কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার আজকের টিউনে আপনাদের সাথে দারুন একটি অ্যাপস শেয়ার করব। যাদের মোবাইলের স্ক্রিনটা অনেক বড় তাদের জন্য এই অ্যাপস টি অনেক উপকারী হবে।
আমাদের যাদের মোবাইলের স্ক্রিন গুলো বড় তাদের সাধারণত মোবাইলের স্ক্রিন কন্ট্রোল করতে সমস্যা হয়ে যায়। যেমন এই অ্যাপের সাহায্যে আপনি ব্যাক বাটন এবং অ্যাপস বাটনের কাজ খুব সহজে করতে পারবেন।
এবার তাহলে জেনে নিই অ্যাপসটির নাম। অ্যাপস টির নাম হল full screen gesture। আপনি প্লে স্টোরে এই নামটি লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। এরপর এখান থেকে অ্যাপসটি ইন্সটল করে নিন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপস টি ওপেন করুন। তারপর আপনাকে দুইটি সেটিংস করে নিতে হবে। অ্যাপটি ওপেন করলে আপনি সেটিংস দুইট পেয়ে যাবেন। সেটিংস গুলো অন করে দিন। এবার অ্যাপসটির ইন্টারফেস দেখতে পাবেন। সবার উপরে দেখুন Left Edga, Right Edge, Bottom Edge নামে তিনটি অপশন দেওয়া আছে। আপনি চাইলে এই তিনটি এজ ওপেন করে দিতে পারেন।
এই অ্যাপসটি নিচে আরও কয়েকটি সেটিংস আছে। যেমন ডিসপ্লে। এই ডিসপ্লে অপশন থেকে আপনি চাইলে খুব সহজে এখানে কালার গুলো পরিবর্তন করতে পারবেন। এবার আপনার কাজ শেষ। এবার আপনি যখন স্ক্রিনের উপর বামপাশ কতবার ডান পাস থেকে আঙ্গুল দিয়ে swipe করবেন তাহলে আপনার এই বাটনগুলো চলে আসবে। এবার আপনি আপনার মোবাইলের স্ক্রিন টি ইচ্ছামত কন্ট্রোল করতে পারবেন না।
আপনার যদি সম্পূর্ণ বিষয়টি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি দেখে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।
আমার টিপসগুলো যদি আপনার ভাল লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল টিপস এবং দরকারি সব অ্যাপস শেয়ার করে থাকি। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নিচে আমার চ্যানেল লিংক দেওয়া হল।
ইউটিউব চ্যানেল: AndroiD PoribaR
আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।