টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আলোচনা করব Gboard এর একটি চমৎকার ফিচার নিয়ে। চলুন শুরু করা যাক।
গুগল তাদের Gboard এ যুক্ত করেছে রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেশন। যার মাধ্যমে আপনি এক ভাষায় কথা বলবেন এবং Gboard আপনার কথা অন্য ভাষায় অনুবাদ করে টাইপ করবে।
গুগল তাদের Gboard এ এ আগে থেকেই ভয়েস কমান্ড এবং ট্রান্সলেশন ফিচার যুক্ত করলেও আগে ফিচার গুলোর সাথে কাজ করতো না, কিন্তু নতুন আপডেট এর পর দুটি ফিচারই এক সাথে কাজ করবে।
ডাউনলোড লিংক @ Gboard
ধরুন আপনি কাউকে ইংরেজিতে মেসেজ পাঠাবেন, এখন Gboard এ আপনার কথা গুলো বাংলাতে বলুন দেখবেন এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার কথাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠিয়ে দেবে। চলুন দেখে নেয়া যাক কিভাবে ফিচারটি ব্যবহার করবেন।
যদি আপনার ফোনে Gboard ইন্সটল দেয়া না থাকে তাহলে, প্রথমে Gboard ইন্সটল দিয়ে এটিকে কিবোর্ড হিসেবে সেট করে নিন।
যেকোনো মেসেজ বা নোট পেডে গিয়ে ছবির মত, কিবোর্ডটির থ্রি ডটে ক্লিক করুন।
এবার Translate এ ক্লিক করুন।
এবার আপনি নির্ধারণ করুন কোন ভাষায় আপনার মেসেজ ট্রান্সলেট করবেন।
এবার মাইক্রোফোন আইকন টিতে ট্যাপ করে কথা বলুন।
দেখুন আমি How are you বলেছিলাম, এটি স্বয়ংক্রিয় ভাবে 'আপনি কেমন আছেন' অনুবাদ করে টাইপও করে ফেলেছে।
গুগল জানিয়েছে সবাই এই ফিচারটি ব্যবহার করতে পারবে। তবে কিছু কিছু ইউজার রিপোর্ট করেছে তারা এখনো মাইক্রোফোন আইকনটি দেখতে পাচ্ছে না। এর আগেও যেহেতু গুগলের অনেক আপডেট পেতে অনেকেরই কিছুটা সময় লেগেছে, সুতরাং বলা যায় দেরিতে হলেও সবাই এই ফিচারটি পেয়ে যাবে।
গুগলের এই রিয়েল টাইম ট্রান্সলেশন আমার ব্যক্তিগত ভাবে দারুণ লেগেছে। বলা যায় চমৎকার একটি ফিচার এড করেছে গুগল। ব্যাকগ্রাউন্ডে একই সাথে ট্রান্সলেশন, ভয়েস ডিটেকশন করার পরেও তুলনামূলক খুব দ্রুতই এটি রেজাল্ট দিতে পারছিল।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।