অাসসালামু অালাইকুম, , অাশা করি সবাই ভালো অাছে।
জমিজমা নিয়ে সমস্যায় পড়তে হয় নি এমন লোক বাংলাদেশ এ খুব কম সংখ্যক হবে।
দলিল পত্র সম্পর্কে ভালো অভিঙ্গতা না থাকার কারণে ভুয়া দলিত দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার কাহিনী অামাদের বাংলাদেশ এ অনেক অাছে।
যদিও বর্তমানে সবাই সচেতন হওয়ার কারণে এসব ঘটনা খুবই কম হয়। তারপরেও নেই বললে ভুল হবে এখনো অনেক এলাকার প্রভাবশালী লোক তাদের কার্যক্রম বন্ধ রাখেনি ক্ষমতাবলে দখল করে নিচ্ছে অনেকের জমি। এর পরে যেনো অার অাপনাকে এরকম সমস্যায় অাপনাকে না পড়তে হয় তাই অামি অাপনাদের সামনে একটি অ্যাপ নিয়ে হাজির হলাম,
যার মাধ্যমে অাপনি খুব সহজে দেখে নিতে পারবেন যেকোনো জমির মালিকের নাম এছাড়া কোথায় কতটুকু জমি এবং সম্পত্তির অংশীদারের নাম সহ সব তথ্য দেখে নিতে পারবেন।
এগুলো দেখার জন্য অাপনাকে তেমন কিছু জানতে হবেনা শুধু বিভাগ, জেলা, থানা, মৌজা এবং মালিকের নাম জানলেই হবে। অাসলে এখানে বিস্তারিত বলার তেমন কিছুই নেই অ্যাপটি ডাউনলোড দিলে বুঝতে পারবেন, সবকিছু
ধারাবাহিকভাবে অ্যাপটিতে দেওয়া অাছে।
তারপরেও যদি অাপনারা এই অ্যাপটি নিয়ে ধারাবাহিক টিওটোরিয়াল চান তো টিউমেন্ট করুন।
এই অ্যাপটির কিছু Screenshort দেখে নিনঃ
apk download Link
https://play.google.com/store/apps/details?id=com.gorib.onlinekhotiyaan
Custom Link: https://play.google.com/store/apps/details?id=com.gorib.onlinekhotiyaan
Download APk
যদি কোনো কারণে অাপনার দেওয়া তথ্য সঠিক হওয়ার পরও কোনো জমির তথ্য না পান তাহলে তাদেরকে মেইল করুন, যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করবে।
আমি মোঃ লিয়ন মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।