অ্যান্ড্রয়েড অ্যাপ ঃ পি ডি এফ টু স্পীচ

বর্তমানে অ্যান্ড্রয়েড সেট এর  জনপ্রিয়তা ও ব্যবহার অনেক বেড়েছে। আর এদের রয়েছে দারুন সব কাজের অ্যাপ। কিছু দিন আগে গুগল প্লে স্টোরে  ঘুরতে ঘুরতে পি ডি এফ টু স্পীচ নামক   অ্যাপ দেখতে পাই। অ্যাপ টি সম্পর্কে আগ্রহ থেকে  ভিতরের বর্ণনা পরলাম।এটি পি ডি এফ  কে অডিও তে রুপান্তর করতে পারে। বাট দাম ৩ ডলার। কি করি ! গেলাম 4shared.com এ। অ্যাপ টা পেয়েও গেলাম। ইন্সটল দিলাম কিন্তু পিডিএফ থেকে অডিও হয় না। বলে TTS  ফাইল নাই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে জানলাম , TTS-text to speech। যাহা টেক্সট কে স্পীচ এ রুপান্তর করে এবং  Speech synthesis হল এ জাতিও অ্যাপ। গুগল প্লে স্টোরে  এই অ্যাপ( Speech synthesis)  ও পেয়ে গেলাম।   ইন্সটল দিয়ে আবার পি ডি এফ টু স্পীচ চালু করলাম। দারুন !!!! পি ডি এফ কথা বলছে।।

পি ডি এফ টু স্পীচ নিয়ে ঘাটতে গিয়ে আরও একটা  অ্যাপ পেলাম- eZpdf reader pro , এটাতে ও ভয়েছ রিডার আছে।  পি ডি এফ টু স্পীচ পিডিএফ কে প্রথমে extract  করে , পরে অডিও তে কনভার্ট করে। extract  করা ফাইল ক্যাশ এ জমা হয়। বাট eZpdf reader pro  রিডার + other facilities(bookmark , annotation,  text size etc…). তাই দামও ৩.৩ ডলার । So  আবারও 4shared.com ...। এবার অন্য সমস্যা, ভয়েস অপশন পাই না। গেলাম eZpdf reader এর সাইট এ। ইউজার ম্যানুয়াল নামালাম। voice reader option টি রয়েছে লোক চক্ষুর আরালে। More (…..) option এর ১২ নং এ ।  Tap করতেই পড়তে শুরু করলো উইথ লাইন হাইলাইট । দারুন !!!!

জয়তু টেকনোলজি ...(সাথে পাইরেছি)

--Speech synthesis যেহেতু ইংলিশ এ তাই ইংলিশ pdf বই ই শোনা যাবে। যদি বাংলা তে Speech synthesis সফট কেউ তৈরি করে তবে মনে হয় বাংলা বই ও শোনা যাবে। কারন ফ্রেঞ্চ , জার্মান Speech synthesis ও আছে দেখলাম।

বি দ্র ঃ কেউ এ বিষয়ে পোস্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রাথি । আমার কোন cloud storage নাই, তাই লিঙ্ক দিতে পারলাম না । তবে 4shared.com  এ অ্যাপ দুটি   আছে।

Level 0

আমি novice। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar cloud storage nai valo kotha, 4shared link ta to dite parten!!

Speech synthesis থাকলে অনেক অ্যাপেই কাজে লাগে।এই ত যেমন এসএমএস রিড করতেও Speech synthesis লাগবে……লিংক তা দেবার জন্য আপনাকে ধন্যবাদ……

Bangla PDF hobe ki