ছোটবেলা্য অনেকেই মুস্তফা গেমটি খেলে থাকবেন(আমি খেলতে পারি নাই, টাকা পয়সা দিত না 🙁 )। অনেকেই জানেন গেমটি পিসিতেও খেলা যায়। কিন্তু অনেকেই জানেননা এ গেমটি অ্যান্ড্রয়েড মোবাইলেও খেলা যায়। এর জন্য লাগবে একটি আর্কেড ইমুলেটর আর মুস্তফা রম।
আর্কেড ইমুলেটরের জন্য Tiger Arcade অথবা MAME4droid ব্যবহার করতে পারেন। আমি Tiger Arcade ব্যবহার করি।
প্রথমে ইমুলেটর ও রমটি নামান। তারপর মোবাইলে ইমুলেটরটি ইন্সটল দিন। রমটি sdcard/roms(Tiger Arcade এর ক্ষেত্রে) অথবা /sdcard/ROMs/MAME4all/roms ( MAME4droid এর ক্ষেত্রে) ফোল্ডারে রাখুন। তারপর ইমুলেটর চালু করুন। ইমুলেটরে রমটি সিলেক্ট করলেই গেম শুরু হবে।
আপডেট:
অনেক টিউনারগণই রম ফাইলটি নিয়ে সমস্যায় ছিলেন। তাই ইমুলেটরটির সাথে আমার মোবাইল হতে রম ফোল্ডারও জিপ করে দিয়ে দিলাম। আনজিপ করে ইমুলেটরটির এপিকে ইন্সটল করে রম ফোল্ডারটি এসডি কার্ডে রাখলেই হবে।
মুস্তফার সাথে বোনাস হিসেবে পাচ্ছেন স্ট্রিট ফাইটার ২ এবং স্ট্রিট ফাইটার ৩ আলফা।
লিংক সমুহ :
ইমুলেটর:
Tiger Arcade : http://slideme.org/application/tiger-arcade
MAME4droid (0.37b5) : https://play.google.com/store/apps/details?id=com.seleuco.mame4all
টাইগার আর্কেড ইমুলেটর+রম ফোল্ডার(মুস্তফা+স্ট্রিট ফাইটার ২ ও ৩):
কিছু স্ক্রীণশট :
আমি dracula_। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
iPhone এ অনেক খুজলাম ভাই, পাইলাম না 🙁 আপনার জানা আছে? থাকলে একটু জানাবেন