য চাই।
আমার সেট walton primo(rooted).
১) partition minitool নাকি easeus সফটওয়্যার দিয়ে করব?
২)sd কার্ড 4gb.আমি কত size use করব 2nd partition এর জন্য?
৩) কোন format এ format korbo???

    @বনি: যদি পারেন PAssist partition magic_Home এটা দিয়ে করেন। গুগলে পাবেন। ফ্রি
    আমি এটা দিয়ে করেছি। কোন সমস্যা ছাড়া

Level 0

minitool দিয়ে করতে পারছি মনে হয়।4gb er 2gb sd আর বাকি 1.65gb 2nd partition করছি কোন সমস্যা হবে না তো?

vhi link dela app ta phone momory ta cole ase
assestnt a dake set mamory o full hosse
why
hlp me

@ দিহান tnx

thanks vai kaj hoyeche

ভাই, আমি চেষ্টা করেছিলাম সব কিছুই ঠিকঠাক হয়েছিলো, কিন্তু শেষ পর্যায়ে couldn’t to link এই ধরনের মেসেজ আসছিলো তাই ভাবলাম আমার দ্বারা এইটা সম্ভব নই। তাই এখন আমি আমার SD Card Format দিলাম কিন্তু আমার Memory Card-এর আগের Space ফিরে পাচ্ছিনা। কেমন করে আমার হারানো Space ফিরে পাবো help me plz……….