Task Bar – অ্যান্ড্রয়েড ফোনে PC এর মতো একাধিক Window তে কাজ করুন

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম আমি শরিফুল ইসলাম জিবন আজ আপনাদের সাথে শেয়ার করব এন্ড্রয়েড ১০ এর আশ্চর্য এক নতুন ফিচার। যার মাধ্যমে আপনারা আপনার এন্ড্রয়েড ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের Window ব্যবহার করতে পারবেন।

শুনতেই অবাক লাগছে তাইনা আসলেই কথাটি সত্য এতদিন হয়তো Google Play Store থেকে একই সাথে বিভিন্ন Window চালানোর জন্য বিভিন্ন Launcher আপনার ফোনে Install করেছেন কিন্তু তার Home টা PC এর মতো দেখতে হলেও প্রকৃতপক্ষে কোনটাতেই একাধিক(১ এর বেশি চলে না) Window চলে না। আর Home এ তেও আবার একটু পর পর Hang করে। এসব আসলে আপনাদের সাথে প্রতারণা করার জন্যই তৈরি করা হয়। আসলে সবকিছু ফোনে Use করা Possible নয়।

PC এর মতো একাধিক কাজ (Window চালানো) এন্ড্রয়েড ফোনে করা পূর্বে সম্ভব ছিলনা। কিন্তু, সম্প্রতি এন্ড্রয়েড ১০ এ বিশেষ কিছু আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আপনারা সহজেই আপনার এন্ড্রয়েড ফোনে PC এর মতো একাধিক Window তে কাজ করতে পারবেন। এর জন্য Google Play Store এ গিয়ে Task Bar লিখে সার্চ করতে হবে এবং App টি ডাউনলোড করে নিতে হবে।

এটা বিশেষ করে এন্ড্রয়েড ১০ এর একটি আধুনিক ফিচার তবে এন্ড্রয়েড ৯ এ মোটামোটি ভালোই কাজ করবে। আপনার Apply করে দেখতে পারেন।

Note:(1)

এই ফিচারটি উপভোগ করতে আপনাকে VMOS অ্যাপটি ইনস্টল করতে হবে। কারণ Task Bar ব্যবহার করার জন্য ফোন Rooted হতে হবে। আর আপনি নিশ্চয়ই ফোন Rooted করতে চাইবেন না। শুধু Task Bar নয় সমস্ত Rooted Support Apps ব্যবহার করতে পারবেন VMOS অ্যাপটির সাহায্যে। VMOS আসলে একটি Rooted Support Package  Installer.ফলে VMOS ইন্সটল করা থাকলে আপনি যেকোন Rooted Support অ্যাপস আপনার এন্ড্রয়েড ফোনে উপভোগ করতে পারবেন।

Note: (2)

এই Apps টি Rooted ফোনে Use করা যায়। তাই এই ফিচার উপভোগ  করতে আপনার সাধের ফোনটি Root করতে হবে। যদি আপনার ফোন পূর্বে ই Rooted করে থাকেন কিংবা VMOS ইন্সটল করতে না চান।

Special Note For Note (2):

আমার মতে ফোন Root না করাই উত্তম। কারণ কাজটা ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে আপনারা ফোনটি Died করতে পারে (যার ফলে ফোনটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে)। তাছাড়া ফোন Root করলে আপনার Security নষ্ট হয়ে যায়। এবং চার্জ একদম কম সময় টিকে থাকে।

Level 1

আমি জীবন মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগ গুলো ডেভেলপার সাজেশন থেকে কপি করে আংশিক পরিবর্তন করে প্রকাশিত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস