টিউন করতে ইচ্ছা হয় কিন্তু বিষয় বস্তু খুঁজেই পাইনা !! দু'একটা টিউন করে বুঝে গেছি যে আমার এই স্বল্প জ্ঞানের পরিধিতে পর্যায়ক্রমে টিউন করা প্রায় অসম্বব । তাই, নিজের মাথে না খাটিয়ে (খাটালেও লাভ হত না) নেট ব্রাউজ করতে করতে পেয়ে গেলাম এই WALTON PRIMO যা আমাদের ওয়ালটোন বাজারজাত করছে । দেখে ভালোই লাগলো, তাই তথ্যটি শেয়ার করছি আপনাদের সাথে । অনেকেই হয়তোবা ফেইসবুকের কল্যানে ইতিমধ্যেই জেনে গিয়ে থাকবেন তাই টিউনটি তাদেরই জন্য যাদের কিনা এখনও এই তথ্যটি অজানা ...।
ওয়ালটনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন PRIMO:
এটা অবশ্যই আশার ব্যাপার যে আমাদের দেশে এখন আমরা স্মার্টফোন ব্যাবহার করতে পারছি আমাদের সাধ্যের মধ্যেই । আপাতত আমাদের সাধ্যের মাঝেই আমরা জিঞ্জারব্রেড ব্যাবহার করতে পারছি এবন আশা করছি খুব শীঘ্রই না হলেও অ্যান্ড্রয়েডের পরের ভার্শন সম্বলিত স্মার্টফোন গুলোও আমরা মোটামুটি কম দামের মাঝেই ব্যাবহার করতে পারবো । সিম্ফোনি আমাদের দেশের স্মার্টফোনের জগতে নিশ্চয়ই এন্ট্রি লেভেলের । তারা ৬৯৯০ টাকায় এক্সপ্লোরার সিরিজের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন বাজার জাত করছে । এবং হয়ত এরই ধারাবাহিকতায় আমাদের দেশীয় পন্য ওয়ালটোন একটি সেট দিয়ে তাদের অ্যান্ড্রয়েডের যাত্রা শুরু করল । জেনে নেই চলুন এর স্পেসিফিকেশন ।
WALTON PRIMO:
General Specification
Features | Details |
Product type | Smartphone |
Available colour | Black,White,Yellow |
Sim | Dual Sim(WCDMA+GSM) Dual Stand by |
Data Service | HSPA+, 3G, EDGE, GPRS |
Dimensions(in mm) | 118*61.5*12.1mm |
Weight(in gms) | 116.2gm |
Chipset | Qualcomm 1 GHz processor |
GPU | Adreno-200 |
Memory | Rom: 512MB Ram: 512 MB |
OS | Android 2.3.6 (Gingerbread) |
Multimedia | Full multimedia, 3.5 mm Audio Jack |
Battery | Li-ion 1420mAh |
STORAGEFeatures | Details |
Memory Card Type | microSD |
Memory Card Support Capacity | 4GB micro SD card free (Up to 32GB upgradable**). |
Display and Camera
Features | Details |
Screen type | TFT,Capacitive Touch |
Screen Size (Pixels) | 3.5",HVGA (320*480 Pixels),262K Colors |
Camera | 2 MP |
Single Touch Camera Operation | Yes |
Messaging
Features | Details |
SMS | Yes |
SMS Templates | Yes |
MMS | Yes |
Send to Many | Yes |
Applications
Features | Details |
FM | FM Radio |
Audio player | Yes |
Video player | Yes (Moboplayer, Realplayer) |
Application | Angry Bird, Cut the rope,Tom loves Angela,Facebook,Adobe Reader,Skype,Kingsoft office,Touchpal Keyboard |
Front Camera | No |
Sensor | Light sensor,Proximity sensor,Motion sensor,Gravity sensor |
Social Networking | Facebook,Skype, MSN,Yahoo Messenger |
Connectivity
Features | Details |
Service | GPS, Wi-Fi 802.11 a/b/g/n,WLAN, Hotspot |
Bluetooth | BluetoothV4.0 +HS,EDR,A2DP |
USB | Charging & Data Transfer |
Headset Manager | Yes |
WALTON PRIMO এর সাথে আপনি যা পাচ্ছেনঃ
** একটি চার জিবি ম্যামোরি কার্ড এবং তিনটি রঙের ব্যাক কভার পাচ্ছেন ।
WALTOM PRIMO এর দামঃ
এর মূল্য ৭,৪৯০ টাকা মাত্র ।
উপসংহারঃ
যেকোন ইলেক্ট্রনিক্স প্রোডাক্টের রিভিউ দিতে হয় ব্যাবহার করে । তাহলে এর দোষ-গুন সবই ধরা যায় । কিন্তু, এ মুহুর্তে আমার এই সেটটি নেই, এজন্যেই এভাবে দিতে বাধ্য হলাম । এর কাছাকাছি সিম্ফোনির দুটি প্রোডাক্ট আছে । একটি SYMPHONY XPLORER 10 যার মূল্য বর্তমানে ৭,৪৯০ টাকা এবং SYMPHONY XPLORER W5 যার মূল্য বর্তমানে ৬৯৯০ টাকা ।
আমার মতে কেন কিনবেন এই স্মার্টফোনটিঃ
স্বল্পদামের মধ্যে কিনলে আপনার সিম্ফোনি আর ওয়ালটোনই এখন ভরসা । কেননা, স্যামসাং গ্যালাক্সি পকেট (১০,৪৯০ টাকা) আর সিম্ফোনি এক্সপ্লোরার w5 এর মাঝে w5 টাই ভালো । শুধু স্যামসাং পুরোনো এবং তুলনামূলক ভাবে দামী ব্র্যান্ড । আর আমি সিম্ফোনি w5 টা নাড়াচাড়ার সুযোগ পেয়ে যা দেখেছি এর পারফরমেন্স যথষ্ট ভালো হলেও রেজুলেশন খুবই কম । এই দিক দিয়ে ওয়ালটোনের প্রিমোর রেজুলেশন ভালো । w5 এর মতই 1Ghz প্রোসেসর যা w10 এর নেই ! তাছাড়া এর র্যাম এবং রম (ইউজার) সামান্য হলেও বেশি (যেহেতু অফিসিয়াল সাইটে লেখা নেই আর নিজে ব্যাবহার করে দেখিনি তাই বলতে পারছিনা ) । প্রক্সিমিটি সেনসর আছে যা w10 এ থাকলেও w5 এ নেই ।সর্বশেষেঃ দেশীয় পন্য, কিনে হোন ধন্য ! 🙂
আমার মতে কেন কিনবেন না এই স্মার্টফোনটিঃ
যেহেতু আমি অথবা আমার পরিচিত কেউ ব্যাবহার করিনি তাই কেমন হবে বলতে পারছি না । এজন্যেই বলছি । তবে আমার মনে হয় প্রোডাক্টটি খারাপ হবেনা ।এবং আশা করছি আমি এই স্মার্টফোনটি কিনে ব্যাবহার করে দেখবো । কেননা, স্পেসিফিকেশন পড়ে, পেছনের ব্যাক কভারটি ছাড়া আমার সবকিছুই ভালো মনে হয়েছে ।
বিঃদ্রঃ আমি শুধুমাত্র সিম্ফোনি মোবাইলের সাথে এর তুলনা করেছি কেননা আমি সবচাইতে কম দামের অ্যান্ড্রয়েড ফোনগুলোর কথা বলতে চেয়েছি । এবং আমার টিউনটিতে কিছু ভূল হলে তা নিশ্চয়ই ক্ষমার দৃষ্টিতে দেখবেন । কেননা, ক্ষমাই মহত্ব্য ।
ভালো থাকবেন ।
আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)
display pochondo hoynay