আজ আমি এমন পাঁচটি অ্যাপের কথা বলবো যা আমাদের ফোনের নিরাপত্তা ও হার্ডওয়ারের জন্য খুবই হুমকি স্বরূপ। যেগুলো আসলেই আমাদের প্রয়োজন নেই তারপরও আমরা অনেকে ব্যবহার করে থাকি।
যে অ্যাপটার কথা বলব সেটা হচ্ছে অনেকেরই প্রিয় UC ব্রাউজার অ্যাপ। বিভিন্ন সার্ভে আর এনালাইসিস এর দ্বারা প্রমাণ পাওয়া গিয়েছে এই UC ব্রাউজার অ্যাপ সরাসরি আপনার মোবাইলের আইএমইআই এবং আইএমএসআই নাম্বার ট্র্যাক করে। আর এটা আপনার লোকেশন ট্র্যাক করে। আপনি আপনার ব্রাউজার দিয়ে কি কি ব্রাউজ করেছেন সেই সব ইনফরমেশন আসলে সে কালেক্ট করে। এটাকে চুরি বলা যায় কারণ আপনাকে না জানিয়ে সে আপনার ইনফরমেশন গুলো কালেক্ট করছে এবং এই ডাটাগুলো সে পাঠিয়ে করে দিচ্ছে আলিবাবা ডটকমের কাছে। UC ব্রাউজার দিয়ে আপনি যদি কখনো কোন কিছু সার্চ করে থাকেন তাহলে পরবর্তীতে আপনার ফোনের সব অ্যাপস এর মধ্যে কিছু অ্যাড দেখতে পাবেন যেগুলো alibaba.com থেকে আসে। এ ধরনের ব্রাউজার অ্যাপ যে কিনা আপনার সার্চ হিস্ট্রি এন্ড লোকেশন টা চুরি করে সেটা আসলে ব্যবহার করা কতটা বুদ্ধিমানের কাজ সেটা আপনি নিজে একটু ভেবে দেখেন। ব্রাউজারের ক্ষেত্রে আমার মনে হয় গুগল ক্রোম ব্যবহার করাটাই ভালো।
দ্বিতীয় যে অ্যাপটির কথা বলব সেটি হচ্ছে third-party অ্যাপ। অনেক সময় এমন হয় যে play store এ প্রয়োজনীয় অ্যাপ পাওয়া গেলেও সেটার ফ্রি ভার্সন নেই। তখন আমরা কি করি? apk ডাউনলোড এর থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করে আমাদের ফোনে ইন্সটল করি। এভাবে apk ফাইল ডাউনলোড করায় কিছুটা রিস্ক থাকতে পারে কারণ অচেনা ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করলে এর সাথে ম্যালওয়ার কিংবা ভাইরাস থাকতে পারে। তার মানে এই না যে প্লে স্টোরের বাহির থেকে কোন apk ফাইল ডাউনলোড করা যাবে না। এজন্য একটু খেয়াল রাখবেন যেখান থেকে ডাউনলোড করেছেন যে সেটা কোন ওয়েবসাইট এবং কতটুকু বিশ্বস্ত।
এখন আসি তিন নম্বরে আর সেটা হচ্ছে র্যাম বুস্টার বা র্যাম ক্লিনার। যা আপনার ফোনে বিল্ট-ইন দেওয়াই আছে সেগুলোর জন্য কেন আপনি আরেকটা ব্যবহার করবেন। এ ধরনের অ্যাপ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ফোনের মেমোরি খরচ হয় তাছাড়া এসব অ্যাপ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। যার ফলে আপনার ফোন কিছুটা ধীর গতিতে কাজ করে। এভাবে র্যাম বুস্টার বা র্যাম ক্লিনার ফোনে ইন্সটল করে ফোনের পারফরম্যান্স নষ্ট করার কোন মানেই হয়না।
এখন চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এন্টিভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ। গুগল প্লে স্টোরে অনেক এন্টিভাইরাস সফটওয়্যার আপনি পাবেন যেগুলো ব্যবহারে আসলে কোনও রিস্ক নেই তবে ওয়েবসাইট থেকে বা অন্য অ্যাপ স্টোর থেকে এন্টিভাইরাস অ্যান্টি ম্যালওয়ার অ্যাপ ব্যবহার করা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ এবং উদ্দেশ্য প্রনোদিত। তাই এসব অ্যাপের সাথে ভাইরাস বা ম্যালওয়্যার চলে আসতে পারে। ফোনের নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে পেইড এন্টিভাইরাস অ্যাপ ব্যবহার করা অথবা আপনি গুগল প্লে প্রটেক্ট ব্যবহার করতে পারেন। প্লে প্রটেক্ট দ্বারা মাঝে মাঝে আপনার স্মার্টফোনকে স্ক্যান করে নিতে পারেন।
পঞ্চম ও শেষ যে অ্যাপটির কথা বলব তাহলো ফাস্ট চার্জিং অ্যাপ। ফাস্ট চার্জিং অ্যাপস গুলো দাবি করেছে এটা যদি আপনার ফোনে ইন্সটল করা থাকে তাহলে আপনার ফোনে আসলে অনেক দ্রুত চার্জ হবে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন ফাস্ট চার্জিংয়ের ব্যাপারটা আসলে ফোনের হার্ডওয়ার এর সাথে সম্পর্কিত। মানে আপনার ফোনে যদি অপশনটা দেওয়া থাকে কিংবা আপনার ব্যাটারি যদি ফাস্ট চার্জিং সাপোর্ট করে তাহলে শুধুমাত্র আপনি ফাস্ট চার্জ করতে পারবেন। আর যেসব ফোনে এই অপশন দেওয়া আছে তারা কিন্তু শুধুমাত্র একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করে এই কাজটা করতে পারেন। যেগুলো আপনার ফোনের হার্ডওয়ারের সাথে রিলেটেড সেগুলো আসলে আপনি অ্যাপ ব্যবহার করে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। যে ধরনের অ্যাপস আমাদের কোন কাজে আসছে না উল্টো আমাদের স্মার্টফোনগুলোকে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে সে গুলোকে এড়িয়ে চলাই ভাল। পরামর্শগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আমি শেখ মোঃ সাইফুল্লাহ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুলনা থেকে শেখ মোঃ সাইফুল্লাহ বলছি । বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি নতুন। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।