ভালো ট্যাবলেট , আসুন দেখি কোনটি কি রকম…

আশা করি সবাই ভালো আছেন । কয়েকদিন আগে হঠাৎ মাথায় উঠল যে একটা ট্যাবলেট কিনতে হবে । যদি HTC Sensation ব্যবহার করে অনেক দিন যাবত আন্ড্রয়েড এর মজা নিচ্ছি তারপরও একটা ট্যাব লাগবেই লাগবে। শুরু হল ভালো ট্যাবলেট এর খোঁজ । টাকা কম , তার মধ্যে ভালো জিনিষ লাগবে । সবার প্রথম যে ট্যাবলেট টার কথা ভালো লাগলো তা হল আইনল নোভো ফায়ার / ফ্লেম । তারপর ভালো লাগলো গুগল নেক্সাস ৭ , কিন্তু শেষমেশ কিনে ফেললাম স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২ , যাই হোক আজকের টিউন এ আমি এই তিনটা ট্যাব এর কিছু ভালো লাগা, মন্দ লাগা আলোচনা করব ।

আইনল নোভো ফায়ার / ফ্লেম  ঃ

সব ট্যাব এর মুল জিনিষ তিনটা । এর প্রসেসর কত, র‍্যাম কত আর জিপিইউ কি ? কারন এই তিনটা জিনিষ এর উপর আপনার ট্যাব এর সবকিছু নির্ভর করে। আইনল নোভো তে AMLogic AML8726-MX এর 1.5 GHz ডুয়েল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে । বিভিন্ন ফোরাম এ যা পড়লাম তাতে প্রসেসরটা খারাপ না । ভালই পারফরমান্স দেয় । র‍্যাম আছে ১ জিবি । আন্ড্রয়েড এর জন্য যা যথেষ্ট । আর গ্রাফিক্স এ ব্যবহার করা হয়েছে Dual Core Mali400 । এটা অনেক ভালো মানের একটা জিপিইউ , আপনি আশা করি সব গেম ই খেলতে পারবেন । এই ট্যাব এর যে জিনিষ টা আমার সবচেয়ে ভালো মনে হয়েছে টা হল এর ডিসপ্লে । এই ট্যাব এ 7 inch IPS screen ব্যবহার করা হয়েছে যা মুলত এলজি কোম্পানির সব চাইতে ভালো ডিসপ্লে আর এই ডিসপ্লের রেজোলিউশান হল 1280*800 pixel যা বাজারে আর সব ট্যাব এর চাইতে অনেক ভালো । আরও চমৎকার বিষয় হল এর ভিউ এঙ্গেল নাকি ১৮০" মানে আপনি যেদিক দিয়েই তাকান স্ক্রিন পরিস্কার দেখতে পারবেন । নেগেটিভ এর মত লাগবে না । এর দুইটা ক্যামেরা আছে । সামনেরটা ২ মেগাপিক্সেল আর পিছনের টা ৫ মেগাপিক্সেল । ফ্লাস লাইট ও আছে । কিন্তু চায়না ক্যামেরা ভালো হওয়ার সম্ভাবনা কম । এইটায় আপনি  মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ।  আইনল নোভো একটা চায়না  ট্যাব । কিন্তু মজার বিষয় হল এদের ভালো ফোরাম আছে । আপনি যে কোন সমসসা নিয়ে আলোচনা করতে পারবেন । এর জন্য রম ও পাওয়া যায় । এমনকি cyanogen mod ও আছে এই ট্যাবটির জন্য । যদিও আমি ট্যাবটি হাতে নিয়ে দেখিনি , তবে সবকিছু পড়ে এবং ইউটিউব এ ভিডিও দেখে আমার কাছে ট্যাবটি ভালই লেগেছিল । তবে এই ট্যাবটিতে আপনি সিম ব্যবহার করতে পারবেন না । তাঁর মানে ৩জি ও নাই এইটায় । তবে ওয়াইফাই আছে । কিন্তু ওয়াফাই তো সব জায়গায় নাই । পকেট ওয়াইফাই কিনলে এই ট্যাব ব্যবহার করে অনেক মজা পাবেন ।  ট্যাবটির ব্যাটারি ব্যাকআপ খুব বেশি ভালো হবে বলে মনে হয় না । তবুও ৩/৪ ঘণ্টা ভালো ভাবেই চলবে ।   ট্যাবটি  কিনতে পারিনি কারন তখন বাংলাদেশ এ ট্যাবটি ছিল না । এখন মনে হয় আসছে । আপনারা ক্লিকবিডি তে খুজে দেখতে পারেন । GadgetGang7 মনে হয় এই ট্যাবটি বিক্রি করে । দাম ২০,৭০০ টাকা । দাম এর তুলনায় ফিচার অনেক বেশি এই ট্যাব এর।

আইনল নোভো এর সব ফিচার

CPU: Dual Core AMLogic AML8726-M6 1.5GHz
GPU: Dual Core Mali400
OS:  Android 4.0.3 support Android 4.1 Jelly Bean Update
RAM: 1GB DDR3
Storage: 16GB
Camera: Dual Camera Front 2.0 Megapixels,Back 5.0 Megapixels Auto Foucus LED Flash Light
Shell Material: Metal
Screen: 7 inch IPS screen, 1280*800 pixel
Screen Type: Capacitive Screen
Display Resolution: 1280*800 pixel
Visible: Angle 180°
Extend Card: Support TF card up to 32GB
Gravity Sensor: 3 axis
Multi-Touch: Yes, 5-points touch
Flash: Support Flash 10.2 (Flash Adbobe designed for Amlogic) Support HTML 5
Android Play (Market): Yes
Youtube: Yes
Video: 1080P, AVI/MOV/MP4/RMVB/FLV/MKV support HDMI 1.4
Music: MP3/WMA/WAV/APE/AAC/FLAC/OGG
Ebook: TXT, PDF, HTML, RTF, FB2
Skype: Yes

Email and Browser: Yes, built in
WiFi: 802.11 b/g/n
3G: Not built in
Earphone Interface: 3.5mm
Battery: 5000MAh

 গুগল নেক্সাস ৭ 

গুগল নেক্সাস ৭ আসলে আসুস এর তৈরি । পারফরমান্স এর কথা চিন্তা করলে এইতা সবচাইতে বেস্ট একটা ট্যাব ।  এই ট্যাব এর র‍্যাম ১ জিবি । গ্রাফিক্স হিসাবে আছে  ULP GeForce  যা অন্য দুটি ট্যাব এর চেয়ে ৪গুন বেশি শক্তিশালী । এর মানে হচ্ছে গেম খেলে পুরা মজা পাবেন । এর ডিসপ্লের জন্য IPS Screen ব্যবহার করা হয়েছে । যা আইনল নোভোতেও ব্যবহার করা হয়েছিল । রেজোলিউশান ও একি 800 x 1280 pixels ।তার মানে আপনি পাবেন ঝকঝকে পরিস্কার ডিসপ্লে । কিন্তু এই ট্যাব এ আপনি মেমোরি কার্ড ব্যাবহার করতে পারবেন না । এমনকি পিছনদিকে কামেরাও নেই । সিম / ৩জি নেই । শুধু সামনের দিকে একটা ১.২ মেগাপিক্সেল ক্যামেরা আছে । গুগল আসলে এই ট্যাব এর দাম ২০০$ এর নিচে রাখতে চেয়েছিল । কিন্তু কোয়ালিটি রাখতে চেয়েছিল সবচাইতে ভালো । তাদের ভাষ্যমতে কমদামি খারাপ ক্যামেরা এর বদলে ক্যামেরা না থাকাই ভালো । কিন্তু মেমোরি কার্ড লাগানোর ব্যবস্থা যে কেন দেয়নি তা আমার জানা নেই । তবে OTG Cable ব্যবহার করে আপনি এই ট্যাব এ ৩জি এবং পেনড্রাইভ চালাতে পারবেন । এই ট্যাব এর ব্যাটারি পারফরমান্স অনেক ভালো । সব মিলিয়ে এর ট্যাব এর মুল কথা হল , যা আছে তা খুব ভালো মানের আছে ।

গুগল নেক্সাস ৭ এর সব ফিচার দেখুন এই লিঙ্ক এ  : http://www.gsmarena.com/asus_google_nexus_7-4850.php

-----

গুগল নেক্সাস এর একটা নতুন ভার্সন আসছে, এইটা ৩২জিবি  , এটাতে  ৩জি এবং সিম চলবে । কিন্তু ফোন / এসএমএস করা যাবে না ।

বিস্তারিত দেখতে http://www.gsmarena.com/asus_google_nexus_7_cellular-5091.php

স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব ২ ৭"

এইবার আসব সেই ট্যাবের কথায় যা আমি নিজে ব্যবহার করছি । সামসাং গ্যালাক্সি ট্যাব ২ ৭" ।

এই ট্যাব এর মুল বিষয় হইল এই ট্যাব এ সব কিছু আছে । সিম চলে তার মানে এই ট্যাব আপনি মোবাইল হিসাবে ব্যবহার করতে পারবেন । সাউন্ড কোয়ালিটি অনেক ভালো । ২জি , ৩জি , ওয়াইফাই সব আছে । ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো । আমি ৬-৭ ঘণ্টা ধুমায়া গেম খেলি । আজ পর্যন্ত হাং করেনাই  । আর সব গেম ই চালাইতে পারছে । এর প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে  TI OMAP 4430  Dual-core 1 GHz । যা অনেক ভালো মানের প্রসেসর । র‍্যাম ১ জিবি । গ্রাফিক্স হিসাবে ব্যবহার করা হয়েছে  PowerVR SGX540 ।  সব গেম ই চলে । কোন আটকা-আটকি করে না  । সব মিলিয়ে আমার দৃষ্টিকোন থেকে এইটা সব চাইতে ভালো একটা ট্যাব । যা কিনলে আপনার এইটা নাই , ওইটা নাই মনে করে দুঃখ করতে হবে না । এর রেজোলিউশান অন্য দুটির চেয়ে একটু কম । 600 x 1024 । ভিউ অ্যাঙ্গেল ১৮০" কিন্তু এই ট্যাব এর PPI একটু কম । খুব এক্সপার্ট না হলে তা বোঝা যায় না । স্ক্রিন অনেক ঝকঝকে এবং পরিস্কার । ৩জি আছে তাই আপনি এই ট্যাব নিয়ে সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । এই ট্যাবটা কেনার সময় আমার ছোট একটা অভিজ্ঞতা হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করব । Gadget n Gear সবার কাছেই পরিচিত একটা নাম । তো ট্যাব কেনার জন্য গেলাম তাদের বসুন্ধরা সিটির শো রুম এ । আমার ইচ্ছা ছিল ৮ জিবি ট্যাব ২ কিনব । তো ওদের ফেসবুক এ দাম দেখেছিলাম ৩১০০০ টাকা । শোরুম এ গিয়ে দেখি ৩২০০০ টাকা । কোন দামাদামি করা যাবে না । কোন ওয়ারান্টি নেই । জিজ্ঞাসা করলাম ইনটেক কিনা । বলল একদম ইনটেক । বললাম একটু কম রাখা যাবে না । বলল ট্যাব এর দাম কম করতে পারবে না । কিন্তু হেডফোন ও মেমোরি কার্ড যদি কিনি তাহলে সেখানে কম রাখবে । আমি তো আসমান থেকে পড়লাম কথা শুনে । জিজ্ঞাসা করলাম, কেন ট্যাব এর সাথে হেডফোন নেই । বলল এই ট্যাব এর সাথে হেডফোন থাকে না । আমি ততোক্ষণে যা বোঝার বুঝে নিয়েছি । তারপরও বললাম যে ডিসপ্লে থেকে বের করতে । দেখি ওদের "ইনটেক" বক্স এর অরিজিনাল স্যামসাঙ এর স্টিকার গুলো কাটা , সেখানে অন্য কোন স্টিকার লাগিয়ে রাখছে । যেখানে "content in this box" এর স্টিকার থাকার কথা সেখান থেকে ওরা খুব যত্নের সাথে স্টিকারটা তুলে ফেলেছে । সাথে বউ ছিল , তাই কোন ঝামেলা না করে বললাম ভাইয়া আসতেছি । ঠিক ওদের সামনের একটা দোকান এ গিয়ে ১৬জিবি স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব ২ ৭" কিনলাম ৩২৫০০ টাকা দিয়ে  । বক্স একদম ইনটেক ছিল , তাই ভিতরে হেডফোন আর সবকিছু ঠিকঠাক মতই পেলাম । স্বনামধন্য একটা প্রতিষ্ঠান হয়ে কিভাবে এরকম জোচ্চুরি ওরা করে তা বুঝে পাই না । বাকিটা আপনারা বুঝে নিয়েন ।

এই স্টিকারটা ওরা অনেক সুন্দর করে তুলে ফেলেছে বক্স থেকে । যাতে আমরা জানতে না পারি ভিতরে হেড ফোন থাকার কথা ।

যাইহোক আসল কাজ এ ফিরে আসি ।

স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব এর সব ফিচার দেখতে পারেন এই লিঙ্ক এ http://www.gsmarena.com/samsung_galaxy_tab_2_7_0_p3100-4543.php

আমার কাছে এই তিনটি ট্যাব ভালো লেগেছে তাই এই তিনটা নিয়েই আলোচনা করলাম । আইনল নোভো ভালো তার কম দাম এর কারনে  ( মাত্র ২০,৭০০ টাকা ), গুগল নেক্সাস ৭ ভালো তার পারফরমান্স এর কারনে   আর  স্যামসাঙ গ্যালাক্সি ভালো কারন এর সবকিছুই থাকার কারনে । আমি নিজে যেহেতু স্যামসাঙ ব্যবহার করছি তাই আপনাদেরকেও স্যামসাঙ ই নিতে বলব । দামটা একটু বেশি  কিন্তু টাকা দিয়ে দুঃখ কিনার চাইতে কিছু দিন ধৈর্য ধরে টাকা জমিয়ে ভালোটাই কেনা ভালো ।

শেষ এ একটা ট্যাব এর কথা বলবো যেইটা গতকাল ফেসবুক এ দেখলাম । WEBS-DEN TAB TABON । যেসব ফিচার এর কথা বলছে তা যদি থাকে তবে কম টাকায় অনেক ভালো ট্যাব হওয়ার কথা । দাম ২০০০০ টাকা ।

লিঙ্ক  ঃ http://www.facebook.com/websdenegoodies

তো আজ আর নয় । সবারই ভালোমন্দ বোঝার ক্ষমতা আছে । নিজের বুদ্ধিতে কিনবেন । পরে আবার আমাকে দোষী কইরেন না । 🙂 সবাই ভালো থাকবেন । বিদায়...

Level New

আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনেরে কে বলছে যে টেগরা প্রসেসর আর্ম বেসড না ?

    @মুন্না: আমিও রিভিউ তা লেখার সময় তাই ভাবছিলাম, যে Cortex-A9 তো arm ভিত্তিক প্রসেসর । কিন্তু কোন একটা ব্লগ এ পরেছিলাম যে নেক্সাস ৭ এ উইন্ডোজ ৮ চলবে । ইউটিউবে এ এর একটা ভিডিও ও দেখেছিলাম, কিন্তু এখন আর খুজে পাচ্ছি না । তাই বিতর্কিত অংশখানি মুছে দিলাম। ভুল জানার চাইতে না জানা ভালো 😀

Level 2

হ্যালো! আমি কি আইনল নোভোতে রুট করতে পারবো? উবুন্টু ইন্সটল করতে পারবো? ভালো টিউন , আর NEXUS 10 এর কথা দিতে পারতেন। আর হ্যাঁ NEXUS 7 এ কী আমি সত্যি WIN 8, UBUNTU ইন্সটল করতে পারবো?

    @omi97: হা রুট করতে পারবেন । উবুন্টু ইন্সটল করা যাবে কিনা জানি না। আর নেক্সাস ৭ এর বিষয়টা নিয়ে কিছুটা বিতর্ক আছে । কেউ বলে সম্ভব আবার অনেকেই বলছে সম্ভব না । তাই আমি আমার টিউন থেকে উইন্ডোজ ৮ চলার অংশ খানি মুছে দিয়েছি ।

এগুলা দেখলে সহ্য হয় না ভাই। ৩মাস ধইরা ঘুরতেসি ট্যাব কিনুম। ট্যাকা নাই। গ্যালাক্সি ট্যাব ৭” কেনার ইচ্ছা ছিল। কিন্তু দাম বেশি আর রেজুলেসন কম।
আর একটা কথা, নেক্সাসে কিন্তু এখন ৩জি আছে। আর ফ্রন্ট ক্যামের ২ না, ১.২ মেগাপিক্সেল। আইনলে জিপিএস/৩জি নাই। এই দুইটা বড় সমস্যা।
আসলে ২৯৯$ এ টেগ্রা ৩ প্রসেসর আর 216 ppi pixel density এর লোভ সামলানো কঠিন। টা না হইলে গ্যালাক্সি ট্যাব ২ কেনার ইচ্ছা ছিল।

খুব ভাল লাগলো ।

otg cable টা কি??

আমার Samsung Galaxy Tab 2 টাই বেশী পছন্দ । একদম পারফেক্ট একটা ট্যাব …তবে একটা জিনিশে একটু কনফিউশন …খুবই সামান্য ……Galaxy Tab 2 তে কি Android 4.1 Jelly Bean এ আপগ্রেড করা যাবে ? জানালে খুশি হতাম……

    @Dark Prince: হা গ্যালাক্সি ট্যাব ২ জেলি বিন এ আপডেট করা যাবে । সামসাং ইন্ডিয়া এবং জার্মানি এর জন্য জেলি বিন উন্মুক্ত করেছে । আপনি চাইলে এই লিঙ্ক থেকে ফার্মওয়ার ডাউনলোড করে আপনার গ্যালাক্সি ট্যাব ২ কে জেলি বিন করে নিতে পারেন । http://www.sammobile.com/firmware/?page=3

    @mr.simpleman: @mr.simpleman: ভাই ১০” ট্যাব নিয়া শান্তি নাই । এইটা আমার এক বড় ভাই বলছে । ৭” ট্যাব ই ভালো । সহজে বহন করা যায় । আপনি কি ওই ট্যাব টা কিনসেন , কিনলে সার্ভিস কেমন জানান ।

Level 0

samsung এর শো রুম এ এটা পাওয়া যায় না?

    @dracula_: হা ভাই, সামসাং এর শোরুম এ গ্যালাক্সি ট্যাব ২ ৭” পাওয়া যায় । ২ বছরের ওয়ারান্টি সহ দাম পরবে ৪১০০০ টাকার মত । বসুন্ধরা সিটির শোরুম এ আছে ।

Level 0

1 gb ram er purotai ki usable?

    @Uzzal Ali: ১ জিবি র‍্যাম পুরাটা usable না । ৬০০-৭০০ মেগাবাইট ব্যবহার করা যায় ।

ভাই, নেট এ দেখলাম যে লেনোভো এর ১টা ট্যাব আছে, ৯ ইঞ্চি Nvidia tegra 3 processor ওয়ালা। কোয়াড কোর প্রসেসর। দাম ও একই। কোনটা ভালো হয়?

Level 2

Thanks ট্যাবলেট সম্পকে অনেক কিছু জানলাম।

Level 0

vai otg dea ki “neus 7” e teletalk er 3g sim use kora jay? r teletalk ki sudhu 3g net chalanor jonno kno sim chereche gp r moto? r usb modem ki teletalk er ase/

    @ian: ভাই , আমি নিজে ব্যবহার করে তো দেখিনি । কিন্তু হওয়ার কথা । টেলিটক এর শুধু ইন্টারনেট চালানোর সিম মনে হয় নাই । ইউএসবি মোডেম আপনি বাহির থেকেই কিনতে পারবেন । তবে কেনার আগে যার নেক্সাস ৭ আছে তার সাথে কথা বলে নিয়েন । অথবা কোন এক্সপার্ট এর সাথে।

Level 0

ভাই htc jetstream এই ট্যাব টা কেমন আমি কিনতে চাচ্ছি যদি জানান তাহলে উপকার হবে।

    @saymon: ভাই, আমি নিজে HTC Sensation ব্যবহার করছি ১ বছর ধরে, HTC অনেক ভাল একটা ব্র্যান্ড । কিন্তু এই ট্যাবটা মনে হয় ১০” , রেজোলিউশান ভাল হলেও এর পিক্সেল ডেনসিটি কম । 149 ppi । তাই ছবি কিন্তু ভাল দেখাবে না। দাম টাও বেশি মনে হচ্ছে । এর চাইতে গালাক্সি নোট ২ কেনা অনেক ভাল হবে , অথবা গালাক্সি ট্যাব ২ । ১০” ট্যাব দিয়ে ছবি তোলা একটা হাস্যকর বিষয় । এই ট্যাব এ যে কি চিন্তা করে ৮ মে পি ক্যামেরা দিছে তাও আবার ডুয়েল ফ্লাশ এর সাথে তা আমার বোধগম্য নয় ।

ভাই, আমি নিজে HTC Sensation ব্যবহার করছি ১ বছর ধরে, HTC অনেক ভাল একটা ব্র্যান্ড । কিন্তু এই ট্যাবটা মনে হয় ১০” , রেজোলিউশান ভাল হলেও এর পিক্সেল ডেনসিটি কম । 149 ppi । তাই ছবি কিন্তু ভাল দেখাবে না। দাম টাও বেশি মনে হচ্ছে । এর চাইতে গালাক্সি নোট ২ কেনা অনেক ভাল হবে , অথবা গালাক্সি ট্যাব ২ । ১০” ট্যাব দিয়ে ছবি তোলা একটা হাস্যকর বিষয় । এই ট্যাব এ যে কি চিন্তা করে ৮ মে পি ক্যামেরা দিছে তাও আবার ডুয়েল ফ্লাশ এর সাথে তা আমার বোধগম্য নয় ।

Level 0

@ঘুম চোর ভাইঃ ধন্যবাদ।

Level 0

Plz let us know the name of the shop from where you have purchased Tab 2 7″.

@brycenpaul: Hide my IP er crack to nai, but trial resetter ache.. thepiratebay.se ei website e search koren, peye jaben.

Onek Projonio abong kazer, Vai apni ki kono app bebohar na kore apner tab thake call korte paren? r warrenty koto diner? Osonkho donnobd…

    @গুতানিকাল ইন্জিনিয়ার: ভাই আমি স্যামসাঙ গালাক্সি ট্যাব ২ ব্যবহার করি । এইটায় ফোন করতে কোন আলাদা অ্যাপ ব্যবহার করতে হয় না। অন্যগুলার খবর জানি না।

ভাই আমি স্যামসাঙ গালাক্সি ট্যাব ২ ব্যবহার করি । এইটায় ফোন করতে কোন আলাদা অ্যাপ ব্যবহার করতে হয় না। অন্যগুলার খবর জানি না।

Level 0

ভাই অনেক ভাল লাগলো। বিশেষ করে ঘুম চোর ভাইকে। সত্যি ভাই আপনি আমার ঘুম চুরি করেছেন। চুরির জন্য ধন্যবাদ। এমন চুরি সবাই যেন করে সেই কামনা করি।
আমার একটা Prestigio টেবলেট পিসি আছে।ভালই লাগছে কিন্তু Apps পাচ্ছি না। Android 4.0। আরিফ বিল্লাহ