Barcode মেশিন দরকার নেই! ফ্রি অ্যাপ দিয়ে করুন Barcode মেশিনের কাজ!

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

সফটওয়্যারে বারকোড ইনপুট দিতে আমাদের বারকোড মেশিনের দরকার হয় যার দাম প্রায় ১, ৭০০ টাকা শুরু করে ৫, ০০০+ টাকা পর্যন্ত হয়ে থাকে। ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা অ্যাপ্লিকেশনে বারকোড সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য আজ আমি একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যা দিয়ে আপনি বারকোড মেশিনের কাজ করতে পারবেন এবং আপনার ব্যবহৃত সফটওয়্যারে বারকোড ইনপুট দিতে পারবেন।

 

অ্যাপটির ব্যবহার

  • প্লে-স্টোর থেকে Barcode Client Server অ্যাপটি ইনস্টল করুন।
  • অতপর BarcodeServer.zip টি ডাউনলোড করুন এবং জিপ ফাইলটি আনজিপ করে BarcodeServer.exe টি রান করুন।

    এখন অ্যান্ড্রয়েড অ্যাপটি দিয়ে QR code scan করলেই অ্যাপটি কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে।

  • এখন আপনার যে সফটওয়্যারে বারকোড ডাটা এন্ট্রি করা লাগবে সেখানে কার্সর রাখুন আর অ্যাপ দিয়ে বারকোড স্কেন করুন। দেখবেন অ্যাপটি অটোমেটিক স্কেন করা বারকোড ডাটাটি আপনার পিসি তে পাঠিয়ে দিয়েছে।
  • বি:দ্র অবশ্যই আপনার পিসি ও অ্যান্ড্রয়েড ফোন একই নেটওয়ার্কে যুক্ত থাকতে হবে। মানে হল আপনি WiFi ব্যবহার করলে মোবাইল ও কম্পিউটার একই WiFi Network এ কানেক্ট থাকতে হবে।

Level 2

আমি Nilmon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai video ta ke dawa jbe