আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে আমরা আমাদের প্রতিদিনের কাজকে আরো বেশি সহজ করে তুলতে কত পদ্ধতি অবলম্বন করে থাকি। অনলাইন থেকে শুরু করে অফলাইনের সমস্ত কাজগুলো অতি সহজে অনেক বেশি দ্রুত করার জন্য আমরা বিভিন্ন রকম ট্রিকস ব্যবহার করে থাকি। তবে অনলাইনে বা ইন্টারনেটে বিভিন্ন কাজগুলো অতি সহজে দ্রুত সম্পূর্ণ করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপস ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তেমনি ৩ টি Unique Android Apps যেগুলো আপনার Must Try করা উচিত!
এই ৩ টি Unique Android Apps যেগুলো আজকের টিউনে আপনাদের সাথে শেয়ার করবো সেগুলোর কাজ দেখে আপনি হয়ত অবাক হয়ে যাবেন। কারণ অনেক বেশি সময় লাগা কাজগুলো বা যেগুলো মানুষের দ্বারা করা একেবারেই সম্ভব নয় তা আপনি মুহূর্তের মধ্যে এই ওয়েবসাইট বা অ্যাপগুলো ব্যবহার করে করে ফেলতে পারবেন। এই ওয়েবসাইট বা অ্যাপগুলো ব্যবহার করে আপনি আপনার প্রতিদিনের কাজগুলো আরো অনেক বেশি সহজ করে তুলতে পারবেন। এগুলো আপনার কাজের মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে তুলবে যা আপনার কাজের দক্ষতা বৃদ্ধিতে অনেক বেশি কাজে আসবে। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন - ৩ টি Unique Android Apps যেগুলো আপনার Must Try করা উচিত!
বর্তমানে সবচেয়ে সহজ পদ্ধতিয়ে Torrent File Search And Download করার সেরা এবং জনপ্রিয় একটি অ্যাপস হলো এই Magnet X অ্যাপ। এই Magnet X অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার চাহিদা মতো যেকোনো Torrent File খুঁজে বের করতে পারবেন। খুব সহজেই Torrent File খুঁজে বের করার জন্য অ্যাপটিতে রয়েছে Torrent Search অপশন। যেটি ব্যবহার করে আপনি খুব সহজেই শুধু মাত্র Keyword লিখে সার্চ করেই আপনার প্রয়োজনীয় Torrent File টি খুঁজতে পারবেন। তারপর যেকোনো Torrent File Downloder দিয়ে আপনার প্রয়োজনীয় Torrent File টি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও Magnet X অ্যাপের কিছু জনপ্রিয় ফিচার হলো -
Magnet X অ্যাপের এই জনপ্রিয় ফিচারগুলো দ্বারা আপনি আরো দ্রুত ও খুব সহজেই Torrent File Search And Download এর সেরা ফিচারগুলো উপভোগ করতে পারবেন। প্লে-স্টোরে এই Magnet X এর ইন্সটল ইউজার সংখ্যা রয়েছে 10K. আপনি চাইলে আজকে থেকেই Magnet X অ্যাপের এই জনপ্রিয় ফিচারগুলো উপভোগ করতে পারেন।
Official Download @ Magnet X
আপনি যদি Gboard অথবা Google Keybord এর Best Alternative with extra features জন্য ভালো কিছু খুঁজে থাকেন তাহলে আপনার জন্য FlorisBoard সেরা একটি বাছাই হতে পারে। FlorisBoard অ্যাপটি ওপেন সোর্স হওয়ায় গুগল Keybord এর মতো আপনার কোনো লেখা বা সার্চ করা ডাটা সেভ করে রাখবে না। যার ফলে আপনি অনলাইন থেকে বিরক্তিকর সব Ads থেকে মুক্তি পাবেন। এছাড়াও এই FlorisBoard অ্যাপের কিছু সেরা ফিচার হলো -
এছাড়াও আপনি এই FlorisBoard Keybrod অ্যাপটি আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। যা আপনার ফোনের অসাধারণ লুক নিয়ে আসবে। গুগল প্লে-স্টোরে এই FlorisBoard KeyBord অ্যাপের ইন্সটল সংখ্যা মোট 5M এর বেশি। তাই আপনি চাইলে আজকে থেকে Google Keybord এর Best Alternative with extra features জন্য ভালো কিছু খুঁজে থাকেন তাহলে আপনার জন্য FlorisBoard Keybrod অ্যাপটি সেরা হবে।
Official Download @ FlorisBoard
অনলাইনে নিজের ডেটা সুরক্ষিত রাখার চেয়ে বড়ো চ্যালেঞ্জ আর কিছুই হতে পারে না। অনলাইনে আমাদের ব্যবহার করা বিভিন্ন রকম অ্যাপ বা ওয়েবসাইট আমাদের কাজের উপর সবসময় নজরদারি করতে পারে। যার ফলে আমাদের গুরুত্বপূর্ণ সব ডেটা চুরি হয়ে যেতে পারে। আপনার ফোনের সকল ধরনের App এর Trackers Block করতে Tracker Control অ্যাপ অনেক বড়ো ভূমিকা রাখতে পারে। Tracker Control অ্যাপের সাহায্য আপনি আপনার গুরুত্বপূর্ণ বা গোপনীয় ডেটা চুরি হওয়া থেকে বাঁচাতে পারেন।
এছাড়াও এই Tracker Control অ্যাপটি Free Open Source হওয়ায় এখানে আপনার ডেটা চুরি হওয়ার ভয় নেই। এছাড়াও আপনার ইন্টারনেট কানেকশন অন করার সাথে সাথে যে-সব অ্যাপ আপনাকে ট্রাকিং করতে শুরু করে সেসব ট্রাকিং অ্যাপগুলোর ট্রাকিং এক্সেস ব্লোক করে দেয়। Some Of The Without Permission Tracker Apps -
এছাড়াও আপনি যদি আপনার ডেটার প্রাইভেসি নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন তাহলে আপনি এই Tracker Control অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই Tracker Control অ্যাপটি আপনার ডেটার প্রাইভেসি অনেক বাড়িয়ে তুলবে। গুগল প্লে-স্টোরে এই Tracker Control অ্যাপটির ইন্সটল সংখ্যা রয়েছে 50K বেশি। তাই আপনিও নিশ্চিন্তে এই Tracker Control অ্যাপটি ব্যবহার করে আপনার ডেটার সর্বোচ্চ সুরক্ষা দিতে পারেন।
Official Download @ Tracker Control
আজকের টিউনে শেয়ার করা ইউনিক অ্যান্ড্রয়েড অ্যাপগুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। অ্যাপগুলো আপনার ডিভাইস থেকে ডেটা সংগ্রহ করবে না। আজকের টিউনে শেয়ার করা অ্যাপগুলো ব্যবহার করে আপনি আপনার অনলাইনের প্রতিদিনের কাজগুলোকে আরো বেশি সহজ করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি অনলাইনে নিজের প্রাইভেসিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ হিসাবে Tracker Control আর কিবোর্ড হিসাবে FlorisBoard ব্যবহার করতে পারেন। অনলাইনে আপনার ডেটাগুলো মূলত টাইপিং কিবোর্ড দ্বারাই বেশি সিকিউর রাখতে পারবেন। আপনি আপনার অনলাইন জগতকে আরো বেশি সিকিউর করার জন্য আজ থেকেই FlorisBoard কিবোর্ড টি ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, ৩ টি Unique Android Apps যেগুলো আপনার অবশ্যই ব্যবহার করা উচিত! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।