আশা করি সবাই ভালো আছেন । কয়েকদিন আগে হঠাৎ মাথায় উঠল যে একটা ট্যাবলেট কিনতে হবে । যদি HTC Sensation ব্যবহার করে অনেক দিন যাবত আন্ড্রয়েড এর মজা নিচ্ছি তারপরও একটা ট্যাব লাগবেই লাগবে। শুরু হল ভালো ট্যাবলেট এর খোঁজ । টাকা কম , তার মধ্যে ভালো জিনিষ লাগবে । সবার প্রথম যে ট্যাবলেট টার কথা ভালো লাগলো তা হল আইনল নোভো ফায়ার / ফ্লেম । তারপর ভালো লাগলো গুগল নেক্সাস ৭ , কিন্তু শেষমেশ কিনে ফেললাম স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২ , যাই হোক আজকের টিউন এ আমি এই তিনটা ট্যাব এর কিছু ভালো লাগা, মন্দ লাগা আলোচনা করব ।
সব ট্যাব এর মুল জিনিষ তিনটা । এর প্রসেসর কত, র্যাম কত আর জিপিইউ কি ? কারন এই তিনটা জিনিষ এর উপর আপনার ট্যাব এর সবকিছু নির্ভর করে। আইনল নোভো তে AMLogic AML8726-MX এর 1.5 GHz ডুয়েল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে । বিভিন্ন ফোরাম এ যা পড়লাম তাতে প্রসেসরটা খারাপ না । ভালই পারফরমান্স দেয় । র্যাম আছে ১ জিবি । আন্ড্রয়েড এর জন্য যা যথেষ্ট । আর গ্রাফিক্স এ ব্যবহার করা হয়েছে Dual Core Mali400 । এটা অনেক ভালো মানের একটা জিপিইউ , আপনি আশা করি সব গেম ই খেলতে পারবেন । এই ট্যাব এর যে জিনিষ টা আমার সবচেয়ে ভালো মনে হয়েছে টা হল এর ডিসপ্লে । এই ট্যাব এ 7 inch IPS screen ব্যবহার করা হয়েছে যা মুলত এলজি কোম্পানির সব চাইতে ভালো ডিসপ্লে আর এই ডিসপ্লের রেজোলিউশান হল 1280*800 pixel যা বাজারে আর সব ট্যাব এর চাইতে অনেক ভালো । আরও চমৎকার বিষয় হল এর ভিউ এঙ্গেল নাকি ১৮০" মানে আপনি যেদিক দিয়েই তাকান স্ক্রিন পরিস্কার দেখতে পারবেন । নেগেটিভ এর মত লাগবে না । এর দুইটা ক্যামেরা আছে । সামনেরটা ২ মেগাপিক্সেল আর পিছনের টা ৫ মেগাপিক্সেল । ফ্লাস লাইট ও আছে । কিন্তু চায়না ক্যামেরা ভালো হওয়ার সম্ভাবনা কম । এইটায় আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন । আইনল নোভো একটা চায়না ট্যাব । কিন্তু মজার বিষয় হল এদের ভালো ফোরাম আছে । আপনি যে কোন সমসসা নিয়ে আলোচনা করতে পারবেন । এর জন্য রম ও পাওয়া যায় । এমনকি cyanogen mod ও আছে এই ট্যাবটির জন্য । যদিও আমি ট্যাবটি হাতে নিয়ে দেখিনি , তবে সবকিছু পড়ে এবং ইউটিউব এ ভিডিও দেখে আমার কাছে ট্যাবটি ভালই লেগেছিল । তবে এই ট্যাবটিতে আপনি সিম ব্যবহার করতে পারবেন না । তাঁর মানে ৩জি ও নাই এইটায় । তবে ওয়াইফাই আছে । কিন্তু ওয়াফাই তো সব জায়গায় নাই । পকেট ওয়াইফাই কিনলে এই ট্যাব ব্যবহার করে অনেক মজা পাবেন । ট্যাবটির ব্যাটারি ব্যাকআপ খুব বেশি ভালো হবে বলে মনে হয় না । তবুও ৩/৪ ঘণ্টা ভালো ভাবেই চলবে । ট্যাবটি কিনতে পারিনি কারন তখন বাংলাদেশ এ ট্যাবটি ছিল না । এখন মনে হয় আসছে । আপনারা ক্লিকবিডি তে খুজে দেখতে পারেন । GadgetGang7 মনে হয় এই ট্যাবটি বিক্রি করে । দাম ২০,৭০০ টাকা । দাম এর তুলনায় ফিচার অনেক বেশি এই ট্যাব এর।
আইনল নোভো এর সব ফিচার
CPU: Dual Core AMLogic AML8726-M6 1.5GHz
GPU: Dual Core Mali400
OS: Android 4.0.3 support Android 4.1 Jelly Bean Update
RAM: 1GB DDR3
Storage: 16GB
Camera: Dual Camera Front 2.0 Megapixels,Back 5.0 Megapixels Auto Foucus LED Flash Light
Shell Material: Metal
Screen: 7 inch IPS screen, 1280*800 pixel
Screen Type: Capacitive Screen
Display Resolution: 1280*800 pixel
Visible: Angle 180°
Extend Card: Support TF card up to 32GB
Gravity Sensor: 3 axis
Multi-Touch: Yes, 5-points touch
Flash: Support Flash 10.2 (Flash Adbobe designed for Amlogic) Support HTML 5
Android Play (Market): Yes
Youtube: Yes
Video: 1080P, AVI/MOV/MP4/RMVB/FLV/MKV support HDMI 1.4
Music: MP3/WMA/WAV/APE/AAC/FLAC/OGG
Ebook: TXT, PDF, HTML, RTF, FB2
Skype: Yes
Email and Browser: Yes, built in
WiFi: 802.11 b/g/n
3G: Not built in
Earphone Interface: 3.5mm
Battery: 5000MAh
গুগল নেক্সাস ৭ আসলে আসুস এর তৈরি । পারফরমান্স এর কথা চিন্তা করলে এইতা সবচাইতে বেস্ট একটা ট্যাব । এই ট্যাব এর র্যাম ১ জিবি । গ্রাফিক্স হিসাবে আছে ULP GeForce যা অন্য দুটি ট্যাব এর চেয়ে ৪গুন বেশি শক্তিশালী । এর মানে হচ্ছে গেম খেলে পুরা মজা পাবেন । এর ডিসপ্লের জন্য IPS Screen ব্যবহার করা হয়েছে । যা আইনল নোভোতেও ব্যবহার করা হয়েছিল । রেজোলিউশান ও একি 800 x 1280 pixels ।তার মানে আপনি পাবেন ঝকঝকে পরিস্কার ডিসপ্লে । কিন্তু এই ট্যাব এ আপনি মেমোরি কার্ড ব্যাবহার করতে পারবেন না । এমনকি পিছনদিকে কামেরাও নেই । সিম / ৩জি নেই । শুধু সামনের দিকে একটা ১.২ মেগাপিক্সেল ক্যামেরা আছে । গুগল আসলে এই ট্যাব এর দাম ২০০$ এর নিচে রাখতে চেয়েছিল । কিন্তু কোয়ালিটি রাখতে চেয়েছিল সবচাইতে ভালো । তাদের ভাষ্যমতে কমদামি খারাপ ক্যামেরা এর বদলে ক্যামেরা না থাকাই ভালো । কিন্তু মেমোরি কার্ড লাগানোর ব্যবস্থা যে কেন দেয়নি তা আমার জানা নেই । তবে OTG Cable ব্যবহার করে আপনি এই ট্যাব এ ৩জি এবং পেনড্রাইভ চালাতে পারবেন । এই ট্যাব এর ব্যাটারি পারফরমান্স অনেক ভালো । সব মিলিয়ে এর ট্যাব এর মুল কথা হল , যা আছে তা খুব ভালো মানের আছে ।
গুগল নেক্সাস ৭ এর সব ফিচার দেখুন এই লিঙ্ক এ : http://www.gsmarena.com/asus_google_nexus_7-4850.php
-----
গুগল নেক্সাস এর একটা নতুন ভার্সন আসছে, এইটা ৩২জিবি , এটাতে ৩জি এবং সিম চলবে । কিন্তু ফোন / এসএমএস করা যাবে না ।
বিস্তারিত দেখতে http://www.gsmarena.com/asus_google_nexus_7_cellular-5091.php
এইবার আসব সেই ট্যাবের কথায় যা আমি নিজে ব্যবহার করছি । সামসাং গ্যালাক্সি ট্যাব ২ ৭" ।
এই ট্যাব এর মুল বিষয় হইল এই ট্যাব এ সব কিছু আছে । সিম চলে তার মানে এই ট্যাব আপনি মোবাইল হিসাবে ব্যবহার করতে পারবেন । সাউন্ড কোয়ালিটি অনেক ভালো । ২জি , ৩জি , ওয়াইফাই সব আছে । ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো । আমি ৬-৭ ঘণ্টা ধুমায়া গেম খেলি । আজ পর্যন্ত হাং করেনাই । আর সব গেম ই চালাইতে পারছে । এর প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে TI OMAP 4430 Dual-core 1 GHz । যা অনেক ভালো মানের প্রসেসর । র্যাম ১ জিবি । গ্রাফিক্স হিসাবে ব্যবহার করা হয়েছে PowerVR SGX540 । সব গেম ই চলে । কোন আটকা-আটকি করে না । সব মিলিয়ে আমার দৃষ্টিকোন থেকে এইটা সব চাইতে ভালো একটা ট্যাব । যা কিনলে আপনার এইটা নাই , ওইটা নাই মনে করে দুঃখ করতে হবে না । এর রেজোলিউশান অন্য দুটির চেয়ে একটু কম । 600 x 1024 । ভিউ অ্যাঙ্গেল ১৮০" কিন্তু এই ট্যাব এর PPI একটু কম । খুব এক্সপার্ট না হলে তা বোঝা যায় না । স্ক্রিন অনেক ঝকঝকে এবং পরিস্কার । ৩জি আছে তাই আপনি এই ট্যাব নিয়ে সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । এই ট্যাবটা কেনার সময় আমার ছোট একটা অভিজ্ঞতা হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করব । Gadget n Gear সবার কাছেই পরিচিত একটা নাম । তো ট্যাব কেনার জন্য গেলাম তাদের বসুন্ধরা সিটির শো রুম এ । আমার ইচ্ছা ছিল ৮ জিবি ট্যাব ২ কিনব । তো ওদের ফেসবুক এ দাম দেখেছিলাম ৩১০০০ টাকা । শোরুম এ গিয়ে দেখি ৩২০০০ টাকা । কোন দামাদামি করা যাবে না । কোন ওয়ারান্টি নেই । জিজ্ঞাসা করলাম ইনটেক কিনা । বলল একদম ইনটেক । বললাম একটু কম রাখা যাবে না । বলল ট্যাব এর দাম কম করতে পারবে না । কিন্তু হেডফোন ও মেমোরি কার্ড যদি কিনি তাহলে সেখানে কম রাখবে । আমি তো আসমান থেকে পড়লাম কথা শুনে । জিজ্ঞাসা করলাম, কেন ট্যাব এর সাথে হেডফোন নেই । বলল এই ট্যাব এর সাথে হেডফোন থাকে না । আমি ততোক্ষণে যা বোঝার বুঝে নিয়েছি । তারপরও বললাম যে ডিসপ্লে থেকে বের করতে । দেখি ওদের "ইনটেক" বক্স এর অরিজিনাল স্যামসাঙ এর স্টিকার গুলো কাটা , সেখানে অন্য কোন স্টিকার লাগিয়ে রাখছে । যেখানে "content in this box" এর স্টিকার থাকার কথা সেখান থেকে ওরা খুব যত্নের সাথে স্টিকারটা তুলে ফেলেছে । সাথে বউ ছিল , তাই কোন ঝামেলা না করে বললাম ভাইয়া আসতেছি । ঠিক ওদের সামনের একটা দোকান এ গিয়ে ১৬জিবি স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব ২ ৭" কিনলাম ৩২৫০০ টাকা দিয়ে । বক্স একদম ইনটেক ছিল , তাই ভিতরে হেডফোন আর সবকিছু ঠিকঠাক মতই পেলাম । স্বনামধন্য একটা প্রতিষ্ঠান হয়ে কিভাবে এরকম জোচ্চুরি ওরা করে তা বুঝে পাই না । বাকিটা আপনারা বুঝে নিয়েন ।
এই স্টিকারটা ওরা অনেক সুন্দর করে তুলে ফেলেছে বক্স থেকে । যাতে আমরা জানতে না পারি ভিতরে হেড ফোন থাকার কথা ।
যাইহোক আসল কাজ এ ফিরে আসি ।
স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব এর সব ফিচার দেখতে পারেন এই লিঙ্ক এ http://www.gsmarena.com/samsung_galaxy_tab_2_7_0_p3100-4543.php
আমার কাছে এই তিনটি ট্যাব ভালো লেগেছে তাই এই তিনটা নিয়েই আলোচনা করলাম । আইনল নোভো ভালো তার কম দাম এর কারনে ( মাত্র ২০,৭০০ টাকা ), গুগল নেক্সাস ৭ ভালো তার পারফরমান্স এর কারনে আর স্যামসাঙ গ্যালাক্সি ভালো কারন এর সবকিছুই থাকার কারনে । আমি নিজে যেহেতু স্যামসাঙ ব্যবহার করছি তাই আপনাদেরকেও স্যামসাঙ ই নিতে বলব । দামটা একটু বেশি কিন্তু টাকা দিয়ে দুঃখ কিনার চাইতে কিছু দিন ধৈর্য ধরে টাকা জমিয়ে ভালোটাই কেনা ভালো ।
শেষ এ একটা ট্যাব এর কথা বলবো যেইটা গতকাল ফেসবুক এ দেখলাম । WEBS-DEN TAB TABON । যেসব ফিচার এর কথা বলছে তা যদি থাকে তবে কম টাকায় অনেক ভালো ট্যাব হওয়ার কথা । দাম ২০০০০ টাকা ।
লিঙ্ক ঃ http://www.facebook.com/websdenegoodies
তো আজ আর নয় । সবারই ভালোমন্দ বোঝার ক্ষমতা আছে । নিজের বুদ্ধিতে কিনবেন । পরে আবার আমাকে দোষী কইরেন না । 🙂 সবাই ভালো থাকবেন । বিদায়...
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
ভাই আপনেরে কে বলছে যে টেগরা প্রসেসর আর্ম বেসড না ?