ফ্লাটার (Flutter) হতে পারে আপনার ভবিষ্যৎ -
পর্ব : ০১ (অ্যাপস ডেভেলপমেন্ট)
অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি ফ্লাটার ফ্লাটার করেন ফ্লাটারের ভবিষ্যৎ কি! জাভার উপরে কিছু নেই। জনাব- আমিও মনে করি জাভা অতি প্রয়োজনীয় প্রোগ্রামিং ভাষা আর অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরিতে এর তুলনা নেই। আমি ফ্লাটার এর সাথে কোন প্রোগ্রামিং এর তুলনা করতে চাইনা - কারণ ফ্লাটার নিজে কোন প্রোগ্রামিং ভাষা নয় - এর কাজ ডার্ট (Dart) ভাষা নিয়ে। আর এই ডার্ট হলো গুগল ব্রান্ডেড প্রোগ্রামিং ভাষা এবং ফ্লাটারকে গুগল বলছে - The Future Builder। আর আমি মনে করি - এটি আপনার ভবিষ্যৎ এর বন্ধু হবে।
আলিবাবা এখন টোটালি ফ্লাটার বেসড অ্যাপস, তবে অবশ্যই জাভা শিখে আসুন এই প্রোগ্রামিং জগতে। আমি তো একসময় c/c+ দেখলে অজ্ঞান হয়ে যেতাম, মনে হতো গোপন কোন ভাষার কোড পড়তেছি। আমি ফ্লাটার নিয়ে ফেসবুক বা ব্লগে সিরিজ টিউন করবো, যদি সময় পায়। শুভ হোক প্রোগ্রামিং - সবার জন্য।
★ আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন:- https://www.facebook.com/groups/281544592921165
আমি এম এ মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এম আবির মিলন ::- প্রফেশনাল ব্লগার, কন্টেন্ট রাইটার, ডিজিটাল মার্কেটার এবং মোবাইল অ্যাপস ডেভেলপার।