কোন কোডিং নলেজ ছাড়াই ফ্রি তৈরি করুন অ্যান্ড্রয়েড অ্যাপ!

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন
Level 3
শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ

প্রিয় টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। বরাবরের মতো আজও চলে আসলাম নতুন কিছু নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

শুরুর কথা

আপনি কি কখনো ভেবেছেন যে আপনি কোন কোডিং নলেজ ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন? হুম পারবেন। বর্তমান সময় ইন্টারনেট যুগের সময়, ইন্টারনেটে এমন কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আপনার মনের মতো অ্যাপ তৈরি করতে পারবেন। আপনার কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য্। আপনি শুধু ওয়েবসাইটে যাবেন আর অ্যাপ ডিজাইন করবেন তাহলেই আপনার অ্যাপ তৈরি হয়ে যাবে। আপনাদের সাথে এমনই কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনি কোন কোডিং নলেজ ছাড়া অ্যাপ তৈরি করতে পারবেন। তাও আবার সম্পূর্ণ ফ্রি।

অ্যাপ তৈরির জন্য কি প্রয়োজন হবে?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অ্যাপ তৈরির জন্য কি প্রয়োজন? অ্যাপ তৈরির জন্য প্রয়োজন হবে একটা কম্পিউটার বা ল্যাপটপ। কিন্তু বর্তমান সময়ের বেশীর ভাগ মানুষ স্মার্ট ফোন ব্যবহার করে থাকি। যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের চিন্তার কোন কারণ নেই। স্মার্ট ফোন দিয়ে আপনি গুগল ক্রোম এ যান এবং Desktop মোড চালু করে দিন। তাহলে আমার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের মতো কাজ করবে। অবশ্যই কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

এখন বলবো অ্যাপ তৈরির দুইটি ফ্রি ওয়েবসাইট সম্পর্কেঃ

১. Appsgeyser.Com

আপনি যদি চান তাহলে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে অ্যাপে রূপান্তর করবেন তাহলে এই সাইটিই আপনার জন্য উপযুক্ত। খুব সহজে এখান থেকে ব্লগ বা ওয়েবসাইটকে অ্যাপে রূপান্তর করতে পারবেন।

তাছাড়া ভিডিও ডাউনলোড অ্যাপস, মেসেঞ্জার অ্যাপস, মোবাইল ওয়েব ব্রাউজারসহ আরো অনেক অ্যাপস ফ্রিতে তৈরি করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে। এখানে অ্যাপ তৈরি করতে কোন কোডিং নলেজের প্রয়োজন নেই। শুধু ওয়েব সাইটে যাবেন আর আপনার মনের মতো অ্যাপস ডিজাইন করে প্রয়োজনীয় অ্যাপস বানাতে পারবেন। আর এখানে অ্যাপস বানানো খুব সহজ এবং সোজা।

আর হ্যাঁ, Appsgeyser এ তৈরি অ্যাপস গুগল প্লেস্টোরে আপলোড করে ইনকামও করতে পারবেন।

Appsgeyser.Com

অফিসিয়াল ওয়েবসাইট @ Appsgeyser.Com

২. Mobincube

Mobncube হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অ্যাপস তৈরির ফ্রি ওয়েবসাইট। এখান থেকে আপনি এডবান্স ও ষ্টাইলিস অ্যাপ তৈরি করতে পারবেন খুব সহজে। এখানে অ্যাপ তৈরির জন্য আপনাকে শুধু ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপ তৈরি করতে পারবেন।

আর এই সাইটের সবচেয়ে বিশেষ সুবিধা হচ্ছে, আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস এর পাশাপাশি উইন্ডোজ অ্যাপসহ অনেক ধরনের ফরম্যাটে অ্যাপস ‍তৈরি করতে পারবেন। Mobncube এর monetization অপসেন চালু করে অ্যাপস আপডেড করতে পারবেন।

তাছাড়া এই ওয়েবসাইট দ্বারা মেসেজিং অ্যাপ, মোবাইল ওয়েব ব্রাউজার, ফটো এডিটর অ্যাপ, ওয়েব ব্রাউজার অ্যাপ, মোবাইল লাইভ টিভি অ্যাপ, মেসেজিং অ্যাপ, ভিডিও ডাউনলোড অ্যাপসহ আরো অনেক অ্যাপস তৈরি করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট @ Mobncube

শেষ কথাঃ

নিজের একটা অ্যাপস থাকা অনেকটা আনন্দের। আমাদের প্রায় সবারই একটা অ্যাপস থাকার ইচ্চা আছে তবে সমস্যা হচ্ছে কোডিং জানি না, তারপর আবার অ্যাপ তৈরি করতে টাকা প্রয়োজন। তাই আপনাদের জন্য এই আর্টিকেলটা লিখলাম। আশাকরি আপনাদের ভালো লেগেছে।

Level 3

আমি মো সানজিদ। শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস