ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর দশটি উপায়

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

 

ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর ১০ টি উপায়

 

ইনস্টাগ্রাম ফলোয়ার

যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন কিন্তু ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর উপায় জানেন না, তাদের জন্য এই লেখাটি বেশ উপকারি। আধুনিক যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষের সোশ্যাল লাইফ মেন্টেন করা সম্ভব হয় না। আর স্যেশাল মিডিয়াতে ফলোয়ার খুব গুরুত্বপূর্ন একটি স্ট্যাটাস বহন করে।

সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের অনেক বড় দিক হয়ে উঠেছে। অনেকের এই স্যোশাল মিডিয়া, ইনকাম করারও বড় মাধ্যম। জনপ্রিয় ৪টি ইন্সটাগ্রাম ব্যবসা আইডিয়া। সোশ্যাল লাইফ মানে সোশ্যাল মিডিয়া একাউন্ট যেমন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ইনস্টাগ্রাম।

আপনি কি ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে চান? তাহলে সামান্য কটি উপায় ফলো করলে আপনার ফলোয়ার বেড়ে যাবে ইনস্টাগ্রামে। চলুন দেখে আসা যাক উপায়গুলো।

ইনস্টাগ্রাম ফলোয়ার

১. ইনস্টাগ্রাম এনগেজমেন্ট গ্রুপে জয়েন করুন

ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর জন্য অনেক কাজ করতে হয়। তবে, সবচেয়ে সহজে ফলোয়ার বাড়ানোর জন্য আপনি, এনগেজমেন্ট গ্রুপ জয়েন করতে পারেন। ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের এনগেজমেন্ট গ্রুপ থাকে, যেমন, ভ্রমণ, ফ্যাশন, বিউটি, ইত্যাদি।

এসব এনগেজমেন্ট গ্রুপে অনেক ফলোয়ার থাকে যারা অনেক সময় অনেক ধরনের টিউনে লাইক করে এবং পোস্টগুলো শেয়ার করে। এসব গ্রুপ জয়েন করে সহজে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ফলোয়ার বাড়িয়ে নেওয়া যায়।

 

কিন্তু, ফলোয়ার্স বাড়াতে হলে আপনাকে তাদের ফলোইং এর বিনিময় ফলো করতে হবে। মানুষ তখনই আপনার অ্যাকাউন্টে ফলো করবে, যখন আপনি তাদের অ্যাকাউন্টে ফলো করবেন। ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে হলে এই এনগেজমেন্ট গ্রুপের ফলোয়ার্স দের পেজে আপনাকে ফলো দিতে হবে তাহলে, তারা আপনার পেইজে ফলো করবে। অল্প সময়ে ফলোয়ার পাওয়ার জন্য এনগেজমেন্ট গ্রুপ ব্যবহার করা যেতে পারে কিন্তু দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যাবে না।

২. ইনস্টাগ্রামে অন্যদের টিউন রি-টিউন করুন

ইনস্টাগ্রামে অন্যদের টিউনা রিটিউন করে, আপনি আপনার নিজের ফলোয়ার বাড়াতে পারবেন। বিভিন্ন গ্রুপে বা পেইজে অনেক ধরনের ভিডিও বা টিউন শেয়ার করা হয় প্রতিদিন। সেখান থেকে একটা টিউন বা ভিডিও যদি আপনি আপনার পেইজে রিটিউন করেন তাহলে, খুব সহজে আপনি কিছু ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন।

ইনস্টাগ্রাম ফলোয়ার

যেমন, ধরুন আপনার অন্য কারো টিউন পছন্দ হলও। আপনি সেই ভিডিও বা টিউন আপনার পেজ থেকে রি-টিউন দিলেন এবং মেন টিউনের লিংক আপনার পেইজে বায়তে দিয়ে দিলেন।

তাহলে, মানুষ যখন আপনার পোস্টটি দেখবে, তখন মেইন টিউন দেখার জন্য আপনার পেইজে ঢুকবে এবং কিছু মানুষ আপনার পেজটি ফলো ও করবে। অতএব, রি-টিউন করে আপনি আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। বিশেষভাবে মনে রাখতে হবে, ইনস্টাগ্রাম এখন তাদের পলিসি চেঞ্জ করেছে এবং এখন রি-টিউন করার জন্য পারমিশনের প্রয়োজন হয়।

 

৩. ইউনিক এবং ধারাবাহিক স্টাইল ব্যবহার করুন

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য আপনার পোস্টগুলি হতে হবে ইউনিক এবং ধারাবাহিক স্টাইলে। আপনার ইনস্টাগ্রাম টিউনের কনটেন্ট নিয়ে ফলোয়ার্স মাথা ঘামাবে না। কিন্তু, আপনি যদি ধারাবাহিক এবং ইউনিক স্টাইল ফলো করে টিউন দেন তাহলে, আপনি ফলোয়ার্স দের এ-টেনশন পাবেন।

যেমন ধরুন, আপনার একটি কুকুর রয়েছে এবং প্রতিদিন আপনার ইনস্টাগ্রাম পেইজে আপনি সেই কুকুরের ছবি দেন, সেক্ষেত্রে আপনার ধারাবাহিকতা দেখে মানুষ মনে করবে যে. আপনার পেইজটি কুকুরকে নিয়েই গড়ে উঠেছে এবং এ কুকুরের জীবন সম্পর্কে জানতে চাইলে তারা আপনাকে ফলো করবে।

 

৪. হ্যাশট্যাগ (Hashtags) ব্যবহার করুন

এখন সোশ্যাল মিডিয়ার যুগে হ্যাশট্যাগ ব্যবহার করা একটি লাইফ স্টাইলে পরিণত হয়েছে। প্রতিদিন ইনস্টাগ্রামে আপনি হাজার হাজার হ্যাশট্যাগ দেখতে পারবেন। ইনস্টাগ্রাম ফলোয়ার পাওয়ার আরেকটি উপায় হলও বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা।

 

instagram hash-tag

ধরুন, আপনি একটি টিউন দিয়েছেন ইনস্টাগ্রামে এবং আপনার প্রথম টিউমেন্টে আপনি ২০ টি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, এরপর মানুষ যখনই আপনার পোস্টটি দেখবে তখন হ্যাশট্যাগগুলো চোখে পড়বে।

আর যদি সে হ্যাশট্যাগ গুলো ভালো লাগে তাহলে, আপনার ফলোয়ার্স রা নিজেদের বন্ধুদের ট্যাগ করবে সে হ্যাশট্যাগে এবং দেখতে দেখতে আপনার হ্যাশট্যাগ গুলো পপুলার হয়ে গেলে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে। বিশেষভাবে মনে রাখবেন, হ্যাশট্যাগ আপনি আপনার প্রথম টিউমেন্টে লিখবেন।

জনপ্রিয় Instagram Hash-Tag খোঁজার কিছু ওয়েবসাইট

best-hashtags.com

ingramer.com

tagsfinder.com

hashtagify.me

৫. Blog এর ব্যবহার

আপনার যদি কোন পার্সোনাল বা বিজনেস blog থেকে থাকে তাহলে, সেই ওয়েবসাইটে আপনি আপনার ইনস্টাগ্রাম ছবিগুলো টিউন করতে পারেন। আপনি যদি আপনার ওয়েবসাইটে ইন্সটাগ্রামের ছবিগুলো আপলোড দেন তাহলে, আপনার ওয়েবসাইটের ফলোয়ার্সরা সেসব ছবি দেখতে পারবে। ফলে তারা আপনাকে ইনস্টাগ্রামে ফলো করবে।

যেমন ধরুন, আপনি খাবারের ব্যবসা করেন ইনস্টাগ্রাম পেইজের মাধ্যমে এবং ফলোয়ার বাড়ানোর জন্য আপনি আপনার খাবারের ছবি আপনার ব্যক্তিগত ব্লগে আপলোড দেন তাহলে, আপনার ব্লগ পেইজের ফলোয়ার্স আপনার খাবারের ছবি পছন্দ হলে আপনাকে ইনস্টাগ্রামেও ফলো করবে।

৬. প্রতিযোগীদের ফলোয়ারদেরকে ফলো করুন

আপনি যদি ইনস্টাগ্রামে ব্যবসা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার প্রতিযোগী থাকবে সে ব্যবসায়। আপনার ফলোয়ার বাড়ানোর জন্য আপনি প্রতিযোগীদের ফলোয়ার্সদের ফলো করতে পারেন।

ধরুন, আপনার এক প্রতিযোগিতা ১০ হাজার ফলোয়ার্স রয়েছে কিন্তু, সব ফলোয়ার্স যে তার পণ্য পছন্দ করবে এমন কোনও কথা নেই। তাই আপনি সব ফলোয়ারদের ফলো করলে, কোন না কোন ফলোয়ার আপনার কাস্টমার হয়ে যাবে।

 

ফলোয়ার্সদের কাস্টমার বানানোর জন্য কিছু কাজ করতে হবে

মনে রাখবেন, যখন আপনি ফলোয়ার্স দের টিউনে টিউমেন্ট করবেন তখন নিজের ব্যবসা হি মনোভাব প্রকাশ করবেন না

সব ফলোয়ারদের সিম টিউমেন্ট দিবেন না

আপনার টিউনে কোন ফলোয়ার প্রশ্ন করলে তাকে জবাব দিতে হবে

আপনি প্রতিযোগীদের টিউন স্যাম্পল হিসেবে নিতে পারেন

৭. Location Tags ব্যবহার করা

ইন্সটাগ্রাম লোকেশন

Location Tag এর সাহায্যে আপনি কোন এরিয়া বা সিটিতে রয়েছেন তা খুব সহজে আপনার ছবি বা ভিডিও দ্বারা প্রকাশিত হয়। Location Tags ব্যবহার করে আপনি আপনার কাছাকাছি এরিয়ার মানুষদের এ-টেনশন পেতে পারেন।

 

আপনি যদি ইনস্টাগ্রামে বিজনেস করেন আর আপনি এবং একজন লোকাল বিজনেসম্যান হন তাহলে Location Tags ব্যবহার করলে আপনি সহজেই আপনার এলাকার মানুষদের নিজের কাস্টমার করে নিতে পারবেন। আপনার ইনস্টাগ্রম Story তেও আপনি Location Tags ব্যবহার করতে পারেন এবং ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন।

৮. Instagram Analytical Tools

আপনি ফলোয়ার্স বাড়ানোর জন্য Instagram Analytical Tools ব্যবহার করতে পারেন। Instagram analytics আপনাকে আপনার ফলোয়ার সম্পর্কে তথ্য জানতে সাহায্য করবে। ইন্টারনেটে অনেক tools আছে যা ব্যবহার করে, আপনি আরও অনেক তথ্য জানতে পারবেন।

Instagram Analytical Tools গুলো

 

Sprout Social

Iconosquare

Keyhole

Socialbakers

Curalate

এই tools গুলো আপনাকে ভ্যালিড ইনফরমেশন দিবে আপনার ফলোয়ার্স সম্পর্কে।

 

৯. ইনস্টাগ্রাম ফলোয়ার অ্যাপ ব্যবহার করে

ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর জন্য এখন অনেক ধরনের অ্যাপ আছে, যা দিয়ে খুব সহজে আপনি আপনার ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। আপনি যদি নতুন নতুন ইনস্টাগ্রাম ব্যবহার করা শুরু করেন তাহলে, আপনি এই ইনস্টাগ্রম ফলোয়ার্স অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন।

 

ইন্টারনেটে অনেক ধরনের অ্যাপস রয়েছে যা দ্বারা আপনি ইনস্টাগ্রম ফলোয়ার্স পেতে পারেন। এসব অ্যাপস গুলোর মধ্যে যে কোন একটি অ্যাপস ব্যবহার করে আপনি খুব সহজে ১০০০ ফলোয়ার্স পেয়ে যাবেন।

অ্যাপস এর নাম

Buffer

HubSpot

Hootsuite

কিন্তু এই অ্যাপসগুলো আপনার একাউন্ট শুরুর প্রথম প্রথমেই কাজে আসবে কারণ, এসব অ্যাপস আপনাকে আর্টিফিশিয়াল ফলোয়ার্স এনে দেয় লাইক এবং টিউমেন্টের মাধ্যমে।

এসব আর্টিফিশিয়াল লাইক এবং ফলোয়ার্স এর কারণে, অনেক সময় ইনস্টাগ্রাম অ্যাপ শাট-ডাউন হয়ে যায়। তাই, ইনস্টাগ্রম ফলোয়ার্স অ্যাপ ভেবেচিন্তে ব্যবহার করা উচিত।

১০. ইনস্টাগ্রাম গাইড তৈরি করুন

ইনস্টাগ্রাম গাইড আপনাকে ফলোয়ার্স এর কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয়। আপনার টিপস এবং রেকমেন্ডেশন আপনার ফলোয়ার্স এর কাছে পাঠানোর জন্য ইনস্টাগ্রাম গাইড একটি অতুলনীয় রাস্তা।

এভাবে আপনি আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে পারবেন।

 

আরো কিছু জানার থাকলে আশাকরি সবাই টিউমেন্ট করবেন।

Level 0

আমি Md rasel uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো