ওয়েবভিউ অ্যাপ ডেভেলাপ করাতে চাচ্ছি, কি কি রিকুয়ারমেন্ট দিয়ে ভাল একটি অ্যাপ বানানো যাবে?

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পর টেকটিউনসে কিছু লিখতে মন চাইল। আজকের টপিকে ওয়েবভিউ অ্যাপ সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ওয়েবভিউ অ্যাপ বানানোর প্যান করছেন, আপনাদের কাজে আসবে এবং আপনার ডেভেলাপারকে দিয়ে অ্যাপ বানানোর সময় এই বিষয়গুলো সহ অ্যাপ বানানোর পরিকল্পনা করতে পারবেন।

আমি অনেক ওয়েবভিউ অ্যাপ দেখেছি যা ব্যবহার করা বিরক্তিকর। যখন ব্যবহার করছি এবং একটা পেজ থেকে অন্য পেইজে যাচ্ছি তখন বুঝা কঠিন যে অ্যাপটি কাজ করছে কি না। নতুন পেইজ যখন লোড হয় তখন লোডিং বার শো করে না। তখন মনে হয় অ্যাপটি কি কাজ করছে? আবার যখন ইন্টারনেট বন্ধ থাকে বা স্পিড স্লো থাকে তখন ইরর একটা পেইজ আসে যেখানে যে ওয়েবপেইজ থেকে লোড হচ্ছে সেই পেইজের লিংকসহ শো করে। এটাও কেউ কেউ বিরক্ত হয় এবং অ্যাপটির মান অনেক কম মনে করে আর ব্যবহার করে না। কিন্তু যদি ভাল মানের একটি অ্যাপ বানানো যায় তাহলে বুঝা কঠিন যে অ্যাপটি ওয়েবভিউ না কি নেটিব অ্যাপ। চলুন তাহলে শুরু করি -

১। স্পেলেশ স্ক্রিণ: একটা ভাল মানের অ্যাপে অবশ্যই একটি স্প্যালেশ স্ক্রীন থাকবে। সহজে বুঝার জন্য বলা যেতে পারে ওয়েলকাম স্ক্রীন। কয়েক সেকেন্ড শো করার পর মুল স্ক্রীনে অ্যাপটি অপেন হবে। কেউ কেউ তো ওয়েলকাম স্ক্রীন আলাদা করে বানান। যেখানে কোন একটা ইমেইজের বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা বাটন দিয়ে দেন। বাটনের ক্লিক করার পর মূল সাইটটি অপেন হবে। এতে ইন্টার না থাকলেও একটা কিছু লেখা ইউজারকে দেখানো যায়। কোন একটি বার্তা দেয়া যায়। এই গুগল ড্রাইভে ফুডওয়ে নামে একটি অ্যাপ আছে সেটি ব্যবহার করে দেখলে বুঝতে পারবেন।

২। প্রগেস বার: সহজে আমরা যেটাকে বলতে পারি লোডিং প্রসেস বার। যখন নতুন পেইজ লোড হবে তখন লোডিং একটি বৃত্ত শো করবে। ইউজাররা এতে বুঝতে পারবে যে অ্যাপটি লোড হচ্ছে। তা না হলে কাজ করছে কি করছে না তা বুঝা কঠিন। ইউজাররা বিরক্ত হয়ে অ্যাপ ব্যবহার না করতে পারে যদি লোডিং স্ক্রীন শো না করে।

৩। লো স্পীড ইন্টারনেট: অনেক সময় কোন কারনে ইন্টারনেট স্পীড স্লো হলে যেন ব্যবহারকারীকে একটি ম্যাসেজ দেয়া যায়, ইন্টার স্পীড স্লো প্লিজ স্পীড বা কানেকশন চেক করেন। এই গুগল ড্রাইভে রাইডার নামে একটি অ্যাপ আছে সেটি ব্যবহার করে দেখলে বুঝতে পারবেন।

৪। অফ লাইন ম্যাসেজ: ইন্টারনেট বন্ধ থাকলে ওয়েবভিউ অ্যাপে যেন ওয়েবসাইট লিংক শো না করে। এতে নিন্ম মানের অ্যাপ মনে হয় এবং ইউজার অ্যাপটি ব্যবহারে আগ্রহ পায় না।

৫। অফ লাইন ম্যাসেজ: যখন নেট বন্ধ থাকবে তখন যেন কাস্টম কোন ম্যাসেজ দেখায় যে নেট বন্ধ রয়েছে। নেট কানেকশন যে অ্যাপটি অটো চেক করতে থাকে। নেট কানেকশন পেলেই যেন অ্যাপটিতে ওয়েবভিউ ডাটা শো করে।

৬। এক্সটারনাল লিংক একটিভেশন: ওয়েবভিউ অ্যাপে যদি অন্য কোন সাইটের লিংক থেকে ডাটা বা পেইজ লোড করানোর প্রয়োজন হয় তবে সেটার লিংকসহ অ্যাসেস দিতে হবে। নয়ত আপগ্রেড অ্যান্ড্রয়েড ভার্সনে অ্যাপটিতে সেই সব সাইটের ডাটা শো করবে না।

৭। হোয়াটসঅ্যাপ বা সোশিয়াল মিডিয়া পারমিশন: অ্যাপের মধ্যে একটি বাটন দেয়া যেতে পারে যাতে ক্লিক করে ব্যবহার কারী হোয়াটসঅ্যাপে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে। সব ধরনের অ্যাপে এই ফিচারটি দেয়ার দরকার নেই। শুধু মাত্র যেসসব অ্যাপে এডমিনের সাথে যোগাযোগ করার ব্যবস্থা থাকলে অ্যাপটির ব্যবহারকারীদের জন্য সেটা প্রয়োজনীয় হবে সেসব অ্যাপে এটি যুক্ত করা যেতে পারে।

৮। কাস্টম মেনুবার: ওয়েবভিউ অ্যাপেও কাস্টম মেনুবার যুক্ত করা যায়। যদি আপনার অ্যাপটি সেরকম কোন ফিচার রাখলে ভালো হয় তবে কেন রাখবেন না।

৯। ইউজার মেনুবার: যদি আপনার অ্যাপে কাষ্টমার প্যানেল থাকে তবে কাস্টমার লগিন করার পর যেন কাষ্টম প্যানেল লোড হয় এবং কাস্টমার প্যানেলের মেনুবার অটো চেঞ্জ হয়ে যায়। সেই ব্যবস্থাও করতে পারেন।

১০। এড ব্যবহার: আমরা অনেকেই ওয়েবভিউ অ্যাপে গুগল এডমোব ব্যবহার করি আর সব পেইজের মধ্যেই এড রেখে দেই। ফলে নিজের অ্যাপ নিজে ব্যবহার করলে এড লিমিট ঝামেলায় পড়ে যাই। এডটি তাই একটু ভেতরের দিকে রাখলে ভাল হয় যেন ইউজার সেই পেইজে গেলে শুধুমাত্র তখন এড শো করে। তাহলে নিজের অ্যাপ নিজে অপেন করলে সমস্যা হবে না। যদি না এড আছে ওই পেইজটি আমরা এড়িয়ে যাই। শুধুমাত্র ইউজার সেই পেইজে গেলে এড দেখবে।

শেষ কথা - আসলে একটি ওয়েবভিউ অ্যাপ বানানোর সময় আমরা খুব বেশী গুরুত্ত্ব দেই না। আমাদের টার্গেট থাকে কম টাকায় অ্যাপ বানানো। আমরা তাই ডেভেলাপারকে বলি ওয়েবভিউ অ্যাপ আর কে কার থেকে কম রেটে দিবে তাই এসব বিষয় নিয়ে চিন্তা করি না। আপনি যা বানাচ্ছেন তা এসেট না হয়ে দুদিন পর ফেলে দিতে হয়। তাই কিছু ডেভেলাপ করার আগে অবশ্যই ভাল কোন ডেভেলাপারের সাথে প্রো্গ্রাম ফিচার কি কি থাকলে ভাল হয় সেসব নিয়ে আলোচনা করুন। তারপর সেই অ্যাপে কেমন বাজেট আসবে তা আলোচনা করুন। আমাদের বেশির ভাগের তেমন কোন রিকুয়ারমেন্ট থাকে না। তাই আমরা যেমন তেমন অ্যাপ তৈরি করে পরে পস্তাই।

ভাল লাগলে টিউমেন্ট করবেন। আপনারা আমার কাছ থেকে কি ধরনের কন্টেন্ট আশা করেন তা জানাবেন। তাহলে আপনাদের জন্য লিখতে চেষ্টা করব। এখানে ওয়েবভিউ অ্যাপ সম্পর্কে আরও কিছু জানতে পারবেন।

ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য।

ওবায়দুল হক
fb.com/obaydul.shipon
whatsapp: 8801929766847

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস