সবাইকে সালাম ও নতুন বছরের শুভেছা। সব সময় ইজি কাজে বিজি থাকি। তাই আপনাদের কাছ থেকে সময় নিলেও সময় দিতে পারিনা। মানে আপনাদের টিউন পরলেও টিউন করা হয়না। আমি যা জানি তার বেশীর ভাগই টেকটিউনস থেকে শেখা। তাই আমার লেখা শুধু টেকটিউনস এর জন্যই লেখা।
প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। অনেক আনন্দ নিয়ে একটা Galaxy SII কিনে আনলাম। আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করলাম। আমার gmail এ 2-step verification অন করা ছিল। তাই application specific passwordদিয়ে কানেক্ট করতে হল। জানেন নিশ্চই এটা auto generated password, জা কিনা পরে আর পাওয়া যায়না। তারপর একদিন সেই ফোনটা লক করে ফেললাম। লক খোলার জন্য মোবাইল gmail ID & Password চাইলো। কিন্তু আমিতো auto generated password মনে রাখি নাই। পরে সেই লক আর কোন ভাবেই খুলতে পারি নাই। কত নেট ঘাতঁটলাম, আর্টিকেল পড়লাম, Google forum এ হেল্প চাইলাম, মেইল করলাম + সবার বকাও খাইলাম কিন্তু কাজ হল না। এমন কি hard reset দিলেও কাজ হয়না। আবারও লক হয়ে যায়। Galaxy S এ এই লক খোলার একটা উপায় পেলাম যেটা SII তে কাজে আসলো না। তারপর নিজেই একটা উপায় বের করলাম, কাজ ও হল। কিন্তু সেটা শেখানো যাবেনা তাহলে চোররা আমার প্রতি সারা জীবন ক্রতজ্ঞ থাকবেন। তবে কারো একি বিপদ হলে, চোরাই সেট না হলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব।
সতর্কতাঃ
আর যারা আমার মত বিপদে পড়তে চান না তার কখনোই 2-step verification চালু করা এবং auto generated password দিয়ে মোবাইল কানেক্ট করবেন না। সবসময় যে password use করেন সেটাই ব্যাবহার করবেন। এটা সকল android based smart phone এর ক্ষেত্রে প্রযোজ্য।
টিপসঃ
১। Hard reset, factory reset দেয়ার জন্য এই লিঙ্কটা দেখতে পারেন।
http://www.hard-reset.com/samsung-i9100-galaxy-s2-hard-reset.html
২। Kies software যারা use করেন, যদি USB connect করতে problem হয় তাহলে এভাবে চেষ্টা করে দেখেনঃ
i। unplug the USB cable
ii। Go to Settings>Applications>Development USB debugging
টিক দেয়া থকলে উঠিয়ে দিন। আর না দেয়া থাকলে দিয়ে দিন।
iii। Reconnect to PC via USB
** Kies এর বিকল্প হিসেবে MyPhoneExplorer ব্যাবহার করতে পারেন। আমি ব্যাবহার করি। Download Link:
http://www.fjsoft.at/en/downloads.php
৩। *#0*# চেপে Testing Mode এ যেয়ে নিচের জিনিস গুলো test করতে পারেন।
ভালো লাগলে কিনবা কোন সাহাযের জন্য কমেন্ট করতে পারেন। ব্যস্ত না থাকলে সব কমেন্টর এর উত্তর দিব। সবাই ভালো থাকবেন।
আমি একটা ব্লগ লেখা শুরু করেছি Android apps গুলোকে পরিচয় করিয়ে দেবার জন্য। চাইলে ঘুরে আসতে পারেন। AirAndroid
Facebook group এ জয়েন করতে পারেন Android Users Of Bangladesh.
আমি সাহেবুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
khub bhalo uddog, emon ekta helpline thakle bhalo hoy,