খুব সহজে রুট করুন আপনার Samsung Galaxy Pocket। সাথে আনরুট করা সহ।

কেমন আছেন সবাই? ২ দিন পর আবার আসলাম নতুন একটা পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের জানাবো কি করে আপনার samsung galaxy pocket টিকে রুট এবং আনরুট করবেন। যাই হোক কাজের কথায় আসি।

প্রথমে আপনার ফোনের ব্যাকাপ রাখুন।

এখন এই লিঙ্কে ক্লিক করে update.zip ফাইলটি ডাউনলোড করে নিন।

এখন আপনার ফোনটি বন্ধ করুন।

এখন ফোনের মাঝখানের বাটন (হোম বাটন), ভলিউম + বাটন চেপে ধরে পাওয়ার বাটন চেপে ধরে রাখুন যতক্ষন পর্যন্ত বুট মেনু না আসে।

এখন বুট মেনু থেকে apply update from SDcard সিলেক্ট করুন। (মনে রাখবেন বুট মেনু তে টাচ কাজ করবে না। ভলিউম বাটন দিয়ে উপরে নিচে আসবেন এবং হোম বাটন দিয়ে সিলেক্ট করুন)

এখন update.zip ফাইলটি সিলেক্ট করে দিন।

এরপর reboot now সিলেক্ট করুন

এখন নরমাল মুড এ reboot করুন

কি খুশি? আপনার ফোন রুট হয়ে গিয়েছে। মেনু তে ঢুকে দেখুন superuser নামে একটা app যোগ হয়েছে।

এখন আসুন দেখি কিভাবে আনরুট করবেন?

আপনার ফোন আনরুট করার জন্য তেমন কিছুই করতে হবে না। শুধু এখানে ক্লিক করে unroot.zip ডাউনলোড করে নিন।

unroot.zip ফাইলটি রিনেম করে update.zip করে নিন এবং আগের মতই বুট মেনু থেকে সিলেক্ট করে unroot করে নিন।

আপনার ফোন রুট করার সবচেয়ে খারাপ দিক হলো আপনি আপনার warranty হারাবেন।

আপনি ফোন রুট করে প্রসেসর ওভারক্লক করে স্পিড অনেক বাড়াতে পারবেন।

 

আজকেও আমি আমাদের সাইটের প্রচার করে যাচ্ছি।

search.barno24.com

আপনারা সবাই দয়া করে এই লিঙ্ক টা আপনাদের হোমপেজ করুন। এটা তে আপনি যা পাবেন তা হলো এখান থেকে আপনি আলাদা করে সার্চ করতে পারবেন।

যেমনঃ

১। ওয়েব এর জন্য গুগল

২। ডাওনলোড এর জন্য মিডিয়াফায়ার সার্চ

৩। এমপি৩ এর জন্য mp3 সার্চ

৪। আর্টিকেল এর জন্য wikipedia সার্চ

৫। ভিডিও এর জন্য youtube সার্চ

৬। কাওকে খোজার জন্য টুইটার সার্চ

আশা করি সার্চ ইঞ্জিন টা আপনাদের ভালো লাগবে।

 

আর যদি ভালো লাগে বলবেন আমি android নিয়ে আরো পোস্ট করবো।

Level 0

আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ এবং খুব প্রয়োজনীয় একটি পোস্ট এর জন্য ধন্যবাদ।

Level New

vai rag koiren na unroot.zip file ta rename na korleo cole.coz ami oita use kore dekhechi.ar root korar por jesob subidha jemon overclok etc kivabe kora jai sesob niye skta tune korben plz.tunen ti khub valo hoice.sobaike jajanor akta poth pailm.
thanks

    Level 0

    @nayonb: thanks. Ami evabe kore dekhi nai. Jananor jonno abaro thanks

Level 0

Samsung Galaxy GT-I5510 ke kibhabe root korbo, janan plz

ভাই এভাবে Symphony w 10 রুট করতে পারতেছি না এর আগেও আমি এই পদ্ধতি অনুসরন করেছি । আমাকে একটু সাহায্য করুন ।

bhai ami amr ekta galaxy Y unlock korte parsi na, apanra keo parle help koren,, sim dukaley control key kuje,,,

Level 0

Is it work on galaxy ace GT-S5830M ?

root korsi but aktu problem hoise … help lagbe.

kotha bolte chai, akta miss call den => 01726254505

@ Carzon.

Android ফোন এর বিশাল গ্রুপ http://www.facebook.com/groups/AndroidApplicationBD/

sony xperia u কিভাবে করবো একটু জানাবেন কি ?

Level 0

galaxy pocket to dilen…..kintu galaxy pocket plus (GT-S5301) ta kivhabe root korbo ?

Level 0

Apnader android niye kono problem or kono question thakle ta ekhane korte paren. Bangladeshi Android Master http://bdandroid.barno24.com

খুব ভালো হইছে ধন্যবাদ

samsung j1 root korar akta bebosta kore en plz plz