এনড্রয়েড সমাচার [পর্ব-০৯] :: কিছু ফ্রি গেমস এর রিভিউ, ক্রসওয়ার্ড পাজল/শব্দের খেলা

এনড্রয়েড সমাচার

এনড্রয়েড গেমসগুলোর বৈশিষ্ট্যের কথা আগেই বলেছি। এনড্রয়েড মার্কেটে (বর্তমানে যা গুগল প্লে নামে পরিচিত) আপনি পাবেন হাজারো ফ্রি ও পেইড গেমসের সমাহার। আপনি যদি আমার মত একজন ক্যাজুয়াল গেমার হন, তাহলে আপনি ফ্রি গেমসগুলো নিয়েই যারপরনাই সন্তুষ্ট থাকবেন। আর আপনি যদি সিরিয়াস গেমার হন তাহলে আপনাকে হয় গুগল প্লে থেকে গেম কিনতে হবে অথবা টরেন্ট থেকে......(এটা আর নাই বা খুলে বললাম)।

আগেও মনে হয় বলেছি, এনড্রয়েড গেমস এর মূল সমস্যা হল, হাজার হাজার গেমস থেকে আপনার চাহিদা অনুযায়ী গেমস বেছে নেয়া। একজন এনড্রয়েড ডিভাইস (স্মার্টফোন বা ট্যাবলেট) মালিক হিসেবে আপনার অনেক সময় (এবং মূল্যবান ইন্টারনেট ডাটা) খরচ হয়ে যাবে এই বাছাবাছি করতে যেয়েই। এখানেই শেষ নয়, ডাউনলোড করার পর দেখা যাবে গেমসটা আপনার পছন্দ নয়। অনর্থক মেমোরি দখল করার কারণে হয়তো আপনি কষ্ট করে ডাউনলোড করা গেমসটিকে আন-ইন্সটল করে ফেলবেন। আর এখানেই, গেম রিভিওগুলো কাজে আসতে পারে।

তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিছু ক্রসওয়ার্ড পাজল বা বিখ্যাত স্ক্র্যাবল (Scrabble) গোত্রীয় গেমস এর রিভিও।

আপনি যদি খবরের কাগজ বা পত্রিকায় ক্রসওয়ার্ড পাজল বা শব্দের খেলা খেলে থাকেন, আপনার এই গেমগুলো ভাল লাগবে।

ওয়ার্ড উইথ ফ্রেন্ডস ফ্রি

স্ক্র্যাবল এর মত ব্রেইন এন্ড পাজল গোত্রের এই গেমটি দারুণ আকর্ষণীয়। আপনার কাছে রক্ষিত ৭টি অক্ষর বোর্ডে উপর থেকে নিচে বা বাম থেকে ডানে সাজিয়ে আপনাকে শব্দ তৈরি করতে হবে। ডাবল/ট্রিপল ওয়ার্ড/লেটার চিহ্নিত ঘরগুলোতে আপনার অক্ষর বসলে অক্ষরের মান অনুযায়ী পয়েন্ট পাবেন। আপনার চাল শেষে আপনাকে প্রতিপক্ষের চালের জন্য অপেক্ষা করতে হবে আর এজন্যই আপনার লাগবে ইন্টারনেট সংযোগ। একসাথে আপনি অনলাইনে বিশ জনের সাথে এই গেমটি খেলতে পারবেন। এই প্রতিপক্ষ হতে পারে আপনার ফ্রেন্ড (যার ডিভাইসে গেমটি ইন্সটল করা থাকতে হবে) কিংবা random বা অনির্দিষ্ট কোন প্রতিপক্ষ [র এর পর জ-ফলা দিতে পারছি না বলে ইংরেজিতেই random শব্দটি লিখতে হচ্ছে]। এর মাঝে প্রতিপক্ষের সাথে চ্যাট করবার সুবিধাও আছে।

ওয়ার্ড উইথ ফ্রেন্ডস ফ্রি (ভার্সন ৫.৩/১২ মেঃ বাঃ/ স্টার রেটিং ৪.৩) এ নোটিফিকেশন অপশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে যে আপনার প্রতিপক্ষ তার চালটি দিয়েছেন, এবার আপনার পালা। নেশা ধরে যাবার মত একটা ওয়ার্ড গেম।

ওয়ার্ডফিউড ফ্রি

ওয়ার্ডফিউড ফ্রি (ভার্সন ১.৩.১/৭৩৪ কিঃ বাঃ/স্টার রেটিং ৪.৫) উপরের গেমের মতই একটা ক্রসওয়ার্ড পাজল গেম। এর গেম বোর্ডটা ছোট আর এটি জায়গাও অনেক কম নেয়। যাদের ডিস্ক ক্যাপাসিটি/মেমোরির সমস্যা আছে তারা ওয়ার্ড উইথ ফ্রেন্ডস ফ্রি এর পরিবর্তে এই গেমটি চেষ্টা করতে পারেন। স্ক্রিনশট দেখুনঃ

একই সাথে ৩০ জন ফ্রেন্ড বা random প্রতিপক্ষের সাথে আপনি এই গেমটি খেলতে পারবেন। পুশ নোটিফিকেশনের মাধ্যমে আপনার পালাকে স্মরণ করিয়ে দেবে অনলাইনে খেলা এই গেমটি। প্রতিপক্ষের সাথে চ্যাট অপশনও থাকছে। হাল্কা অথচ ভাল একটা গেম।

স্ক্র্যাম্বল উইথ ফ্রেন্ডস ফ্রি

শব্দ তৈরির খেলা স্ক্র্যাম্বল উইথ ফ্রেন্ডস ফ্রি (ভার্সন ৪.৭৩/১৬ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৬) গেমটি হল আরেকটি মজার শব্দ তৈরির প্রতিযোগিতা। নির্দিষ্ট সময়ে আপনার প্রতিপক্ষকে (আপনার চেনা বন্ধু বা random কোন প্রতিপক্ষ) ৩-রাউন্ড এর ভেতর সবচেয়ে বেশী পয়েন্টের শব্দ তৈরি করে হারাতে হবে। ৪x৪ সাইজের বোর্ডে দেয়া অক্ষরগুলোকে আপনার আঙুলের ছোঁয়ায় (সাম্নে-পেছনে-উপরে-নিচে যেভাবে খুশী) শব্দ বানাতে হবে। প্রতিপক্ষের উপরে আপনার আধিপত্যের জন্য নানারকম পাওয়ার-আপ (ফ্রিজ টাইম, ইন্সপায়ার, স্ক্রাম্বল) ব্যবহার করতে পারবেন আপনি। উন্নত মানের গ্রাফিক্সের এই গেমটিও আপনার ভাল লাগবে। ইন্টারনেট সংযোগ লাগবে।

ওয়ার্ড সার্চ

ওয়ার্ড সার্চ (ভার্সন ১.১৪/২.০ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৪) গেমটি হল একটি বোর্ডে ছড়িয়ে থাকা অক্ষরের মাঝ থেকে লুকানো শব্দ বের করা। এই শব্দগুলোর তালিকা বোর্ডের নিচেই দেয়া থাকবে। উপর-নিচ-সামনে-পিছে-আড়াআড়ি যেভাবে ইচ্ছা আঙুলের স্পর্শে এই লুকানো সমস্ত শব্দ কত কম সময়ে আপনি বের করতে পারেন সেটাই হল চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জটা মূলতঃ নিজের সাথে নিজেরই। প্রদত্ত লিস্টের যে শব্দগুলো আপনি বের করে ফেলবেন সেগুলো কেটে দেয়া হবে। আপনার লক্ষ্য হবে যাতে লিস্টের সব শব্দই কাটা হয়ে যায়। স্ক্রিনশট লক্ষ্য করুনঃ

স্ক্র্যাবল ফ্রি

বিখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেক্ট্রনিক আর্টস ইনকর্পোরেটেড এর স্ক্র্যাবল ফ্রি (ভার্সন ১.১৬.১৩/৩২ মেঃ বাঃ/স্টার রেটিং ৩.৭) হল স্ক্র্যাবল এর অফিসিয়াল ভার্সন গেম। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিখ্যাত এই অফিসিয়াল ভার্সন গেমটি কেন শেষে দিলাম। কারণটা আর কিছুই নয়, এর রেটিং। যদিও দারুণ গ্রাফিক্স গেমটিকে আকর্ষণীয় করেছে, কিন্তু সম্ভবতঃ স্মার্টফোনে এর অভিজ্ঞতাটা সুখকর নয় (আর গেমটি জায়গা নেয় প্রচুর - ৩২ মেঃ বাঃ)। বেশ ধীর গতির রেসপন্স এর কারনেও গেমটি এখনও খুব একটা পছন্দ করতে পারিনি আমি। এর কারণ অবশ্য আমার ট্যাবলেটের ইন্টারনেট কানেকশনও হতে পারে।

এই গেমটিও আপনি আপনার ফ্রেন্ডস বা random প্রতিপক্ষের সাথে খেলতে পারবেন। এটি একটি ক্রস-প্ল্যাটফর্ম গেম, অর্থাৎ আপনি এনড্রয়েড ব্যবহারকারী হয়েও ইন্টারনেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড বা ফেসবুক ব্যবহারকারী কোন বন্ধুর সাথেও এটি খেলতে পারবেন। এছাড়া এতে আছে শব্দ যাচাই করবার জন্য একটি ডিকশনারি। আর আপনি উন্নত কি শব্দ তৈরি করতে পারতেন, আপনার চালের পর তা দেখানোর জন্য রয়েছে 'টিচার' ফিচারটি।

গেমটি একই সাথে ৫০ জন প্রতিপক্ষের সাথে খেলতে পারবেন আপনি। একটি ভাল ইন্টারনেট সংযোগ দরকার হবে আপনার। যারা অরিজিনাল স্ক্র্যাবলের খুব ভক্ত তারা এই গেমটি বেছে নিতে পারেন (তবে মনে রাখতে হবে গেমটি অনেক মেমোরি স্পেস নেয়)।

আজ এ পর্যন্তই। আসব আবার কিছু নতুন গেম/এপ্লিকেশন রিভিও নিয়ে তাড়াতাড়িই। সবাই ভাল থাকবেন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জটিল এবং কঠিন টিউন্স। ধন্যবাদ শেয়ার করার জন্য। বুঝার চেষ্টা করতেছি।
http://www.kazirhut.com

ধন্যবাদ ভাইয়া পোষ্টটি করার জন্য ।আমি চাই আপনি Arcade ,sports,strategy,racing,shooting,card/casino,action,adventure etc গ্রুপে পোষ্ট করেন

    @রাহিবুল হাসান: আমি আসলে সিরিয়াস কোন গেমার না। তাও চেষ্টা করে দেখব। কিছু লিখতে পারি কিনা। ধন্যবাদ।

Level 0

offline-এ খেলা যায়?

    @airborne: না, আপনাকে অনলাইন হতে হবে গেম সার্ভারে কানেক্ট করবার জন্য। তবে প্যাকেট ডাটা কমিয়ে খেলতে ‘পাস এন্ড প্লে’ অপশনে দুই বন্ধু খেলতে পারেন।