অ্যান্ড্রয়েড মোবাইলে খেলুন “মুস্তফা”(cadillacs and dinosaurs)

ছোটবেলা্য অনেকেই মুস্তফা গেমটি খেলে থাকবেন(আমি খেলতে পারি নাই, টাকা পয়সা দিত না 🙁 )। অনেকেই জানেন গেমটি পিসিতেও খেলা যায়। কিন্তু অনেকেই জানেননা এ গেমটি অ্যান্ড্রয়েড মোবাইলেও খেলা যায়। এর জন্য লাগবে একটি আর্কেড ইমুলেটর আর মুস্তফা রম।

আর্কেড ইমুলেটরের জন্য Tiger Arcade অথবা MAME4droid ব্যবহার করতে পারেন। আমি Tiger Arcade ব্যবহার করি।

প্রথমে ইমুলেটর ও রমটি নামান। তারপর মোবাইলে ইমুলেটরটি ইন্সটল দিন। রমটি sdcard/roms(Tiger Arcade এর ক্ষেত্রে) অথবা /sdcard/ROMs/MAME4all/roms ( MAME4droid এর ক্ষেত্রে) ফোল্ডারে রাখুন। তারপর ইমুলেটর চালু করুন। ইমুলেটরে রমটি সিলেক্ট করলেই গেম শুরু হবে।

আপডেট:
অনেক টিউনারগণই রম ফাইলটি নিয়ে সমস্যায় ছিলেন। তাই ইমুলেটরটির সাথে আমার মোবাইল হতে রম ফোল্ডারও জিপ করে দিয়ে দিলাম। আনজিপ করে ইমুলেটরটির এপিকে ইন্সটল করে রম ফোল্ডারটি এসডি কার্ডে রাখলেই হবে।
মুস্তফার সাথে বোনাস হিসেবে পাচ্ছেন স্ট্রিট ফাইটার ২ এবং স্ট্রিট ফাইটার ৩ আলফা।

লিংক সমুহ :

ইমুলেটর:

Tiger Arcade : http://slideme.org/application/tiger-arcade

MAME4droid (0.37b5) : https://play.google.com/store/apps/details?id=com.seleuco.mame4all

টাইগার আর্কেড ইমুলেটর+রম ফোল্ডার(মুস্তফা+স্ট্রিট ফাইটার ২ ও ৩):

http://www.rodfile.com/r8ur47qsbzuk/Tiger_arcade_Mustapha_street_fighter_2_street_fighter_3_alpha.zip.html

কিছু স্ক্রীণশট :


Level 0

আমি dracula_। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

iPhone এ অনেক খুজলাম ভাই, পাইলাম না 🙁 আপনার জানা আছে? থাকলে একটু জানাবেন

Level New

vai sbcard/rom khuje paina to aktu jodi details bolten ba screenshot diten
ami tiger acard namaici

Level New

vai amio khuje payne

    Level New

    @shahadat: vai uni bolen ni bt ami try korlam and open korte parci.apni sdcard e roms name akta foldar toiri kore or moddhe dino rakhun tailei hobe.eita ami tiger acard er khetre bollam.

      Level New

      @nayonb: ধন্যবাদ।

      Level 0

      @nayonb: হ্যা, ফোল্ডার না পেলে বানিয়ে নিলেই হবে। অথবা মেমরী কার্ডের যেকোন স্থানে রাখলেও হবে, সেক্ষেত্রে টাইগার আর্কেড ইমুলেটেরের অপশনে গিয়ে কুইক সার্চ অফ করে দিতে হবে।

      ভাবছি একসাথে ইমুলেটর+রম ফোল্ডারের জিপ ফাইল বানিয়ে দিয়ে দিব কিনা।

Level New

dracula vai eita ki save rakha jai na?gele kamne?ar aro onek game chai

    Level 0

    @nayonb: সেভ রাখা যায়। তবে তার জন্য ফুল ভার্সণ লাগে, যেটা এইমুহুর্তে আমার কাছে নেই। পরে কোন একসময় পেলে আপডেট করে দিব।
    পোস্টটি আপডেট করা হয়েছে। নতুন গেম স্ট্রিট ফাইটার ২ ও ৩ যোগ করা হয়েছে। এছাড়াও পছন্দের কোন গেম থাকলে বলতে পারেন, খুজে পেলে যোগ করে দিব।

Level 0

মস্তুফা যে কয়বার শেষ করছি হিসাব নাই

Level New

dracula vai amar finting game er caite car racing ba air fith eisob besi valo lage

    Level 0

    @nayonb: আসলে আর্কেড গেম গুলোর মধ্যে ফাইটার গেম গুলোই বেশি জনপ্রিয়। তাই ইমুলেটরগুলোতে বেশিরভাগ ফাইটিং গেমগুলোর সার্পোট দেয়া। ভাল ভাল রেসিং ও এয়ার ফাইটার গেমগুলো দুটো ইমুলেটরেই চলেনি।

Level 0

ভাই লিংক কাজ করে না। এরর দেখায়।
জদি সম্ভব হয় তাহলে আমার এই ইমেইল এ পাঠাইয়া দিয়েন।
saif367@gmail. com

লিংক কাজ করে না