৪ মাস হল সিম্ফনি W10 কিনেছি। কম দামে এর মত ভাল ফোন পাবেন না। এ পর্যন্ত যত অ্যাপ এবং গেম ইনস্টল করেছি, সব গুলি ভালভাবেই চলছে। সীমিত বাজেট এর মধ্যে এই ফোন টি ব্যবহার করে দেখতে পারেন। যাই হোক, কাজের কথায় আসি । প্রথমেই বলে রাখি, রুট করার ফলে আপনার ফোন এর ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। তাই নিজ দায়িত্তে কাজ টি করবেন,টিউনার কোনোভাবেই দায়ী নয় । ত চলুন শুরু করি।
(!) প্রথমে http://db.tt/Ijsc9vCd থেকে আপনার ফোন এর PC Suite নামিয়ে নিন। পিসি সুইট আপনার ফোনের driver পিসি তে ইনস্টল করবে । পিসি সুইট এর কাজ এখানেই শেষ ।
(!) এখন http://www.mediafire.com/?l291ej5damzoujk থেকে SuperOne click অ্যাপ টি নামিয়ে নিন।
(!) ঝটপট করে Symphony PC Suite এবং super one click ইনস্টল করে ফেলুন।
(!) এখন আপনার ফোন Setting > Application > Devekopement > USB Debugging মার্ক করুন।
(!) এখন আপনার ফোনটি USB data cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন। পিসি সুইট ওপেন করার দরকার নেই ।
(!) Superoneclick.exe ওপেন করে Root বোতাম টি চাপুন। সবকিছু ঠিক থাকলে Rooting শুরু হয়ে যাবে। রুটিং করতে মিনিট খানেক লাগতে পারে ।
(!) রুট করা হয়ে গেলে ফোনে টি পিসি থেকে খুলে একবার রিস্টার্ট করে নিন। সফল্ভাবে রুট হলে Application লিস্ট Superuser নামের একটি অ্যাপ দেখতে পাবেন।
টিউন টি আপনার উপকার এ আসলে আমার শ্রম সার্থক । প্রযুক্তির সাথেই থাকুন ।
আমি বিপ্লব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি প্রযুক্তির সাথে থাকতে। মনে প্রানে বিশ্বাস করি , মানুষের শেখার শেষ নাই। তাই নিত্যই শিখে চলেছি ..
@ডাইলখোর: সবই আপনার অজ্ঞতা ! w25 দিয়ে খুবই স্মুথলি প্লে স্টোরে লগইন করা যায় এবং বেশ ভালোভাবেই অ্যাপস ইন্সটল করা যায় । একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এটা নিশ্চয়ই একটি বেসিক ব্যাপার ! আর নেট স্পিড খারাপ আপনাকে বলেছে কে ? আমি সিম্ফোনির x110, w5 নিজে ব্যাবহার করে দেখেছি । দুটি ফোনেই চমৎকার ব্রাউজিং স্পিড পাওয়া যায় । বিশেষ করে w5 এ ইউসি ব্রাউজার ব্যাবহার করে চমৎকার ফল পেয়েছি । ভিডিও কলের ক্ষেত্রে জানিনা, কিন্তু যে কোন ফরমাটের ভিডিও (*.swf) ট্রাই করে দেখিনি, তবে MX Player দিয়ে FlV,MKV,WMV – শুধু চলেই না দৌড়ায় !! আমি আমার সবচাইতে কম মূল্যের w5-এ ৭২০পি পর্যন্ত স্মুথ ভিডিও গান দেখেছি । ফরম্যাট ছিলঃ FLV …. না জেনে কেন কমেন্ট করেন ? আপনি হয়ত পারছেন না । ভালো করে ট্রাই করে দেখুন …।
@ডাইলখোর: @ অবুঝ ছেলে (ডাইলখোর ) ভাই,
MXPlayer ইনস্টল করে দেখুন, সব চলবে, শুধু কোডেক চেঞ্জ করে দিতে হবে, তাইলেই কাজ হবে ।
@ডাইলখোর: এইডা আসলেই ফোন আপনি কোন ইউজারই না। প্লে স্টোর থেকে সকল প্রকার এ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়। সিম্পোনি w25 দিয়ে স্কাইপিতে নরমাল সিম দিয়েই ভিডিও কল হয়। আপনি না পারলে কারো সাহায্য নিন। নাচতে না জানতেল ওঠান বাকাঁ….
@ডাইলখোর: ওহ একটা কথা ভুলে গেছি ইন্টারনেটের স্পিড খুবই ভাল নকিয়া থেকেও ভাল আমার কাছে মনে হল। আমি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করে দেখেছি ২ এমবিপিএস পর্যন্ত স্পিডে ডাউনলোড করেছি, হয়তবা আরো বেশি স্পিড পাওয়া যেত যদি আমার নেটের স্পিড বেশি থাকত। আমার প্যাকেজই ২এমবিপিএস।
অনেক অনেক শুকরিয়া। খুব আনন্দ লাগছে সমাধান পেয়ে।
আমার সিম্ফনি W5 চার্জে দিলাম। হয়ে গেলেই ট্রাই করবো। তবে একটা সন্দেহ রয়ে গেছে, সিম্ফনি তো এখনো স্মার্ট ফোনের জন্য পিসি স্যুট বানায়নি। যে আছে, তা দিয়ে কি হবে??
আরেকটা প্রশ্ন, W5 এ স্টক রম ব্যাকআপ কিভাবে নেয়? রিকভারি মেন্যু থেকে জাস্ট ব্যাকআপ নিলেই হয়ে যায়? পরবর্তীতে আনরুট করা যাবে তো?
আপনি যে প্রোসিডিউর লিখেছেনঃ
(!) প্রথমে http://symphony-mobile.com থেকে আপনার ফোন এর PC Suite নামিয়ে নিন।
(!) এখন http://www.mediafire.com/?l291ej5damzoujk থেকে SuperOne click অ্যাপ টি নামিয়ে নিন।
(!) ঝটপট করে Symphony PC Suite এবং super one click ইনস্টল করে ফেলুন।
(!) এখন আপনার ফোন Setting > Application > Devekopement > USB Debugging মার্ক করুন।
(!) এখন আপনার ফোনটি USB data cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন।
(!) Superoneclick.exe ওপেন করে Root বোতাম টি চাপুন। সবকিছু ঠিক থাকলে Rooting শুরু হয়ে যাবে।
(!) রুট করা হয়ে গেলে ফোনে টি পিসি থেকে খুলে একবার রিস্টার্ট করে নিন। সফল্ভাবে রুট হলে Application লিস্ট Superuser নামের একটি অ্যাপ দেখতে পাবেন।
আমার প্রশ্ন, এখানে পিসি স্যুট ইন্সটল তো করতে বললেন কিন্তু পিসি সুট ব্যাবহার কখন করতে হবে এর কোন ব্যাখ্যাই করলেন না । তাহলে কেউ যদি ডিবাগিং মোড অ্যাকটিভ করে সরাসরি সুপার ইউজার দিয়ে করে তবে কি কাজ হবেনা ?? কেননা, এই প্রোসেসের মাঝে আমি তো পিসি স্যুট এর কোন অ্যাকটিভিটিই দেখতে পেলাম না । আশা করি, ব্যাখ্যা করবেন । কেননা, একটি প্রোসেস সম্পর্কে সম্পূর্ণ ধারনা না নিয়ে রুটের মত রিস্কি ( যেহেতু এখন পর্যন্ত ডব্লিউ ৫ কেউ রুট করেনি, এজন্য রিস্কি বলছি ) কাজ করাটা উচিৎ নয় ।
যেহেতু আপনি রুটের প্রোসেস নিয়ে আলোচনা করেছেন, সেহেতু আপনার কিছু বিষয় উল্লেখ করা প্রয়োজন ছিল, যেমনঃ
১। সমগ্র প্রোসেসটি সাধারন ভাবে প্রায় কত সময়ের মাঝে সম্পুর্ন হবে
২। পুরো প্রসেসটির সচিত্র বর্ণনা
৩। রুটের উপকারী এবং অপকারী দিক (কেননা দেখুন উপরে একজন প্রশ্ন করেছেন )
৪। রুট করার পর স্টক রম ব্যাক আপ
এবং
৫। রুট করার পরবর্তী কাজ
এই কথাগুলো সময় নিয়ে লিখলে খুবই ভালো হত । যদিও আপনিই হয়ত প্রথম যে ডব্লই ৫ এর রুট পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন (যদিও ভেরিফাইড নয়) । তাই আপনার টিউনটি তখনই জট্টিল হত যখন আপনি আরেকটু বিস্তারিত বর্ণনা করবেন ।
@TheOne: clockworkmod recovery টা আসলে কি? এটা কি সিমেফোনীতে ইনস্টল হয় না? আপনি কি রম ব্যাকআপ না রেখেই রুট করেছেন? রুট করার পর কোন সমস্যায় পড়েছেন (হোক না তা যত ছোট)?
@plabon.bd: এটা তো আইফোনের জন্য। অ্যান্ড্রয়েডের জন্যও কি এর ভার্শন আছে। থাকলে লিংক দেন প্লিজ।
@plabon.bd: হুম। অ্যান্ড্রয়েড ভার্শন পাইছি। কিন্ত এটা দিয়ে তো রুট করার সিস্টেম নাই। অন্তত তাদের ওয়েবসাইটে এ ব্যাপারে কিছু বলা নাই
@মাসউদুল আলম: আপনি কি ৯১ পিসি সুইট দিয়ে করেছেন?? ৯১ দিয়ে করলে এরকম হোয়ার কথা নয়। তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো রুট হতে ১-২ মিনিট সময় লাগে এই সময়ের মধ্যে ফোনে কোন কল আসা যাবেনা, সেটের অন্য কোন অপসন ব্যবহার করা যাবেনা এবং পিসি অফ হওয়া যাবেনা। হলে আপনার ফোনের সমস্যা দেখা দিতে পারে। ভয় পাবার কিছু নাই সমস্যা হলে আবার রুট করুন এবং রুট করার পর নেটকুইন (এন্ড্রোয়েড) দিয়ে রোম এর ব্যাকআপ নিতে পারেন। সেটের কোন প্রিলোডেড অ্যাপ্লিকেশান এর সমস্যা হলে সেট কুইন দিয়ে আবার রিস্টোর করতে পারবেন।।
@plabon.bd: এখনো করিনি। উপরে আমি একটা পিসি স্যুটের লিংক দিয়েছি, আপনি কি আমাকে কনফার্ম করতে পারবেন য, এটাই ৯১ পিসি স্যুট কি না? যদি এটাই হয়, তাহলে ওদের ওয়েবসাইটে এই পিসি স্যুট দিয়ে যা যা করা যায়, সব বর্ণনাই আছে; কিন্তু রুট করা যায়- এ রকম কিছু বলা নেই কেন?
@মাসউদুল আলম: আপনার দেয়া লিংক থেকে নামিয়েছি । ঠিকই আছে । এটি অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু এর সমস্ত ভাষা “我的订阅库” এরকম !!
@the one pc suite ta ki khali 64 bit a kaj korbe???
@sakibfreeman apni j root korsen apner phone er driver ki install hoisilo….??? SuperOne click app to main file a install korai silo…. abr ki vabe install korbo… btw ami amr w25 root korte gele driver installation chai… just assure me that eta ki windows 7(32bit) dia kora jabe ki na….
@ TheOne ভাই,
Symphony Xplorer W20 কে রুট করার বিষয়ে কিছু আলোচনা এখানে আছে :
http://forum.projanmo.com/topic41621.html
একটু দেখে যদি সাহায্য করতেন ।
Symphony Xplorer W20 এর scatter ,
লিংক: http://pastebin.com/2UsMhL5C
Symphony Xplorer W20 Hardware Detail (Image) :
http://img138.imageshack.us/img138/340/symphonyw20.jpg
আশা রাখি, আপনার সহযোগীতা পাবো ।
viyya walton primo kiva ba root korba,plz jodi ata nia akta post ditel,kub upokar hoto,
amar 1ta application install dilay dakay,low space?ki korba viyya plz janaben….
[email protected]
w20 root korte chaile ekhane join dite paren . . . https://m.facebook.com/groups/507457999307062?refid=48
oneke root korce . . .
vai amar w5 e pc suite kaj kore na ken bolte paren? BTW, ei ta dia ki w5 root kora jabe????