খেলুন জনপ্রিয় আর্কেড রম গেম “Caddilacs and dinosaurs” এবার আপনার এন্ড্রয়েড মোবাইলটাতে।

ভূমিকাঃ

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আমি টেকটিউন্সে নতুন 😀 । নতুন হয়ে আমার একটা পূর্বে লেখা পোস্ট এইখানে শেয়ার করলাম। এই পোস্টটি সর্বপ্রথম সামু ব্লগে আমার নিজস্ব ব্লগে প্রকাশিত। এই পোস্ট আমি সামু তে অন্যভাবে লিখেছি। এখানে অন্যভাবে লিখলাম । তাই কেউ ভাইবেন না যে এটি কপি পেস্ট পোস্ট।

আবারো ভূমিকাঃ

আমরা সকলেই অবশ্যই এই গেমটি খেলেছি। এটি খুবই জনপ্রিয় গেম। সবচেয়ে উত্তেজনাময় মুহূর্ত ছিল বন্ধুদের সাথে খেলা। আমি একটু বেশি ভালো পারতাম মাঝে মাঝে এক কয়েনে গেম শেষ করার সময় শালার দোকানি মেশিন অফ করে দিয়ে বল টাইম শেষ।  👿 । যাই হোক তাই হোক গেমটা ছিল এডিক্টেড গেম। আর সকলের প্রিয় প্লেয়ার ছিল "মোস্তাফা"। বিশেষ করে তার হূড়িয়া বলে চিৎকার অনেকেই এখনও করে।

কালের বিবর্তনঃ

গেমটা সর্বপ্রথম আসে আরকেড রমে। ওই যে লিভার সামনে, পিছে, ডানে, বামে ঘুরিয়ে প্লেয়ার মুভ আর বাটন ঠাশ ঠাশ করে টিপে মাইর দিতে হত। সবচেয়ে বিরক্তিকর ছিল কয়েন ঢুকায়ে খেলা। মাঝে মাঝে মনে হত যদি কেউ টাকা না চাইত?! 🙄

আর্কেড রমে এই গেমটা বহুত রাজত্ব করে আছে। এবং এটা এখনো বিদ্যমান। কিন্তু পূর্বে খেলার মত মজা এখন পাওয়া যায় না। এখন কম্পিউটার এর সাথে জয়স্টিক লাগিয়ে খেলা হয়। আগে সরাসরি খেলতাম।

এরপর কম্পিউটার বিশেষজ্ঞরা বহুত আবিষ্কার করে এইগেমটার কম্পিউটার ভার্সন বের করে ফেলেছে। তবে কম্পিউটার এই গেমটা এমুলেটর দিয়ে খেলতে হয়। Mame, Callus95, SJBoyEm, KEmulator ইত্যাদি দিয়ে খেলা যেত। এই পিসিতে আমার আশা পূরণ হয়েছিল । ফ্রী ফ্রী এই গেম অনেক খেলেছি।

আরে ভাই আপনি কই আছেন? এখন ঐ ডেস্কটপ, ল্যাপটপের যুগ গেছে। এখন রাজত্ব স্মারটফোনের। আমি একজন এন্ড্রয়েড ফ্রিক তাই আমি সবসময় এন্ড্রয়েড নিয়েই কথা বলব। এখানেও বলব। হ্যাঁ আপনি নিশ্চয় বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি?? হ্যাঁ ভাইয়েরা আপনারা ইচ্ছা করলে এই গেম আপনার প্রিয় এন্ড্রয়েড মোবাইলে খেলতে পারবেন।  কারন এই এন্ড্রয়েড মোবাইলের জন্যও এমুলেটর বের হয়ে গেছে।

প্রথমে এই ফাইলটা ডাউনলোড করুনঃ http://www.rodfile.com/r8ur47qsbzuk/Tiger_arcade_Mustapha_street_fighter_2_street_fighter_3_alpha.zip.html

ফাইলটা ডাউনলোড হয়ে গেলে Tiger_arcade_Mustapha_street_fighter_2_street_fighter_3_alpha.zip ফাইলটা এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট হয়ে গেলে একটা ফাইল+ একটা ফোল্ডার পাবেন। একটা এপিকে ফাইল, অপরটি রম ফোল্ডার। এবার আপনার কাজ হল Roms ফোল্ডার টা SDকার্ডের মেইন রুটে রাখবেন। Ex: mnt\sdcard\paste here (Roms). আর এপিকে ফাইল যেখানে ইচ্ছা রাখবেন। এবার ফাইল ম্যানেজার দিয়ে ইন্সটল করে ফেলুন এপিকে ফাইলটা। দেখবেন গেমগুলা অটো ডিটেক্ট হয়ে যাবে। এবার গেমে টাচ করে গেমটা খেলুন।

শুভ রাত্রি। সকলকে ঈদ মোবারক। কালকে ঈদ বোনাস হিসেবে আরেকটা টিউন দিব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।


Level 0

আমি মিশুক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মিশুক রহমান। টেক্টিউন্সের টেকি পোস্ট পড়ে যুক্ত হই এই টেকি সাইটের সাথে। মূলত এন্ড্রয়েড সম্পর্কে যা জানি তাই শেয়ার করা আমার উদ্দেশ্য। আশা করি এন্ড্রয়েড নিয়ে অজানা কিছু আপনাদের জানাতে পারব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

link kaj kore na. 🙂

File Not Found. Please give me Mediafire link