যদি চাইনিজ ট্যাবলেট কিনতে চান? তবে এই রিভিউটি দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন।

আশাকরি সবাই ভাল আছেন। আজকাল চাইনিজ অ্যান্ড্রয়েড ট্যাবলেট গুলো বেশ সহজ লভ্য হয়ে গেছে বাংলাদেশের বাজারে। আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টার সব জায়গাতেই এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের ট্যাবলেট। সেগুলোর কনফিগারেশন দেখে ইচ্ছা হয় নিজেও একটা কিনি। যেহেতু আইপ্যাড কিংবা স্যামসাং ট্যাব কেনার মত সামর্থ্য নেই তাই এগুলো কেনার কথা আমার মত অনেকেই হয়ত ভেবে থাকেন। যাই হোক ঘটনা ক্রমে একটা চাইনিজ ট্যাব আমার হাতে আসে এবং আমার সীমাবদ্ধ জ্ঞানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি এই ট্যাবলেটের দোষ গুন বের করে আনতে। আরও একটি ব্যাপার আমি এটা বলছি না যে সব চাইনিজ ট্যাবলেটই গুণগত মানযুক্ত অথবা মানহীন হবে। আসুন তাহলে দেখে নেই আমি যে ট্যাবলেটের একটা পার্ফরম্যান্স নিয়ে লিখতে যাচ্ছি তার ফিচার কি কি? প্রথমেই দেখে নিন এই ট্যাবলেটের ছবিঃ

ব্রান্ডঃ TECLAST

মডেলঃ পি৮৬

এবার আসি এর স্পেসিফিকেশনেঃ

ModelTeclast P86 Tablet PC
CPUAll Winner A13, 1.0GHz, Cortex A8; GPU: Mali400
Operation SystemAndroid 4.0
RAM512MB (DDR 3)
ROM(Memory)8GB Nand Flash
Shell MaterialPlastic
ScreenSize8 Inch
TypeCapacitive Screen
DisplayLCD
Resolution800 x 600px
Visible Angle120°
Extend CardSupport TF card up to 32GB extended
CameraFront camera, 0.3 megapixels
Gravity SensorYes
Multi-TouchYes, 5 points touch
FlashSupport Flash 11.1
Android MarketYes
BluetoothNo
Video1080P, AVI/MOV/MP4/RMVB/FLV/MKV…
MusicMP3/WMA/WAV/APE/AAC/FLAC/OGG
EbookUMD, TXT, PDF, HTML, RTF, FB2…
SkypeYes
Email and BrowserYes, built in
WIFIYes, 802.11 b/g/n
3GNot built in, support external 3G dongle: E1916, ZTE AC2736, HUAWEI E1750, HUAWEI EC122, HUAWEI EM770W
Earphone Interface3.5mm
Work TimeUp to 4 hours
Battery3000 MAh
8 Inch tablet
LanguageCzech,
Dansk, German, English, Spanish, Russian, French, Italian, Dutch,
Norwegian, Polski, Greek, Portuguese, Svenska, Turkey, Korean,
Japanese, Simplified Chinese, Traditional Chinese
Other ApplicationsFile
Manager, OfficeSuite, Google Search, Task Manager, Browser, Gallery,
Android Webkit, Clock, Calculator, Calendar, iReader, Gmail…
Product Size205 x 155 x 11 mm
Product Weight445g
Extend Port1 x TF card slot
1 x Micro USB port
1 x 3.5mm Earphone port
Package including1 x Charger
1 x USB cable
Package Weight

খারাপ দিকঃ

দেখলেন তো এর স্পেসিফিকেশন যার মূল্য মাত্র ১০০ ডলার কিন্তু বাংলাদেশে আপনার কিনতে লাগবে ৯৫০০ টাকা বা তার কিছু বেশি। এতে কোন মোবাইলের সিম কার্ড সাপোর্ট করে না, অতএব আপনি মোবাইল ফাংশনালিটি থেকে অনেকটা বঞ্চিত।  বলা হয়েছে ALL WINNER A13 Cortex A-8 1Ghz প্রসেসর। কিন্তু বাস্তবে এতে ব্যবহার হয়েছে Sun5i 1Ghz প্রসেসর।  ৮০০*৬০০ পিক্সেলস বলা হয়েছে কিন্তু বাস্তবে তা নয়। ৭৬৪*৬০০ এবং ডিসপ্লে ডেনসিটি .৭ ( এর মানে আমি বুঝিনি ) ।ক্যামেরার কোয়ালিটি জঘন্য ধরণের খারাপ। এলসিডি দেখেই খুব ভাল ভাবে বুঝতে পারছেন কেমন হবে এতে ছবির মান। ওয়াইফাই কানেক্টিভিটি বেশ দূর্বল। ১ গি.হা. স্পিডের হলেও ব্যবহারের সময় এটাকে ১গি. হা. বলে আমার কাছে মনে হয়নি। অনেক ডিফল্ট এ্যাপ চাইনিজ ভাষায় দেওয়া। র‍্যাম ৫১২ মেগা বাইট ডিডিআর৩ লেখা থাকলেও আপনি পাবেন মাত্র ৩২০ মেগা বাইট, রম ৫০০ মেগা বাইট, ন্যান্ড মেমরি ৮ গি.বা এর জায়গায় পাবেন ৫.৯ গি.বা. । এতে HVGA/QVGA রেজ্যুলেশনের গেম চলে এর চাইতে বেশি রেজ্যুলেশনের গেম সাপোর্ট করে না। ৪ ঘন্টা ওয়ার্কিং টাইম লেখা থাকলেও ফুল চার্জড অবস্থায় এটি ২ ঘন্টার বেশি সময় ব্যবহার করা সম্ভব হয়নি। বেঞ্চমার্ক স্কোর মাত্র ১৪৮৬। যেসব মডেমের কথা লেখা আছে সেগুলোর মধ্যে পরিচিত একজনের কাছে HUAWEI E1750 পেলেউ তা ব্যবহার করতে পারিনি। ওয়াল্টনের প্রাইমো সেটে যেসব গেম চালানো গেছে তার অর্ধেক গেম চালাতে এই ট্যাব হিমশিম খেয়েছে এবং নতুন গেম গুলো একেবারেই চলেনি। বার বার হ্যাং করে। বডি সাধারণ মানের প্লাস্টিকে তৈরি বলে নিম্নমানের আউটলুক। কোন রেয়ার ক্যামেরা নেই। ব্লু-টুথ নেই। Mail400 জিপিইউ এর কথা লেখা থাকলেও সিস্টেম ইনফো চেকার কোন এপ্লিকেশনই এই ডিভাইসের জিপিইউ খুজে পায়নি 🙁 ।

ভাল দিকঃ

এটি দিয়ে ফুল এইচডি ১০৮০পি ভিডিও খুব ভালভাবে এবং অনায়াসে চালাতে সক্ষম হয়েছি।

৮" ডিসপ্লে সাইজ হওয়ায় ভিডিও বেশ বড় আকারেই দেখা যায়।

এটি খুবই কম মূল্যে আপনি কিনতে পারবেন।

পরিশিষ্টঃ কম টাকায় অ্যাান্ড্রয়েড ট্যাব কেনা খুব একটা সুবিধার হবে না। যারা কম টাকায় ট্যাব কেনেন তারা সাধারনত উন্নত মানের জিনিস কম টাকায় কেনার আশায় কিনে থাকেন কিন্তু তাদের কষ্টার্জিত টাকার সম্মান এই কমদামী ডিভাইসগুলো রাখতে পারে না। বারংবার হ্যাং সমস্যার কারণে বিরক্ত হয়ে এটিকে ছুড়ে মারলেও নিজেরই ক্ষতি। তাই অবশ্যই ভেবে চিন্তে কিনবেন। নাম না জানা প্রসেসর ম্যানুফেকচারার এর প্রসেসর সমৃদ্ধ কোন ডিভাইস কিনবেন না। কেনার পূর্বে অবশ্যই রম মেমরি র‍্যাম মেমরি এবং ডিভাইস মেমরি দেখে কিনবেন, যাতে করে পরে পস্তাতে না হয়। কোয়ালকমের প্রসেসর দিয়ে চলে যেসব ডিভাইস সেগুলোকে প্রাধান্য দিন।

সবাই কে ধন্যবাদ পোষ্টটি পড়ে দেখার জন্য। পোষ্টটি আপনাদের কাজে লাগলে আমার ভাল লাগবে। আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন বর্ণনা।ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে এই তথ্য দেওয়ার জন্য ।

এই লেখাটি ম্যাগাজিনের ১ম পাতায় আসা উচিত।
আর হেডলাইনটা কভারে…

Level 0

sim support na korle ar lav ke holo 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 :\ :\ :\ :\ :\

    @iTpoka: কোন কোন টায় করে। কিন্তু বেশির ভাগেই করে না। বিদেশের প্রায় সব বাড়িতেই ওয়াইফাই থেকে থাকে। তাই সেখানে সিম না থাকলেও চলে। ধন্যবাদ

vie ata dia ta hole internet beboharer upaie ke?

    @Khair Sharif: ওয়াইফাই আছে। আপনার ল্যাপটপ থেকে থাকলে সহজেই ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে ব্যবহার করতে পারবেন আর যদি ডেক্সটপ হয় তবে ওয়াইফাই রাউটারের প্রয়োজন পড়বে। ধন্যবাদ।

চমৎকার টিউন । ভাই PDF File ঠিক মত পড়া যাবে ? এবং শুধু PDF File পড়লে কতক্ষণ Backup দিবে ?

Level 2

ধন্যবাদ আপনাকে এই তথ্য দেওয়ার জন্য ।

ভাই গেছিলাম আইনল নোভো কিনতে , কিন্তু অনেক ভেবে গালাক্সি ট্যাব ২ ৭” ১৬জিবি কিনে নিয়া আসছি । এখন পর্যন্ত একবারও হাং হয়নাই , সব কিছু চলে , ডিসপ্লে ফাটাফাটি টাইপ এর ঝকঝকে এবং ১৮০” ভিউ এঙ্গেল । তাই আমি সবাইকে বলবো টাকা একটু বেশি লাগলেও এইটা কিনতে । কম টাকা দিয়া দুঃখ কিনা লাভ নাই ।

    @rednav909: @ঘুম চোর: ভাই গ্যালাক্সী ট্যাব ২ এর দাম কতো এখন? আমার পছন্দ আইনল ক্রিস্টাল, যার অফিসিয়াল মূল্য বাংলাদেশী টাকায় ১০০০০৳ এর কম,, কিন্তু বাংলাদেশী খুচরা বিক্রেতারা এর দাম চাইছে ৳১৬৫০০/- এর মতো। তাই আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। তবে আমি আইনলের কোন নেগেটিভ রিভিউ পাইনি।

      @ধূপছায়া: ভাই , আমি কিনছিলাম ৩৩০০০ টাকা দিয়ে । নো ওয়ারান্তি কিন্তু একদম ইনটেক বক্স ছিল । বর্তমান দাম জানি না । আইনল নোভো এর ফায়ার ট্যাব টা আমার পছন্দ ছিল । আপনি চাইলে ওদের ওয়েবসাইট এ অর্ডার দিতে পারেন । ৩ থেকে ৪ সপ্তাহ লাগবে আসতে যদি কাস্টম না আটকায় । হি হি । তার চাইতে বাংলাদেশি বিক্রেতাদের কাছ থেকে কেনাই ভাল । ক্রিস্টাল এর চেয়ে ফায়ার অনেক উন্নত মানের ।

        @ঘুম চোর: আইনল নোভো ফায়ার আমারও বেশ পছন্দ হয়েছে ইউটিউবে রিভিউ দেখে। বাংলাদেশে কোন আমদানীকারক আছে কি আপনাদের জানামতো??

        @ঘুম চোর: ধন্যবাদ। আসলে আইনলের অফিশিয়াল ওয়েবসাইটে অর্ডার দিতে হলে এক্সট্রা $১৫.৫ দেওয়া লাগবে 🙁 আর এজন্য দরকার একটি মাস্টার/ভিসা কার্ড – যা আমার নেই।এছাড়া অপেক্ষার ঝামেলাতো আছেই। আর বাংলাদেশি বিক্রেতারা যে দাম চাইছে – সে পরিমাণ বাজেট আমার নেই – কি আর করা! 🙁 শেষ পর্যন্ত… 🙁 🙁 🙁

Level 0

Thanx…a lot

Level 0

চমৎকার বর্ণনা… অসাধারন…জদি অন্য সব ইউসার রাও ঠিক এভাবে tt তে লিখত তাহলে আর এমন অবস্থা tt এর আজ হত না।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই!

সাধে কি বলে সস্তার ৩ অবস্থা, টাকা একটু বেশি খরচ গেলেও ভাল জিনিস কেনা উচিত

jader samsung or i phone kenar samortho nai tader jonno kom takay android smart phone kinte hole konta kena better hobe? janale valo hoto

ভাই আমি ও চায়না কিনতে চেয়েছিলাম, আপনি আমাকে সচেতন করলেন এই জন্য ধন্যবাদ। ট্যাবলেট পিসি সমন্ধে আরও লিখবেন আশা করি।

টিউন করার জন্য ধন্যবাদ । কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনি লিখেছেন, চায়না ট্যাব ভাল না। মানলাম সেটা। আপনি এখানে এটাও লিখছেন যে আপনি মাত্র একটি ট্যাব ব্যবহার করেছেন। কিন্তু আপনার টিউন দেখে মনে হয় আপনি চায়নার সব ট্যাব ব্যবহার করেছেন। আপনি হয়তো জানেন না, চীনার বাজারে এরকম ৪০০ কোম্পানি আছে। আর আপনি মাত্র একটি ট্যাব ব্যবহার করে টিউন করেছেন চায়নার সব ট্যাব খারাপ। চায়না তে অনেক ভাল কোম্পানি আছে তাদের একটা ট্যাব ব্যবহার করে তারপর টিউন করুন। বাংলাদেশে দৈনিক কতগুলো ট্যাব সেল হয় সেটাও মনে হয় আপনি জানেন না। আগে সব কিছু জেনে বিচার করে ট্যাব নিয়ে টিউন করুন, সেটা অনেক ভাল। চায়না যদি কম টাকায় ট্যাব না দিত তাহলে আমাদের দেশের মানুষ জানতই না ট্যাব কি? কাগজে লেখা কনফিগারেশন দেখে ট্যাব না কিনে হাতে নিয়ে দেখে ট্যাব কিনুন, তাহলে হয়তবা ঠকবেন না। কারন ভাল জিনিস এর ডিসপ্লে লুকিং টাই অন্যরকম। আশা করি বুযতে পেরেছেন। ট্যাব এর মান অথবা ভাল ব্রান্ড সম্পর্কে আরও জানার থাকলে বা প্রশ্ন থাকলে কল করুন আমাকে। ০১৭৩৭১৯৩৩১৬ । ভাল থাকুন। ভাল টিউন করুন……………।।

    @New User Limon: আমার মনে হচ্ছে আপনি টিউনটি সঠিক ভাবে না পড়েই কমেন্ট করে বসেছেন। পোষ্টের ৭ নং লাইন ” আরও একটি ব্যাপার আমি এটা বলছি না যে সব চাইনিজ ট্যাবলেটই গুণগত মানযুক্ত অথবা মানহীন হবে” । পরিশিষ্ট অংশ পড়ুন এবং বুঝুন। আমার লেখায় কোথাও এমন কথা নেই যে চাইনিজ ট্যাব বলতেই খারাপ হবে। উল্লেখ্য আমি কোন ব্যবসায়ী নই যে সকল ট্যাব ব্যবহার করে একটা কম্পারিজন দাঁড় করাব। ধন্যবাদ।

মন্তব্যকারী সকলকেই শুভেচ্ছা ও ধন্যবাদ। 🙂

@রহস্যময়ঃ তাহলে একটা খারাপ ট্যাব ব্যবহার করে সবগুলো ট্যাব সম্পর্কে মন্তব্য না করাই স্রেও। মাথায় রাখবেন আপনার এই বাজে টিউন অন্য একজন এর মনে বাজে প্রভাব ফেলবে। আর বাবসায়ীদের বাশ দেওয়ার জন্য একটি টিউন ই যথেষ্ট।

Level 0

আমার টা তো ভালই চলতেছে ।

    @rafiq.himu: তাহলে তো খুবই ভাল কথা। আপনারটার একটা রিভিউ দেন, তাহলে অনেকেই ভাল চাইনিজ ট্যাব সম্পর্কেও জানতে পারবে।

vai, star dear chance thakale apnare 2000 star ditam .. onek lok ke lej kata theke bacaia dilen apni ..

vie mobile theke connect kora jabe ki na . Amar akti nokia e6 mobile ase ata dia hobe ki? Jodi hoie tahole ki vabe kora jaie janaben . Thanks

ki ki korte hobe aktu bolben ki ?

    @Khair Sharif: আপনার মোবাইলে ওয়াই ফাই হটস্পট চালু করুন। এবং আপনার ট্যাবলেট এর ওয়াই ফাই সেটিংসে গিয়ে নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে কানেক্ট করুন ধন্যবাদ।

Level 3

খুব ভাল লেখা। যাই হোক বাংলাদেশে প্রচলিত চাইনিজ ট্যাবগুলির মধ্যে কোনটি দামে ও মানে ভাল হবে। এবিষয়ে আরেকটি পোস্ট হলে ভাল হয়।

    @Shalaheen: সম্ভব হলে অবশ্যই করব। আমি মূলত নিজে ব্যবহার করে রিভিউ গুলো লিখে থাকি। তাই অন্য ব্র্যান্ডের ট্যাবলেট হাতে আসলে অবশ্যই সেটির পার্ফরম্যান্স রিভিউ লিখব। ধন্যবাদ।

ভাইয়া জরুরি প্রশ্ন, আমি একটা আইনল কিনতে চাই। কোনটায় ই মে বি সিম চালানো যায় না। আমাকে একটু জানাবেন মডেম চালানো এবং গেমিং এর জন্য আইনলের কোনটা কিনবো?

৭ ইঞ্চি স্ক্রিন সাইজের ট্যাবলেট পিসিতে গ্রামিনের কোন ধরনের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে হবে?? মোবাইল সাপোরটেড ইন্টারনেট প্যাকেজ নাকি পিসি সাপোরটেড ইন্টারনেট প্যাকেজ ???