সেরা কিছু হুয়াওয়ে স্মার্ট ওয়াচ

বর্তমান সময়ে স্মার্টওয়াচ একটি জনপ্রিয় টেক গ্যাজেট আর আমরা এটা রেগুলার মানুষের হাতে দেখে থাকি কিন্তু যখন আমরা একটা নতুন টেক প্রোডাক্ট কিনি সেটা সম্পর্কে বিস্তারিত কোন ধারণা রাখি না বা রাখা হয় না প্রাইজের উপরে ডিপেন্ড করে আমরা নরমালি কিনে থাকি সবার ক্ষেত্রে এক নাও হতে পারে কিন্তু এটাই বাস্তবতা।

এই টিউনে আমি হুয়াওয়ে এর কিছু উন্নত মানের চমৎকার কিছু স্মার্টওয়াচ নিয়ে আলোচনা করব এগুলোর দামের দিক থেকে একটু বেশি কিন্তু এগুলি যদি আপনি ফিচারের কথা চিন্তা করে কিনেন আর এর কোয়ালিটির কথা চিন্তা করে কেনেন আপনি অবশ্যই এগিয়ে থাকবেন।

আর এই টিউনে আপনি জানতে পারবেন নতুন স্মার্টওয়াচ কেনার আগে কি কি জিনিস আপনাকে জানতে হবে এবং কোন বিষয়ের উপর ডিসাইড করে আপনি একটি Smart Watch কিনবেন, মূল্য সেটা তো পরের কথা আগে টেকনোলজি সম্পর্কে জেনে তো রাখুন।

আর আর্টিকেলটা পরে যদি আপনাদের ভালো লাগে সে ক্ষেত্রে টিউমেন্ট করবেন ভালো না লাগলেও টিউমেন্ট করবেন কারণ ভালো লাগলো না সেটা তো আমার জানা দরকার যাতে ভবিষ্যতে একটা ভালো আর্টিকেল আপনাদেরকে উপহার দিতে পারি এজন্য টিউন পড়ে প্লিজ টিউমেন্ট করবেন।

হুয়াওয়ে ওয়াচ জি টি থ্রি প্রো

জিটি থ্রি প্রো এটা একটি অসাধারণ ওয়াচ কারণ প্রথমেই বলে রাখি হুয়াওয়ে জিটি থ্রি প্রো আইফোন এবং এন্ড্রয়েড এই দুটো ভার্সনেই কাজ করে।

ডিজাইনের দিক থেকে একটি অসাধারণ স্মার্ট ওয়াচ রাউন্ড।

স্বাস্থ্য তথ্যে বিনিয়োগ এবং প্রিমিয়াম ডিজাইন এবং উপকরণের উপর অবিরত ফোকাসের মাধ্যমে হুয়াওয়ে একটি স্বাস্থ্য ও ফিটনেস ফোকাস ঘড়ি gt3 pro আকারে সেরা ঘড়িগুলির একটি তৈরি করেছে।

গত কয়েক বছরে, Huawei Smart Watch তার আরও বুদ্ধিমান স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিং ঘড়ি পোর্টফোলিও তৈরি করেছে।

হুয়াওয়ে ওয়াচ 3 প্রো নিউ

Apple স্মার্টওয়াচ আর স্যামসাং স্মার্ট ওয়াচ সম্পর্কে সবাই কোন না কোন ভাবে অবগত থাকে কিন্তু হুয়াওয়ে ওয়াচ থ্রি প্রো নিউ এই স্মার্ট ওয়াচটার একটি অসাধারণ ক্ষমতা আছে যেটা অ্যাপেল বা স্যামসাং হুয়াওয়ের স্মার্টওয়াচের এর ধারের কাছেও নেই।

অন্য সব স্মার্ট ওয়াচের মত এই স্মার্ট ওয়াচ ও অনেকগুলো ফিচার আছে যা খুবই ভালো কোয়ালিটির এবং এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে Samsung এবং অ্যাপেল স্মার্টওয়াচের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি লাইফ হচ্ছে huawei ওয়াচ 3 pro নিউ এর।

হুয়াওয়ে ওয়াচ ফিট 2

হুয়াওয়ে ওয়াচ ফিট টু এটা যারা অলওয়েজ এক্সারসাইজ করে তাদের জন্য খুবই উপকারী একটা স্মার্টওয়াচ কারণ এটা হেলথ ট্রাকিং, হার্টবিট মনিটর, প্রেসার মনিটর, কতটুকু হেটেছেন, কতটুকু এক্সারসাইজ করেছেন, কতক্ষণ যাবৎ করেছেন, সবগুলি এই স্মার্ট ওয়াচ আপনার জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা স্মার্ট ওয়াচ।

যারা এক্সারসাইজ করে এবং শরীরটাকে ফিট রাখতে চায় কারণ এর মাধ্যমে সব কিছু মনিটর করা অনেক ইজি।

আপনি কি খাচ্ছেন এবং কি পরিমাণ ক্যালোরি আপনার শরীরে থেকে নষ্ট হচ্ছে সেটা পর্যন্ত এটা ট্র্যাক করতে পারে।

হুয়াওয়ে ওয়াচ জিটি 3 প্রো টাইটানিয়াম

হুয়াওয়ে ওয়াচ জিটি থ্রি প্রো টাইটানিয়াম এটা দেখতেই আসলে একটা সাধারন ওয়াচের মত কিন্তু এটা একটি স্মার্টওয়াচ এবং খুবই খুবই চমৎকার ডিজাইনের স্মার্ট ওয়াচ।

এটা বেল্ট টাইটানিয়াম দিয়ে তৈরি যার কারণে মনে হয় এটা সাধারণ একটি ওয়াচ কিন্তু যখনই এর মনিটরে আপনি ক্লিক করবেন দেখবেন একটি চমৎকার অ্যাপের মাধ্যমে তৈরি হওয়া একটা স্মার্ট ওয়াচ যা হুয়াওয়ে তার অ্যাপ্লিকেশন প্রতিনিয়ত আপডেট করছে।

হেলথ ট্রাকিংয়ের জন্য এটা অনেক ভালো এবং অন্যান্য আধার অ্যাপ্লিকেশন এর মাধ্যমে এটা একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ যেটা সবাই ব্যবহার করতে পারে।

এর ফিচারগুলো অসাধারণ সময়ের সাথে সাথে হুয়াওয়ে এই স্মার্টওয়াচের অ্যাপ্লিকেশন প্রতিনিয়ত আপডেট করার কারণে আপনি এতে বোলফিল করবেন না অন্যান্য স্মার্টওয়াচের মত।

উপসংহার

দেখতে দেখতে টিউন টা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যাতে বোর ফিল না করেন এজন্য টিউন এখানেই শেষ করলাম।

তবে শেষ কথা আমি বলে দিতে চাই অ্যাপেল বা Samsung Smart Watch গুলি এত দাম দিয়ে না কিনে যদি হুয়াওয়ে এর মত রিনাউন্ড কোম্পানিগুলোর স্মার্ট ওয়াচ গুলি আমরা ব্যবহার করে দেখি তাতে আমরা লাভবানই হব।

এটা একান্তই আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনারা ভেবে দেখতে পারেন আপনারা কি ইউজ করবেন।

পোস্টটি ভালো লেগে থাকলে টিউমেন্ট করে অবশ্যই জানাবেন Digital Dinkal আর কোন জিনিস গুলা খারাপ লেগেছে সেটাও জানাবেন যাতে আপনাদেরকে ভালো কিছু লিখে জানাতে পারি।

Level 2

আমি আসিফ বিল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লিখেছেন।

তথ্যমূলক লেখনী..