অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ : MoviesBook- মুভি ডাটাবেস সফটওয়্যার

টিউনারদের অনেকেই আছেন মুভি পাগল। এত এত মুভির নাম মনে রাখা/লিখে রাখাটাও আবার এক ঝামেলা। আবার সবসময়ই হাতের কাছে পিসি পাওয়া যায়না।

নেটে ঘাটতে ঘাটতে হঠাৎ করেই এই অ্যাপটা পেলাম। ব্যবহার করে ভালই মনে হল।

এতে আপনি মুভিগুলো সার্চ করে করে অ্যাড করে রাখতে পারেন (বিশাল কালেকশন হলে ব্যাপারটা বড়ই পেইনফুল)। এরা মুলত themoviedb.org (Tmdb) এর ডাটাবেস ব্যবহার করে (যতগুলো সার্চ দিয়েছি সব ইংলিশ মুভির টাইটেলই পেয়েছি)।

মুভির লিস্টগুলো name/rating/genere সহ আরো নানা গ্রুপে সর্ট করে রাখতে পারবেন।

নামের উপর ক্লিক করলে মুভির নানাবিধ তথ্যাদি দেখতে পারবেন।

 

এছাড়াও মুভি কি ফরম্যাটে রেখেছেন, কখন কবে কাকে ধার দিয়েছেন এসব তথ্যও সেভ করে রাখতে পারবেন।(এই ফিচারটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে ;q )

 

প্লে-স্টোরে ২টি ভার্সন আছে : ফ্রি আর পেইড। ফ্রি ভার্সনে ৩০টি টাইটেল রাখা ছাড়াও আরো কিছু লিমিট রয়েছে (আমি ফ্রি টা ইউজ করে দেখিনি)।

ফ্রি ভার্সনের লিংক : [url]https://play.google.com/store/apps/details?id=colu.my.videoteca.free&feature=more_from_developer[/url]

পেইড ভার্সন : http://www.rodfile.com/j1ejxee0ftl6/mvizbk.apk.html

সবকিছু দেখে মনে হল হাতের কাছে মুভি ডাটাবেস রাখার জন্য অ্যাপটা ভালই। শুধুমাত্র নেট চালু থাকা লাগে। হয়ত আরো ভাল কোন অ্যাপ মার্কেটে রয়েছে। নাম জানা থাকলে কমেন্টে জানাবেন। 🙂

(বিঃদ্রঃ - ছবি দেবার কারণে টপিক বড় হয়ে গিয়েছে। অনেকের কাছেই ঝামেলার মনে হতে পারে। ক্ষমা করবেন। )

Level 0

আমি dracula_। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার এই software এর জন্য ধন্যবাদ ….ভাই আমাকে একটু help করেন …আমি কিভাবে আমার android phone এর default font change করবো ….????