আমি আসলে আন্ড্রয়েড ফ্রিক, ২০১০ থেকে কিনব কিনব করতে করতে ২০১১ এ কিনে ফেলি samsung galaxy pop, কেনার ২ মাস আগে থেকেই xda তে পড়ে থাকা, তারপর থেকে আর আরও । যাই হোক, এটা এই ২০১২ এর সেপ্টেম্বর বেচে smart s-12 কিনি, সেট টা এক কথায় অপূর্ব, কিন্তু প্রসেসর কম, Mediatek এর m6573 model ব্যবহার করা হয়েছে, যা 668mhz, antutu তে দেখায়, কিন্তু android assistant এ cpu unknown দেখায়। android 2.3.5, এর resolution 800*480, 4 inch display, ওরে নরমাল গেম গুলা খেলতে যা লাগে না, চরম !!! camera 3.2 with flash. ব্যাটারি ২০০০mah লেখা কিন্তু সঠিক কিনা জানি না। পরে সেট টা অনেক বড় বড় লাগে, ব্যবহার করতে অসুবিধা হয় বলে বেচে maximus max 901 কিনি। আর maximus max 901 android 2.3.6, এতে Mediatek এর m6575 ব্যবহার করা হয়েছে যা 999mhz, এর ram 236.23mb, rom 119.12mb (android assistant), processor antutu ছাড়া দেখায় না। resolution মাত্র 240*320, এটাই যা খারাপ। এর ব্যাটারি ১২০০, তবে অনেকক্ষণ থাকে। দুইটা সেট এর ক্যামেরা যাচ্ছেটাই, না দিলেই ভালো করতো। সাউন্ড স্পিকার এ মাক্সিমাস বেটার। হেডফোন এ কাছাকাছি, মাক্সিমাস এর হেডফোন টা ভালো। দেখতে মাক্সিমাস স্মার্ট।
কিন্তু আরও কাহিনী আছে, তা হল সেন্সর এ। smart s-12 এ light & proximity sensor আছে। মাগার maximus max 901 এ android assistant এ দেখায় যে pressure and temperature sensor ছাড়া সব সেন্সর আছে, কিন্তু physical hardware নাই। মানে SOC (system on chip) এ onboard support আছে, কিন্তু অইগুলা ব্যবহার করার জন্য যে physical hardware দেয়া দরকার ছিল তা দেয় নাই। যাই হোক, কি আর করা, এই গুলা ছাড়াই চলছে।
এখন আসি আসল কথায়, smart s-12 আমি super one click দিয়ে root করে ফেলসি, কিন্তু max 901 তো হচ্ছে না তাই মেজাজ খুবি খারাপ। 7th stage এ যেয়ে বসে থাকে। s-12 এ stock recovery mode এ ঢুকা যায়, flash mode এ ঢুকা যায় কিন্তু max 901 এ খালি flash mood এ ঢুকা যায়, recovery আছে কি নাই জানি না, কিন্তু পাচ্ছি না বহুত কাহিনী করেও। root না করতে পারছি না বলে সব আজে বাজে useless stock software গুলাও ফেলতে পারছি না। আপডেট ও দিতে পারছি না, আর এমনিতে rom কম তাই free space এর জন্য এগুলা ঝাঁটাইয়া ফেলা দরকার খুবি। যেমন skype, yahoo and live messenger, angry birds, racing moto etc...
এখন বিনীত নিবেদন এই যে কেউ যদি maximus max 901 এর root এর কোন way বের করতে পারেন অথবা জানেন তো দয়া করে share করবেন।
আমি তথাগত সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nothing but technology freak...
ভাই সেটটা কেমন ব্যবহার উপযোগী। গেমই কেমন খেলা যায় । কিনার উপযোগী কিনা একটু বলবেন। আর সেটের সুবিধা এবং অসুবিধা নিয়ে যদি একটা Post করতেন তাহলে খুবই খুশি হতাম।