সহজেই গাড়ী ভাড়া করার সুবিধা নিয়ে এলো ”Carnibo – Rent A Car Service”

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও পিছিয়ে নেই! পৃথিবী এখন সহজে সব কিছু চায়। আমরাও যদি সবকিছু সহজে ঘরে বসেই পেয়ে যাই, তাহলে কেন কস্ট করে ঝুঁকি নিবো! সামান্য ছোট খাটো কোন কাজের জন্য! হ্যা, একটু মনোযোগ দিয়ে পড়ুন! আপনারই কাজে আসবে। 

Carnibo

কারনিবো ডটকম আসলে কি?

Carnibo - Rent A Car Service একটি ওয়েবসাইট ভিত্তিক অ্যাপ। এখানে ব্যবহারকারীগন তাদের প্রয়োজনমত যেকোন সময়ে যেকোন ধরনের গাড়ী খুঁজে নিতে পারবেন খুব সহজেই। ফোনের মাধ্যমে ভাড়া যাচাই করে গাড়ী ভাড়া নিতে পারবেন।

“কারনিবো ডটকম” ওয়েবসাইটটি একটি মানবিক উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে। এর উদ্দেশ্য হলো হঠাৎ জরুরী প্রয়োজনে যেমন অসুস্থ ইমারজেন্সী কাউকে হাসপাতালে নেয়া, বা জরুরী কোন খবর পেয়ে কোথাও যেতে ইমারজেন্সী গাড়ীর প্রয়োজন হয়। তখন কাছাকাছি কোন ড্রাইভার বা গাড়ী না পাওয়ায়, গন্তব্যে যেতে বিলম্ব হয়। এতে অনাকাঙ্কিত ঘটনাও ঘটে, এসব কিছু বিবেচনা করে কারনিবো ডটকম এর একটি প্রচেষ্টা। আবার অনেক সময় অনেক ড্রাইভারগন ট্রিপ না পেয়ে গাড়ীর খরচ বহন করতে কষ্ট হয়। এই ওয়েবসাইটের মাধ্যমে যাত্রী এবং চালকের মধ্যে একটা সেতুবন্ধন তৈরী করার চেস্টা করছে।

কেনো কারনিবো ডটকম ব্যবহার করবেন?

আমাদের এমন এক সময় আসে, যখন কোন এক প্রয়োজনে একটা গাড়ীর দরকার হয়। তখন কতজনকেই ফোন করতে হয়, কারো সন্ধানে গাড়ী বা ড্রাইভারের ফোন নং আছে কিনা, কেউ একটা গাড়ীর ব্যাবস্থা করে দিতে পারবে কিনা, এ নিয়ে অনেক সময় নস্ট হয়।

কারনিবো ডটকম এক অভিনব কৌশল তৈরী করেছে, যাতে আমরা যে কোন ধরনের গাড়ী খুঁজে নিতে পারবো, মাত্র কয়েক মিনিটেই। এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি এলাকার মানুষ উপকৃত হবে। যেমন – এই মুহূর্তে আপনার একটি এম্বুলেন্সের দরকার। আপনি এ নিয়ে কোন চিন্তা না করে, কারনিবো ডটকমের ওয়েবসাইটে গিয়ে ধাপগুলো অনুসরন করলেই আপনার এম্বুলেন্স পেয়ে যাবেন। তেমনি, বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি অটো, সহ যেকোন গাড়ী এখানে পাবেন।

কারনিবো ডটকমে কিভাবে গাড়ী খুজবেন?

চলার পথে অনেকের গাড়ীর প্রয়োজন মেটাতে, কারনিবো ডটকম আপনাদের জন্য একটি এপ নিয়ে এসেছে। এখান গাড়ী ভাড়া করতে করতে পারবেন খুব সহজে। গাড়ী খুজতে আর স্ট্যান্ডে যেতে হবেনা! কাউকে ফোন দিয়ে বলতে হবেনা, প্লিজ আমার জন্য একটা গাড়ী দেখো! এই অনুরুধ কাউকে করতে হবেনা। জাস্ট ১ মিনিট ওয়েবসাইট ওপেন করুন।

হোম পেজ দেখাবে।

এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করুন >  জেলা > উপজেলা> তারপর গাড়ীর ধরন > যেমন এম্বুলেন্স > বাচাই করার পর (গাড়ী খুঁজুন) সবুজ বাটনে  এ ক্লিক করুন।  গাড়ী খুঁজুন বক্সে ক্লিক করলেই আপনার কাঙ্খিত গাড়ীগুলো দেখাবে।

এখান থেকে আপনি যাকে খুশি তাকে সরাসরী কল দিয়ে ভাড়ায় নিয়ে যেতে পারবেন।

কারনিবো ডটকম ব্যবহারের সুবিধা কি?

১. গাড়ী খুঁজার সময় বাঁচবে।

২. দালালদের হাত থেকে বাঁচবেন।

৩. সিন্ডিকেট মুক্ত পরিবহন ব্যাবস্থা চালু হবে।

৪. ভাড়া নিয়ে ঠকতে হবেনা।

CARNIBO.COM আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটটি তৈরী করেছে। আপনার এর অপব্যবহার না করে, জীবনের প্রয়োজনীয় মুহুর্তে একে ব্যবহার করবেন। আশাকরি সকলেই এই সাইট থেকে উপকৃত হতে পারবেন।

Level 2

আমি ইলিয়াস আহমেদ রুমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস