আমরা যারা লো বাজেট এবং কম কনফিগারেশন এর ফোন ব্যবহার করে থাকি, তাদের ক্ষেত্রে প্রায়ই বিভিন্ন Android Apps আনইন্সটল করার বিষয়টি অস্বাভাবিক নয়। এছাড়াও আমরা আরো বিভিন্ন কারণে আমাদের ডিভাইস থেকে সাময়িকভাবে অব্যাহত অ্যাপ গুলোকে আনইন্সটল করে দেই।
যাইহোক, আমরা যখন একটি মোবাইল অ্যাপ বা গেমস আমাদের ফোন থেকে ডিলিট করে দেই, তখন পরবর্তীতে আবার সেই অ্যাপস বা গেমসটি আমাদের প্রয়োজন হতে পারে, যা আমাদেরকে ডাউনলোড করতে হয়। আপনি গুগল প্লে স্টোর থেকে যেসব অ্যাপস ইন্সটল করেন, সেগুলোর রেকর্ড সেখানে থাকে। আর এগুলো আনইন্সটল করলে আপনি পরবর্তীতে সেই লিস্ট থেকে পূর্বে ইন্সটল করা অ্যাপস গুলোকে বেছে নিয়ে আপনার ডিভাইসে ইন্সটল করার সুযোগ পাবেন।
আপনি যেসব অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলেন, সেসব অ্যাপস গুলোর রেকর্ড প্লে স্টোরে সংরক্ষিত থাকে। এখন আপনি যদি সেসব অ্যাপ আনইন্সটল করেন, তাহলে সেই রেকর্ড থেকে অ্যাপস গুলো আবার রিকভার করার সুযোগ পাবেন। এখানে আপনার শুরুতেই জেনে রাখা ভালো হবে যে, আপনি কিন্তু কোন ইমেজ বা ভিডিওর মত ডাটা লস ছাড়া অ্যাপস গুলো রিকভার করার সুযোগ পাবেন না।
এক্ষেত্রে আপনি প্লে স্টোরে শুধুমাত্র সেসব অ্যাপসগুলোর তালিকা পাবেন, যেখান থেকে আপনাকে অ্যাপ গুলো খুঁজে নিয়ে ইন্সটল করতে হবে। গুগল প্লে স্টোরের বাইরে ইন্সটল করা অ্যাপস আপনি এই পদ্ধতিতে রিকভার করতে পারবেন না।
তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক, আপনি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আনইন্সটল করা অ্যাপস এবং গেমগুলোকে রিকভার করতে পারেন।
আপনি যদি মোবাইল ফ্যাক্টরি রিসেট করেন, তাহলে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করা সমস্ত অ্যাপসগুলো আনইন্সটল হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনাকে আবার অ্যাপস গুলো ইন্সটল করার প্রয়োজন পড়বে।
পূর্বে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করা অ্যাপস গুলো রিকভার করার জন্য নিচের স্টেপ গুলো অনুসরণ করুন।
১. এজন্য প্রথমে Google Play Store অ্যাপটি ওপেন করুন। এরপর উপরের ডান দিকের গুগল একাউন্ট আইকনে ক্লিক করুন।
২. এবার এখান থেকে Manage Apps and Device অপশনে ট্যাপ করুন।
৩. তারপর এখান থেকে Manage অপশনে যান এবং Installed অপশনে ক্লিক করুন।
৪. এবার এখানে থাকা, Not Installed অপশনে ট্যাপ করুন।
৫. এখন আপনি তালিকাতে আপনার মোবাইলে পূর্বে ইন্সটল থাকা অ্যাপসগুলোর তালিকা দেখতে পাবেন। যেখান থেকে আপনি চাইলে একসাথে অনেকগুলো অ্যাপস সিলেক্ট করে ইন্সটল করতে পারবেন।
৬. এখন আমি যদি কয়েকটি অ্যাপস একসাথে ইন্সটল করতে চাই কিংবা নির্দিষ্ট কোন অ্যাপ ইন্সটল করার জন্য, সেই অ্যাপস গুলোর উপর ক্লিক করে সিলেক্ট করুন। তারপর উপরে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করুন।
৭. এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে পূর্বে আনইন্সটল করা অ্যাপস গুলো রিকভার হতে থাকবে। অর্থাৎ, আপনার সিলেক্ট করা অ্যাপসগুলো এখন ধারাবাহিকভাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে ইন্সটল হতে থাকবে।
পূর্বে ইন্সটল করা অ্যাপসগুলো রিকভার করার জন্য গুগল প্লে স্টোরে অ্যাপের Manage অপশনে আসার আগে এটি নিশ্চিত করুন যে, আপনি সঠিক অ্যাকাউন্টটি দিয়ে গুগল প্লে স্টোরে লগইন করেছেন। অর্থাৎ, পূর্বে অ্যাপ ইন্সটলের সময় আপনি যে গুগল একাউন্টটি ব্যবহার করেছিলেন, এখনো সেসব অ্যাপস রিকভার করার জন্য একই Google একাউন্টে ব্যবহার করুন। কারণ, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সময়, গুগল একাউন্টেই আপনার অ্যাপ ইন্সটলের হিস্টোরি গুলো জমা হয়ে রয়েছে।
আপনি গুগল প্লে স্টোর ছাড়াও আপনার ডিভাইস থেকে ইন্সটল করা অ্যাপসগুলো রিকভার করার জন্য থার্ড পার্টি রিকভার টুলস অথবা গুগলের নিজস্ব ব্যাকআপ সার্ভিস ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে গুগলের নিজস্ব ব্যাকআপ সার্ভিস রয়েছে। আপনি চাইলে ফোনের অ্যাপস গুলো ব্যাকআপ এবং রিকভার করার জন্য Google One ব্যাকআপ সার্ভিস ব্যবহার করতে পারেন।
এটি আপনার ফোনের মেসেজ, অ্যাপস, কন্টাক্ট লিস্ট এর মত বিষয়গুলো ব্যাকআপ করে রাখতে পারে। আপনি যখন ফোনকে ফ্যাক্টরি রিসেট করেন, তখন পূর্ববর্তী ইন্সটল থাকা অ্যাপসগুলো ইন্সটল করার জন্য এই ব্যাকআপ সার্ভিসটির সুবিধা নিতে পারেন। Google One ও মূলত আপনার ফোনে ইন্সটল থাকা অ্যাপসগুলোর গুগল প্লে স্টোর লিংক সংরক্ষণ করে। এতে করে, পরবর্তীতে আবার গুগল প্লে স্টোর থেকেই সেসব অ্যাপস গুলো ডাউনলোড করতে হয়।
যাইহোক, আনইনস্টল করার অ্যাপস গুলো রিকভার করার জন্য Google One এর পরিবর্তে গুগল প্লে স্টোরের মাধ্যমেই ইনস্টল করাই অনেক ভালো। কেননা, এখানে ও একই একাউন্টে আপনার ইন্সটল করা অ্যাপসগুলোর তথ্য সেভ করা রয়েছে।
এছাড়া ও আরো অনেক থার্ড পার্টি ব্যাকআপ সার্ভিস রয়েছে, যেগুলো দিয়ে মোবাইলের অ্যাপ ইন্সটল এর তথ্যগুলো ব্যাকআপ করে রাখা যায়। এটি নিয়ে আমার পূর্বের প্রকাশিত একটি টিউন রয়েছে। যেখানে ডেটা লস ছাড়া অ্যাপ গুলো ইন্সটল করার প্রক্রিয়া দেখানো হয়েছে। এজন্য এই টিউন লিংকটিতে ক্লিক করে সার্ভিসটি ব্যবহার করে দেখুন।
আমরা বিভিন্ন কারণে মোবাইল থেকে অনেক অ্যাপ ইনস্টল করতে পারি কিংবা মোবাইলের ফ্যাক্টরি রিসেট এর ফলে ও সমস্ত অ্যাপস আনইনস্টল হয়ে যায়। এক্ষেত্রে পরবর্তীতে আবার পূর্বের ইন্সটল থাকা অ্যাপসগুলো ইন্সটল করার জন্য আপনি চাইলে এই সিস্টেমটি কাজে লাগিয়ে আগের অ্যাপস গুলো খুঁজে নিয়ে রিপোর্ট করতে পারেন।
যেহেতু গুগল প্লে স্টোর আপনার ইন্সটল করা অ্যাপসগুলোর ডেটা সংরক্ষণ করে রাখে। তাই, এই ট্রিক্স টি কাজে লাগানোর মাধ্যমে পূর্বে ইন্সটল করা অ্যাপস গুলো খুঁজে নেওয়া আপনার জন্য সহজ হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)