আমার ব্লগ থেকে আমার কিছু প্রিয় Android Games দ্বিতীয় পর্ব

বিসমিল্লাহির রহমানির রাহিম। কেমন আছেন সবাই? আমার আগের পোস্ট থেকে উৎসাহিত হয়ে আরেকটা পোস্ট লিখে ফেললাম। আগের পোস্ট এ অনেক Visitor পেলেও comments পেয়েছি কম। ভেবেছিলাম ব্লগটা দেখে blospot গুরুরা কিছু ভালো ভালো উপদেশ দিবে। কিন্তু বুজতে পারলাম ব্লগ দেখা থেকেও Android apps & games এর প্রতি সবার আগ্রহ বেশি ছিলো। ব্লগ লেখার মজাই আলাদা যখন সবাই সেটা appreciate করে। তাছাড়া আমার প্রথম ব্লগতো emotional একটা ব্যাপার ও কাজ করছে। কথা না বাড়িয়ে আপনাদের সাথে দুটো জটিল গেম শেয়ার করি। এরকম গেম আগে আমরা শুধু মাত্র পিসিতেই খেলার কথা ভাবতে পারতাম। এখন মোবাইল এ খেলতে পারি।

যারা FPS-action গেম পছন্দ করেন তাদের সংগ্রহে রাখার মতো একটা জটিল মোবাইল গেম। বিস্তারিত বলতে গেলে শেষ কার যাবে না। Play Store থেকে দেখে নিন। লিঙ্ক এখানে Six-Guns তবে বলে রাখা ভালো 1.4MB দেখে খুশি হবেন না। আসলে গেমটা 396MB. আনেক ক্ষণ খেললে মোবাইল খুবি গরম হয়ে যায়। ভালো দিক হল গেমটি একদম ফ্রী।

আরেকটি একি রকম গেম। তবে খুব বেশি বড় নয়, মাত্র 37MB. এটাও ফ্রী। iGun Zombie. এটা আমার খুবি প্রিয় গেম। খেলাও খুবি সহজ। প্রতি Stage এর শেষে বস আসে। বিভিন্ন ধরনের GUN, Grenade ব্যাবহার করা যায়। Bullet Time use করে slow motion এর ব্যাবহারটা এটার সবচেয়ে ভালো দিক।

আমার আগের পোস্টটি এখানেঃ আমার ব্লগ থেকে আমার কিছু প্রিয় Android Games & Apps  

আমার ব্লগটি দেখে আসতে পারেন এখানে...

আমাদের Facebook group এ জয়েন করতে পারেন Android Users Of Bangladesh..

ভালো থাকবেন। শুভ রাত্রি।

Level 2

আমি সাহেবুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস