সহজেই রুট করুন সিম্ফনি এক্সপ্লরার W05, W10, W25 [Updated]

৪ মাস হল সিম্ফনি W10 কিনেছি। কম দামে এর মত ভাল ফোন পাবেন না। এ পর্যন্ত যত অ্যাপ এবং গেম ইনস্টল করেছি, সব গুলি ভালভাবেই চলছে। সীমিত বাজেট এর মধ্যে এই ফোন টি ব্যবহার করে দেখতে পারেন। যাই হোক, কাজের কথায় আসি । প্রথমেই বলে রাখি, রুট করার ফলে আপনার ফোন এর ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। তাই নিজ দায়িত্তে কাজ টি করবেন,টিউনার কোনোভাবেই দায়ী নয় । ত চলুন শুরু করি।

(!) প্রথমে http://db.tt/Ijsc9vCd থেকে আপনার ফোন এর PC Suite নামিয়ে নিন। পিসি সুইট আপনার ফোনের driver পিসি তে ইনস্টল করবে । পিসি সুইট এর কাজ এখানেই শেষ ।
(!) এখন http://www.mediafire.com/?l291ej5damzoujk থেকে SuperOne click অ্যাপ টি নামিয়ে নিন।
(!) ঝটপট করে Symphony PC Suite এবং super one click ইনস্টল করে ফেলুন।
(!) এখন আপনার ফোন Setting > Application > Devekopement > USB Debugging মার্ক করুন।
(!) এখন আপনার ফোনটি USB data cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন। পিসি সুইট ওপেন করার দরকার নেই ।

 

 

 

 

(!) Superoneclick.exe ওপেন করে Root বোতাম টি চাপুন। সবকিছু ঠিক থাকলে Rooting শুরু হয়ে যাবে। রুটিং করতে মিনিট খানেক লাগতে পারে ।
(!) রুট করা হয়ে গেলে ফোনে টি পিসি থেকে খুলে একবার রিস্টার্ট করে নিন। সফল্ভাবে রুট হলে Application লিস্ট Superuser নামের একটি অ্যাপ দেখতে পাবেন।

টিউন টি আপনার উপকার এ আসলে আমার শ্রম সার্থক । প্রযুক্তির সাথেই থাকুন ।

Level 2

আমি বিপ্লব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি প্রযুক্তির সাথে থাকতে। মনে প্রানে বিশ্বাস করি , মানুষের শেখার শেষ নাই। তাই নিত্যই শিখে চলেছি ..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai amar w5 e pc suite kaj kore na ken bolte paren? BTW, ei ta dia ki w5 root kora jabe????

Level 2

@shakil.. হ্যা , W05 রুট করতে পারবেন ।

Level 0

vai, root kotar upokarita ki? jodi aktu bolten tobe krittogo hotam.

Level 2

@shaief… Root korle apni apnar phone er pre-installed app remove kore space free korte parban. Ecchara custom rom install korte parben, Cracked app install korte parben ebong aro onk kichu kora somvob.

one vai ami w 10 set ta root korte cai. aktu details jana dorkar silo. apnar phone no ta ki dewa jabe plz…..

Level 0

Really w10 is very nice android phone at a reasonable price…Nice phone…just love it !

sundor tiun.ami amar xperia ray update dite chai.keo help koren

Level 2

@tomal …vaia, ami je step gulor kotha bolechi, ogulo follow korlei easily root korte parben. kaj ta khub e easy 😉

Level 2

@রিশাদ …ধইন্যা 😉

Level 0

ICS e update link den vai

Level 0

vai samsung gt s5830i root korbo kivaba?

সিম্ফনি কতো ভাল ফোন তা আমার দেখা আছে। w25 এ প্লে ষ্টোর এ লগ ইন হয় না। নেট স্পিড খুব খারাপ। EDGE CLASS 10 মনে হয় । আর নোকিয়া এর জাভা ফোন এও EDGE CLASS 32 দেয়। তাই নেট স্পিড খারাপ। আন্দ্রয়েড এ স্কাইপে তে ভিডিও কল সাপোর্ট করেনা। FLv,MKV,WMV এইসভ ফাইল চলেনা। আর আপ্নারা কইতাছেন সিম্ফনি ভাল?

    @ডাইলখোর: সবই আপনার অজ্ঞতা ! w25 দিয়ে খুবই স্মুথলি প্লে স্টোরে লগইন করা যায় এবং বেশ ভালোভাবেই অ্যাপস ইন্সটল করা যায় । একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এটা নিশ্চয়ই একটি বেসিক ব্যাপার ! আর নেট স্পিড খারাপ আপনাকে বলেছে কে ? আমি সিম্ফোনির x110, w5 নিজে ব্যাবহার করে দেখেছি । দুটি ফোনেই চমৎকার ব্রাউজিং স্পিড পাওয়া যায় । বিশেষ করে w5 এ ইউসি ব্রাউজার ব্যাবহার করে চমৎকার ফল পেয়েছি । ভিডিও কলের ক্ষেত্রে জানিনা, কিন্তু যে কোন ফরমাটের ভিডিও (*.swf) ট্রাই করে দেখিনি, তবে MX Player দিয়ে FlV,MKV,WMV – শুধু চলেই না দৌড়ায় !! আমি আমার সবচাইতে কম মূল্যের w5-এ ৭২০পি পর্যন্ত স্মুথ ভিডিও গান দেখেছি । ফরম্যাট ছিলঃ FLV …. না জেনে কেন কমেন্ট করেন ? আপনি হয়ত পারছেন না । ভালো করে ট্রাই করে দেখুন …।

    @ডাইলখোর: @ অবুঝ ছেলে (ডাইলখোর ) ভাই,
    MXPlayer ইনস্টল করে দেখুন, সব চলবে, শুধু কোডেক চেঞ্জ করে দিতে হবে, তাইলেই কাজ হবে ।

    @ডাইলখোর: bhai apnar naam kii dailkhor naki dail khawa o hoi…..

প্লে স্টোর এ লগ ইন হয়না তাই কিছু ইন্সটল অ করতে পারিনা। এইতা কোন ফোন হইল?

    @ডাইলখোর: এইডা আসলেই ফোন আপনি কোন ইউজারই না। প্লে স্টোর থেকে সকল প্রকার এ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়। সিম্পোনি w25 দিয়ে স্কাইপিতে নরমাল সিম দিয়েই ভিডিও কল হয়। আপনি না পারলে কারো সাহায্য নিন। নাচতে না জানতেল ওঠান বাকাঁ….

    @ডাইলখোর: ওহ একটা কথা ভুলে গেছি ইন্টারনেটের স্পিড খুবই ভাল নকিয়া থেকেও ভাল আমার কাছে মনে হল। আমি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করে দেখেছি ২ এমবিপিএস পর্যন্ত স্পিডে ডাউনলোড করেছি, হয়তবা আরো বেশি স্পিড পাওয়া যেত যদি আমার নেটের স্পিড বেশি থাকত। আমার প্যাকেজই ২এমবিপিএস।

    @ডাইলখোর: na parlei uthan baka

Level 2

@ডাইলখোর , W 25 এর কথা বলতে পারবো না তবে W 10 দিয়ে Google play থেকে অ্যাপ নামাইছি । স্পীড জিপি দিয়ে খারাপ না , আর QQplayer দিয়ে সহজেই flv, mkv দেখতে পারবেন ।

sony xperia sola kinte chai, kemon hobe. Plz suggest me.

the one vai…..w5 ki root hobe???
apni try korsen??plz let me know…..my number 01670459436
jodi w5 root hoy apnake ami khawabo!

আপনি কি এই নিয়মে আপনার w10 রুট করেছেন ?

boss Theone,
kopal gune (!) ami walton primo kinchi. custom rom update dite gia 13 ta bazlo. bokar moto current rom backup rakini. akon upai?

sokol k bolchi,
karo kache walton promo stock rom thakle awaz dian. on__________k help hobe.

Level 2

@saimon….Ji vai, W05 ei process gulo follow korei root kora jabe.

Level 2

@রুমার …জি ভাইয়া , রুট করে প্রায় ১৩০+ MB স্পেস ফ্রী করতে পেরেছি 🙂

অনেক অনেক শুকরিয়া। খুব আনন্দ লাগছে সমাধান পেয়ে।

আমার সিম্ফনি W5 চার্জে দিলাম। হয়ে গেলেই ট্রাই করবো। তবে একটা সন্দেহ রয়ে গেছে, সিম্ফনি তো এখনো স্মার্ট ফোনের জন্য পিসি স্যুট বানায়নি। যে আছে, তা দিয়ে কি হবে??

আরেকটা প্রশ্ন, W5 এ স্টক রম ব্যাকআপ কিভাবে নেয়? রিকভারি মেন্যু থেকে জাস্ট ব্যাকআপ নিলেই হয়ে যায়? পরবর্তীতে আনরুট করা যাবে তো?

আমার জানা মতে, অনেকেই সিম্ফনির রুট করার ব্যাপারে সাহায্য চাইছিলেন, টিউনটি তাদের খুব কাজে লাগবে। ধন্যবাদ।

ভাই যদি সম্ভব হয় symphony pc suit install সম্পর্কে ছবি সহ লিখেন…। কি কে করতে হবে

আপনি যে প্রোসিডিউর লিখেছেনঃ

(!) প্রথমে http://symphony-mobile.com থেকে আপনার ফোন এর PC Suite নামিয়ে নিন।
(!) এখন http://www.mediafire.com/?l291ej5damzoujk থেকে SuperOne click অ্যাপ টি নামিয়ে নিন।
(!) ঝটপট করে Symphony PC Suite এবং super one click ইনস্টল করে ফেলুন।
(!) এখন আপনার ফোন Setting > Application > Devekopement > USB Debugging মার্ক করুন।
(!) এখন আপনার ফোনটি USB data cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন।
(!) Superoneclick.exe ওপেন করে Root বোতাম টি চাপুন। সবকিছু ঠিক থাকলে Rooting শুরু হয়ে যাবে।
(!) রুট করা হয়ে গেলে ফোনে টি পিসি থেকে খুলে একবার রিস্টার্ট করে নিন। সফল্ভাবে রুট হলে Application লিস্ট Superuser নামের একটি অ্যাপ দেখতে পাবেন।

আমার প্রশ্ন, এখানে পিসি স্যুট ইন্সটল তো করতে বললেন কিন্তু পিসি সুট ব্যাবহার কখন করতে হবে এর কোন ব্যাখ্যাই করলেন না । তাহলে কেউ যদি ডিবাগিং মোড অ্যাকটিভ করে সরাসরি সুপার ইউজার দিয়ে করে তবে কি কাজ হবেনা ?? কেননা, এই প্রোসেসের মাঝে আমি তো পিসি স্যুট এর কোন অ্যাকটিভিটিই দেখতে পেলাম না । আশা করি, ব্যাখ্যা করবেন । কেননা, একটি প্রোসেস সম্পর্কে সম্পূর্ণ ধারনা না নিয়ে রুটের মত রিস্কি ( যেহেতু এখন পর্যন্ত ডব্লিউ ৫ কেউ রুট করেনি, এজন্য রিস্কি বলছি ) কাজ করাটা উচিৎ নয় ।

যেহেতু আপনি রুটের প্রোসেস নিয়ে আলোচনা করেছেন, সেহেতু আপনার কিছু বিষয় উল্লেখ করা প্রয়োজন ছিল, যেমনঃ
১। সমগ্র প্রোসেসটি সাধারন ভাবে প্রায় কত সময়ের মাঝে সম্পুর্ন হবে
২। পুরো প্রসেসটির সচিত্র বর্ণনা
৩। রুটের উপকারী এবং অপকারী দিক (কেননা দেখুন উপরে একজন প্রশ্ন করেছেন )
৪। রুট করার পর স্টক রম ব্যাক আপ
এবং
৫। রুট করার পরবর্তী কাজ

এই কথাগুলো সময় নিয়ে লিখলে খুবই ভালো হত । যদিও আপনিই হয়ত প্রথম যে ডব্লই ৫ এর রুট পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন (যদিও ভেরিফাইড নয়) । তাই আপনার টিউনটি তখনই জট্টিল হত যখন আপনি আরেকটু বিস্তারিত বর্ণনা করবেন ।

Level 2

PC suite install korlei hobe, open korte hobe na. Phone PC er sathe PC connet korlei SuperOneClick diye root korte parben. Very easy, 1st tune ta complicated korte chaini, Step gulo simple vabei ache. Root er Upokarita/Khotikor dik niye TT tei Tune paben. Have a Try

Level 2

PC suite Apnar PC te Phone er driver install kore debe. Tokhon easily PC te connect korte parben. Next tune gulo te Screenshot dewar chestha korbo 😉

Level 2

@Masud vai, Symphony er clockworkmod recovery install korte parle Rom manager diye Rom backup rakhte parben , tobe Clockworkmod pawa jaqbe kina, ami sondihaan. W5 a root holo kina, janaben.

    @TheOne: clockworkmod recovery টা আসলে কি? এটা কি সিমেফোনীতে ইনস্টল হয় না? আপনি কি রম ব্যাকআপ না রেখেই রুট করেছেন? রুট করার পর কোন সমস্যায় পড়েছেন (হোক না তা যত ছোট)?

Level 0

ডাইলখোর কে বলছি আমি W5 use করছি অনেক অ্যাপ ডাউনলোডও করছি সমস্যা ছাড়া।

keu w5 root korte perechen????
taratari janan……

আপনি কি unroot অপশনটি ট্রাই করেছিলেন ? যদি ট্রাই করে থাকেন তবে কি সফল হয়েছেন ?

Level 0

theOne bro ami amer w10 er pc stuite pacci na plz amaka aktu link na dan… ar kivaba ami android ice-cream othoba jelly bean install dibo aktu help koran… apaner tune er jorno thanks

Level 2

@meem..symphony-mobile.com a jan, tarpor download section a jan. Apnar phone er model select koren. Search a click korun, peye jaben 🙂

vai ‘unroot’ ta ki kaj korse? root howar pasapasi unroot howataw joruri

Level 2

Root/Unroot both working., Tasted Om My W10

Level 2

@মাসউদুল ভাই, সিম্ফনির Clockworkmod আপাতত পাওয়া যাচ্ছেনা। তাই রম ব্যাকআপ করা যাবেনা। তবে রুট করার পর কোন সমস্যা হবেনা। আমি কিছু Preinstalled app uninstall করেছি, এখন ফোন অনেকটাই ফাস্ট কাজ করছে । রুট না করলে Android এর আসল মজা উপভোগ করতে পারবেন না ।

Level 2

@রুমার: ভাই, আপনি রুট করার আগেই কাইন্দা একাকার করছেন। রুট আনরুট অত মারাত্বক কিছু না। ট্রাই মারেন , কাজ না করার কোন কারন নাই ।

    @TheOne: রুটের মত ছেলেখেলা নিয়ে রুমার এর কথাগুলা পড়ে হাসতে হাসতে মরে যাইতেছি। তার ধারনা রুট বিশাল কোন ব্যাপার। ওকে বাবা গুডলাক 😛

vai, pc suite amar W5 e thik moto install korsi… tarporew root korte gele ei message ashe:

The following device does not have drivers installed:
CDC serial
USB\VID_0BB4&PID_0005&MI_02

Would you like me to forcefully install an Android ADB Interface Driver for this device?

Yes No

আচ্ছা ডাইলখোর ভাই w25 সেটেকি ৫ মেগেপিক্সেল ক্যামেরা সত্যিই কি আছে ভাই জানাবেন আপনি যেহেতু সেটটা ব্যাবহার করেছেন আপনি ভাল বলতে পারবেন। আমি সেটটা কিনব তো কনটা কিনব বুজতে পারচিনা w25 নাকি woltan primo কনটা। এই দুএর মধ্যে কনটা কিনব একটু ভেবে উত্তর দিবেন আসা করি।

Level 0

bai amar w100.eta ki root kora jabe,.. kibabe?

Level 0

আরে এতো ঝামেলা করার দরকার কি?? 91pcsuit ডাউনলোড করেনিন > ফোন সেটিংস্‌ থেকে usb debugging অন করে ইউএসবি ক্যাবল দিয়ে কানেক্ট করুন। এবার ১ ক্লিকেই রুট করে নিন। 91pcsuit সব ব্রান্ডের এন্ড্রোয়েড ফোনের জন্যই পিসি সুইট হিসাবে কাজ করা যায়। অনেক ফিচার পাবেন……।।

    @plabon.bd: এটা তো আইফোনের জন্য। অ্যান্ড্রয়েডের জন্যও কি এর ভার্শন আছে। থাকলে লিংক দেন প্লিজ।

    @plabon.bd: হুম। অ্যান্ড্রয়েড ভার্শন পাইছি। কিন্ত এটা দিয়ে তো রুট করার সিস্টেম নাই। অন্তত তাদের ওয়েবসাইটে এ ব্যাপারে কিছু বলা নাই

    http://91.pandaapp.com/pcsuite/pcsuite.shtml

আমার W5 এ হচ্ছে না। Step #7 এসে সুপার ওয়ান ক্লিক হ্যাং হয়ে যাচ্ছে।

শুধু শুধু আমার একটা দিন নষ্ট হলো।

Level 0

@মাসউদুল আলম: আপনি কি ৯১ পিসি সুইট দিয়ে করেছেন?? ৯১ দিয়ে করলে এরকম হোয়ার কথা নয়। তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো রুট হতে ১-২ মিনিট সময় লাগে এই সময়ের মধ্যে ফোনে কোন কল আসা যাবেনা, সেটের অন্য কোন অপসন ব্যবহার করা যাবেনা এবং পিসি অফ হওয়া যাবেনা। হলে আপনার ফোনের সমস্যা দেখা দিতে পারে। ভয় পাবার কিছু নাই সমস্যা হলে আবার রুট করুন এবং রুট করার পর নেটকুইন (এন্ড্রোয়েড) দিয়ে রোম এর ব্যাকআপ নিতে পারেন। সেটের কোন প্রিলোডেড অ্যাপ্লিকেশান এর সমস্যা হলে সেট কুইন দিয়ে আবার রিস্টোর করতে পারবেন।।

    @plabon.bd: এখনো করিনি। উপরে আমি একটা পিসি স্যুটের লিংক দিয়েছি, আপনি কি আমাকে কনফার্ম করতে পারবেন য, এটাই ৯১ পিসি স্যুট কি না? যদি এটাই হয়, তাহলে ওদের ওয়েবসাইটে এই পিসি স্যুট দিয়ে যা যা করা যায়, সব বর্ণনাই আছে; কিন্তু রুট করা যায়- এ রকম কিছু বলা নেই কেন?

      @মাসউদুল আলম: আপনার দেয়া লিংক থেকে নামিয়েছি । ঠিকই আছে । এটি অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু এর সমস্ত ভাষা “我的订阅库” এরকম !!

      @মাসউদুল আলম: এটাই । ইংরেজী ভাষা সিলেক্ট করেছি

        @রুমার: কিন্তু এটা দিয়ে তো রুট করার কোন অপশন খুঁজে পাচ্ছি না। প্লিজ হেল্প করেন।

এখনও অ্যান্ড্রোয়েড ফোন হাতে পাবার সৌভাগ্য হয়নি 🙁

vaia, ei method e Symphony W50 to Root kora jachena, Please help.

ভাইয়া, আপনার এই পদ্ধতিতে Symphony W50 রুট করা যায় না, একটু জানাবেন কি? কিভাবে করতে পারি? হুবহু আপনার নিয়মে চেষ্টা করেছি অনেকবার, কাজ হয়নি

Level 0

bai root korla ki backup korta hoba naki w10 jodi na hoy try korbo. are bai shob ki format hoy jaba naki

Level 0

bai root korla ki backup korta hoba naki w10 jodi na hoy try korbo. are bai shob ki format hoy jaba naki. phone usb ta connect dila ki super one click open korbo. connect na dia open korselam open hoy na.

ভাই সিম্ফোনি W5, W10, W50, W25 এগুলোর কোনটাতে নাকি 3G নাই…!!! এক্ষেত্রে দেখছি ওয়াল্টন প্রিমিও এগিয়ে। কেউ কি ওয়াল্টন প্রিমিউ ইউজ করছেন? এটাতে নাকি আবার নেটওয়ার্ক দূর্বল? আর অন্যান্যদিক থেকে কেমন? প্লিজ জানাবেন। আমিও কয়েকদিনের ভিতর একটা কিনব।

Level 0

Bhaya W50 ki root hobe……..???

vai w5 to root hoy na. akto help koron..

Dear Bro
I’ve HTC EVO 3D Handset,I Want to Root My Phone,How Can i do It?
Android Version 4.0.3
HTC Sense Version 3.6
Please Kindly Give Information

Level 0

Model W5 can’t be rooted by this way. Don’t waste time trying this for W5.

Level 2

SAMSUNG GALAXY s2 GT-i9100G root korte chay

W10 V call hoi na 3G nai ,,,, TAR CAEO htc Balo

Tanks a lot.. Amar W10 ta khub sundor vabei root hoise 🙂

Level 3

primo ki eta diye root kora jabe?

Level 0

ভাই, সালাম নিবেন। আমি Symphony W25 কিনেছি কিছুদিন আগে। এটার রূট কি সফলভাবে হয়েছে এই পদ্ধতিতে? আপনাকে ধন্যবাদ।

Level 0

চেষ্টা করলাম, হল না। শেষ ধাপে এসে হ্যাং করছে। Windows XP SP3 ব্যবহার করেছি। এর জন্য কি কোন প্রভাব আছে? আপনি কি Windows 7 দিয়ে করেছেন? দয়া করে যদি জানাতেন।

Level 0

@the one pc suite ta ki khali 64 bit a kaj korbe???
@sakibfreeman apni j root korsen apner phone er driver ki install hoisilo….??? SuperOne click app to main file a install korai silo…. abr ki vabe install korbo… btw ami amr w25 root korte gele driver installation chai… just assure me that eta ki windows 7(32bit) dia kora jabe ki na….

Level 0

Symphony w10 k ics a update korar system ta janaben please. Pore nahoi 1ta post koren eta niye.

w20 te o root hocce na….

VAI SYMPHONY W10 Diye ki skype a video call deya jay..

@ TheOne ভাই,
Symphony Xplorer W20 কে রুট করার বিষয়ে কিছু আলোচনা এখানে আছে :
http://forum.projanmo.com/topic41621.html
একটু দেখে যদি সাহায্য করতেন ।
Symphony Xplorer W20 এর scatter ,

লিংক: http://pastebin.com/2UsMhL5C
Symphony Xplorer W20 Hardware Detail (Image) :
http://img138.imageshack.us/img138/340/symphonyw20.jpg
আশা রাখি, আপনার সহযোগীতা পাবো ।

ভাই, এভাবে আমার সিম্ফনি w10 রুট হচ্ছে না। কিভাবে এটি রুট করতে পারব তা বিস্তারিত জানালে উপকৃত হব।

Level 0

viyya walton primo kiva ba root korba,plz jodi ata nia akta post ditel,kub upokar hoto,
amar 1ta application install dilay dakay,low space?ki korba viyya plz janaben….
[email protected]

w20 root korte chaile ekhane join dite paren . . . https://m.facebook.com/groups/507457999307062?refid=48

oneke root korce . . .

Level 2

ভাই আমার w20 রুট করতে গিয়ে ব্রিক য়ে গেছে ভুল করে w5 এর ইমেজ ফাইল দিয়েছি । এখন আর চালু হচ্ছে না । কি করব একটু বলেন।

Level 0

bhai ami pc suite install korsi kintu tarporo dekhachhe je w5 er driver install kora nai!!!!!!! ekhon ki korbo ektu janaben!!!!

Level 0

via symphony w10 e jelly bean install korar process ki? keu jodi bolen tahole upokrito hobo

Symphony w15 রুট করবো কি করে?

Level 0

ai vaba symphony W25 root korla brik hoba na to ?
ar root korar por clockworkmode recovery ki vaba install korbo aktu bolban Plz .Vai@TheOne

w20 root korte jachchi The One bhai apnar dea niom onujai… prarthona korben

@ TheOne ভাই ; আমার w25 মোবাইল Super one click দিয়ে root হয় না অন্য কোন ট্রিক্স থাকলে পোস্ট করবেন প্লিজ…

ভাই SuperOne click তো পিসিতে install হচ্ছে না? এখন কি করবো…………….