আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যাবহারকারি এবং গেমস খেলতে ভালবাসেন তাদের জন্য এই পোস্ট। ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার কাজের কথায় আসি। গেমসের প্রতি প্রবল ভালোবাসার কারনেই অ্যান্ড্রয়েড আর অ্যাপস্টোরের গেম সম্পর্কে আমার মোটামুটি ভালোই ধারনা আছে বলতে পারেন। আজ আমি আপনাদের সাথে আমার খেলা কিছু অ্যান্ড্রয়েড গেমের রিভিউ শেয়ার করব যেগুলো অ্যান্ড্রয়েড ও অ্যাপস্টোরে খুব জনপ্রিয় এবং অবশ্যই আমারও খুব প্রিয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
এংগ্রী বার্ডস স্পেস প্রিমিয়ামঃ এংগ্রী বার্ডস এর কথা নতুন করে আর কি বলবো? আপনাদের সবারই কম বেশি জানার কথা। একদল রাগান্বিত পাখি তাদের ডিম খেয়ে ফেলার জন্য শূকরদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষিপ্ত ।আর এই ক্ষিপ্ত পাখিদের গুলতি দিয়ে নিশানা তাক করে শুকরদের মারাটাই আপনার কাজ। গেমের প্রতিটি স্তরে আপনার জন্য রয়েছে চ্যালেঞ্জ। আর এংগ্রী বার্ডস স্পেস প্রিমিয়াম তো সব কিছু ছাড়িয়ে এবার মহাশূন্যে !!! এবার খেলুন ভাসতে ভাসতে।সবগুলো ভার্সন আইফোন, অ্যান্ড্রয়েড এমনকি পিসিতেও কয়েকটি ভার্সন খেলার পরেও আজও জানি না আসলে কোন ভার্সনটা আমার সবচাইতে প্রিয়। আসলে কোণটা ছেড়ে কোণটার কথা বলবো (হা হা হা)। প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+
কাডিলাস অ্যান্ড ডায়ানসরসঃ কাডিলাস অ্যান্ড ডায়ানসরস (আমাদের দেশের মোস্তফা) গুগল প্লেতে না থাকলেও আমাদের দেশে এই গেমটির জনপ্রিয়তার কথা বাড়িয়ে বলার দএকার নাই। ছোটবেলা থেকেই অনেকের এই গেমটির প্রতি রয়েছে প্রচণ্ড ভালবাসা। এমনকি এখনো খেলতে ভালো লাগে মোবাইলে।তবে হ্যাঁ ডাউনলোড করার আগে এই গেমটি আপানর সেটের সাথে কম্পাটিবল কিনা অবশ্যই দেখে নিন। যদিও এক্সপেরিয়া সেটের কথা প্রথমে উল্লেখ ছিল না তারপরেও ডাউনলোড করে দেখলাম খুব ভালো ভাবেই চলে। তাই আপনার সেটের কথা উল্লেখ না থাকলেও নামীয়ে দেখতে পারেন হয়ত চলতেও পারে। প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+
কাট দ্য রোপঃ খুবই সাধারণ অথচ দারুন চ্যালেঞ্জিং একটি গেম কাট দ্য রোপ। অনেকটা বুদ্ধি/ধাঁধা, গোত্রের এই গেমটিতে আপনার মূল উদ্দেশ্য হলো একটি প্রাণীকে দড়ি দিয়ে ঝোলানো চকলেট খাইয়ে দিতে হবে। এর জন্য আপনাকে এক বা একাধিক দড়ি কাটতে হবে। সঠিক দড়িটি কাটতে হবে অন্যথায় চকলেটটি পড়ে যাবে। গেমের যতই ভেতরে যাবেন চ্যালেঞ্জ ততই বাড়তে থাকবে। ভয়ঙ্কর একটি এডিক্টিভ গেম । যারা শুধুমাত্র পেইড হওয়ার কারনে এই মজার গেমটির ফুল ভার্সন খেলতে পারেন নাই তারা আমার ব্লগ থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+
লেন স্প্লিটারঃ লেন স্প্লিটার গেমটি গুগল প্লেতে কি এক অজানা কারনে অতটা জনপ্রিয় না হলেও অ্যাপস্টোরে খুব জনপ্রিয়।এই গেমটি আমার খেলা সেরা রেস গেম গুলোরর একটি। আপনি খেলে দেখুন আর হ্যাঁ হুইল কত সেকেন্ড রাখলেন জানাবেন কিন্তু। আমার ৬০+ সেকেন্ড!!! বাইক চালাতে চালাতে কয়েন সংগ্রহ করতে হয় আর তারপরে এই কয়েন দিয়ে নতুন নতুন বাইক আনলক করা যায়। আর হ্যাঁ ট্রাফিক পুলিশ থেকে সাবধান। ট্রাফিক জ্যাম এর মধ্যে একসেলেটর চেপে গেম খেলার মজাই আলাদা। সত্যি অসাধারণ একটি গেম। প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ২.১+
ফ্রুট নিঞ্জা পাস ইন বুথঃ এটি ফ্রুট নিঞ্জার আরেকটি পেইড ভার্সন। কাটাকুটি গোছের খেলা। আপানার কাজ শুধু ফল গুলো কাটা। তিনটি ফল মাটিতে পড়লেই শেষ কিন্তু সাবধান বোমা থেকে। কারন বোমাতে একবার লাগলেই খেল খতম।কয়েকটি মোডে গেমটি খেলা যায়।ভয়ঙ্কর একটি এডিক্টিভ গেম। প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ২.১+
স্নেকঃ নোকিয়া মোবাইলের স্নেক এর কথা এখনও মনে পড়ে !!! তাহলে অ্যান্ড্রয়েড আবার বাদ যাবে কেন। তবে এবার খেলুন টাচ প্যাডে। প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ২.০.১+
গেমেস গুলো ভালো লাগলে বা ডাউনলোড করতে চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।আজ এ পর্যন্তই।সবাই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি।
আল্লাহ হাফেয
আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...