Ridmik Keyboard

আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আপনারা সবাই ভালো আছেন। বাংলা টু ইংরেজি+ইংরেজি টু বাংলা কিবোর্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।

চল শুরু করি.

এপ্লিকেশন টি হল_Ridmik Keyboard
পাঁচ কোটি থেকে বেশি বার(প্লে স্টোর)থেকে ডাউনলোড
করা হয়েছে।

এই এপ্লিকেশন টি দিয়ে বাংলা থেকে ইংরেজি+ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা যায়। এই জন্য অ্যাপ্লিকেশনটি অনেকে ব্যবহার করে।

কিন্তু যারা এটা ব্যবহার করে তারা কখনই এটা চিন্তা করে না যে তার কতটুকু ক্ষতি হতে পারে।

যখন আপনি Ridmik Keyboard অ্যাপ্লিকেশন টি
মোবাইল ফোনে সেট করতে যান। তখন আপনার কাছে
Ridmik Keyboard অ্যাপ্লিকেশন একটা অনুমতি চায়।

আর সেই অনুমতি এরকম.
(ইনপুট পদ্ধতি আপনার ব্যক্তিগত ডেটা যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি সব টেকস্ট সংগ্রহ করবে। Ridmik Keyboard ব্যবহার করতে চান)

মোবাইল দিয়ে হয়ত আপনি অনেক সময় বিভিন্ন আইডি খুলেছেন।

আপনার ফোনে এই পর্যন্ত আপনি যতগুলো একাউন্ট খুলেছেন। এবং সমস্ত একাউন্টের যে পাসওয়ার্ড থাকে এই সমস্ত পাসওয়ার্ড তাদের এক্সেসে চলে যাবে।

আপনার ক্রেডিট কার্ডের নাম্বার যেগুলোর মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করেন। তাদের এক্সেসে চলে যাবে।

নোটপ্যাডে অনেক সময় আমরা বিভিন্ন জিনিস লিখে রাখি আর সেটাও তাদের এক্সেসে চলে যাবে।

মোটকথা Ridmik Keyboard মোবাইল ফোনে ইন্সটল করা থাকলে। আপনি যত আইডি খুলেছেন, সমস্ত আইডির গোপনীয়তা হল পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড টা তাদের এক্সেসে চলে যাবে।

এমনও হতে পারে তারা আপনার আইডি হ্যাক করতে পারে।
কারণ তাদের কাছে আপনার আইডির পাসওয়ার্ড তো আছে এই জন্য

এবং পরে আপনি বলবেন যে সোশ্যাল মিডিয়ার ভিতরে নিরাপদ নয় কিন্তু কেন নিরাপদ নয় সেটা একবার চিন্তা করে দেখলেন না।

শুধু Ridmik Keyboard নয় আরো যত কিবোর্ড আছে সমস্ত কিবোর্ডে এই একই সমস্যা।

আপনার নিজের অ্যাকাউন্ট পাসওয়ার্ড যেনো কেউ চুরি করতে না পারে, তার জন্য আপনি আপনার ফোন থেকে
Ridmik Keyboard এবং অন্যান্য যত কিবোর্ড আছে,
আনইন্সটল করে দিন। এবং এই জাতীয় কোন সফটওয়্যার আপনার মোবাইল ফোনে রাখবেন না।

Level 0

আমি আর্জি আনা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বর্ণ কিবোর্ড চালিয়ে দেখেন, ডেভেলপার খুবই ভালো একজন মানুষ। ডাটা চুরি ওনার কাজ না, প্রোগ্রামিং তার যোগ্যতা আর বর্ণ হলো তার শখের প্রজেক্ট।