এন্ড্রয়েডে হাজার হাজার ফ্রি গেমস আছে। মার্কেট বা প্লে-স্টোরে গিয়ে দেখা যায় কি বিশাল ভাণ্ডার আছে এন্ড্রয়েড ফ্রি গেমস এর। কিন্তু ঐ যে একই সমস্যা - কোনটি ছেড়ে কোনটি ইন্সটল করবেন? আমাদের স্মার্টফোনগুলোর, বিশেষতঃ বাজেট-স্মার্টফোনগুলোর ইন্টারনাল মেমোরি সীমিত থাকে - আর একারণে আমাদের বেছে নিতে হয় সীমিত সংখ্যক কিছু গেমস। আর এখানেই আমাদের দরকার হয় গেম রিভিও এর। কোন গেম নিজে টেস্ট না করে, অন্যদের মন্তব্যের উপর ভিত্তি করে রিভিও লেখাটা অনুচিত বলে আমি মনে করি। আগেই বলে রাখি, আমি কোন সিরিয়াস গেমার নই। আমার কাছে সময় কাটানোর সিম্পল গেমগুলোই বেশী ভাল লাগে। তাই আমি লিখছি ঐসব গেম সম্পর্কে যেগুলো আমি খেলেছি।
আজ যে গেমগুলো সম্পর্কে লিখছি তার সবগুলোই ফ্রি। তবে এর অনেকগুলোর পেইড ভার্সন খেলার সৌভাগ্য আমার হয়েছে এবং ওগুলো আরও বেশী ভাল লেগেছে। তবে ফ্রি ও পেইড ভার্সনে বেশী বেশী লেভেল বা সিনারিও ছাড়া প্রায় পার্থক্য নেই বললেই চলে। তাই, ফ্রি ভার্সন আপনাদের ভালই লাগবে বলে আমি বিশ্বাস করি।
এটি একটি সাধারণ বাইক রেসিং গেম। রেসিং মটো (ভার্সন ১.২.৬/৪.২ মেঃবাঃ/স্টার রেটিং ৪.৫)। স্মার্টফোনের এক্সেলারোমিটার বা জাইরো নির্ভর এই গেমটি সাধারণ ইন্টারফেসের কম মেমোরি ব্যবহার করা একটি চমৎকার গেম। শুরুতে আপনাকে স্যাফায়ার নামের একটি বাইক দিয়ে রেসিং করতে হবে, আপনার লক্ষ্য হবে ব্যস্ত রাস্তার যানবাহনের সাথে সংঘর্ষ এড়িয়ে এগিয়ে যাওয়া। যতই সময় যাবে, গেমের স্পীড ততই বাড়তে থাকবে। আপনাকে আপনার ডিভাইসকে এদিক সেদিক নাড়িয়ে অনেক কসরত করে এগুতে হবে। এক সময় স্পীডের কারনেই এক্সিডেন্ট হয়ে যায়। নির্দিষ্ট পয়েন্টের লক্ষ্যমাত্রায় পৌঁছালে আপনি অন্য কোন বাইক বেছে নিতে পারবেন। মোটামুটি উত্তেজনাকর এই গেমটির সাউন্ড ইফেক্ট কিন্তু বেশ।
টাইম পাস করবার দারুণ এক গেম ফ্রুট নিনজা (ভার্সন ১.৬.২.১০/১৮ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৬) । আপনার আঙুলটি হবে নিনজা অস্ত্র আর আপনাকে কাটতে হবে স্ক্রিনের বিভিন্ন অংশ থেকে উদয় হওয়া অনেক ফলমূল। তবে সাবধান, ফলের মাঝে মিশে থাকা গ্রেনেডগুলোকে আবার কাটতে যাবেন না। তাহলেই গেম ওভার! তিনটি বিশেষ মোড এ গেমটি খেলতে পারবেন আপনি। আর এছাড়া আপনার উৎকর্ষতায় আপনি নানা ধরনের নিনজা অস্ত্র আনলক করে ব্যবহার করতে পারবেন। তীক্ষ্ণ সব অস্ত্র দিয়ে রসালো সব ফল কাটতে কিন্তু ভালই লাগে।
কম্পিউটারে দাবার নানা ধরনের গেম আছে। এন্ড্রয়েডে বোধ করি ফ্রি গেম হিসেবে চেস ফ্রি (ভার্সন ১.৬৩/৫.৪ মেঃ বাঃ/৪.৬ স্টার রেটিং) সবাধিক জনপ্রিয়তা পেয়েছে। ইন্টারফেস, অডিও ইত্যাদির তুলনায় অল্প জায়গা নেয়া এই ফ্রি গেমটিতে রয়েছে সিঙ্গেল (প্রতিপক্ষ সিপিইউ) ও টু-প্লেয়ার অপশন। ডিফিকাল্টি লেভেল রয়েছে ১ থেকে ১০। অন্যন্য ফিচার হিসাবে থাকছে, গেম রিভিও অপশন যার মাধ্যমে আপনি পুরো গেমটি স্টেপ ব্যাক করে দেখতে পারবেন। টাইমার, স্ট্যাটস, হিন্টস ইত্যাদি। সিপিইউ এর সাথে খেলার সময়, সিপিইউ কি ভাবছে তা দেখার অপশন। নানা ধরনের আকর্ষণীয় চেস পিস (গুটি) ও চেস বোর্ড। গেমটি দাবারুদের খুব পছন্দ হবে।
জনপ্রিয় গেম এংগ্রী বার্ডস নির্মাতা রোভিও নিয়ে এসেছে আরেকটি সুন্দর গেম ব্যাড পিগিস। আপনারা অনেকে ইতিমধ্যে এই গেমটির রিভিও পড়ে থাকবেন। যারা জানেন না, তাদের জন্য বলছি - ব্যাড পিগিস (ভার্সন ১.০.০/৩৪ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৬)সুন্দর গ্রাফিক্স এর চ্যালেঞ্জিং একটি গেম যেখানে আপনাকে এংগ্রী বার্ডস এর সেই সবুজ রঙ এর শুকরছানাকে বাক্স, চাকা, ছাতা, বেলুন, পাখা, টিএনটি স্ল্যাব, হাপর ইত্যাদি নানা ধরনের যন্ত্রপাতি দিয়ে তৈরি করা যানবাহনের সাহায্যে একটি নির্দিষ্ট দূরত্ব পার করাতে হবে। গেমটি ভাল লাগবে।
বিখ্যাত বিনোদন প্রতিষ্ঠান ডিজনি এর তৈরি হোয়্যার ইজ মাই ওয়াটার? ফ্রি গেমটিতে আপনার পরিচয় হবে সোয়াম্পি নামের এক কুমীরের সাথে যে কিনা ঘটনাচক্রে শহরের মাটির নিচে চলে এসেছে। এখন তার বেঁচে থাকার ও গোসলের জন্য দরকার পানি। আপনাকে যা করতে হবে তা হল, পানির আধার থেকে পদার্থবিদ্যার তত্ত্ব মনে রেখে পানির গতিপথ তৈরি করে সোয়াম্পির কাছে তার গোসলখানায় পৌছাতে হবে। এর মধ্যে নানা বাঁধাও এড়িয়ে যেতে হবে। হোয়্যার ইজ মাই ওয়াটার? ফ্রি (ভার্সন ১.৫.০/৪০ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৬) মজার একটি গেম।
আজ এ পর্যন্তই থাক। সবাই ভাল থাকবেন। আশা করছি আবার ফিরব শিগ্রি আরও কিছু গেম নিয়ে।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks share for us.Do you have King of Fighters game?