আশাকরি সবাই ভাল আছেন। আজকাল চাইনিজ অ্যান্ড্রয়েড ট্যাবলেট গুলো বেশ সহজ লভ্য হয়ে গেছে বাংলাদেশের বাজারে। আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টার সব জায়গাতেই এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের ট্যাবলেট। সেগুলোর কনফিগারেশন দেখে ইচ্ছা হয় নিজেও একটা কিনি। যেহেতু আইপ্যাড কিংবা স্যামসাং ট্যাব কেনার মত সামর্থ্য নেই তাই এগুলো কেনার কথা আমার মত অনেকেই হয়ত ভেবে থাকেন। যাই হোক ঘটনা ক্রমে একটা চাইনিজ ট্যাব আমার হাতে আসে এবং আমার সীমাবদ্ধ জ্ঞানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি এই ট্যাবলেটের দোষ গুন বের করে আনতে। আরও একটি ব্যাপার আমি এটা বলছি না যে সব চাইনিজ ট্যাবলেটই গুণগত মানযুক্ত অথবা মানহীন হবে। আসুন তাহলে দেখে নেই আমি যে ট্যাবলেটের একটা পার্ফরম্যান্স নিয়ে লিখতে যাচ্ছি তার ফিচার কি কি? প্রথমেই দেখে নিন এই ট্যাবলেটের ছবিঃ
ব্রান্ডঃ TECLAST
মডেলঃ পি৮৬
এবার আসি এর স্পেসিফিকেশনেঃ
Model | Teclast P86 Tablet PC | |
CPU | All Winner A13, 1.0GHz, Cortex A8; GPU: Mali400 | |
Operation System | Android 4.0 | |
RAM | 512MB (DDR 3) | |
ROM(Memory) | 8GB Nand Flash | |
Shell Material | Plastic | |
Screen | Size | 8 Inch |
Type | Capacitive Screen | |
Display | LCD | |
Resolution | 800 x 600px | |
Visible Angle | 120° | |
Extend Card | Support TF card up to 32GB extended | |
Camera | Front camera, 0.3 megapixels | |
Gravity Sensor | Yes | |
Multi-Touch | Yes, 5 points touch | |
Flash | Support Flash 11.1 | |
Android Market | Yes | |
Bluetooth | No | |
Video | 1080P, AVI/MOV/MP4/RMVB/FLV/MKV… | |
Music | MP3/WMA/WAV/APE/AAC/FLAC/OGG | |
Ebook | UMD, TXT, PDF, HTML, RTF, FB2… | |
Skype | Yes | |
Email and Browser | Yes, built in | |
WIFI | Yes, 802.11 b/g/n | |
3G | Not built in, support external 3G dongle: E1916, ZTE AC2736, HUAWEI E1750, HUAWEI EC122, HUAWEI EM770W | |
Earphone Interface | 3.5mm | |
Work Time | Up to 4 hours | |
Battery | 3000 MAh | |
8 Inch tablet | ||
Language | Czech, Dansk, German, English, Spanish, Russian, French, Italian, Dutch, Norwegian, Polski, Greek, Portuguese, Svenska, Turkey, Korean, Japanese, Simplified Chinese, Traditional Chinese | |
Other Applications | File Manager, OfficeSuite, Google Search, Task Manager, Browser, Gallery, Android Webkit, Clock, Calculator, Calendar, iReader, Gmail… | |
Product Size | 205 x 155 x 11 mm | |
Product Weight | 445g | |
Extend Port | 1 x TF card slot | |
1 x Micro USB port | ||
1 x 3.5mm Earphone port | ||
Package including | 1 x Charger | |
1 x USB cable | ||
Package Weight |
এটি দিয়ে ফুল এইচডি ১০৮০পি ভিডিও খুব ভালভাবে এবং অনায়াসে চালাতে সক্ষম হয়েছি।
৮" ডিসপ্লে সাইজ হওয়ায় ভিডিও বেশ বড় আকারেই দেখা যায়।
এটি খুবই কম মূল্যে আপনি কিনতে পারবেন।
পরিশিষ্টঃ কম টাকায় অ্যাান্ড্রয়েড ট্যাব কেনা খুব একটা সুবিধার হবে না। যারা কম টাকায় ট্যাব কেনেন তারা সাধারনত উন্নত মানের জিনিস কম টাকায় কেনার আশায় কিনে থাকেন কিন্তু তাদের কষ্টার্জিত টাকার সম্মান এই কমদামী ডিভাইসগুলো রাখতে পারে না। বারংবার হ্যাং সমস্যার কারণে বিরক্ত হয়ে এটিকে ছুড়ে মারলেও নিজেরই ক্ষতি। তাই অবশ্যই ভেবে চিন্তে কিনবেন। নাম না জানা প্রসেসর ম্যানুফেকচারার এর প্রসেসর সমৃদ্ধ কোন ডিভাইস কিনবেন না। কেনার পূর্বে অবশ্যই রম মেমরি র্যাম মেমরি এবং ডিভাইস মেমরি দেখে কিনবেন, যাতে করে পরে পস্তাতে না হয়। কোয়ালকমের প্রসেসর দিয়ে চলে যেসব ডিভাইস সেগুলোকে প্রাধান্য দিন।
সবাই কে ধন্যবাদ পোষ্টটি পড়ে দেখার জন্য। পোষ্টটি আপনাদের কাজে লাগলে আমার ভাল লাগবে। আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন বর্ণনা।ধন্যবাদ