সুপ্রিয় টেকটিউনস বাসী, আশা করি দেশের এই ক্রান্তিকালে সকলে ঘরে আছে এবং সুস্থ আছেন। অনেক অনেক দিন পর টিউন করতে আশাকরি তখন আমার বয়স ছিল ১২ কি ১৩, বর্তমানে ১৯। যাইহোক, আজ আপনাদের সামনে হাজির হলাম ২০২০ সালের সেরা অ্যান্ড্রয়েড ক্রিকেট গেমগুলো নিয়ে। আশা করি গেম গুলো খেলে কোয়ারেন্টিনের অবসর সময়ে উপভোগ্য হবে।
রিয়েল ক্রিকেট সিরিজের সবগুলো গেমই দুর্দান্ত। এটি এই সিরিজের সর্বশেষ গেম। গেমটি ইতোমধ্যে ১০ মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে এবং গড় রেটিং ৪.২। অনেক জনপ্রিয় একটি গেম, আশা করি খেলে মজা পাবেন।
এই গেমটি মূলত আইপিএল নির্ভর। যারা আইপিএল দেখেন, তাদের কাছে আশা করি গেমটি ভালোই লাগবে। এখানে নিলামে খেলোয়াড় কিনা হতে শুরু করে দল পরিচালনা সবই করার সুযোগ পাবেন। গেমটির ডাউনলোডের সংখ্যা ৫ মিলিয়নের উপরে এবং গড় রেটিং ৪.
download it from here.
উপরের সব গুলো গেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধহয় এই গেমটি। গেমটির বর্তমান ডাউনলোড সংখ্যা ৫০ মিলিয়নের উপরে এবং গড় রেটিং ৪.৩। ১৮ টি আন্তর্জাতিক দল এবং ৪২ টি ভিন্ন স্টেডিয়াম রয়েছে গেমটিতে। আশা করি গেমটি খেলে ভালোই লাগবে আপনার।
play this game now.
বিগ বেশকে কেন্দ্র করে গেমটি নির্মাণ করা হয়েছে। বিগ বেশের সকল খেলোয়াড় এবং দল পাবেন গেমটিতে। তুলনামূলকভাবে গেমটি নতুন হলেও, ১ মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। গেমটির রেটিং ৪.২. মজার বেপার হল গেমটিতে মহিলা দল এবং খেলোয়াড়দেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। চাইলে মহিলা দল নিয়েও খেলতে পারেন।
Click here to play the game.
গেমগুলোর মধ্যে সবচেয়ে ভালো রেটিং এই গেমটির। বর্তমানে প্লেস্টোরে গেমটির গড় রেটিং 4.4 এবং ডাউনলোডের সংখ্যা ১০ মিলিয়নের উপরে। ইন্ডিয়ান খেলোয়াড় ধনীর ক্রিকেট কেরিয়ারের উপর ভিত্তি করে গেমটি নির্মাণ করা হয়েছে।
লেখাটির মূল সংকলন আমার ব্লগে রয়েছে। ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ, free cricket games for android
সকলের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ঘুরে থাকুন, সুস্থ থাকুন।
আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।