2020 সালের সেরা Voice Recorder App চলুন দেখে নেই সেরা কিছু App যা আপনাকে প্রফেশনাল কাজ করতে সহযোগিতা করবে।
2020 সালের সেরা Voice Recorder App ছাড়াও সেরা Android Games এবং Apps নিয়ে আর্টিকেল শেয়ার করেছিলা। আজ আমি সেরা Voice Recorder App এর তালিকা প্রকাশ করতে চলেছি।
দেখুন, যে কোনও Android মোবাইলের অন্যতম দরকারী বৈশিষ্ট্য হলো রেকর্ড করার ক্ষমতা। Voice Recorder App গুলো সাধারণত বক্তৃতা, সভা, অনুষ্ঠান, অপরাধ, সঙ্গীত ইত্যাদি রেকর্ড করতে ব্যবহৃত হয়ে থাকে।
Android মোবাইল গুলোতে Build ভয়েস রেকর্ডার থাকে। কিন্তু Build App গুলো থাকে শুধু Basic Feature. তাই আপনি যদি Call Recording করার জন্য ব্যবহার করেন তাহলে ঠিক আছে।
আর আপনি যদি Expert দের মত Recording করতে চান তবে খুঁজে নিতে হবে সেরা গুলো থেকে।
কারন এখানে আপনি বাড়তি অনেক সুবিধা পাবেন যা Build App টিতে পাবেন না।
Google Play Store এ অসংখ্য Voice Recorder App রয়েছে। যার ভিতর থেকে সেরাটা খুঁজে পাওয়া অনেক কষ্ট সাধ্য কাজ। তাই আজকের তালিকাতে সে সব App রেখেছি যা সবথেকে বেশী Positive Rating পেয়েছে।
গুগল প্লে স্টোরটিতে এটি এখন সেরা এবং Top Rated ভয়েস রেকর্ডার App.
এই App বর্তমানে হাজার হাজার ব্যবহারকারী অডিও রেকর্ড করতে ব্যবহার করেছেন।
Easy Voice Recorder এর আকর্ষণীয় ফিচার হলো Screen Off থাকলেও এটি অডিও রেকর্ড করতে সক্ষম।
যদি ফাইল সাপোর্ট সম্পর্কে বলতে যাই। Easy Voice Recorder টি WAV, AMR, PCM, ইত্যাদি অডিও Format সমর্থন করে।
Easy Voice Recorder এর তুলনায় Voice Recorder আরো বেশী ফিচার নিয়ে তৈরী।
এর সাউন্ড Recording quality অনেক ভালো আর সাথে রয়েছে sensitivity.
আপনি Recording করা ছাড়াও অনেক কাজ করতে পারবেন। যেমনঃ-
আপনার Recording কে cut, trim, merge করতে পারবেন।
আমাদের তালিকায় থাকা এটা একটি ইউনিক Recorder App.
কারন এই App আপনাকে speaker, mic, ছাড়াও Bluetooth mic ব্যবহার করার সুবিধা দিয়ে থাকে।
এছাড়াও Parrot সাপোর্ট করে Android wear. আরো আছে আপনি চাইলে সরাতে পারবেন background noise অথবা echo আপনার রেকোর্ডিং থেকে।
তারপরেও থাকছে volume boost, bass boost, preset reverb ইত্যাদি Tools গুলোকে নিয়ে কাজ করার সুবিধা।
আপনি যদি Note, Memo, নজরদারী Record করার জন্য কোন Android App খুঁজে থাকেন তবে এটা হতে পারে সেরা পছন্দ।
অনুমান করুন App টি আপনাকে কি ধরনের সুবিধা দিতে পারে?
প্রথমত App টি Background এ চলতে সক্ষম। আর পাশাপাশি এটা যা শুনবে তা রেকোর্ড করতে সক্ষম।
হোক তা আশেপাশের প্রতিধ্বনি।
shake করে Record চালু করতে পারবেন কিংবা gestures ব্যবহার করে।
App টির নাম যেমন কাজটাও ঠিক তেমন।
এই App তৈরী করা হয়েছে Voice Memo Record করার জন্য।
Voice Memo বেশী ব্যবহার করে থাকে Student দীর্ঘ বক্তৃতা Record করার জন্য।
আপনি অ্যাপ্লিকেশনটি সাক্ষাত্কার রেকর্ড করতে বা সেশন মিটিং ইত্যাদির জন্যও ব্যবহার করতে পারেন।
রয়েছে Voice Tag ফিচার যার মাধ্যমে Recording শেষে Access করতে সুবিধা হবে।
এটি তালিকার আরও একটি সেরা ভয়েস রেকর্ডার অ্যাপ্লিকেশন যা আপনাকে একটি সহজ এবং দুর্দান্ত রেকর্ডিংয়ের অভিজ্ঞতা সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা উচ্চমানের শব্দ রেকর্ড করতে যথেষ্ট সক্ষম। তবে সমস্যা হলো এটা কেবল স্যামসাং স্মার্টফোনে কাজ করে।
আপনি যদি Android স্মার্টফোনের জন্য সহজেই ব্যবহার করার যোগ্য এমন কিছু সন্ধান করে থাকেন তবে Smart Recorder একবার চেষ্টা করে দেখুন। Smart Recorder একটি সেরা App যা দিয়ে আপনি উচ্চ-মানের এবং দীর্ঘ সময়ের ভয়েস রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন। Smart Recorder এর কয়েকটি উন্নত বৈশিষ্ট্য রয়েছে যেমন লাইভ অডিও spectrum analyzer, wave/PCM encoding ইত্যাদি।
অ্যাপটি ব্যবহারকারীদের অন্যতম ফিচার সরবরাহ করে যা অডিও এর মান কে কাস্টমাইজ করতে ব্যবহার করা যেতে পারে। শুধু তাই নয় High Quality MP3 ভয়েস রেকর্ড করা যাবে। সাথে ড্রপবক্স এবং গুগল ড্রাইভের মতো ক্লাউডে রেকর্ডিংগুলি আপলোড করার ফিচার যুক্ত রয়েছে। আর High Quality Mp3 রেকোর্ড এবং Cloud ফিচার এর কারনে এটাও সেরার তালিকায় রয়েছে ২০২০ সালে।
এটি মূলত স্মার্ট ভয়েস রেকর্ডার এবং Caller ID অ্যাপ্লিকেশন। তবে অ্যাপটি Native ভয়েস রেকর্ড করতেও ব্যবহার করা যেতে পারে। Call Recorder এর দুর্দান্ত ফিচার হলো এটি আপনার ভয়েসকে একাধিক Audio Format গুলোতে সঞ্চয় করার সুবিধা দিবে। যেমন AMR, WAV, AAC, MP3 ইত্যাদি। এতে রয়েছে Material Design ইন্টারফেস যার ফলে কম র্যাম এবং খরচ করে থাকে।
স্বয়ংক্রিয় কল রেকর্ডার সহ, আপনি সহজেই ভয়েস নোট এবং মেমো রেকর্ড করতে পারবেন।
শুধু তাই নয়, অ্যাপটি ব্যবহারকারীদের Social Platform গুলোতে তাত্ক্ষণিক Chat.
কিংবা Message Sending অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমেও Edit, Delete, Backup এবং ভয়েস রেকর্ডিংগুলি ভাগ করতে সুবিধা করে দেয়।
অ্যাপটি Android ব্যবহারকারীদের কাছে প্রচুর জনপ্রিয় এবং এটি কল রেকর্ডিংয়ের জন্য ব্যবহৃত হয়।
তাহলে শেষ হয়ে গেলো 2020 সালের সেরা Voice Recorder Appএর তালিকা।
যদি আর্টিকেল টি উপকারে আসে তবে লাইক এবং টিউমেন্ট করে জানাবেন।
আর উৎসাহ দিতে চাইলে শেয়ার করে দিয়ে পাশে থাকুন।
তাহলে আজকের মত বিদায়। দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
লেখকঃ ইসমাঈল হোসেন (সৌরভ)
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician