
৪ মাস হল সিম্ফনি W10 কিনেছি। কম দামে এর মত ভাল ফোন পাবেন না। এ পর্যন্ত যত অ্যাপ এবং গেম ইনস্টল করেছি, সব গুলি ভালভাবেই চলছে। সীমিত বাজেট এর মধ্যে এই ফোন টি ব্যবহার করে দেখতে পারেন। যাই হোক, কাজের কথায় আসি । প্রথমেই বলে রাখি, রুট করার ফলে আপনার ফোন এর ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। তাই নিজ দায়িত্তে কাজ টি করবেন,টিউনার কোনোভাবেই দায়ী নয় । ত চলুন শুরু করি।
(!) প্রথমে http://db.tt/Ijsc9vCd থেকে আপনার ফোন এর PC Suite নামিয়ে নিন। পিসি সুইট আপনার ফোনের driver পিসি তে ইনস্টল করবে । পিসি সুইট এর কাজ এখানেই শেষ ।
(!) এখন http://www.mediafire.com/?l291ej5damzoujk থেকে SuperOne click অ্যাপ টি নামিয়ে নিন।
(!) ঝটপট করে Symphony PC Suite এবং super one click ইনস্টল করে ফেলুন।
(!) এখন আপনার ফোন Setting > Application > Devekopement > USB Debugging মার্ক করুন।
(!) এখন আপনার ফোনটি USB data cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন। পিসি সুইট ওপেন করার দরকার নেই । 
(!) Superoneclick.exe ওপেন করে Root বোতাম টি চাপুন। সবকিছু ঠিক থাকলে Rooting শুরু হয়ে যাবে। রুটিং করতে মিনিট খানেক লাগতে পারে ।
(!) রুট করা হয়ে গেলে ফোনে টি পিসি থেকে খুলে একবার রিস্টার্ট করে নিন। সফল্ভাবে রুট হলে Application লিস্ট Superuser নামের একটি অ্যাপ দেখতে পাবেন।
টিউন টি আপনার উপকার এ আসলে আমার শ্রম সার্থক । প্রযুক্তির সাথেই থাকুন ।
আমি বিপ্লব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি প্রযুক্তির সাথে থাকতে। মনে প্রানে বিশ্বাস করি , মানুষের শেখার শেষ নাই। তাই নিত্যই শিখে চলেছি ..
vai amar w5 e pc suite kaj kore na ken bolte paren? BTW, ei ta dia ki w5 root kora jabe????