বাংলাদেশে এই প্রথম স্টুডেন্টসদের জন্য চমৎকার একটি এপ নিয়ে এলো, EduTerminal নামের একটি কোম্পানি।
মোবাইল মানি একটি অ্যান্ড্রয়েড প্লাটফর্মভিত্তিক মোবাইল এপ্লিকেশন, যেখানে খুব সহজেই যেকোন বয়সের স্টুডেন্টস তাদের ক্রিয়েটিভিটি শেয়ার করে প্রতিদিন বিভিন্ন পয়েন্টসের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে।
এটি মূলত সোসাল শেয়ারিং একটি এপ, যেখানে আপনি ফেসবুকের মতই টিউন দিতে পারবেন, তবে এখানে টিউন দেয়ার সুবিধা হলো, এর বিনিময়ে আপনাকে পয়েন্ট দেয়া হবে, যে পয়েন্টগুলো আপনি সরাসরি টাকা তে কনভার্ট করে নিতে পারবেন, এজন্য আপনার কোন ইন্টারন্যশনাল ব্যাংক একাউন্টের প্রয়োজন নেই, বাংলাদেশের বিকাশ, রকেট এবং নগদ, এই তিনটি মেথডে টাকা দেয়া হচ্ছে।
=> নিচে পয়েন্টের একটি লিস্ট দেয়া হলো-
মোবাইল মানি, টাকা উইথড্র করার একটা নির্দিষ্ট তারিখ বেধে দিয়েছে। পেমেন্ট রিকুয়েস্ট করার পর প্রতি মাসের ১০ তারিখ সমস্ত mobileMoney ইউজারদের টাকা তাদের নিজ নিজ বিকাশ, রকেট বা নগদ একাউন্টে পাঠিয়ে দেয়া হবে। তবে ইউজারকে নিয়মাবলি ফলো করতে হবে।
-> পেমেন্ট পাওয়ার জন্য ইউজারকে অবশ্যই সর্বনিম্ন ৫, ০০০ পয়েন্ট উপার্জন করতে হবে।
প্রতিটি পেমেন্ট রিকোয়েস্ট করার সময়, অবশ্যই সঠিকভাবে পারসোনাল বিকাশ, রকেট বা নগদ নাম্বার দিতে হবে। ভুল নাম্বার দিলে mobileMoney সেটির দায়িত্ব নিবেনা।
আমি Mostak Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কি ইনকাম করেছেন? করলে একটা পিক এড করতেন