নিজের নাম দিয়ে রিংটোন বানিয়ে নিন খুব সহজেই

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের টিউনে আপনাদেররদেখাবো কিভাবে আপনি নিজের নাম ব্যবহার করে খুব সহজেই রিংটোন বানাতে পারবেন। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আপনি শুধু টিউনটি ভালো করে দেখুন।

আপনি হয়তো অনেকের কাছে দেখেছেন তার নিজের নামে রিংটোন বানাতে। তখন হয়তো আপনারও ইচ্ছে হলো আপনিও নিজের নামে রিংটোন বানাবেন। কিন্তু আপনি জানেন না কিভাবে করবেন। চিন্তার কারন নেই। আমি বলছি কিভাবে কি করবেন। প্রথমে আপনাকে www. prokerala. com সাইটে যেতে হবে। তারপর বামপাশে তিনটি দাগে ক্লিক করে রিংটোন সিলেক্ট করুন। তারপর উপর থেকে Name Ringtone সিলেক্ট করুন। তারপর নিচে আসুন। এখান থেকে Create Name Ringtone এ ক্লিক করুন। তারপর আপনার নাম, মেসেজ ও মিউজিক সিলেকাট করে Create বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল নিজের নামে রিংটোন।

আপনার যদি বিষয়টি বুঝতে সমস্যা হয় বা বিষয়টি ভিডিওতে দেখতে চান তাহলে নিচের ভিডিওটি দেখুন।

আপনার কাছে যদি আমার টিপস গুলো ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আশাকরি।

#NameRingtone #OwnNameRingtone #NameRingtoneMaker #নাম_দিয়ে_রিংটোন
#RingtoneMaker

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস