এই মুহূর্তে আমরা বেশিরভাগ লোকই একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছি। একটি স্মার্টফোন কেনার পর, আমরা অনেকেই বিভিন্ন মোবাইল অ্যাপ ইন্সটল করে থাকি, যেগুলো আমাদের প্রয়োজন পড়ে। গুগল প্লে স্টোরে এরকম অনেক অ্যাপ রয়েছে, যেগুলো আমাদের ফোনের কাজের ধরন ব্যাপকভাবে পরিবর্তন করে দিতে পারে।
তবে, এই মুহূর্তে আপনি যেসব অ্যাপ ব্যবহার করছেন, সেগুলোর চাইতে আমরা আরো কিছু সেরা অ্যাপ বের করেছি, যেগুলো আপনার লাইফস্টাইল থেকে শুরু করে, প্রোডাক্টিভিটি সহ যাবতীয় কাজের জন্য অবশ্যই দরকার। আর তাই, একটি ফোন কেনার পর অবশ্যই সর্বপ্রথম এই মোবাইল অ্যাপ গুলো আপনার ডিভাইসে ইন্সটল করা উচিত।
পিসি, ট্যাবলেট সহ আরো অনেক ডিভাইসে অনেকেই বিভিন্ন সময়ে VLC Media Player ব্যবহার করেছেন। ভিএলসি মিডিয়া প্লেয়ার এর পিসি অ্যাপের পাশাপাশি একটি স্মার্টফোন অ্যাপ ও রয়েছে, যা অ্যান্ড্রয়েড এর জন্য একটি সেরা ভিডিও প্লেয়ার গুলোর মধ্যে থেকে অন্যতম একটি। এই ভিডিও প্লেয়ারটির সবচেয়ে ভালো দিকটি হল, এটি বিনামূল্যের একটি ওপেন সোর্স এবং বিজ্ঞাপণ মুক্ত একটি অ্যাপ।
এই ভিডিও প্লেয়ার টি অন্যান্য স্টক ভিডিও প্লেয়ারের তুলনায় অনেক বেশি ভিডিও ফরমেট সাপোর্ট করে। এছাড়াও, এই অ্যাপসটিতে আপনি Subtitle Add, Dual Audio Support এবং Equalizer সহ আরো অনেক দরকারি ফিচার পাবেন। এমনকি আপনি এই অ্যাপসটি কে একটি পূর্ণাঙ্গ মিউজিক প্লেয়ার হিসেবে ও ব্যবহার করতে পারেন এবং এতে Playlist ও তৈরি করতে পারবেন।
Official Download @ VLC for Android
আপনি যদি বেশিরভাগ লোকের মত প্রতিমাসে নিজের টাকা ম্যানেজ করতে ব্যর্থ হন, তাহলে আপনার এই আর্থিক অবস্থা স্মার্টভাবে ম্যানেজ করার জন্য YNAB অ্যাপসটি আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। আপনি এই অ্যাপটি ব্যবহার করে আপনার প্রতি মাসের বেতনের টাকা বা একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বিভিন্ন কাজের বাজেটের জন্য সেট করে রাখতে পারবেন।
উদাহরণস্বরূপ, আপনার খাবারের বিলের জন্য কত টাকা খরচ করতে চান, চিকিৎসার জন্য, গাড়ি ভাড়ার জন্য, ফোন বিলের জন্য কিংবা ভ্রমণের বাজেট টাকার অংকে আলাদা আলাদা ভাবে লিখে সেট করতে পারবেন।
এই অ্যাপসটি আপনাকে আপনার আর্থিক পরিস্থিতির একটি সামগ্রিক অবস্থা ম্যানেজ করতে সাহায্য করে। সেই সাথে, এটি আপনার আয় এবং ব্যয়ের হিসাব গুলো করা সহজ করে দেয়।
Official Download @ YNAB
Microsoft To Do হলো এমন একটি চমৎকার অ্যাপ, যা আপনার প্রতিদিনের কাজগুলোকে সতর্কতা এবং কাস্টমাইজেশনের মাধ্যমে আমি পরিচালনা করতে সহায়তা করে। এটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের টাস্ক গুলোকে কাস্টমাইজ করতে পারেন।
এই অ্যাপসটিতে Synchronization ফিচারও রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ পিসিতে ও একই সাথে Microsoft To Do ব্যবহার করতে পারেন। এ ধরনের টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ গুলো আপনাকে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো ফোকাস রাখতে সাহায্য করতে পারে। যার ফলে, কোন কাজ করতে আপনার বিলম্ব কম হয়।
Official Download @ Microsoft To Do
উবার হলো একটি জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস। এই সার্ভিসটি বিশ্বব্যাপী বিভিন্ন দেশে Available রয়েছে। তাই আপনি এই মুহূর্তে দেশে কিংবা বিদেশের যেখানেই থাকুন না কেন, Uber অ্যাপসটি অবশ্যই আপনার মোবাইলে ইন্সটল থাকা উচিত। এর ফলে, আপনি যে কোন জায়গায় গিয়ে কোন গন্তব্যে যাওয়ার জন্য খুব সহজেই রাইডের জন্য রিকোয়েস্ট করতে পারবেন।
এটি ব্যবহার করে আপনি রিয়েল টাইম ড্রাইভারের লোকেশন ট্র্যাক করতে পারবেন। এছাড়াও, আপনি এটি ব্যবহার করার সময় আপনার বাজেটের সাথে মানানসই গাড়ি সমূহ বাছাই করে নিয়ে আপনার গন্তব্যে যেতে পারবেন।
Official Download @ Uber
Bitwarden হলো অ্যান্ড্রয়েড এর জন্য একটি বিনামূল্যের ওপেন সোর্স পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ। আপনি আপনার বিভিন্ন অনলাইন একাউন্টগুলোর পাসওয়ার্ড নিরাপদে সেভ করে রাখার জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এটি একাধিক ডিভাইসে এক্সেস যোগ্য।
এই অ্যাপসটিতে Auto Fill এর ফিচার ও রয়েছে, যা আপনি সেটিংস মেনু থেকে এক্টিভ করতে পারেন। এর মাধ্যমে, আপনি আপনার ডিভাইসে বিভিন্ন অ্যাকাউন্টে লগইন করার সময় পাসওয়ার্ড গুলো অটোমেটিক বসিয়ে দ্রুত সময় লগইন করার সুবিধা পাবেন। আপনার সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা দূর করার জন্য আপনার ফোনে অবশ্যই Bitwarden মোবাইল অ্যাপসটি ইন্সটল থাকা উচিত।
Official Download @ Bitwarden
আপনি সম্ভবত ইতিমধ্যেই ChatGPT সম্পর্কে শুনে থাকবেন এবং ইতিমধ্যে এটি ব্যবহারও করেছেন। এখন ChatGPT এর মোবাইল অ্যাপ রয়েছে। আর তাই, আপনি যদি কোন একটি প্রশ্নের তাৎক্ষণিক উত্তর চান, তাহলে গুগলে অনুসন্ধান করার চাইতে ChatGPT-তে প্রশ্ন করুন এবং প্রশ্নটির তাৎক্ষণিক উত্তর নিন।
প্রকৃতপক্ষে, আপনি এটি ব্যবহার করে দৈনন্দিন বিভিন্ন কাজে সহযোগিতা নিতে পারেন। এসবের মধ্যে যেমন, আপনার জন্য একটি ইমেইল লিখে নেওয়া, কবিতা লেখা, গল্প লেখা, কোন একটি ভাষা অনুবাদ করা, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে নেওয়া, ব্লগ টপিক আইডিয়া নেওয়া এবং রান্নার টিপস নেওয়া থেকে শুরু করে আরো যাবতীয় কাজগুলো করে নেওয়া যায়।
তাই, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে আরও বেশি স্মার্ট করতে আপনার অবশ্যই ChatGPT মোবাইল অ্যাপস টি ইনস্টল থাকা উচিত।
Official Download @ ChatGPT
Snapseed হলো গুগলের তৈরি একটি ফটো এডিটিং অ্যাপ, যা এই মুহূর্তে বাজারে থাকা সেরা ফটো এডিটিং অ্যাপস গুলোর মধ্য থেকে অন্যতম একটি। এটি আপনার পছন্দ অনুযায়ী আপনার ফটোকে এডিট করে দিতে পারে। Snapseed অ্যাপে রয়েছে অনেক পাওয়ারফুল টুল, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফটোকে অনেক বেশি Enhanced করতে পারবেন।
আপনি এটি ব্যবহার করে আপনার ফটোতে ফিল্টার যোগ করতে পারেন, কালার এডজাস্ট করতে পারেন, Crop অথবা Expand এবং সেই সাথে ফটোতে আরো অনেক কিছু যোগ করতে পারবেন।
সব মিলিয়ে আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে ফটোগ্রাফি করে থাকেন, তাহলে Snapseed আপনার জন্য সেরা একটি মোবাইল অ্যাপ হতে পারে। আর তাই, আপনার ফোনে অবশ্যই এই অ্যাপটি শুরুতেই ইনস্টল করা উচিত।
Official Download @ Snapseed
নজর করা সব ভিজুয়াল গ্রাফিক্স তৈরি করার জন্য এখন থেকে আপনাকে আর গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না। কারণ, Canva-তে রয়েছে বিনামূল্যেই অনেক টেমপ্লেট, যেগুলো ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া Post, প্রেজেন্টেশন, টিউনার, ইউটিউব থাম্বনেইল সহ আরো অনেক কিছু তৈরির ডিজাইন তৈরি করতে পারবেন।
এছাড়াও, এই অ্যাপসটিতে রয়েছে অনেক ফ্রি স্টক ফটো এবং ডিজাইন এলিমেন্ট, যেগুলো ব্যবহার করেও আপনি যেকোনো সময় বিভিন্ন প্রজেক্টের জন্য গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। আপনি যদি এটির এআই ফিচার, স্টক ফটো, এবং সমস্ত টেমপ্লেট গুলো অ্যাক্সেস পেতে চান, তাহলে আপনাকে Canva Pro অ্যাকাউন্টে আপগ্রেড করতে হবে।
দ্রুত সময়ে আপনার জন্য একটি সেরা গ্রাফিক্স তৈরি করার জন্য আপনার ফোনে অবশ্যই Canva অ্যাপসটি থাকা উচিত।
Official Download @ Canva
আপনি যদি আপনার ফোনে ইন্সটল থাকা অ্যাপসগুলোর Unauthorized Access বন্ধ করতে চান কিংবা সেগুলোর জন্য সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করতে চান, তাহলে আপনার অবশ্যই AppLock মোবাইল অ্যাপসটি ব্যবহার করা উচিত। এটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো যেমন: Facebook, WhatsApp, Gallery, Messenger, Snapchat, Instagram, SMS, Contacts এবং Gmail সহ আরো গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো হাইড করে রাখতে পারবেন।
এই অ্যাপটি আপনার ফোনে ইন্সটল থাকা অবস্থায় একটি গ্যালারি অ্যাপের মত হয়ে থাকে। আর কেউ যদি এটিতে ক্লিক ও করে, তবুও সে এটিকে একটি গ্যালারি অ্যাপ হিসেবেই বিবেচনা করবে। কিন্তু, আপনি এটি ব্যবহার করে যেকোন গুরুত্বপূর্ণ অ্যাপ অন্যের কাছ থেকে হাইড করে রাখতে পারবেন।
Official Download @ AppLock
মোবাইল ব্যবহার করে গোপনে কোন কিছুর ভিডিও করার জন্য Third Eye-Smart Video Recorder অন্যতম সেরা একটি মোবাইল অ্যাপ। আপনি যখন স্বাভাবিকভাবে মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করেন, তখন ফোনের ডিসপ্লে চালু রাখতে হয় এবং এক্ষেত্রে চারপাশের মানুষজন তা বুঝতে পারবে।
তবে, আপনি যদি এই ভিডিও রেকর্ডার অ্যাপসটি ব্যবহার করেন, তাহলে আপনি মোবাইলের ডিসপ্লে অন রেখে ও চারপাশের ভিডিও করতে পারবেন। তাই, আপনার চারপাশে হওয়া বিভিন্ন অপরাধমূলক কাজের ভিডিও ধারণ করার জন্য আপনি অবশ্যই এই ভিডিও রেকর্ডার অ্যাপসটি আপনার স্মার্টফোনে রাখতে পারেন।
Official Download @ Third Eye
কিছু অ্যাপস রয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন কাজকে আরো অনেক সহজ করে দিতে পারে। এসব অ্যাপস গুলোর মধ্যে থেকে, আজকের আলোচনা করা ৮ টি অ্যাপস অন্যতম। আপনি এগুলো ব্যবহার করার মাধ্যমে দৈনন্দিন লাইফস্টাইল, প্রডাক্টিভিটি সহ আরো যাবতীয় কাজে তাৎক্ষণিক সহযোগিতা পেতে পারেন।
তাই, আপনার ফোনের উত্তম ব্যবহারে নিশ্চিত করতে, আপনি অবশ্যই প্রথমেই এই ৮ টি মোবাইল অ্যাপস ইন্সটল করে নিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)