Whatsapp অ্যাপ থেকে ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করার সেরা ৩ টি উপায়

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে Whats App একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে। Whats App সাহায্য আপনি খুব সহজেই আপনার বন্ধুদের অথবা পরিবারের মানুষদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবেন। আমার পছন্দের ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এসব ফিচারের জন্য Whats App একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। Whats App এ রয়েছে ইউজার ফ্রেন্ডলি মেসেজিং সিস্টেম। যা আপনার প্রয়োজনকে আরো বেশি মজার করে তুলবে।

Whats App ছবি, ভিডিও, ডকুমেন্টস এগুলো সবার কাছে ভালো নাও লাগতে পারে। আপনি কি জানেন? Whats App মূলত একটি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হিসাবেই বানানো হয়েছে। তবে বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য এর সাথে ভিডিও, ছবি, ডকুমেন্টস পাঠানোর সিস্টেম যুক্ত করা হয়েছে। Whats App এই ফিচারগুলো আসলেই অনেক উপকারী ফিচার। তবে Whats App এই ভিডিও, ছবিগুলো অটোমেটিক আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যায়। মূলতে এখানেই প্রায় সব ইউজারের অভিযোগ৷ প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় সব ইমেজ অথবা ভিডিও ডিভাইসে অটোমেটিক সেভ হয়, যা পরে বিরক্তিকর হয়ে যায়। কারণ এই সেভ হওয়া ভিডিও, ইমেজগুলোকে পরবর্তী বাছাই করে ডিলেট করতে হয়। যা অনেক সময় সাপেক্ষ আর বিরক্তিকর কাজ।

Whats App অটোমেটিক ফাইল সেভ করার পিছনেও একটি মজার উদ্দেশ্য আছে। আপনি এই বিষয়ে জানলে হয়ত ভাববেন আমাদের ডিভাইসে সেভ হয় এটাই ভালো। Whats App যখন অনলাইনে বিস্তার লাভ করে তখন Whats App তার প্রাইভেসি পলিসিতে পরিস্কারভাবে উল্লেখ করে যে ব্যবহারকারীর পাঠানো ভিডিও, ছবি, অন্যান্য ডকুমেন্টস তাদের ডিভাইস ডেটাবেইসে সংরক্ষণ করে রাখবে না। ব্যবহারকারীর পাঠানো ভিডিও, ছবি, অন্যান্য ডকুমেন্টস তাদের স্টোরেজে সেভ করে রাখবে। যাতে ব্যবহারকারী পরবর্তী তার ইচ্ছামতো সেই সমস্ত ফাইল মুছে ফেলতে পারে।

বন্ধুরা, আপনার কাছে Whats App ফাইলগুলো অটোমেটিক সেভ হওয়া যদি একটি বিরক্তিকর কারণ হয় তাহলে আজকের পোস্টটি আপনার জন্য অনেক হেল্পফুল একটি টিউন হবে। আজকের টিউনে আমরা দেখবো হোয়াটস অ্যাপে ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করার অসাধারণ ৩ টি উপায়। তো চলুন দেখে নেওয়া যাক অসাধারণ সেই উপায়গুলো - কীভাবে Whats App ছবি, ভিডিও সেভ ডিভাইসে সেভ হওয়া বন্ধ করবেন?

১. ডিফল্ট মিডিয়া ভিসেবিলিটি সেটিং - Default Media Visibility Setting

হোয়াটস অ্যাপে ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করার জনপ্রিয় একটি উপায় হলো ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিং। আপনি এই ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিং দ্বারা হোয়াটস অ্যাপ থেকে ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া ঠেকাতে পারবেন৷ ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিং চালু করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন।

১. প্রথমে আপনারা আপনাদের Whats App অ্যাকাউন্ট ওপেন করুন৷ তারপর ডান কোণের একদম উপরে থ্রি-ডট মেনুবারে ক্লিক করুন।

২. এবার আপনারা নীচ থেকে Settings অপশনে ক্লিক করবেন।

৩. তারপর আপনারা Chats অপশনে ক্লিক করবেন।

৪. এবার আপনারা Media Visibility অপশনটি Turn Off করে দিবেন।

এভাবেই আপনারা খুব সহজেই Default Media Visibility Setting ব্যবহার করে Whats App থেকে ছবি, ভিডিও অটোমেটিক সেভ হওয়া বন্ধ করতে পারবেন।

২. নিদিষ্ট ফ্রেন্ড বা গ্রুপের ছবি, ভিডিও স্টোরেজে সেভ হওয়া বন্ধ করুন

হোয়াটস অ্যাপে নিদিষ্ট বন্ধুর অথবা নিদিষ্ট কোনো চ্যাটিং গ্রুপের ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া আটকানোর জন্য এই সেটিংগুলো করতে পারেন। এতে নিদিষ্ট কোনো বন্ধুর অথবা নিদিষ্ট কোনো চ্যাটিং গ্রুপের ছবি, ভিডিও আপনার ডিভাইসের গ্যালারিতে সেভ হওয়া বন্ধ হবে। যদিও এই সেটিংটি তেমন কেউ ব্যবহার করে না। তবুও আপনার প্রয়োজন হলে আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করে নিদিষ্ট বন্ধুর অথবা নিদিষ্ট কোনো চ্যাটিং গ্রুপের ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করতে পারবেন।

১. নিদিষ্ট ফ্রেন্ড বা গ্রুপের ছবি, ভিডিও ডাউনলোড বন্ধ করতে, আপনি আপনার যে ফ্রেন্ডের চ্যাটিং থেকে ছবি, ভিডিও ডাউনলোড বন্ধ করতে চাচ্ছেন আপনি আপনার সেই ফ্রেন্ডের মেসেজ ওপেন করুন। তারপর থ্রি-ডট মেনুবারে ক্লিক করুন।

২. এবার আপনাদের ফ্রেন্ডের জন্য "View Contact" আর আপনাদের গ্রুপের জন্য হলে "Group Option" ক্লিক করুন।

৩. তারপর স্ক্রোল করে একটু নিচে আসবেন আর "Media Visibility" অপশনে ক্লিক করবেন।

৪. এবার আপনারা মিডিয়া সেটিং থেকে No করে Ok অপশনে ক্লিক করবেন।

এভাবেই আপনারা Whats App থেকে নিদিষ্ট ফ্রেন্ড বা গ্রুপের ছবি, ভিডিও অটোমেটিক সেভ হওয়া বন্ধ করতে পারবেন। বর্তমানে এই সেটিং তেমন ব্যবহার না হলেও বেশ কাজের একটি সেটিং। আপনি চাইলে এই সেটিং করে আপনারা নিদিষ্ট ফ্রেন্ড বা গ্রুপের ছবি, ভিডিও অটোমেটিক সেভ হওয়া বন্ধ করতে পারবেন।

৩. ".Nomedia" ফাইল তৈরি

হোয়াটস অ্যাপে থেকে ছবি, ভিডিও, ডকুমেন্টস সহ যাবতীয় সমস্ত কিছু গ্যালারিতে অথবা ফাইল ম্যানেজার অটোমেটিক সেভ হওয়া বন্ধ করার জনপ্রিয় একটি উপায় হলো এই ".Nomedia" ফাইল তৈরি করা। এই ".Nomedia" ফাইলটি দেখতে খুব সাধারণ একটি ফাইল হলেও এর কাজ বেশ জটিল। হোয়াটস অ্যাপ থেকে অটোমেটিক ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বাধা প্রদান করে ".Nomedia" ফাইল। আপনি যদি Whats App image File একটি ".Nomedia" ফাইল তৈরি করে রাখতে পারেন তাহলে হোয়াটস অ্যাপ থেকে ছবি, ভিডিও আপনার গ্যালারিতে সেভ হতে পারবে না।

আপনার ফোনটি যদি পুরোনো হয় তাহলে ".Nomedia" ফাইল তৈরি করার জন্য প্লে-স্টোর থেকে File Explore নামে অ্যাপটি আপনার ডিভাইসে ইন্সটল করে নিবেন। তারপর Whats App ইমেজ ফোল্ডারটি খুঁজে বের করবেন৷

আর আপনার ডিভাইস টি যদি আপডেট ভার্সনের ডিভাইস হয়ে থাকে তাহলে আপনি File Explore অ্যাপ ছাড়াই খুব সহজেই ".Nomedia" ফাইল তৈরি পারবেন। ".Nomedia" ফাইল তৈরি করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন।

১. প্রথমেই আপনি File Explore অথবা আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার স্টোরেজ টি ওপেন করুন।

এবার আপনারা যদি আপনাদের ফাইল ম্যানেজারটি File Explore দিয়ে ওপেন করেন তাহলে Whats App ইমেজ ফোল্ডারটি খুঁজে বের করুন। এছাড়া আপনি যদি নিজস্ব ফাইল ম্যানেজার দিয়ে কাজটি করতে চান তাহলে নিচের ধাপে Whats App ইমেজ ফোল্ডারটি খুঁজে বের করুন।

• File Manager > Android > Media > com.Whatsapp > WhatsApp > Media > WhatsApp Images

২. এবার আপনারা মেইন ইমেজ ফোল্ডারে একটি ".Nomedia" ফাইল তৈরি করুন।

ব্যাস আপনাদের কাজ কমপ্লিট। এভারেজ ".Nomedia" ফাইল তৈরি করে আপনি খুব সহজেই হোয়াটস অ্যাপ থেকে আপনার ডিভাইসের স্টোরেজে ছবি, ভিডিও সেভ হওয়া বন্ধ করতে পারবেন। ".Nomedia" ফাইল তৈরি করে Whats App সমস্ত ইমেজ অথবা ভিডিও অটোমেটিক সেভ হওয়া বন্ধ করার বেশ জনপ্রিয় একটি মাধ্যম। আপনি চাইলে ".Nomedia" ফাইল তৈরি করতে পারেন।

শেষ কথা

বন্ধুরা, হোয়াটস অ্যাপের ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করার সেরা ৩ টি উপায় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনি চাইলে আজ থেকেই যেকোনো একটি সেটিং করে Whats App থেকে ইমেজ, ভিডিও অটোমেটিক স্টোরেজে সেভ হওয়া বন্ধ করতে পারবেন। আজকের এই হোয়াটস অ্যাপের ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করার সেরা ৩ টি উপায় আপনার কাছে অনেক হেল্পফুল একটি টিউন হবে।

হয়ত আজকের এই ট্রিকটি অনেকেই জানেন। তবে এক সময় আমি নিজেও এই ট্রিকস জানতাম না। whatsapp থেকে অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের ছবি ফাইল সেভ হওয়ার পর সেগুলোকে আলাদা করে ডিলিট করার জন্য নিজের প্রয়োজনীয় অনেক সময় ব্যয় হতো। যা বিশেষ করে আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগতো। এজন্য আমি এই সমস্যার সমাধান অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। আশাকরি এই ট্রিকসটি আপনাদেরও অনেক কাজে আসবে। এছাড়াও আজকের টিউন নিয়ে কারো কোন সমস্যা থাকলে অবশ্যই তা টিউমেন্ট করে জানাবেন।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, হোয়াটস অ্যাপের ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করার সেরা ৩ টি উপায়! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস