অ্যান্ড্রয়েড মোবাইল এর জন্য ডাউনলোড করুন আযান, বোখারিশরীফ এবং বাংলা পত্রিকা

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।টেকটিউনসে এটা আমার প্রথম পোস্ট।আশাকরি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।কাজের কথায় আসি। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাবহার করেন তাদের জন্য মূলত এই পোস্ট।

আযানঃ আমি নিজে আযান এর অনেকগুলো অ্যাপস ব্যাবহার করেছি। তাদের মধ্য থেকে সব চাইতে ভাল দুটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যেটা ভাল লাগে সেটা ব্যাবহার করতে পারেন। ডাউনলোড করার পর ইন্সটল করে সেটিংস্‌ থেকে আমাদের দেশ,শহর, হানাফি মাহজাব ইত্যাদি সিলেক্ট করুন।আর অ্যালার্ম এ আযান সিলেক্ট   করে  দিন।

বিঃদ্রঃ আযান এর সব অ্যাপস  গুলতেই ওয়াক্ত হওয়ারর সাথে সাথে আযান (অ্যালার্ম) দেয়। সুতরাং যোহর এর ওয়াক্ত যদি ১২টায় হয় তাহলে আজানও ১২ টাতেই দিবে। আপনি  যদি ১ টা তে আযান শুনতে চান তাহলে মুল টাইম এর সাথে অতিরিক্ত ৬০ মিনিট যোগ করে দিন ব্যাস কাজ শেষ। আমি জানি আপনারা এগুলো জানেন তাও যারা জানেন না বা কখনও ব্যাবহার করেন নাই তাদের জন্য এত বিস্তারিত বললাম আর এটা আমার প্রথম পোস্ট তো তাই একটু ...... 🙂

                                         ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (২ মেগাবাইট)

                                   ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (১ মেগাবাইট)

   বোখারিশরীফ :  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।(১মেগাবাইট)

বাংলা পত্রিকাঃ আমি নিজে বাংলা পত্রিকার পড়ার জন্য শুরুতে প্রথমআলো অ্যাপসটি ব্যবহার করতাম। খুব ভাল অ্যাপস কিন্তু পরবর্তীতে নিউজ-হানট নামে এই অসাধারণ অ্যাপসটি পাই। এখানে  একসাথে তিনটি বাংলা পত্রিকা পাবেন (প্রথম আলো, কালেরকণ্ঠ, নয়া দিগন্ত) সাথে আরও একটি ইংরেজি পত্রিকাও পাবেন। ইন্সটল করে সেটিংস্‌ থেকে আমাদের দেশ সিলেক্ট করুন।

                 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।(১ মেগাবাইট) 

          ফাইল গুলো জিদ্দুতে আপলোড করা। কেপচা পুরন করে ডাউনলোড করুন।                                                                                                        আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে জানাবেন।

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস