আবার আসলাম নতুন একটা পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের জানাবো কি করে আপনার samsung galaxy y টিকে রুট করবেন। যাই হোক কাজের কথায় আসি।
প্রথমে আপনার ফোনের ব্যাকাপ রাখুন।
এখন এই লিঙ্কে ক্লিক করে update.zip ফাইলটি ডাউনলোড করে নিন।
এখন আপনার ফোনটি বন্ধ করুন।
এখন ফোনের মাঝখানের বাটন (হোম বাটন), ভলিউম + বাটন চেপে ধরে পাওয়ার বাটন চেপে ধরে রাখুন যতক্ষন পর্যন্ত বুট মেনু না আসে।
এখন বুট মেনু থেকে apply update from SDcard সিলেক্ট করুন। (মনে রাখবেন বুট মেনু তে টাচ কাজ করবে না। ভলিউম বাটন দিয়ে উপরে নিচে আসবেন এবং হোম বাটন দিয়ে সিলেক্ট করুন)
এখন update.zip ফাইলটি সিলেক্ট করে দিন।
এরপর reboot now সিলেক্ট করুন
এখন নরমাল মুড এ reboot করুন
কি খুশি? আপনার ফোন রুট হয়ে গিয়েছে। মেনু তে ঢুকে দেখুন superuser নামে একটা app যোগ হয়েছে।
আন্যবারের মত আজকেও আমাদের সাইটের নতুন একটা অপশন যোগ করার কথা বলে যাচ্ছি। সরি একটা না দুইটা।
১। এবারের টি২০ বিশ্বকাপ সরাসরি দেখতে ক্লিক করুন http://www.barno24.com/t20live.html
২। এই প্রথম বাংলা মিউজিক স্টেশন। একদম লো স্পিডেও গান আটকাবে না। http://www.barno24.com/music
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.barno24.com/music/ এই সাইটের গানের কালেকশন কেমন।এটা ইনিস্টান্ট গান প্লে করে নাকি,রিকোয়েষ্ট পাঠাতে হয়?
মাঝে মধ্যে টেকটিউসে কমেন্ট করলে পরে খুজে পাওয়া যায় না,বলে not available.